ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

প্রার্থীতা নিয়ে বিএনপি জামায়াতের টানাপোড়ন ।

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর আসন সমঝোতা হয়েছিল ২৫টিতে। এসব আসনে জামায়াতের প্রার্থীদের বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট করতে হবে। কিন্তু গতকাল ওই ২৫টির বাইরে আরও ২২টি আসনে জামায়াতের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে শেষ মুহূর্তে ২০–দলীয় জোটের এই দুই শরিকের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
এদিকে যে ২৫ আসন জামায়াতকে দেওয়া হয়েছে, সেগুলোতে বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে বিএনপি। অবশ্য ওই ২৫টির মধ্যে একটিতে গতকাল জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। ফলে ধানের শীষ প্রতীকে ২৪ জন এবং স্বতন্ত্র ২২ মিলিয়ে জামায়াত মোট ৪৬ আসনে প্রার্থী দিল। অন্যদিকে জামায়াত স্বতন্ত্র হিসেবে যে ১৮ আসনে প্রার্থী দিয়েছে, সেগুলো বিএনপি, এর শরিক অন্য দলেরও প্রার্থী আছে।
জামায়াতের নেতাদের দাবি, তাঁদের চাপে রাখতে সমঝোতা হওয়া আসনগুলোতে বিএনপি বিকল্প প্রার্থী রেখেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে জামায়াতও ১৮টি আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (রাজশাহী-১), প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম (নাটোর-১), নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ (সাতক্ষীরা-১), নুরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩) ড. শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২) সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী (কুমিল্লা-৯) অধ্যক্ষ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) অধ্যক্ষ তায়েব আলী (বগুড়া-৪) অন্যতম।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপির কাছে দুটি অনুরোধ রেখেছিল জামায়াত। এক. যে ২৫টি আসনে সমঝোতা হয়েছে, সেগুলোতে যাতে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়া না হয়। দুই. ওই ২৫ আসনে যেন জামায়াতের দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়, যাতে তাদের মূল প্রার্থী কোনো কারণে বাছাইয়ে বাদ গেলে দ্বিতীয়জন ভোট করতে পারেন। কিন্তু বিএনপি প্রতিটি আসনেই জামায়াতকে একটি করে চিঠি দেয়। পাশাপাশি প্রায় সব কটি আসনেই বিএনপি নিজেদের প্রার্থীও মনোনয়ন দেয়। এ নিয়ে দুই দলের মধ্যে সন্দেহ তৈরি হয়।
যদিও বিএনপির একটি সূত্র বলছে, শেষ মুহূর্তে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে না পারলে বা কোনো কারণে প্রার্থিতা বাতিল হলে ওই আসনটি একেবারে ফাঁকা হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে তারা বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে জামায়াত বাড়তি ২২ আসনে প্রার্থী দিয়েছে।
এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহম​দ প্রথম আলোকে বলেন, ‘এগুলো দর–কষাকষি ও চাপ তৈরির জন্য করা হয়।’ তিনি বলেন, প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। তার আগ পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত বলা যাবে না। আরও অনেক সমঝোতা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কেবল বিকল্প প্রার্থীই নয়; প্রতীক বরাদ্দ নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে মৃদু টানাপোড়েন ছিল। শুরুতে জামায়াতের দলীয় সিদ্ধান্ত ছিল স্বতন্ত্রভাবে নির্বাচন করার। তখন বিএনপির দিক থেকে জামায়াতকে উদ্বুদ্ধ করা হয় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে। শেষ মুহূর্তে জামায়াত মত বদলায় এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানায়। কিন্তু মনোনয়নপত্র দাখিলের আগের দিন গত মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে জামায়াতকে বলা হয় স্বতন্ত্রভাবে নির্বাচন করতে। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে জামায়াত। পরে একপর্যায়ে জামায়াতকে ২৫টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
এই বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের প্রথম আলোকে বলেন, ‘এত দিন ওনারাই (বিএনপি) উদ্বুদ্ধ করেছিলেন আমরা যেন ধানের শীষ প্রতীক ​নিই। আমাদের মধ্যে এ বিষয়ে ভিন্ন মত থাকলেও শেষ পর্যন্ত সম্মত হই। কিন্তু বিএনপি মঙ্গলবার রাতে চিঠি ইস্যু করতে এতটা বিলম্ব করে যে আমাদের প্রার্থীদের চিঠি নিয়ে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। ওই অবস্থায় আমরা সন্ধ্যায় আমাদের প্রার্থীদের বার্তা দিয়েছি, তাঁরা যেন স্বতন্ত্র প্রার্থী হন।’ আবদুল্লাহ মো. তাহের বলেন, চূড়ান্তভাবে সমঝোতা হলে দুপক্ষই বাড়তি প্রার্থীদের প্রত্যাহার করে নেবে।
যে ২৫ আসনে সমঝোতা
বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা হয় ঠাকুরগাঁও-২ (আবদুল হাকিম), দিনাজপুর-১ (মোহাম্মদ হানিফ), দিনাজপুর-৬ (আনোয়ারুল ইসলাম), নীলফামারী-২ (মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু), নীলফামারী-৩ (অধ্যক্ষ আজিজুল ইসলাম), গাইবান্ধা-১ (মাজেদুর রহমান সরকার), সিরাজগঞ্জ-৪ (রফিকুল ইসলাম খান), পাবনা-৫ (প্রিন্সিপ্যাল ইকবাল হুসাইন), ঝিনাইদহ-৩ (অধ্যাপক মতিয়ার রহমান), কুমিল্লা-১১ (ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের), কক্সবাজার-২ (হামিদুর রহমান আযাদ), চট্টগ্রাম-১৫ (আ ন ম শামসুল ইসলাম), যশোর-২ (মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন), বাগেরহাট-৩ (আবদুল ওয়াদুদ), বাগেরহাট-৪ (অধ্যাপক আবদুল আলীম), খুলনা-৫ (অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার), খুলনা-৬ (আবুল কালাম আযাদ), সাতক্ষীরা-৩ (মুফতি রবিউল বাশার), সাতক্ষীরা-২ (মুহাদ্দিস আবদুল খালেক), সাতক্ষীরা-৪ (গাজী নজরুল ইসলাম), পিরোজপুর-১ (শামীম সাঈদী), সিলেট-৫ (অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী), সিলেট-৬ (হাবিবুর রহমান), ঢাকা-১৫ (ডা. শফিকুর রহমান) ও রংপুর-৫ আসনে (অধ্যাপক গোলাম রব্বানী)।

এর মধ্যে রংপুর-৫–এ গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন।
গোলাম রব্বানীর আইনজীবী বায়েজিদ ওসমানী বলেন, তাঁরা চেষ্টা করেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দাবি করেন, পুলিশ ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে রংপুর–৫ আসনে গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাঁরা আইনি ব্যবস্থা নেবেন।
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট রায় দেন। গত ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। তাই দল হিসেবে জামায়াতের নির্বাচন করার সুযোগ নেই।
প্রথমআলো

আপনাদের বিষ হজম করতে ধানেরশীষ! লিখছেন-- Mojibur Rahman Monju।

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিভিন্ন নিউজ পোর্টাল ও সংবাদ পত্রে দেখলাম বিএনপি কেন জামায়াত প্রার্থীদের ধানেরশীষ দিল আর জামায়াত-ই বা কেন ধানেরশীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে তা নিয়ে মাতম উঠেছে।

আরও হা হুতাশ লক্ষ্য করলাম কেন ড. কামাল, আসম রব, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসূর আর জামায়াতীদের মার্কা এক ও অভিন্ন! মাতম যারা তুলছেন তারা সবাই সরকারী দল আওয়ামীলীগের সমর্থক বুদ্ধিজীবি ও সাংবাদিক। 
এ সকল বিবেকবান বন্ধুরা জানেন না যে “শত্রুর জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেকে পড়তে হয়”। 

তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন খালেদা জিয়াকে জোর জবরদস্তি আপনারা জেলে ঢুকাতে গেলেন কেন? আপনারা বিএনপি নেত্রীকে অন্যায়ভাবে জেলে বন্দী করে রাখলেন বলেই তো বিএনপি কে কামাল হোসেনের নেতৃত্বে জোট করতে হল। 

আপনারা জামায়াত কে মারতে মারতে ঘরে ঢুকিয়ে ফেললেন। তাইতো তো তারা বিএনপি’র সাথে সিমেন্টেড ঐক্য করতে বাধ্য হল। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা যদি কেড়ে না নিতেন তাহলে তারা কী ধানের শীষে ঝুঁকতো? 

