ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ নূরউল্লাহ’র জানাজা সম্পন্ন

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ষ্টেশন রোড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ এর সাবেক পরিচালক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় আইআইইউসির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক বোর্ড মেম্বার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেম্বার প্রেসের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ নূরউল্লাহ রবিবার ২৫/৪/২১সকালে ঢাকায় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান প্রভূর ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন।

উল্লেখ্য তিনি বিশিষ্ট আইনজীবী মরহুম এডভোকেট আলহাজ্ব নাজিমুল্লাহ সাহেবের ছোটভাই ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রাক্তন জিপি মরহুম এডভোকেট আলহাজ্ব জালাল সাহেবের জামাতা ও সাবেক সেক্রেটারি জনাব জিয়াউদ্দিন আহমেদ এর বড় দুলাভাই ।
আল্লাহ পাক এই নিবেদিত প্রাণ মানব সেবককে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন। আমিন।

রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মুহাম্মদ নুরুল্লাহ এর মৃত্যুতে জেলা জামায়াতের শোক

 

বাংলাদেশ বার্তা
বাংলাদেশ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সাবেক সভাপতি মরহুম মাওলানা শামসুদ্দীন সাহেবের ছোট ভাই, নগরীর বানিয়াটিলা নিবাসী জনাব মুহাম্মদ নুরুল্লাহ আজ সকাল ৭.০০ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব জাফর সাদেক ও সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ।

শোকলিপিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মুহাম্মদ নুরুল্লাহ সাহেব সহজ, সরল ও অমায়িক লোক ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন। গুনাহসমূহ মাফ করে দিন। তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ তার পরিবারের সকলকে সবরে জামিল দান করুন। আমীন।

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

চান্দগাঁও আবাসিক জামে মসজিদ: মসজিদ খুলে না দেয়ায় বাহিরেই নামাজ আদায় করলেন বিক্ষুদ্ধ মুসল্লীগণ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১৪ এপ্রিল, ২০২১: চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদ জহুর নামাজের সময় মসজিদ কতৃপক্ষ খুলে না দেয়ায় উপস্থিত বিক্ষুদ্ধ শতাধিক মুসল্লী মসজিদের বাহিরেই জহুর নামাজ আদায় করেন।

আজ প্রথম রমজান (বুধবার) জহুর নামাজের জন্য অন্যান্য দিনের মত অন্যান্য মসজিদের পাশাপাশি চান্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদ জহুর নামাজের  আযান দেয়া হয়। এই মসজিদের মুসল্লীদের একটি অংশ মসজদি েপ্রবেশ করার জন্য এগিয়ে কিন্তু মসজিদ কতৃপক্ষ দরজা খলে না দেয়ায় মুসল্লীরা মসজিদের প্রবেশ করতে পারে নাই। কতৃপক্ষের একজন সদস্যকে পাওয়া গেলে তিনি দরজা খুলতে রাজি হননি। তিনি বলেন, দরজা  ‍খুললে মসজিদে মুসল্লীর ঢল সামলানো যাবে না। এই পরিস্তিতি দায় কে নিবে।

উপস্থিত মুসল্লীরা কতৃপক্ষ এবং রমজান মাসে সরকারের  মসজিদের বিষয়ে এমন   সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, করোনা-19 একটি গজব। এই গজব থেকে বাঁচতে অন্যান্য স্বাস্থ্যবিধি মানার সাথে সাথে মহান আল্লাহর সাহায্যের জন্য তার কাছে বেশিবেশি ধরনা দিতে হবে। এমনিতেই রমজান মাস গুনাহ মাপের মাস।  এই সময় মসজিদে বসে মহামারী করোনাসহ সকল প্রকার সমস্যা থেকে বাচাঁর জন্য  মহান আল্লাহর দরবারে হাজির হয়ে এবাদত-বন্দিগীর পাশাপাশি গুনাহ মাপের জন্য একটি বড় সুযোগের মাস এই রমজান।  

মসল্লীরা আরো বলেন, এই মসজিদে বিভিন্ন ইদ উৎসবে ১০ হাজারের অধিক মুসল্লী এবাদত-বন্দেগী করে। সেখানে মাত্র ২০জন মুসল্লীর অনুমোদন ?

