ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫

৩ মাস আগে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া সাব্বির হাসানকে খুঁজে পাওয়ার দাবি করেছে তার পরিবার

ছবিতে লাল বৃত্ত দ্বারা চিহ্নিত ব্যক্তিই সাব্বির 
 ৩ মাস আগে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া সাব্বির হাসানকে খুঁজে পাওয়ার দাবি করেছে তার পরিবার। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উদ্ধার বাংলাদেশিদের মধ্যে তাদের সন্তানও রয়েছে বলে মনে করছেন তারা। উদ্ধার হওয়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ওই পরিবার।
এক সকালে পত্রিকা দেখে চমকে ওঠেন সাব্বিরের মা। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সমূদ্র উপকূলে উদ্ধার হওয়া যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ছবি ছাপা হয়েছে তাদের মধ্যে সাব্বির।
নির্যাতন-নিপীড়ন-অবহেলায় চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেলেও মায়ের চোখ এড়িয়ে যেতে পারে না ছেলের মুখ।এ প্রসঙ্গে সাব্বিরের মা বলেন, মায়ের চোখ কখনও ভুল করতে পারে না। আমি একবার দেখেই চিনতে পেরেছি এটাই আমার হারিয়ে যাওয়া ছেলে।

সাব্বিরের বাবা-মার ধারণা, সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয়েছে তাদের সন্তানকে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা সাব্বিরের শখ ছিলো ফটোগ্রাফি। সাব্বিরসহ ৬ বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হন ২০১৪’র ১৪ এপ্রিল। পরে সমুদ্র থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি সাব্বির ও তার বন্ধু উদয়ের।
"সাইবার ৭১" এর পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং দায়িত্বশীল প্রশাসনের কাছে আকুল আবেদন যেনো তারা আমাদের মাঝে সাব্বিরকে ফিরিয়ে আনার ব্যাবস্থা করে...
বি.দ্রঃ মিডিয়া এখনো এই ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে না। তাই প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ জনমত তৈরি করা। শেয়ার কিংবা কপি করে সবার মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না।

বুধবার, ২৭ মে, ২০১৫

চূড়ান্ত সফলতা অর্জনে নেতাকর্মীদের অটল অবিচল থাকতে হবে -শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, যত বাধাই আসুক না কেন ছাত্রশিবির তার উদ্দেশ্য পানে এগিয়ে যাবেই। চূড়ান্ত সফলতা অর্জনে প্রতিটি নেতাকর্মীকে অটল অবিচল থাকতে হবে।
তিনি আজ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকাল ১০টায় চট্টগ্রামের এক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আসাদুল্লাহ আদিলের পরিচালনায় এসময় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, ছাত্রশিবিরের উদ্দেশ্য হলো কুরআনের আলোকে ছাত্রদের জীবনকে গঠন করে জাতিকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরীক উপহার দেয়া। কিন্তু এ লক্ষ্য অর্জনের প্রতিটি পর্যায়ে রয়েছে হাজারো প্রতিবন্ধকতা ও সমস্যার পাহাড়। আমাদের রাষ্ট্র ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে অসৎ লোকের নেতৃত্ব। রাষ্ট্রীয় ভাবে অসৎ তৎপরতার স্বীকৃতি দেয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় রাজনীতি করণ ও সন্ত্রাস ছড়িয়ে দিয়ে যোগ্য নাগরীক তৈরির পথকে রুদ্ধ করা হচ্ছে। এমন কি যোগ্য নাগরীক গড়ার কারিগর শিক্ষকদের নানা ভাবে নাজেহাল করা হচ্ছে এবং রাজনৈতিক বিবেচনায় অযোগ্যদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক পদে নিয়োগ দেয়া হচ্ছে। অযোগ্যদের দিয়ে যোগ্যতা সম্পন্ন নাগরীক তৈরি করার সম্ভব নয় যা ইতিমধ্যেই জাতি বুঝতে পেরেছে। অন্যদিকে বাতিল আদর্শের অনুসারীদের ক্ষমতায় থাকার ভিত্তি হিসেবে ব্যবহার হচ্ছে ছাত্র সমাজের একটি বিশাল অংশ। নূন্যতম শিষ্টাচার বোধও তাদের মধ্যে নেই বরং রয়েছে রাষ্ট্রীয় মদদে হত্যা, সন্ত্রাস, ধর্ষণসহ নানা অপকর্ম। সম্প্রতি পয়লা বৈশাখের দিন ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আজীবন বহিঃস্কার করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষিকাকে নিপিড়ণের কারণে বহিঃস্কার করা হয়েছে ছাত্রলীগ নেতাদের। এগুলোই প্রথম নয় বরং বাতিল আদর্শের অনুসারীদের কাছ থেকে এর চেয়েও ভয়ঙ্কর বিকৃত আচরণ দেখেছে দেশের জনগণ।
তিনি আরও বলেন, আমরা জানি এই লক্ষ্যে পৌঁছানো কঠিন কাজ। কিন্তু ছাত্রশিবির সব সমস্যাকে সামনে রেখেই এ চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কারণ ছাত্রশিবির সত্য ও ন্যায়ের পথের যাত্রী। আর সত্যর সামনে মিথ্যার পতন হবেই এটা ঐতিহাসিক বাস্তবতা। সুতরাং কোন পরিস্থিতিতে যেমন হতাশ হওয়া যাবেনা তেমনি অধৈর্যও হওয়া যাবেনা। অসীম ধৈর্য ও সাহসীকতার সাথে ছাত্রসমাজের কাছে কুরআনের আহবান পৌছাতে হবে। প্রতিটি নেতাকর্মীকে একেক জন রাহবারে পরিণত হয়ে জনে জনে দাওয়াতী কাজ করতে হবে। এক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা করাই হবে আমাদের মূল শক্তি।