আপনারা মুক্তিযুদ্ধ ও এর চেতনাকে এত হাসি তামাশার পাত্র বানিয়েছেন যে তাতে ত্যাক্ত বিরক্ত ও বিক্ষুব্ধ হয়ে মুক্তিযুদ্ধের সব কর্ণধারেরা মিলে ধানের শীষ নিয়ে এককাতারে শামীল হয়েছেন। 

দেখুন আপনাদের কৃতকর্ম কীভাবে আপনাদের ঘিরে ফেলেছে। আপনাদের অত্যাচার নির্যাতন ও ক্ষমতার দাপটে আজ কোন দল মতের বিভেদ নাই। সব এক ঐক্যবদ্ধ লক্ষ্যে বিলীন হয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের আজ একটাই চিহ্ন সেটা “ধানেরশীষ”।

#ঐক্যফ্রন্টের #নেতারা #শ্লোগান #তুলুন:
#হজম #করতে #নৌকার #বিষ
#আমরা #সবাই ‘#ধানেরশীষ

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র দাখিল


বাংলাদেশ বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজধানীর সেগুনবাগিচাস্থ রিটানিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জননেতা ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়পত্র জমা দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দের নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম ও মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. এডভোকেট হেলাল উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল ড. মোবারক হোসাইন, এডভোকেট এস এম কামাল উদ্দীন, বিএনপি নেতা নয়ন ও যুবদল নেতা ফখরুল ইসলাম ঝিন্টু প্রমুখ। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দেশবাসী ও ঢাকা-১৫ আসনের সর্বস্তরের জনগণের প্রতি সালাম জানিয়েছেন। আমরা ২০ দলীয় জোটের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা দেশে জোটের পক্ষে ২৫টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এর বাইরেও সম্ভাবনময় এলাকাগুলোতে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জোটের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে।
তিনি দুঃশাসনের অবসান ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণকে ২০ দলীয় জোট তথা ২৩ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। 
জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলাটি এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এটা আপিল বিভাগে পেন্ডিং আছে। কিন্তু তা নিষ্পত্তি হওয়ার আগেই নির্বাচন কমিশন নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাচনের পূর্বে এ ধরনের প্রজ্ঞাপন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা ইতিমধ্যে বিবৃতি দিয়েছি।
সংক্ষিপ্ত জীবনী: জননেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। ব্যক্তিগত জীবনে তিনি নম্র, ভদ্র, সদালাপী, অমায়িক, পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত এবং জাতীয় রাজনীতিতে তিনি সততা, যোগ্যতা, মেধা, প্রজ্ঞা ও প্রতিভার স্বাক্ষর রাখছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। সে কারণে ১৯৮২ সালে ছাত্রাবস্থায় তাকে কারাবরণ করতে হয়েছে। বর্তমান অগণতান্ত্রিক ও জুলুমবাজ সরকারের আমলে তিনি বারবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিক ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো. আবরু মিয়া ও মাতা মরহুমা খাতিবুন নেছা। ৪ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।
তিনি ১৯৭৪ সালে স্থানীয় বরামচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি লাভ করেন। তিনি চিকিৎসার পাশাপাশি রাজনীতিতে অংশ নিয়ে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করেন। ১৯৮৫ সালের ৫ জানুয়ারি তিনি ডা. আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী ৮ম জাতীয় সংসদের সদস্যা ছিলেন। তার ২ মেয়ে ও ১ ছেলে। প্রথম মেয়ে এফসিপিএস (কার্ডিওলজি) অধ্যয়নরত এবং একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার হিসেবে কর্মরত। অপর মেয়ে এমবিবিএস। তিনি একটি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে এমবিবিএস তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
জননেতা ডা. শফিকুর রহমান বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে অংশ গ্রহণ করেন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৭৭ সালে তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে এদেশের জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। তিনি সিলেট মেডিক্যাল কলেজ সভাপতি ও সিলেট শহর শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষ করে ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পদার্পন করেন এবং সিলেট শহর, জেলা ও মহানগর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় মজলিশে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। জননেতা ডা. শফিকুর রহমান ২০১০ সালে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল, ২০১১ সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ২০১৬ সালে সেক্রেটারী জেনারেল হিসাবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 
জননেতা ডা. শফিকুর রহমান শুধু একজন প্রখ্যাত রাজনীতিকই নন বরং তিনি একজন খ্যতিমান সমাজ সেবক বলিষ্ঠ সংগঠক ও সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ডা. শফিকুর রহমান অনেক স্কুল, কলেজ ও মাদরাসার ম্যানিজিং কমিটি/গভনিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একাধিক এতিমখানা, দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা, বিভিন্ন মসজিদ, ক্লাব, ছাত্রাবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব ”পাল্স” এর প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্বপালন করেন। এছাড়াও একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর আজীবন সদস্য এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত সদস্য। তিনি পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য, জার্মানী, ইতালি, স্পেন, গ্রীস, বেলজিয়ামসহ বিভিন্ন দেশ সফর করেন। অবসরে বই পড়া ও পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতি বিষয়ে অনুসন্ধিৎসা তার অত্যন্ত প্রিয় কাজ।
অনলাইন আপডেট

(গতকাল বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে (২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে) ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মতিউর রহমান আকন্দ) 
সৌজন্যে:  সংগ্রাম

প্রতীকের চেয়ে ঐক্য বড়: জামায়াতের সেক্রেটারী জেনারেল। ---



বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতীক বড় নয়, বরং ঐক্যটাই বড়, এটাকে সম্মান করেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসি বাংলাকে এই জামায়াত নেতা বলেন, যেভাবেই হোক আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা চাইলেও এখন দলের নামে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারছি না। আপনি লক্ষ্য করবেন, জোটের সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। সকল দলের নীতি-আদর্শ-লক্ষ্য এক হয় না বলেই দল ভিন্ন হয় এবং বড় কোনো উদ্দেশ্য সামনে চলে আসলে দলগুলো পরস্পর কাছাকাছি চলে আসে। এখন আমাদের কাছে ঐক্যটাই বড়। তাই ঐক্যকে সম্মান করে জাতীয় স্বার্থে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি।
দলীয়ভাবে স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসলেন কেন জানতে চাইলে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ও বাঁচার অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে সবাই স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একই প্রতীক নিয়ে নির্বাচন করছে, সেখানে আমরা ভিন্ন প্রতীক নিয়ে একটা প্রশ্ন সৃষ্টি করতে চাইনি। তবে আমাদের পূর্বের সিদ্ধান্ত যে পাকাপাকি ছিলো তাও নয়।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্য দলগুলোর সঙ্গে রাজনৈতিক কৌশল নির্ধারণ বা সমঝোতা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আসলে ওটার প্রয়োজন হয় না। আমরা ২০ দলীয় জোটে আছি। আর সবার মধ্যে সমন্বয়সাধন করে বিএনপি। ২০ দলীয় জোটকে সাথে নিয়ে আলোচনার ভিত্তিতেই বিএনপি সবকিছু করে। আমাদের যতটুকু পরামর্শ-চিন্তা ওখানেই দিয়ে থাকি এবং অন্যরাও দিয়ে থাকেন। সবকিছুকে সমন্বিত করেই কিন্তু তারা বৃহত্তর সমন্বয়টা করছেন। কাজেই আলাদাভাবে বা গোপনে কারো সাথে বসার প্রয়োজন হয় না।
জাতির বৃহত্তর স্বার্থে জোটের অন্যদলগুলোর সঙ্গে পরস্পরের সহযোগিতায় তার দল কমিটেড বলে জানান জামায়াতের এই নেতা।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক জামায়াত ইসলামী জানিয়েছে, আসন্ন নির্বাচনে ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করবে। বিএনপির সঙ্গে আসন-ভাগাভাগির আলোচনা এখনো শেষ হয়নি। তবে ২৫টি আসনে জোটের মনোনয়ন দেয়া হয়েছে।

সাবেক শিবির নেতা ব্যারিস্টার জুবায়েরকে তুলে নেয়ার অভিযোগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া কার্যক্রম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সাবেক সভাপতি ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়াকে রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়ার পরিবার আজ
সন্ধ্যায় গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।

বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

নির্বাচনকালীন নিরাপত্তা ও সেনাবাহিনী মোতায়েন-১ -সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক

বাংলাদেশ বার্তা ডেস্কঃ এই কলাম এখন কেন?
নির্বাচনকালীন যেকোনো সরকারের সাফল্য নির্ভর করবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করানোর ওপর। নির্বাচনের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের ডিকশনারিতে বা রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবইয়ে যত বিস্তারিত ও স্পষ্টভাবে দেয়া আছে, অনুরূপ বিস্তারিত ব্যাখ্যামূলক আলোচনা আছে সুন্দর নির্বাচন প্রসঙ্গে, গ্রহণযোগ্য নির্বাচন প্রসঙ্গে। ইংরেজি পরিভাষায় শব্দগুলো হলো ক্রেডিবল ইলেকশন, একসেপ্টেবল ইলেকশন। কোনো একটি নির্বাচন যদি সুন্দর হতে হয়, ক্রেডিবল হতে হয়, গ্রহণযোগ্য হতে হয়, বিশ্বাসযোগ্য হতে হয়; তাহলে সেখানে অনেক উপাত্ত কাজ করবে। আমার বিবেচনায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাত্ত হলো নিরাপত্তা; ইংরেজি পরিভাষায় যাকে বলা যায় সিকিউরিটি। একটি জাতীয় সংসদ নির্বাচন সামনে। অতএব, জননিরাপত্তা প্রসঙ্গে জনগণের সচেতনতা বৃদ্ধি আমাদের কামনা।