তারা বলেন, সরকার নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি মেনেও  ২/৩ হাজার মুসল্লী এখানে নামাজ আদায় করতে  পারবে। বিষয়টি কতৃপক্ষসহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

মুসল্লীরা পরে তাদের মধ্য হতে একজনকে ইমাম করে জামায়াতের সাথে জহুর নামাজ আদায় করেন।

মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

চলে গেলেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমেদ

 

বাংলাদেশ বার্তা: চলে গেলেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমেদ বার্তা বাংলাদেশ
বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১৩ এপ্রিল ২০২১ তারিখ (মঙ্গলবার)  চলে গেলেন ইসলামী আন্দোলনের এক বর্ণালী মুজাহিদ জামায়াতে ইসলামীর সাবেক আমীর জনাব মকবুল আহমাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।


তিনি ছিলেন জামায়াতে ইসলামীর কঠিনতম সময়ের কাণ্ডারী। তার ইন্তেকালে জামায়াতের কেন্দ্র হতে শুরু করে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সংগঠনের সকল স্তর থেকেই বিভিন্ন ভাবে তার ইন্তেকালে শোক প্রকাশ অব্যহত রয়েছে।
সকলেই মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছে/করছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে লিখেছেন, আজীবনের এই দা'য়ী ইলাল্লাহ জামায়াতে ইসলামীর কঠিনতম সময়ের কাণ্ডারী আমাদের জন্য রেখে গেলেন অনেক শিক্ষা এবং উদাহরণ। রাব্বুল আলামীন তার এই গোলামের তামাম জিন্দেগীর সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে নেকিতে পরিণত করে দিন।
তার নেক আমলগুলো কবুল করুন, শহীদ হিসেবে কবুল করে তাকে সম্মানিত করুন। মহান রবের কাছে আবেগ ও বুকভরা আকুতি।

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

সংবাদ সংগ্রহকারী ও প্রচারকারী অর্থাৎ সাংবাদিকদের জন্য রাসুল (সাঃ) এর হাদিস

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ গত রাতে আমি স্বপ্নে দেখলাম, দু’জন লোক এসে আমার দু’হাত ধরে আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে চললো।

হঠাৎ দেখতে পেলাম, এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তিটি বসে থাকা ব্যক্তির (এক পাশের) চোয়ালটা এমনভাবে আঁকড়া বিদ্ধ করছিল যে, তা (চোয়াল বিদীর্ণ করে) মস্তকের পিছনের দিক পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। অত:পর অপর চোয়ালটিও আগের মত বিদীর্ণ করল। ততক্ষণে প্রথম চোয়ালটা জোড়া লেগে যাচ্ছিল। আঁকড়াধারী ব্যক্তি পুণরায় সেরূপ করছিল। আমি জিজ্ঞেস করলাম, এ কী হচ্ছে?
তাঁরা বললেন, আপনি যে ব্যক্তির চোয়াল বিদীর্ণ করার দৃশ্য দেখলেন, সে একজন মিথ্যাবাদী। তার কাজ ছিল মিথ্যা সংবাদ বলে বেড়ানো, আর তার বিবৃত মিথ্যা সংবাদগুলো ক্রমাগত বর্ণিত (শেয়ার) হয়ে পৃথিবীর দূর দূরান্তে পৌছে যেতো। ক্বিয়ামত পর্যন্ত এভাবেই তার শাস্তি চলতে থাকবে।
(সহীহ বুখারী হা/১৩৮৬, ৬০৯৬, বাংলা মিশকাত হা/৪৪১৬)

লঞ্চডুবির ঘটনায় ২৭জন এবং কালবৈশাখী ঝড়ে ১৩জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ২৭ জনের লাশ উদ্ধার এবং গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ে ১৩ জন লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৫ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।


শোকবাণীতে তিনি বলেন, ৪ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। অপরদিকে ৪ এপ্রিল বেলা তিনটার দিকে গাইবান্ধা জেলার সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ে ১৩ জন লোক নিহত হয়েছেন। এ সকল ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। লঞ্চডুবির ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।

লঞ্চডুবির ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ এবং লঞ্চডুবি ও কালবৈশাখী ঝড়ে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।

যাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করতে হবে- ডা. শফিকুর রহমান