আলাস্কা উপসাগরের মিলনস্থন


বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে আবিস্কার করে যে দুটি সাগর একসাথে মিলিত হয়েছে এবং দুটিই পরস্পরের সাথে সম্পূর্ণ আলাদাভাবে বয়ে যাচ্ছে অথচ ১৪০০ বছর পূর্বেই আল কোরআনে সূরা আর-রহমানে এই অলৌকিক ঘটনার বর্ণনা করা হয়েছে।
”তিনি পাশাাপাশি দুইটি সাগর প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না” - (সূরা আর-রহমান ১৯,২০)
ছবিটি আলাস্কা উপসাগরের মিলনস্থন। যেখানে (Baltic Sea and North Sea), দুটি সাগর মিলিত হয়েছে অথচ এদের পানি কখনো একত্রে মিশে না।  
অনলাইন ঢাকা গাইড

দুই সপ্তাহের রিমান্ডে সালাহ উদ্দিন

ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশ অনুপ্রবেশের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। বুধবার বিকেলে শিলং জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
দ্য শিলং টাইমস এ খবর দিয়ে জানিয়েছে, শিলং পুলিশ ভারতের বিদেশ আইন অনুযায়ী সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করে। পুলিশের দাবি, তারা একপ্রকার নিশ্চিত যে সালাহ উদ্দিন অপহরণের গল্প বানিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন।
পুলিশ আরো জানতে পেরেছে, মেঘালয়-বাংলাদেশ সীমান্তের সিলেট এলাকায় সালাহ উদ্দিন স্থানীয় বিএনপির অনেক নেতার ঘনিষ্ট। এ সুযোগ কাজে লাগিয়ে অপহরণের গল্প তৈরি করেছেন তিনি। সালাহ উদ্দিন কাদের সাহায্য নিয়ে সীমান্ত পেরিয়ে শিলং এসেছেন? এসব প্রশ্নের উত্তর পেতে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ৬৩ দিন নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান পাওয়া যায় সালাহ উদ্দিন আহমেদের। তাকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন ১১ মে ভোরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
লন্ডন বাংলা নিউ এর সৌজন্যে

কারাগার এবং নারী ও শিশু পুনর্বাসন কেন্দ্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে

বিল্লাল হোসেন মিরাজ।২৭ মে: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন,“ঢাকা, সিলেট কারাগার এবং গাজীপুর নারী ও শিশু পুনর্বাসন কেন্দ্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে”।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ২৬ মে.‘নারীর প্রতি সহিংসতা বিষয়ক যুগান্তকারী রায় :বাংলাদেশ, ভারত, পাকিস্তান’ শীর্ষক বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘গাজীপুরে অনেক যুবতী মেয়েকে ৫৪ ধারায় আটক রাখা হয়েছে। তাদের আদালতে হাজির করা হয় না। জেলা জজ'কে এ বিষয়টি তদন্ত করে তালিকাসহ রিপোর্ট দিতে বলেছি। জেলা জজ জানিয়েছেন, মেয়েদের আদালতে উপস্থাপন করা হয় না। কারণ তাদের যৌন কাজে ব্যবহার করা হয়। তখন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে (ড. মিজানুর রহমান) সুপ্রিম কোর্টে আমার কার্যালয়ে ডেকে এনে লিস্টসহ ওইসব নারীর তালিকা দিয়েছিলাম। অনেক দিন হয়ে গেছে, দেখার মতো কিছুই হয়নি।’
মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সিলেট কারাগার পরিদর্শনের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘সেখানে দেখলাম লোহমর্ষক ঘটনা। যুবতী নিরপরাধ অনেক মেয়ে মিথ্যা মামলায় কারাগারে আছে, কারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এগুলো আপনারা খুঁজে বের করুন। অনেকে অভিযোগ করেছে তারা সেখানে নির্যাতিত হচ্ছে।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের সঙ্গে কথা বলেও জানতে পারলাম, অনেক নারী আসামি রয়েছেন যাঁদের পক্ষে আইনি লড়াই করার মতো কেউ নেই। বিনা বিচারে তাঁরা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। অনেক নিরপরাধ আসামি রয়েছেন, যাঁরা দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে থাকায় অস্বাভাবিক আচরণ করছে। জুনে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাব। চাইলে আপনারা মানবাধিকার কর্মীরা আমার সঙ্গে যেতে পারেন।’
ই-নিউজ/আরআর/ইসি ০৫.১০ঘ.