জাতির গৌরব, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা বা তাদেরকে সরকার কোন দায়িত্ব দেয়, এ নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। তাই আজকের কলামটি। কলামটি দীর্ঘ, আজকে ২৮ নভেম্বর অর্ধেক এবং আগামীকাল ২৯ নভেম্বর বাকি অর্ধেক পড়বেন। নিপীড়িত ও অত্যাচারিত রাজনৈতিক কর্মীগণের মধ্যে যাদের দ্বারা সম্ভব, তারা এটা (মানে আজকের ও কালকের অংশ) কপি বা কাটিং করে রাখবেন, অন্যদেরকে নিয়ে সমবেতভাবে পড়ে হৃদয়ঙ্গমের জন্য চেষ্টা করবেন। এই আবেদন করছি।
নির্বাচনের সাথে আমার সম্পৃক্ততা 
আমি ব্যক্তিজীবনে ১৯৭০ সালের ডিসেম্বরের বিখ্যাত ঐতিহাসিক নির্বাচনে সেকেন্ড লেফটেন্যান্ট র‌্যাংকধারী অফিসার ছিলাম এবং তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার শেরপুর থানায় নির্বাচনী দায়িত্ব পালন করেছিলাম, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সি’ কোম্পানির একটি অংশ নিয়ে। ১৯৭৩ সালের মার্চ মাসে, স্বাধীন বাংলাদেশের প্রথম পার্লামেন্ট নির্বাচনে ক্যাপ্টেন র‌্যাংকধারী অফিসার ছিলাম এবং তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমায় দায়িত্ব পালন করেছিলাম, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পুরো ‘সি’ কোম্পানি নিয়ে। এরপর থেকে (১৯৮৬ সাল ব্যতীত) ১৯৯৬ সালের জুন পর্যন্ত সব নির্বাচনে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম বা ভূমিকা রেখেছি। ১৯৯১ সালের নির্বাচনে বিশেষ ভূমিকা ছিল, সরকারি দায়িত্বের অংশ হিসেবে (সে প্রসঙ্গে আগামী সপ্তাহে আবার লিখব)। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন চলাকালে যশোর অঞ্চলের জিওসি ছিলাম।

অতঃপর নির্বাচনের আট দিন আগে আমি যশোর থেকে বদলি হয়ে ঢাকায় চলে আসি; কিন্তু জিওসি হিসেবে নির্বাচনকালীন সৈন্য মোতায়েন পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করে আসি। আমি চলে আসার পরও পরবর্তী জিওসি ওই পরিকল্পনার কোনো ব্যত্যয় ঘটাননি। ১৯৯৬ সালের জুন মাসের ১৫ তারিখ আমি বাধ্যতামূলক অবসরে যাই। ১৯৯৭ সালের জুন মাসের ১৫ তারিখ আমার এলপিআর শেষ হয় এবং আমি সেনাবাহিনীর জনবল থেকে চূড়ান্তভাবে বিয়োগ হই। আমার অবসর জীবনে, ২০০১ সালের নির্বাচনকালে নিজেদের একটি এনজিও (যার নাম ছিল সোহাক) নিয়ে, এশিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সাথে যুক্ত হয়ে কয়েকটি উপজেলায় ইলেকশন মনিটরিংয়ের দায়িত্ব পালন করেছি।
২০০৭ সালের ডিসেম্বরের ৪ তারিখে বাংলাদেশ কল্যাণ পার্টির আত্মপ্রকাশ ঘটে এবং ১৭ নভেম্বর ২০০৮ তারিখে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাই। আমাদের নিবন্ধন নম্বর ০৩১। আমাদের দলীয় পরিচয়ে এবং দলীয় মার্কা নিয়ে ২০০৮ সালের নির্বাচনে নিজে অংশগ্রহণকারী প্রার্থী ছিলাম এবং বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে ৩৬টি আসনে প্রার্থী ছিল। এই অনুচ্ছেদে প্রেক্ষাপট বর্ণনার উদ্দেশ্য হলো, সম্মানিত পাঠকের সামনে তুলে ধরা যে, নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আমরা অতীতেও চিন্তা করেছি এবং বর্তমানেও করছি। তার থেকেও বড় কথা, ওই রূপ চিন্তা করার জন্য আমরা যথেষ্ট অভিজ্ঞতা পেয়েছি। কারণ, নির্বাচন নামক প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম।
নির্বাচন, সেনাবাহিনী ও আওয়ামী চিন্তা
নির্বাচনকালে নিরাপত্তার সাথে সেনাবাহিনীর ভূমিকা জড়িত। ২০০০ সালের প্রথমাংশে তৎকালীন আওয়ামী লীগ সরকার, একটি ধারণা বা কথা রাজনৈতিক বাজারে ছেড়ে দেয়। ধারণা বা কথাটি ছিল : নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। তৎকালীন বাংলাদেশের নাগরিক সমাজের সচেতন অংশ সরকারের ওই ধারণা বা মনোভাবকে সিরিয়াসলি গ্রহণ করেছিল। আমি তখনো একজন রাজনৈতিক কর্মী হইনি। সচেতন নাগরিক সমাজের একজন সক্রিয় সদস্য ছিলাম। অতএব, এ বিষয়টি আমার বা আমার সাথে ঘনিষ্ঠ যারা তাদের দৃষ্টি এড়াতে পারেনি। আমি তখন যেমন মনে করতাম, এখনো মনে করি, বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচনকালে জনমনে শান্তি, স্বস্তি ও আস্থা প্রদানের জন্য তথা সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সামরিক বাহিনী তথা সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য।

২০০০ সালের বাংলাদেশ সরকার যেমন আওয়ামী লীগ দলীয় ছিল, ২০১৩-১৪ সালের এবং ২০১৮ সালের বাংলাদেশ সরকারও আওয়ামী লীগ দলীয়। ২০০০ সালে বা ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ দলীয় সরকার এবং তৎকালীন আওয়ামী লীগ যে ধারণাটিকে প্রতিষ্ঠিত করতে পেরে ওঠেনি, তারা সেই ধারণাটিকে ২০১৩-১৪ সালে প্রায়ই প্রতিষ্ঠিত করে ফেলেছিল। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে তারা নির্বাচন থেকে অনেক দূরে রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী কম্বোডিয়া বা লাইবেরিয়া বা বসনিয়া বা কঙ্গো নামক দেশগুলোতে নির্বাচনে ওতপ্রোত সহায়তা করুক, এতে আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক সরকারের কোনো আপত্তি নেই; কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করানোর কাজে কোনো ভূমিকা রাখুক, এতে তাদের যথেষ্ট আপত্তি। বিষয়টি বিদঘুটে। বিষয়টি আলোচনার দাবি রাখে। তবে আজকের কলামে এর বেশি এ প্রসঙ্গে নয়। আজকের আলোচনাটি অসমাপ্ত আলোচনা। অর্থাৎ আগামীকালও চলবে।
সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
বাংলাদেশে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪-এর নির্বাচনের আগে প্রচণ্ড রাজনৈতিক আন্দোলন বিরাজমান ছিল। ওই রকম প্রচণ্ড রাজনৈতিক আন্দোলন এ মুহূর্তে বাংলাদেশে না থাকলেও কোনো-না-কোনো কারণে সেটি যে আবার দানা বেঁধে উঠবে না, সে সম্পর্কে হ্যাঁ বা না কোনোটিই বলা যায় না। ১৯৯১, ’৯৬ এবং ২০০৮ এসব ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনই দেশের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক শাসনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ওই প্রেক্ষাপটে আমার মূল্যায়নে ভবিষ্যতেও শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ধারাবাহিকতার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যথা- নির্বাচনের আগে কম বিশৃঙ্খলা, নির্বাচনের দিন ভোটারগণের নির্ভয়ে ভোট প্রদান করা, নির্বাচন পরিচালনা বা নির্বাচন কেন্দ্র পরিচালনার সাথে জড়িত কর্মকাণ্ডগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সব পক্ষ কর্তৃক নির্বাচনের ফলাফলকে গ্রহণ করা বা তা মেনে নেয়া।

এগুলোর সাথে অনেক আইন জড়িত এবং ৩০-৪০ বছর ধরে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ধীরে ধীরে সুষ্ঠুতা অধিক হারে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমার মতে, নির্বাচনের অব্যবহিত আগে এবং নির্বাচন চলাকালে সমাজে ও জনপদে শান্তি-শৃঙ্খলা বহাল রাখতে না পারলে সুষ্ঠু নির্বাচনের অনেকগুলো বৈশিষ্ট্যই লঙ্ঘিত হয়। ১৯৭০ সালের ডিসেম্বরের নির্বাচন ছিল একটি বিপুল উদ্দীপনাময় নির্বাচন। নতুন আঙ্গিকে ১৯৯১ সালের নির্বাচন একটি নব দিগন্ত উন্মোচন করেছিল। তারই ধারাবাহিকতায় ছিল ১৯৯৬ সালের নির্বাচন। আমরা বলব, উভয়টিই ভালো ছিল। অনুরূপ ধারাবাহিকতায় ২০০১ এবং ২০০৮-এর নির্বাচনটিও গ্রহণযোগ্য ছিল। সুতরাং আমাদের এ মুহূর্তে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে গেলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয় তথা আগামী নির্বাচনে যদি ভোটারগণ ভোট দিতে না পারে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা সাংঘাতিকভাবে, মারাত্মকভাবে হ্রাস পাবে। সে ক্ষেত্রে শিগগিরই রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে ওঠার সম্ভাবনা আছে। অপরপক্ষে, যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে, সব মহল ওই নির্বাচনের ফলাফল মেনে নেবে। সে ক্ষেত্রে দেশে শান্তিপূর্ণ প্রশাসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডও চলতে পারবে।
বিশ্বাসযোগ্যতা উন্নয়নে ও নিরপেক্ষতা রক্ষায় নিরাপত্তার ভূমিকা
নির্বাচনের বিশ্বাসযোগ্যতা উন্নয়নে অনেকগুলো চালিকাশক্তি আছে, তার মধ্যে নিরাপত্তার ভূমিকা সবিশেষ উল্লেখযোগ্য। নিরাপত্তার অনেক আঙ্গিক আছে, তবে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা উন্নয়নে নিরাপত্তার কার্যকর আঙ্গিকগুলো বিবেচ্য বিষয়। এমনকি বিশ্বাসযোগ্যতা উন্নয়নের ক্ষেত্রে মানুষের সামগ্রিক নিরাপত্তা বিধানের ব্যাপারটি প্রণিধানযোগ্য, যেখানে ‘নিরাপত্তার সামগ্রিক ভূমিকাই’ বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে। সঠিক নিরাপত্তা প্রদানের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নিহিত আছে। নিরপেক্ষতা বলতে যা বোঝায়, সেটি মনমানসিকতা ও সাহসের সাথে সম্পর্কিত। নিরপেক্ষভাবে কাজ করতে গেলে সেই কাজের ফলাফল কারো না কারো পক্ষে বা বিপক্ষে যাবে, কিন্তু যেটিই হয় সেটি যুক্তিসঙ্গতভাবে হবে। নিরপেক্ষতা না থাকার পেছনে অন্যতম কারণ ভীতি। ভীতি দূর করতে হলে নিরাপত্তা প্রদান করতে হবে। সাধারণ ভোটারগণের কাছে আবেদন তথা সচেতন রাজনৈতিক কর্মীগণের কাছে আবেদন, আমাদেরকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠতেই হবে। কারণ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি মহল অবশ্যই চায়, অপর মহল তথা প্রতিপক্ষ যেন ভয় পেয়ে নীরব-নিশ্চুপ থাকে। যদিও এটাও সত্য যে, নিরাপদ পরিবেশ ও পরিস্থিতিতেই দায়িত্ব পালনরত যেকোনো ব্যক্তি নিরপেক্ষ থাকার সাহস পায়।