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান যাকাত ও ওশর শীর্ষক এক ভার্চুয়াল সূধী সমাবেশে বলেন, ইসলামের ফরজ বিধান সমূহের মধ্যে অন্যতম একটি বিধান হলো যাকাত। ইসলামের ৫টি স্তম্ভর মধ্যে তৃতীয় হচ্ছে এই যাকাত। মাহে রমজানের শুরুতেই যাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করতে হবে। যাকাত ফরজ হয় নিসাব পরিমাণ মালের মালিক হলে, সেক্ষেত্রে সম্পদের হিসাব থেকে ২.৫% যাকাত আদায় করতে হবে। যাদের ফসলের উপরে আয় রয়েছে তাদেরকে ওশর আদায় করতে হবে। সম্পদের উপরে দুই ধরনের যাকাত রয়েছে, একটা বস্তুগত সম্পদ এবং অন্যটি ফসলী উৎপাদনের উপরে। নিসাবের ২টা মানদন্ড আছে, স্বর্ণ ও রূপার ক্ষেত্রে। যাকাত আদায়ের অর্থ হচ্ছে আমার সম্পদকে পবিত্র করা। সম্পদশালীদের জন্য দু’টি অন্যতম ফরজ বিধান যাকাত ও হজ্ব পালন। পবিত্র কুরআনে বর্ণিত ৮টি নির্দিষ্ট খাতে যাকাতের অর্থ ব্যয় করতে হবে। সমাজসেবা বিভাগের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাকাত দাতাদের কাছ থেকে যাকাত আদায় ও বন্টণের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শনিবার সন্ধ্যায় “যাকাত ও ওশর” শীর্ষক এক ভার্চুয়াল সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সমাবেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যাকাত শীর্ষক আলোচনা রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহা. দেলাওয়ার হোসাইন ও আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এডভোকেট এস এম কামাল উদ্দিন সহ প্রমূখ নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মানের স্বপ্ন দেখে এবং যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রের কাছে এই যাকাত আদায় ও বন্টণের দায়িত্ব ন্যস্ত হবে। তখন যাকাত ব্যবস্থাপনা সরকার-ই সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং পাওনাদাররা সুষ্ঠুভাবে এই যাকাত থেকে তাদের প্রাপ্য বুঝে পাবেন। যাদের মালে নিসাব আছেন প্রত্যেককে যার যার আয়ের হিসাব থেকে যাকাত আদায় করতে হবে। শুধুমাত্র পিতার আয়ের উপর নয়, পরিবারের অন্য সদস্যদের ব্যক্তিগত আয়ের উপরেও যাকাত প্রদান করতে হবে। যাকাত দিলে মাল পবিত্র হয় এবং বারাকাহ বা প্রবৃদ্ধি বাড়ে। যাকাত আদায় না করে নিজে খেয়ে অনেকে ধ্বংস হয়ে গিয়েছে। পবিত্র কুরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথেই যাকাত আদায়ের কথাও সেখানে বলা হয়েছে। সকল সম্পদের উপরে হিসাব করে যাকাত দিতে হবে। অন্যদিকে ফসলের উপরেও ওশর দিতে হবে। প্রাকৃতিক নিয়মে বৃষ্টি মারফত যদি ফসল হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ ওশর আদায় করতে হবে। পবিত্র কুরআনে ৮টি খাত উল্লেখ রয়েছে যাকাত প্রদানের। তার মধ্যে একটি হচ্ছে দাস মুক্তি। বিশেষ করে আজকের সময়ে যারা বিনা অপরাধে কারাগারে জেল খাটছেন। বিশিষ্ট আলেম ওলামারা মনে করেন, বন্দি মুক্তির জন্য এক্ষেত্রে যাকাত দেয়া যাবে। তিনি রমজানের শুরুতেই অন্যতম ফরজ বিধান যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে সবাইকে ইবাদত বন্দিগীতে মনোযোগী হওয়ার উদাত্ত্ব আহবান জানান।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যাকাত কোন অনুগ্রহ নয়। রাসূল (সা.) যাকাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, তা ধনী ব্যক্তিদের কাছ থেকে আদায় করে অভাবগ্রস্থদের মাঝে বিতরণ করতে হবে। ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন। আর বিত্তবানদের সেই হক আদায় করতে হবে। মূলতঃ যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্তমানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে আপোষহীনভাবে কাজ করার আহবান জানান।
প্রখ্যাত আলেমে দ্বীন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, যাকাত একটি ফরজ ইবাদত। এটি গরীব দুঃখীদের হক। এটি তাদের প্রতি কোন করুনা বা কৃপা নয়। আল্লাহ পবিত্র কুরআনের যত স্থানে সালাতের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। যাকাত দেয়া মুত্তাকির আলামত। যারা সম্পদ অর্জন করেছেন, তাদের জন্য যাকাত আদায় করা অত্যন্ত জরুরি। যদি কেউ সেচ্ছায় যাকাত আদায় না করেন, সেখানে সরকারি ভাবে যাকাত আদায় করার ব্যবস্থা করতে হবে অথবা ইসলামী সংগঠনের মাধ্যমেও যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। কারো কাছে মালে নিসাব ১ বছর পূর্ণ হলে যাকাত দেয়া ফরজ হয়ে যাবে। মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় নিসাবে মালের যারা মালিক আছি সবাই সঠিক পন্থায় যাকাত আদায় করি।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, যাকাত সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে এটা আদায় হওয়ার নিয়ম রয়েছে। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে এটা কায়েম নেই। সেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই যাকাত আদায় ও বিতরণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে যাকাত বণ্টনের ৮টি খাতকে বিবেচনা করে এই যাকাত ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করছি। সাহেবে নিসাব যারা আছেন, তাদেরকে আহবান জানাই আমাদের এই যাকাত আদায় কার্যক্রমে যাকাত প্রদান করে এবং সেই সাথে পবিত্র কুরআনে বর্ণিত নির্ধারিত ৮টি খাতে যথাযথভাবে বণ্টণ করার সুযোগ প্রদানে এগিয়ে আসুন।
তিনি তার বক্তব্যের শেষান্তে অসুস্থ সাবেক আমীরে জামায়াত জনাব মকবুল আহাম্মদের সুস্থতা কামনাসহ করোনা রোগে আক্রান্ত হয়ে যারা অসুস্থ্য বা হাসপাতালে ভর্তি আছেন সবার দ্রুত সুস্থ্যতায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং এহেন পরিস্থিতিতে আল্লাহর রহমত ও সাহায্য কামনা করেন।