মঙ্গলবার, ২৬ মে, ২০১৫

বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র শিল্পী শেখ আবুল কাশেম মিঠুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ


তারিখঃ ২৫ মে ২০১৫ বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র শিল্পী শেখ আবুল কাশেম মিঠুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৫ মে নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেন। “বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র শিল্পী শেখ আবুল কাশেম মিঠুনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। মরহুম এদেশে সুস্থ ও রুচীশীল সাংস্কৃতিক ধারা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তিনি অশ্লীল ও কুরুচীপূর্ণ সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন। তিনি ছিলেন সুস্থ, সুন্দর ও মননশীল চিন্তার অধিকারী এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার ইন্তেকালে সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 

আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন। আমি তার শোক-সন্তপ্ত  পরিবার- পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।”

চীন আমেরিকা'কে প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিয়ে বার্তা পাঠালো

ই-আন্তর্জাতিক ডেস্ক । ২৬ মে 
দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপের নির্মাণ এখন আমেরিকার মাথাব্যথার কারণ। আমেরিকার অভিযোগ, দক্ষিণ চীন সাগরে মানব-সৃষ্ট দ্বীপ গড়তে চলেছে কমিউউনিস্ট চীন সরকার। এর ফলে ওই অঞ্চল সামরিক দিক থেকে আরো বেশি গুরুত্ব পাবে।আমেরিকার এমন খবরদারিতে চীনও ক্ষুব্ধ। 
সোমবার সেই ক্ষোভই প্রকাশ করল চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক গ্লোবাল টাইমসের সম্পাদকীয় কলামে। এতে আমেরিকাকে রীতিমতো হুমকি দিয়েছে চীন। বলা হয়েছে, পেন্টাগন এখনই সংযত না হলে চীন-আমেরিকা যুদ্ধ অনিবার্য।
দৈনিকটিতে বলা হয়, আমেরিকা বেইজিংকে দক্ষিণ চীন সাগরে নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখতে বলেছে। এই নির্মাণ বন্ধ না হলে আমেরিকা-চীন যুদ্ধ হবে বলে জানিয়ে দিয়েছে।আর আমেরিকার যদি এটাই শেষ কথা হয়, তবে চীন সাগরে আমেরিকার সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী।
পত্রিকাটিতে রীতিমতো হুমকি দিয়ে আরো বলা হয়, ‘সংঘাত হলে মানুষ যা বুঝে থাকে, আমেরিকা-চীন যুদ্ধের বিস্তার তার চেয়ে ভয়ংকর হবে।’ দৈনিকটির হুঁশিয়ারি, দক্ষিণ চীন সাগরের নির্মাণকাজ শেষ করতে বেইজিং বদ্ধপরিকর। আর এটিই চীনের ‘শেষ কথা।
গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, আমরা আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত চাই না। তবে এটি যদি আসে তাহলে আমরা তা সাদরে গ্রহণ করব। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরের আকাশে গোয়েন্দা বিমান না ওড়াতে সতর্ক করে দিয়েছিল চীন। এবার প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিয়ে ওয়াশিংটনকে বার্তা দিল চীন।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপের নির্মাণকাজ এবং ওই এলাকার আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের আনাগোনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে।

ই-নিউজ/এনআর/ইসি ১১.০১ঘ

শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ


গতকাল ২৫শে মে দৈনিক যুগান্তরের শেষ পৃষ্ঠায় ‘সরকার পতনে ৩৭ জেলায় শিবিরের নাশকতার ছক’ শীর্ষক প্রতিবেদনে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল মো. আতিকুর রহমান বলেন, আর কিছু না পেয়ে ছাত্রশিবিরকে জড়িয়ে পুরোনো বানোয়াট খবর প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যুগান্তর। শিবিরের নাশকতা নয় বরং সরকার কর্তৃক ছাত্রশিবিরের ওপর জুলুম নির্যাতনের পথ সুগম করার জন্যই গণমাধ্যমের সহায়তায় অপপ্রচারের ছকেরই অংশ এই প্রতিবেদন। প্রতিবেদনে উল্লেখিত কল্পকাহিনীর সাথে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই- তা বহু আগেই ছাত্রশিবিরের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে পরিষ্কার করা হয়েছে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, যুগান্তরের এই দায়িত্বহীন আচরণে মনে হচ্ছে যেভাবেই হোক ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার তাদের পূর্ব নির্ধারিত কাজের অংশ। তাই কুৎসা রটনার নতুন কিছু না পেয়ে পুরোনো বানোয়াট নিউজ প্রকাশ করেছে। কেন্দ্রীয় নেতাদের নাম উল্লেখ করে মিথ্যাচারের পিছনে কোনো নতুন ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। যদি এই বানোয়াট প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোনো নেতার ওপর সরকার জুলুম নির্যাতন করে তাহলে যুগান্তর তার দায় এড়াতে পারবেনা।