নির্বাচনকালীন নিরাপত্তার আঙ্গিকগুলো
নিরাপত্তার প্রথম আঙ্গিক। নির্বাচনী প্রচার, মিছিল ইত্যাদি সময়ে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, নির্বাচনের আগে প্রচারাভিযানকালীন অনেক সংঘর্ষ, হাতাহাতি, এমনকি খুনোখুনি পর্যন্ত হয়েছে। সুতরাং এরূপ পরিস্থিতি কোনো সময়ের জন্য কাংখিত নয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে হলে এই সময়ের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন।

নিরাপত্তার দ্বিতীয় আঙ্গিক। এ ক্ষেত্রে অনেকটা সামগ্রিক নিরাপত্তার বিষয়টি চলে আসে। কেননা, ভোটের অধিকার মানুষের একটি বড় অধিকার; যা মানবাধিকারের পর্যায়ে পড়ে। কাজেই মানুষ কাকে নির্বাচিত করবে এবং এতদসংক্রান্ত খোলা আলোচনার জন্য সেই ধরনের সময়োপযোগী পরিবেশ তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে সুষ্ঠু নিরাপত্তাব্যবস্থা সমুন্নত থাকলে মানুষ তার মতবিনিময়ের সুযোগ পাবে এবং তার সুচিন্তিত মতামত প্রদান করতে পারবে। ফলে গুণ্ডামি, চাপ প্রয়োগ, ভীতি প্রদর্শন প্রভৃতি অশুভ তৎপরতার বিরুদ্ধে নিরাপত্তাব্যবস্থাকে সাজাতে হবে।
নিরাপত্তার তৃতীয় আঙ্গিক। নির্বাচনকালীন নির্বাচনী জনসভা বা পথসভাগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনসভাতেই বা পথসভাগুলোতেই প্রার্থী তার প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ইত্যাদি রাখেন। এই নির্বাচনী জনসভার সময়ও অনেক ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, যা জনমানসে অনেক ভীতির সঞ্চার করে। জনসভাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাহীনতাই এর জন্য দায়ী। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এ ধরনের জনসভা মানুষকে সর্বক্ষণই ভীতি সৃষ্টি করাবে। অনেক সময় নির্বাচনী জনসভায় বা পথসভায় বোমাবাজি, হুড়োহুড়ি ইত্যাদির জন্য অনেকে চরমভাবে আহত হয়।
এ ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা খুবই জরুরি। যদি এ রকম ঘটেও, সাধারণ নিপীড়িত-অত্যাচারিত জনগণের কাছে আমার আবেদন থাকবে, তারা যেন অস্থির না হন, চঞ্চল না হন, আতঙ্কগ্রস্ত না হন। কারণ, রাজনৈতিক অঙ্গনের একটি মহল অপর মহলকে ভীত ও আতঙ্কিত করার জন্যই এ ধরনের কাজ করতে পারে। সুতরাং আপনি যদি অস্থির, চঞ্চল ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, তাহলে আপনি আপনার প্রতিপক্ষের ইচ্ছাই পূরণ করলেন।
নিরাপত্তার চতুর্থ আঙ্গিক। মানুষের মধ্যে তার নিজস্ব মতামত সৃষ্টি করার পরিবেশ তৈরি বেশ মূল্যবান বিষয়। এ ক্ষেত্রে কোনো একটি মানুষের মধ্যে তার সুষ্ঠু মানসিকতা সৃষ্টি তখনই সম্ভব যখন তার পারিপার্শ্বিক পরিবেশ স্থিতিশীল থাকবে। উন্নত পরিবেশই তার উন্নত মানসিকতা সৃষ্টিতে সহায়ক। কে ভালো, কে মন্দ বিচার করার মানসিকতা তখনই হবে যখন তার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। বলপ্রয়োগে ভীতি, বাড়িছাড়া করার ভীতি প্রদর্শন চলতে থাকলে এই পরিবেশ আনয়ন সম্ভব নয়। সুতরাং এই প্রেক্ষাপটে নিরাপত্তার গুরুত্ব মোটেই কম নয়। রাজনৈতিক অঙ্গনের একটি মহল চাইবে এমন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক, যেন প্রতিপক্ষের মানুষ তথা নিপীড়িত অত্যাচারিত অংশ যেন বাড়িঘর ছেড়ে দূরে থাকে। তাহলে কাগজ-কলমে ভোট চুরি না করেও একজন প্রার্থী জয়ী হতে পারে। কারণ, তার বিরুদ্ধে যারা ভোট দিতেন, তারা তো ভোটই দিতে পারলেন না। কারণ, তারা ভীত হয়ে বাড়িঘর ছেড়ে দূরে চলে গিয়েছিলেন।
নিরাপত্তার পঞ্চম আঙ্গিক। ভোটের দিন গ্রামবাসী ও শহরবাসী উভয় এলাকার জনগণের জন্য ভোটকেন্দ্রে যাতে তারা সুষ্ঠুভাবে আসতে পারে এবং ঘরে ফিরতে পারে তার জন্য নিরাপত্তার ভূমিকা অত্যন্ত মুখ্য ব্যাপার। মানুষ যদি আতঙ্কে থাকে যে, রাস্তায় গেলেই বিপদ, সে ক্ষেত্রে মানুষের ভোট দেয়ার ইচ্ছা উবে যায় এবং অনেক ভোটারকে ভোটদান থেকে বিরত থাকতে হয়। ভোটের দিন পক্ষগুলোর মধ্যে একটি পক্ষ বা শক্তিশালী পক্ষ রাস্তায় এমন বাধা বিপত্তি সৃষ্টি করে, যেন প্রতিপক্ষের মানুষ ঘর থেকে বের না হয়। উদাহরণস্বরূপ, পরিকল্পিতভাবে বা পাতানো মারামারি ঘটায়, বোমা ফাটায় যেন সাধারণ নিরীহ মানুষ বলে রাস্তায় গণ্ডগোল, ভোট দিতে বের হতে পারব না। যদি একজন ভোটার না যায়, তাহলে কার ক্ষতি? ক্ষতি ওই প্রার্থীর যে প্রার্থীকে ভোটার পছন্দ করতেন। কাজেই ভোটের দিন যাতায়াতের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা অপরিহার্য। পূর্বাভিজ্ঞতা থেকে দেখা যায়, ভোটকেন্দ্রে যেতে না পারার জন্য জনমানসে অনেক ক্ষোভ ও অতৃপ্তির ছায়া ফুটে ওঠে। জনগণকে তাদের সঠিক নিরাপত্তা প্রদান করতে হবে, যাতে তার মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত না হয়।
নিরাপত্তার ষষ্ঠ আঙ্গিক। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই যে ঘটনা ঘটে সেটি হচ্ছে, ভোটকেন্দ্র পর্যন্ত শারীরিকভাবে আসা সত্ত্বেও একজন ভোটারকে ভোট দিতে না দেয়া, বরং তার নামের ব্যালট পেপারটি অন্যকে দিয়ে বাক্সে পুরিয়ে দেয়া। দ্বিতীয় যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, ব্যালট বাক্স ছিনতাই করা এবং বাক্সের ভেতরে বৈধ কাগজগুলোকে ফেলে দিয়ে অবৈধ কাগজ ঢুকিয়ে দেয়া। এটি সম্ভব হয় তখনই যখন সরকার প্রদত্ত নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকে। দুর্বলতার সুযোগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অথবা রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে নির্বাচনী কর্মকর্তা যথা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসাররা অবৈধ কাজ করেন বা করতে বাধ্য হন।
নির্বাচনের ঠিক তিন-চার দিন আগে থমথমে পরিস্থিতির সাথে নিরাপত্তার সম্পর্ক
নির্বাচনের ঠিক তিন-চার দিন আগে নিরাপত্তাব্যবস্থা নির্ধারণের ওপরই নির্বাচনী সুষ্ঠুতার বৃহদংশ নির্ভর করে। কেননা, ওই ধরনের পরিস্থিতিতে ভোট কেনা-বেচা থেকে শুরু করে অনেক ধরনের অসদুপায় অবলম্বন ইত্যাদি চলতে থাকে। কঠোর নিরাপত্তাব্যবস্থা বলবৎ এবং তার সঠিক প্রয়োগের মাধ্যমেই এই দুরবস্থা, যা ওপরে উল্লিখিত তা নির্মূল করা সম্ভব। তা ছাড়া, নির্বাচন-পূর্ব নিরাপত্তার ওপরই পূর্ণ পরিবেশের চিত্র ফুটে ওঠে এবং তা অনেকাংশে আঁচ করা সম্ভব হয়, কী ধরনের নির্বাচন হবে।
ভোট গ্রহণের দিন নিরাপত্তা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন?
নির্বাচনের দিন নিরাপত্তার প্রয়োজনীয়তা অন্যান্য দিন থেকে ভিন্নতর। কেননা, ভোট প্রদান ও ভোট গ্রহণ নিশ্চিত করতে গেলে নির্বাচনের দিনই অধিকতর নিরাপত্তা প্রয়োজন। প্রয়োজনের একটি ক্ষেত্র হলো, ভোটারগণ যেন নিজ বাড়ি থেকে বের হয়ে নিরাপদে ভোটকেন্দ্র পর্যন্ত আসতে পারেন, পথে যেন তাৎক্ষণিক কোনো বাধা না পান বা ভবিষ্যতের জন্য হুমকি না পান। ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় কেউ যেন ভোটারগণকে কোনো সুনির্দিষ্ট প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে ভয় দেখাতে না পারে। আরেকটি ক্ষেত্র হলো, নির্বাচন কেন্দ্রের ভেতরে যেখানে পোলিং এজেন্টরা বসেন এবং যেখানে ব্যালট পেপার হাতে দেয়া হয়, সেখানে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয় যে, ভোটারগণ ভোট দিতে এলেন, কিন্তু নিজের ভোট নিজে দিতে পারলেন না, অন্যরা তার ভোট দিয়ে দিলো এবং ভোটার কারো কাছে নালিশও করতে পারবেন না। বিগত নির্বাচনগুলোর ঘটনাবলি বিশ্লেষণ করলে দেখা যায়, নিরাপত্তার অভাবজনিত সমস্যার জন্যই অনেক বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। এ ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও প্রদান সম্ভব হয়ে ওঠে না।