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

জামায়াতের সাবেক আমীর জনাব মকবুল আহমাদের জন্য দোয়ার আহবান…

বাংলাদেশ বার্তা ডেস্কঃ জামায়াতের সাবেক আমীর জনাব মকবুল আহমাদ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। 

অতি সম্প্রতি তাঁর কভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। 

দেশে এবং প্রবাসে সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক অনুরোধ, দ্বীনের এই দা’ঈ এবং আমাদের শ্রদ্ধেয় রাহবার জনাব মকবুল আহমাদের জন্য মহান প্রভুর দরবারে বিগলিত চিত্তে দো’য়া করুন, মহান আল্লাহ যেন তাঁর উপর রহম করেন, গুনাহখাতা ক্ষমা করেন এবং একান্ত মেহেরবাণী করে তাঁকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন। আমীন।

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সাবেক আমীর মকবুল আহমাদের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশে জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর জামায়াত। বৃহস্পতিবার বাদ আসর নগরীর একটি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।


মাহফিলে সাবেক আমীর মাওলানা মকবুল আহমাদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রবীণ আলেমে দ্বীন, বর্ষীয়াণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী-এমপি মাওলানা মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস এর মাগফেরাত কামনা, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শফিক উদ্দিনের সুস্থতা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সুস্থতা কামনা, করোনা মহামারী থেকে মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।

মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, হাফিজ মশাহিদ আহমদ ও শামীম আহমদ প্রমূখ।

সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাবেক আমীরে জামায়াত মকবুল আহমদ বিশ্ব বরণ্যে ইসলামী চিন্তাবিদ। বিশ্ব ইসলামী আন্দোলনের কাছে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। জামায়াতের খুব কঠিন সময়ে তিনি দ্বীনের সুমহান দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইসলামী আন্দোলনের শ্রদ্ধাভাজন দায়িত্বশীলের সুস্থতার জন্য সবাইকে বেশী বেশী দোয়া করতে হবে। আল্লাহ পাক মকবুল আহমদকে দ্রুত শিফা দান করুন। আমীন।