প্রচলিত নিরাপত্তা প্রদানের রেওয়াজ
আমাদের দেশের নির্বাচনকালীন যে নিরাপত্তাব্যবস্থার রীতি তা খুবই গতানুগতিক। গত ৪০-৪৫ বছরেও এই ব্যবস্থায় বা রেওয়াজে বড় কোনো পরিবর্তন হয়নি। বহু বিষয়ে পরিবর্তন সূচিত হলেও নির্বাচনকালীন নিরাপত্তার শৈথিল্য রীতিমতো আশ্চর্যের বিষয়। সুতরাং এই গতানুগতিক নিরাপত্তাব্যবস্থার পরিবর্তন অপরিহার্য। সেনাবাহিনীর ক্ষুদ্র একটি দল (২০-২৫ জনের একটি দল) পরোক্ষভাবে একটি থানা বা উপজেলা এলাকায় নিরাপত্তা প্রদান করবে অথবা সেনাবাহিনীর ক্ষুদ্র একটি দল (১০-১২ জন) কোনো একটি থানার সদর দফতরে আসন গেড়ে বসে ওই থানার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য ও প্রায় অসম্ভব ব্যাপার। সর্বাবস্থায় যেখানে থানা শব্দটি ব্যবহার করছি, সেখানে উপজেলা শব্দটিও মনে করতে পারেন। ১

৪ বছর আগে র‌্যাব নামক একটি বাহিনী সৃষ্টি হয়েছে। তারাও কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা দেয়। পুলিশবাহিনীর মধ্যেই একটি অঙ্গ আছে যাদেরকে বলা হতো আর্মড পুলিশ ব্যাটালিয়ন; এরাও কোনো কোনো জায়গায় নিরাপত্তা দেয়। তবে নির্বাচনের আগে সাধারণত নিরাপত্তার দায়িত্বটি পুলিশের হাতে থাকে। শুধু চাইলে বা মোতায়েন করা হলে সেনাবাহিনী সেখানে ভূমিকা রাখে। নির্বাচনের আগের রাত, নির্বাচনের দিন এবং নির্বাচনী দিনের অনুগামী রাত- এ সময়টিতে এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশ ও আনসার বাহিনীর ওপরে। কেন্দ্রে কেন্দ্রে তাদেরকে সহায়তা করে ভিডিপি। ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি। এ জন্য নির্বাচনী কেন্দ্র বা ভোটকেন্দ্র বা পোলিং সেন্টার অনুযায়ী পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়। সামগ্রিকভাবে নির্বাচনের দিনে ভোটকেন্দ্রের বাইরে যে নিরাপত্তা প্রয়োজন, সে প্রসঙ্গে আমাদের সচেতনতা আসলেই কম। আলোচনা আগামীকালও চলবে।
লেখক : মেজর জেনারেল (অব:); চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি

২০ দলীয় জোটের মনোনয়ন পেলেন জামায়াতের যে নেতারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে ২৫টি আসন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ২০ দলীয় জোট সূত্রে এই খবর জানা গেছে।
মনোনয়নপ্রাপ্তরা হলেন:
শফিকুর রহমান (ঢাকা-১৫)
শামীম সাঈদী (পিরোজপুর-১)
ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৫)
হাবিবুর রহমান (সিলেট-৬)
আব্দুল হাকিম (ঠাকুরগাঁও-২)
মোহাম্মদ হানিফ (দিনাজপুর-১)
আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬)
মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২)
আজিজুল ইসলাম (নীলফামারী-৩)
গোলাম রব্বানী (রংপুর-৫)
মাজেদুর রহমান সরকার (গাইবান্ধা-১)
রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)
ইকবাল হুসেইন (পাবনা-৫)
মতিউর রহমান (ঝিনাইদহ-৩)
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১)
হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২)
শামসুল ইসলাম ( চট্টগ্রাম-১৫)।
আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন (যশোর-২)
আব্দুল ওয়াদুদ (বাগেরহাট-৩)
আবদুল আলিম (বাগেরহাট-৪)
মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫)
আবুল কালাম আযাদ (খুলনা-৬)
রবিউল বাশার (সাতক্ষীরা-৩)
আব্দুল খালেক (সাতক্ষীরা-২)
গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

ঢাকা-১৫ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসবে চূড়ান্ত হয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।


বাংলাদেশ বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-১৫। এই আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসবে চূড়ান্ত হয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। গতকাল ২০ দলীয় জোটের অনেকগুলো সূত্র আমাদের এই খবর নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা সংবাদ-২৪/৭ কে জানিয়েছেন এবার জামায়াত ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
ঢাকার কোন আসন বিএনপি জামায়াতকে ছাড়তে না চাইলেও নানান সমীকরণ মিলিয়ে অবশেষে জামায়াতকে এই আসন ছাড়তে বাধ্য হয় বিএনপি। বিএনপির সর্বশেষ অংশ নেয়া নির্বাচনে এই আসনে দলের প্রার্থী উইং কমান্ডার হামিদুল্লাহ খান। তিনি পরাজিত হন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের কাছে। হামিদুল্লাহ খান প্রবীণ ও শক্তিশালী নেতা হওয়ার পরও ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হন। অবশ্য ২০০৮ এর নির্বাচনকে বিএনপি এখনো পাতানো নির্বাচন মনে করে।
এই আসনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বরাবরই শক্তিশালী। এখানে জামায়াতের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। জামায়াতের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে এই আসনে তাদের জনশক্তি ঢাকার মধ্যে সবচাইতে বেশি। মূলত এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী ছিল মীর কাসেম আলী। মানবতাবিরোধী অপরাধের ইস্যুতে আওয়ামী সরকার তার ফাঁসী কার্যকর করে।
২০০৮ এর নির্বাচনে প্রবীণ প্রার্থী হিসেবে জামায়াত হামিদুল্লাহ খানকে সমর্থন দেন। মীর কাসেম আলী ও হামিদুল্লাহ খান দুজনই ইন্তেকাল করেছেন। তাই এবার শুরু থেকেই এই আসনে জামায়াত কাজ করে আসছিলো। এই আসনে কে হবেন বিএনপির নতুন প্রার্থী তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও বিএনপি তাদের প্রার্থী ঠিক করতে পারেনি।
অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের এই শক্তিশালী এলাকায় ডা. শফিকুর রহমানকে মনোনীত করেছে। ডা. শফিকুর রহমান জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং ক্লিন ইমেজের মানুষ। মিরপুর-কাফরুল এলাকায় তার গ্রহনযোগ্যতা ব্যাপক।
ডা. শফিকুর রহমান ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। যে কারণে ১৯৮২ সালে ছাত্রাবস্থায় তাঁকে কারাবরণ করতে হয়েছে। বর্তমান আওয়ামী সরকারের আমলে তিনি বার বার হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছে। বিগত বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা তাকে ২০ দলীয় জোটের মনোনয়ন পাওয়ার ব্যাপারে এগিয়ে রেখেছে।
ডা. শফিকুর রহমান ২০১০ সালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং ২০১৬ সালে সেক্রেটারী জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডা. শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিকই নন বরং তিনি একজন খ্যাতিমান সমাজ সেবক, বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ডা. শফিকুর রহমান অনেক স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
একাধিক ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা, বিভিন্ন মসজিদ, ক্লাব, রক্তদানকারী ক্লাব পালস’ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছেন।
এই ব্যাপারে জামায়াতের ঢাকা উত্তরের আমীর সেলিম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, ঢাকা ১৫ আসন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত। এই আসনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান জনপ্রতিনিধির অভাবে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব, পানিবদ্ধতা, লোডশেডিং, ড্রেনেজ ব্যবস্থায় দূর্বলতা, অনুন্নত অবকাঠামো, খেলার মাঠের অপর্যাপ্ততা, অপসংস্কৃতির সয়লাভ, হত্যা, গুম, অপহরণ, যুব সমাজের নৈতিক অবক্ষয়সহ নানান সমস্যায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমতাবস্থায় ২০ দলীয় ঐক্যজোট ঢাকা ১৫ আসনের সাধারণ জনগণের প্রত্যাশার আলোকে সৎ, দক্ষ, যোগ্য, সমাজসেবী, বলিষ্ঠ সংগঠক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বার বার কারা নির্যাতিত ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ডাঃ শফিকুর রহমানকে এই আসনের জন্য মনোনীত করেছে। সমৃদ্ধ ঢাকা ১৫ আসনের প্রত্যাশা পূরণে ডা. শফিকুর রহমানকে নির্বাচিত করার মাধ্যমে এলাকাবাসী একজন পরিচ্ছন্ন ও জনদরদী জনপ্রতিনিধি পাবে ইনশাআল্লাহ।
অন্যদিকে আওয়ামী শিবিরে কোন্দল থাকায় ও একাধিক প্রার্থী থাকায় এই আসনে ২০ দলীয় জোটের প্রার্থী নির্বাচনে এগিয়ে থাকবে বলে আশা করছে ঢাকা-১৫ আসনের ভোটাররা। ডা. শফিকুর রহমানকে নিয়ে এই এলাকার জনগণের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা গেছে।
সুত্র- সংবাদ ২৪/৭

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকার উপর

বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার পক্ষপাতমূলক ভূমিকায় বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৬ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকার উপর। কিন্তু গোটা দেশবাসীর সাথে আমরাও গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করছি নির্বাচন কমিশনের ভূমিকা মোটেই গ্রহণযোগ্য নয়। তাদের ভূমিকা একান্তই পক্ষপাতমূলক এবং গণতান্ত্রিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী।
দেশবাসী আশা করেছিল জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার অভিযান বন্ধ করা হবে এবং আর কোন গায়েবি মামলা দায়ের করা হবে না।
গত ২৪ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জনাব একেএম নূরুল হুদা খোলামেলা দায়িত্ব নিয়েই বলেছেন, ‘পুলিশ আমাদের কথা মানছে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছেনা। পুলিশ আমাদের নিয়ন্ত্রণে আছে’। তার এ বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে যায়, স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার যেখানে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করবেন, সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিজেই পরিবেশ বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে এর পুরো দায়ভার তাদের উপরেই বর্তাবে।
অতএব, হয়রানী, নিপীড়ন ও বৈষম্যমূলক কর্মকা- সম্পূর্ণরূপে পরিহার করে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আরেকবার আহ্বান জানাচ্ছি।”

ব্যাপক সমালোচনার মুখে ওয়াজ-মাহফিল অনুষ্ঠানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ইসি।



বাংলাদেশ বার্তা ডেস্কঃ ব্যাপক সমালোচনার মুখে-ওয়াজ মাহফিল অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে কমিশন। এতে ওয়াজ-মাহফিল, ধর্মীয় জমায়েত বা কোনও ধর্মীয় অনুষ্ঠান কেউ করতে চাইলে রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতা করতেও নির্দেশনা দেওয়া হয়।
এরআগে, গত ১৯ নভেম্বর ইসি থেকে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে কোনও ধরনের ওয়াজ-মাহফিল বা ধর্মীয় জমায়েতের অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে কোথাও আগে থেকে অনুমোদন থাকলে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়। ওই ধর্মীয় অনুষ্ঠানে কোনও প্রার্থী বা তার পক্ষে কেউ যেন নির্বাচনি প্রচারণা না করতে পারে, সেই নির্দেশণাও দেওয়া হয়।
ইসির এই নির্দেশনার ফলে দেশের আলেম সমাজ থেকে কঠোর সমালোচনা করা হয়। নানা ধরনের হুমকিও দেওয়া হয় কমিশনকে। বরিশালের চরমোনাইসহ বিভিন্ন স্থানে ইসির নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজনও করার খবর পাওয়া গেছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ওয়াজ-মাহফিলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে বুধবার নির্বাচন কমিশনকে আইনি নোটিশও পাঠানো হয়েছে।
ঢাকার রাজারবাগ দরবার শরীফের আন্তর্জাতিক ওয়াজ আয়োজক কমিটির সদস্য মুহম্মদ মাহবুব আলম ও সেই ওয়াজের অন্যতম বক্তা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ এই নোটিশ পাঠিয়েছেন।
নানামুখী সমালোচনার কারণে কমিশন সোমবার সন্ধ্যায় নতুন করে চিঠি ইস্যু করে আগের চিঠির ব্যাখ্যা দেয়। একইসঙ্গে বলা হয়, ধর্মীয় সভা, ওয়াজ-মাহফিল বা এমন জমায়েতের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকে।
কমিশনের পক্ষ থেকে ওয়াজ বা ধর্মীয় জমায়েতের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে নতুন চিঠিতে দাবি করা হয়। এ সময় আগের চিঠির ব্যাখ্যা দিয়ে বলা হয়, পূর্বনির্ধারিত বা ইতোমধ্যে অনুমোদিত কোনও ধর্মীয় জমায়েতে কোনও বাধা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং নির্বাচন পূর্ব-পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পূর্ব নির্ধারিত ওয়াজ-মাহফিল ও ধর্মীয় জমায়েত ছাড়া নতুন করে ৩০ ডিসেম্বরের পর অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করছিল। সেইসঙ্গে পূর্বনির্ধারিত বা বিশেষ বিবেচনায় ৩০ ডিসেম্বরের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে কোনও প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা অন্য কেউ কোনও ধরনের নির্বাচনি প্রচারণা অথবা কারও পক্ষে-বিপক্ষে বক্তব্য না দেন, সে জন্য কমিশন বিশেষভাবে নির্দেশনা দিয়েছে। এসব ক্ষেত্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছিল।
ইসি যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত নতুন চিঠিতে বলা হয়, ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা অনুরূপ জমায়েত সংক্রান্ত একটি স্পর্শকাতর বিষয়ে অপপ্রচার রোধে এবং সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা নস্যাৎ করার লক্ষ্যে এমন ধর্মীয় সভা বা জমায়েত আয়োজনে ক্ষেত্রবিশেষে রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি সাপেক্ষে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানানোর জন্য কমিশন নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে এ ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি অনুসারে কোনও ধরনের রাজনৈতিক বক্তব্য বা কোন প্রার্থীর পক্ষে বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে না বলেও কমিশন সিদ্ধান্ত নেয়।
চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের কমিশনের নির্দেশনা অনুসারে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা এমন জমায়েত অথবা এ ধরনের ধর্মীয় কোনও অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উৎসঃ বাংলা ট্রিবিউন

বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা নির্বাচন কমিশন নিজেরাই আইন ও আচরণবিধি লংঘন করলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলো কিভাবে? - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী শাখার সেক্রেটারি মাওলানা সোহেল আহমাদকে, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাওলানা মাহবুব উল আলম এবং মেহেরপুর সদর উপজেলা শাখা জামায়াতের আমীর ডা. জামাল উদ্দিনকে, ঝিনাইদহ জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারি মাষ্টার মোঃ আলাউদ্দিন ও লিগ্যাল এইড সেক্রেটারি মাওলানা মফিজুল হককে গত ২৪ নভেম্বর এবং ঝিনাইদহ শহর শাখা জামায়াতের সদস্য (রুকন) এডভোকেট শফিউল আলম ও হরিণাকুণ্ডু পৌরসভা শাখা জামায়াতের সদস্য (রুকন) মোঃ বদরউদ্দীনকে ২৫ নভেম্বর গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় না বলেই তফসিল ঘোষণার পরও সিলেট, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বেছে বেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের অব্যাহতভাবে গ্রেফতর করে নির্বাচনের পরিবেশ ধ্বংস করছে। তিনি সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের এ ধরনের পক্ষপাত দুষ্ট ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গতকাল রোববার দেয়া বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন একদিকে বলছে যে, ‘গ্রেফতারী পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না।’ অথচ গ্রেফতারী পরোয়ানা ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের পুলিশ অবাধে গ্রেফতার করে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে পাঠাচ্ছে। আবার গত ২৪ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জনাব কেএম নূরুল হুদা বলেছেন, ‘ইসির নির্দেশ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না। প্রশাসন ইসির নির্দেশ মেনে চলছে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে।’ তার এ বক্তব্যের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যে সব লোকদের গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতারের দায়ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। এভাবে নির্বাচন কমিশন যদি নিজেরাই আইন ও আচরণবিধি লংঘন করে তাহলে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলো কিভাবে? তার নিজের কথাতেই প্রমাণিত হচ্ছে যে, তিনি সরকারের সাথে সুর মিলিয়ে একইভাবে মিথ্যাচার করছেন। তার এ দ্বিমুখী ভূমিকার কারণে অবাধ, সুষ্ঠ’, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার আশঙ্কা দেশবাসীর মনে আরো প্রকট হচ্ছে।
তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে তাদের দ্বারা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করা কিছুতেই সম্ভব হবে না। সরকার ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বাথে অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য বিরোধী দলের সারা দেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জামায়াতকে যে সব আসনে ছাড় দিলো বিএনপি !

বাংলাদেশবার্তা ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে কে কত আসন পাচ্ছেন তা নিয়ে গতকাল দিনভর আলোচনা ছিল দুই জোটের নেতা-কর্মীদের মধ্যে। এ নিয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। দিনে আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও জোট-ফ্রন্টের নেতাদের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক করতে দেখা যায়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা দুই জোটের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। ২০-দলীয় জোটের সঙ্গে বিএনপির আসন বণ্টনে সমঝোতা হয়েছে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আজ আবারও বৈঠক করে আসন বণ্টন চূড়ান্ত করবে বিএনপি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জোটকে ৬০টি আসন ছাড় দিতে রাজি হয়েছে। এর মধ্যে ২০-দলীয় জোটকে ৪২টি এবং জাতীয় ঐক্যফ্রন্টকে ১৮টি আসন ছাড় দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে, ২০-দলীয় জোটের শরিক জামায়াত শেষ পর্যন্ত ৩৫টি আসন পেতে দরকষাকষি করছে। তাদের সর্বোচ্চ ২৫টি আসন ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে ৩৮ আসনে নির্বাচন করা জামায়াত ৩৩টিতে জোটের মনোনয়ন পেয়েছিল। পাঁচটি আসনে বিএনপি ও জামায়াত দুই দলেরই প্রার্থী ছিল। গতবারের ৩৩টির ২৭টিতে এবারও জোটের মনোনয়ন চায় জামায়াত। গতবারের উন্মুক্ত পাঁচটি আসনের তিনটিতে জামায়াত দ্বিতীয় হয়েছিল। বিএনপির অবস্থান ছিল তৃতীয়। এগুলোতেও এবার জোটের মনোনয়ন চায় জামায়াত। ওই ৩০টি ছাড়াও জামায়াত নতুন করে রাজশাহী-১, বগুড়া-৪, ঢাকা-১৫, সাতক্ষীরা-১ ও চট্টগ্রাম-১৬ আসনে মনোনয়ন চায়। তবে বিএনপি গত রাত পর্যন্ত জামায়াতকে ২৫টি আসন ছাড়তে রাজি হয়েছে। সব ছেড়ে জামায়াতের দাবি ছিল ২৭টি আসনে। বাকি দুটিতে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে বলে জানা গেছে।
আসনগুলো হলো: ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা আবু হানিফ, দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, লালমনিরহাট-১ আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, কুড়িগ্রাম-৪ নুরুল আলম মুকুল, গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-৪ ডা. আবদুর রহীম সরকার, বগুড়া-৪ মাও. তায়েব আলী, সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান, পাবনা-১ আবদুল বাসেত, পাবনা-৫ ইকবাল হোসাইন, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আবদুল আলীম; খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার; খুলনা-৬ আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-২ শামীম সাঈদী, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।
সৌজন্যেঃ ইনসাইডবিডি

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

নির্বাচনে জামায়াত কি সত্যিই ফ্যাক্টর ?

বাংলাদেশ বার্তা ডেস্কঃ যেকোন দেশের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানারকম রাজনৈতিক মেরুকরন হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনা। কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি দল থাকছে আলোচনার কেন্দ্র বিন্দুতে। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে জামায়াতের ভূমিকা বিশেষ প্রভাব ফেলছে, থাকছে আলোচনায়। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়ায় বামদলসহ বিরোধী শিবির থেকে নানা সমালোচনাও পোহাতে হয় দলটিকে। কিন্তু তারপরও জামায়াত কি জনপ্রিয়তা হারাচ্ছে বা আলোচনার অন্তরালে চলে যাচ্ছে? নিবন্ধন বাতিল হওয়া এই রাজনৈতিক দলটিকে নিয়ে কেনই বা সরব থাকছে বিরোধী রাজনীতিকরা? নির্বাচনে প্রভাব ফেলার মত কি এমন শক্তির অধিকারী জামায়াত?
জামায়াতের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে এরকম অনেক প্রশ্ন থাকলেও সমালোচকরা তাদের মোকবেলায় আদর্শিক দিক থেকে বরাবরই থাকছে পশ্চাতে। কিন্তু জামায়াতের জনপ্রিয়তা কতটা হ্রাস করতে পেরেছে সমালোচক ও ক্ষমতাসীনরা তাও হিসাব-নিকাশ করার সময় এসেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাস্তিকার্যকর করার পরও জামায়াত যদি সত্যিই কোন ফ্যাক্ট না হয় নির্বাচনে, তাহলে কেনইবা বারবার আওয়ামীলীগ সহ বাম দল গুলো বিএনপি জোট থেকে জামায়াতকে আলাদা করার নানা কৌশল ও যুক্তি তুলে ধরেছেন? অন্যান্য রাজনৈতিক দলগুলোর আলোচনা-পর্যালোচনাই জামায়াতকে নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তুলে ধরেছে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা নূহ-উ-আলম লেলিন একটি টিভি টকশোতে মুজাহিদুল ইসলাম সেলিমের একটি মন্তব্যের জবাবে বলেছিলেন, ‘সত্তরের দশক থেকে এখন পর্যন্ত জামায়াত প্রতিটি নির্বাচনে ধারাবাহিকভাবে ৪-৬% ভোট পেয়ে আসছে।’ অন্যদিকে সেলিম সাহেবদের মত যারা খ্যাতিমান ব্যাক্তি বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও বড় বড় বুলি আওড়ান তাদের অবস্থান জামায়াতের ধারের কাছে নেই। প্রসঙ্গত; বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় প্রান্তিক পর্যায়ে জামায়াতের কর্মী-সমর্থক ও ভোটার রয়েছে যা জোটের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচনকে ঘিরে জামায়াত একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেই তা অস্বীকার করার সুযোগ নেই।
বিশ^ রাজনীতির দিকে দৃষ্টি দিলে দেখা যায়, জার্মানির বর্তমান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল গত নির্বাচনে নিজের চ্যান্সেলর পদটিকে ধরে রাখতে অধিকাংশ মন্ত্রীত্ব অন্যদলকে দিতে চান। মূলত; যারা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী তারা অবশ্যই বাস্তববুদ্ধিসম্পন্ন মানুষ হতে বাধ্য এবং বৃহত্তর স্বার্থে আত্মত্যাগে দ্বিধা করেননা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিভেদ ভুলে জাতির ক্রান্তিকালে বৃহত্তর স্বার্থে কোয়ালিশন করে ক্ষমতায় আসেন।
বর্তমান সরকারের আমলেই চতুর্থ উপজেলা পরিষদের ২০১৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত উপজেলা পর্যায়ে ৩৬ জন চেয়ারম্যান, ১২৯ জন ভাইস চেয়ারম্যান এমনকি ৩৬জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। যাকিনা জামায়াতের ভোট ব্যাংকেরই ইঙ্গিত বহন করে। এসব স্থানীয় নির্বাচনে জামায়াত বেশিরভাগ ক্ষেত্রে এককভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছে, যেখানে অন্যরা দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বীতা করে হেরেছেন।
জোটগত নির্বাচনে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট জামায়াতের এই ভোট ব্যাংক শতভাগ কাজে লাগাতে পারবে। পাশাপাশি জামায়াতের কর্মী সমর্থক ও ভোটারদের দলীয় আনুগত্যের কারণে জোটের প্রার্থীকে বিজয়ী করতে পিছপা হবে না। আর একারণেই ক্ষমতাসীনরা জামায়াতকে নির্বাচনে ফ্যাক্টর মনে করে নানা রকম নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করার পথে অগ্রসর হচ্ছে। গতকাল ২৪ নভেম্বর শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিম রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে পুলিশ প্রশাসন, ইসি সচিব হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদ হোসাইন, সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঢাকা অফিসার্স ক্লাবে গোপন মিটিং করে সারাদেশের ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে আওয়ামীলীগকে জিতিয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, যা গণমাধ্যমে এখন চাউর হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা তফসিল পরবর্তী দলীয় ভূমিকায় ফুটে উঠেছে। নির্বাচনী তফসীল ঘোষণার পর জামায়াতের নেতা-কর্মীরা সারাদেশে ৬১ টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এমনকি জামায়াতের সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান স্বয়ং রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যা কিনা এবারের আসন্ন নির্বাচনে বাড়তি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কেননা অন্য কোন রাজনৈতিক দলের মহাসচিব বা সেক্রেটারী রাজধানীতে নির্বাচন করছেন না। মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতা-কর্মীদের অত্যন্ত প্রফুল্লও দেখা গেছে, যদিও দলটির সাংগঠনিক সকল কার্যক্রম প্রকাশ্যে পরিচালনার সুযোগ দিচ্ছে না সরকার ও প্রশাসন।
২৩ দলীয় জোটের শরীক হিসেবে জামায়াত বিএনপির কাছে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য ৫০ টি আসন চেয়ে একটি তালিকা জমা দিয়েছেন। যেসকল আসনে প্রার্থীতার জন্য তালিকা দেয়া হয়েছে, সেসকল সংসদীয় আসনে জামায়াতের বেশ শক্ত অবস্থান আছে বলেও জামায়াত সূত্র নিশ্চিত করেছে। বেশিরভাগ ক্ষেত্রে জিতে আসবেন বলেও দলটির হাইকমান্ড ইঙ্গিত দিয়েছে।
জামায়াতের তৃনমূল পর্যায় থেকে শুরু করে বেশিরভাগ নেতৃত্বে রয়েছে একঝাক আদর্শবাদী তরুন মেধাবী। যারা তরুন ভোটারদের দৃষ্টি কাড়তে সমর্থ হয়েছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবার মত যোগ্যতার কারণে তরুনরা তাদের দিকে ঝুঁকছে। অন্যদিকে আওয়ামীলীগ কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে হামলা, ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানি, তনু হত্যাকান্ড, বিশ্বজিৎ হত্যা, শাহজালালে ছাত্রীকে ছাত্রলীগ কর্মী বদরুলের পৈশাচিক চাপাতির কোপ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেক্রেটারী কর্তৃক শিক্ষার্থীকে হাতুড়ি পেটা করায় তরুনদের সাধারন সহানুভূতি ও সমর্থন হারিয়েছেন। অন্যদিকে সরকার ও আওয়ামীলীগের এসব কর্মকান্ডের বিরুদ্ধে জামায়াত বরাবরই সোচ্চার প্রতিবাদ করেছে। এতে দলটির জনপ্রিয়তা ও সমর্থন বেশ বৃদ্ধি পেয়েছে।
বহুদলীয় রাজনীতিতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যেকোন অবস্থাতেই এই প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা উচিৎ নয়। প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনআকাঙ্ক্ষা হিসেবে বিবেচিত হয়। কোন শক্তি এটিকে বাধাগ্রস্থ করবে তা কেউই কামনা করে না। দেশের প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিকদলসমূহ, নির্বাচনকালীন সরকার সকলকেই জাতির কল্যাণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহযোগিতা করবেন বলেই দেশের সকলে প্রত্যাশা করে । একটি বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় রাখার পক্ষে কোন প্রতিষ্ঠান বা বিভাগ কাজ করবে তা দেশের সাধারন ভোটার মেনে নেয়ার মানসিকতা রাখে না বরং প্রতিরোধ গড়ে তোলার মানসই রাখে। এরুপ পরিস্থিতির উদ্ভব হলে দেশ একটি ক্রান্তিকালে নিপতিত হওয়ার আশংঙ্কা থেকেই যায়।
সূত্রঃ- এনালাইসিস বিডি

ওয়াজ মাহফিল বন্ধে মুফাসসির পরিষদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে গতকাল রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলন করেছে দেশ বরেণ্য মুফাসসিরদের সংগঠন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ।
পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের যুগ্ম মহাসচিব- মাওলানা রুহুল আমীন, সহকারী মহাসচিব- মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাওলানা নাসির উদ্দীন হেলালী, সাংগঠনিক সম্পাদক শায়েখ জামাল উদ্দীন, প্রচার সম্পাদক শেখ আবুল কালাম আজাদ আযহারী, মিডিয়া বিষয়ক সেক্রেটারী মাওলানা সাদিকুর রহমান আযহারী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মুফতি মোহাম্মদ যাকারিয়া, মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যান্য ওলামায়েকেরাম।
কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদরাসা ও ইয়াতিমখানা সহ আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ জনগণের রয়েছে সীমাহীন ত্যাগ ও কুরবানী যার পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করছে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান। এমনকি বর্তমান প্রেক্ষাপটে সামাজিক কুসংস্কার দূরীকরণ, ধর্মীয় উগ্রতা, জঙ্গীবাদ, মাদক নির্মূল, যৌতুকপ্রথা ও নারী নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। কাজেই নির্বাচন কমিশনের নিকট অচিরেই ওয়াজ মাহফিল বন্ধের গণবিজ্ঞপ্তি প্রত্যাহারের জোর দাবি জানান মুফাসসিররা।
এছাড়া দাবি না মানলে সম্মেলনে আগামী শুক্রবার বাদ জুমা দেশজুড়ে ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে মানববন্ধন, আলোচনা সভা ও জেলায় জেলায় স্মারক লিপি পেশসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

অন্যায়ভাবে গ্রেফতার এবং মামলা করে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচনের পরিবেশ ধ্বংস করার হীন উদ্দেশ্যে সরকার জনগণের মধ্যে পরিকল্পিতভাবে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে

বাংলাদেশ বার্তাঃ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বেছে বেছে অন্যায়ভাবে গ্রেফতার এবং নতুন নতুন মামলা দায়ের করে হয়রানি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৪ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার এবং জনগণের মধ্যে পরিকল্পিতভাবে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচনের পরিবেশ ধ্বংস করার হীন উদ্দেশ্যে সরকারের এ ধরনের অপচেষ্টার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত-ছাত্রশিবির ও বিরোধী দলের নেতা-কর্মী সন্দেহে পুলিশ সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার এবং হয়রানি করছে। ঐ এলাকা থেকে জাহানারা বেগম, হালিমা খাতুন, তাসলিমা খন্দকার, আবদুল মুগনী, তৌফিক হোসেন প্রিন্স, ওয়াহিদুর রহমান তপন ও রফিকুল ইসলামসহ আরো অনেক নারী এবং পুরুষকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা কিংবা গ্রেফতারী পরোয়ানা কোন কিছুই নেই। অথচ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে গ্রেফতারী পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। অথচ মামলা ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই লোকদের গ্রেফতার করা হচ্ছে। অপর পক্ষে সরকারী দলের নেতা-কর্মীরা সারা দেশে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে অবাধে প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে ভয়-ভীতি দেখাচ্ছে। তাহলে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হলো কিভাবে? এ সব ঘটনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ সৃষ্টি হয়নি। বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব নয়।
তাই ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা বন্ধ এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ম্যাজিস্ট্রেটরা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ব্রিফিংয়ে সিইসি এ নির্দেশনা দেন। সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে আপনারা প্রিজাইডিং কর্মকর্তাকে সহযোগিতা করবেন। কিন্তু প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে কাজ করবেন এসব ম্যাজিস্ট্রেট।
শনিবার থেকে তিন দিনব্যাপী তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে অংশ নেয়া কয়েকজন ম্যাজিস্ট্রেট জানান, দিনব্যাপী প্রশিক্ষণে সিইসিসহ পাঁচ কমিশনার ও ইসি সচিব বক্তব্য রাখেন। তারা আচরণ বিধি প্রতিপালনে নানান করণীয় দিক তুলে ধরেন। ওই প্রশিক্ষণে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে সবার জন্য সমান আইনের প্রয়োগ করতে হবে।
মো. রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাজে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। কবিতা খানম বলেন, আপনাদের কাছে প্রার্থীর পরিচয় শুধুই একজন প্রার্র্থী। প্রতিটি ভোটকেন্দ্র আপনাদের রক্ষা করতে হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টারে দলের প্রধানদের ছবি থাকবে। কিন্তু যেহেতু বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডিত, পোস্টারে তাদের ছবি থাকতে পারবে কী না সে বিষয়ে পরে আপনাদের জানানো হবে।
এর আগে সকাল ১০টার দিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২’তে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং শুরু হয়। ব্রিফিংয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বক্তব্য দেয়ার পরপরই সাংবাদিকদের বের হয়ে যেতে বলে নির্বাচন কমিশন। অথচ এর আগে, ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাংবাদিকদের আমন্ত্রণ জানান। কিন্তু নিয়ম ভঙ্গ করেই ব্রিফিং শুরুর কিছু পরেই সাংবাদিকদের বের করে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের রুদ্ধদ্বার ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অনান্য কমিশনাররা। শুধু প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য পর্যন্ত ব্রিফিংয়ে থাকার সুযোগ চান সাংবাদিকরা। কিন্তু ইসি কোনো কথা না শুনে সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন। এ সময় ইসির কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণও করেন।
বিগত কয়েকদিন অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভাসহ সংবাদকর্মীদের ভিডিও ফুটেজ ধারণ, ছবি নেয়া, সিইসি, কমিশনার বা সচিবের বক্তব্য ধারণ করতে পারতেন সংবাদকর্মীরা। তবে, গতকাল শনিবার প্রথমবারের মতো রীতি ভেঙে অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের বের করে দেয়া হয়। ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং শেষে অনুষ্ঠান থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার।
ব্রিফিং থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেয়ার বিষয়টি সঠিক হয়নি স্বীকার করে সিইসি বলেন, আজকের সিদ্ধান্ত সঠিক হয়নি। গণমাধ্যমকর্মীদের অন্তত অনুষ্ঠানের প্রথম অংশে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যমকর্মীদের থাকতে দেয়া হবে। ব্রিফিংয়ে অংশ নেয়া অন্তত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আইন বিষয়েই মূলত তাদের ধারণা দেয়া হয়েছে। তবে, অনুষ্ঠান থেকে সাংবাদিকদের বের করে দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা।
বলেন, ব্রিফিংয়ে এমন আপত্তিকর বা বিব্রতকর কিছু বলা হয়নি, যা সাংবাদিকরা শুনলে কমিশনের সমস্যা হতো। সাংবাদিকরা অন্তত প্রথম পর্বে অংশ নিতে পারতেন। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক। ব্রিফিংয়ে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও শেরপুরসহ কয়েকটি জেলার ২২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মানবজমিন