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ তথ্য নইম কদের

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, যাকে গত সপ্তাহে মিশরের একটি আগ্গাবাহি আদালত মৃত্যুদন্ড দিয়েছে, মুহাম্মদ মুরসি। মুরসি সম্পর্কে একটি অনলাইন সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ দশটি তথ্য দিয়েছে। 
১. প্রেসিডেন্ট মুরসী কুরআনে হাফিজ
একথাটি অনেকেই জানেন না যে প্রেসিডেন্ট মুরসী হাফেজে কুরআন। সুললিত কণ্ঠে তিনি পবিত্র কুরআন তিলাওয়াত করেন।
২. তিনি পিএইচডি ডিগ্রীধারী ইঞ্জিনিয়ার
মুরসীর শিক্ষাগত যোগ্যতা অনেকেরই অজানা। তিনি পিএইচডি ডিগ্রীধারী এবং জাগাজিগ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। তিনি আমেরিকাতে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন এবং সেখানে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩. তিনি একটি সাধারণ অ্যাপার্টমেন্টে বাস করতেনমিশরের প্রেসিডেন্টদের জন্য বিভিন্ন বিলাসবহুল প্রাসাদ বরাদ্দ থাকাসত্বেও প্রেসিডেন্ট মুরসী সে সব গ্রহণ করেন নি। তার জন্য বরাদ্দকৃত প্রাসাদে প্রথম ঢুকেই সিদ্ধান্ত নেন, তিনি সেখানে থাকবেন না। তিনি তার অফিসিয়াল কাজকর্ম প্রেসিডেন্টের সরকারী দফতর থেকে পরিচালনা করলেও বাস করতেন একটি ভাড়া করা সাধারণ মানের অ্যাপার্টমেন্টে। বর্তমান বিশ্বে বহু মুসলিম সরকার প্রধানের টয়লেটও প্রেসিডেন্ট মুরসির ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে অনেক বেশি চাকচিক্যময়।
৪. তিনি কখনো বাড়তি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করেন নি।
প্রেসিডেন্ট থাকাকালীন সময় মোহম্মদ মুরসীর বোন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তার মরণাপন্ন বোনের উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং মেডিকেলের প্রয়োজনে ব্যবহৃত হয় এধরণের সরকারী হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চান। কিন্তু মুরসী বলেন তিনি তার পরিবারের জন্য কোন বাড়তি সরকারী সুবিধা নেবেন না। তার বোন মিশরেই একটি সরকারী হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
৫. আজান তার বক্তৃতার আগে প্রাধান্য পেত
একদিন অত্যন্ত গুরত্বপূর্ণ বক্তৃতা দেয়ার সময় তাকে জানানো হয় নামাজের সময় হয়েছে। তিনি বক্তৃতা বন্ধ করে জোরে আজানের পুনরাবৃত্তি করতে থাকেন।
৬. সাধারণ মানুষের প্রতি তার দায়িত্ববোধ
একজন গৃহহারা বিধবা মহিলা রাস্তায় জীবন যাপন করতেন। একদিন একটি গাড়ি তার পাশে এসে থামে যায়। বিধবা মহিলা অবাক বিষ্ময়ে দেখলেন গাড়ি থেকে যিনি নামলেন তিনি স্বয়ং মিশরের প্রেসিডেন্ড মুহাম্মদ মুরসি। প্রেসিডেন্ট মহিলাকে জিজ্ঞেস করলেন কেন তিনি রাস্তায় শুয়ে আছেন। মহিলা তার দু:খের কথা খুলে বললে, প্রেসিডেন্ট আদেশ দেন মহিলাকে যেন সরকারী খরচে একটি বাড়ির ব্যবস্থা করে দেয়া হয়।
৭.তিনি সাহসিকতর সাথে সর্বদা সত্য উচ্চারণ করতেন
গোটা দুনিয়া জানে বাশার আল আসাদ সিরিয়ার অবৈধ প্রেসিডেন্ট। লক্ষ লক্ষ মানুষের রক্তে রঞ্জিত সিরিয়ার প্রতিটি জনপদ। মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাশার তাকে অভিনন্দন জানালে প্রতি উত্তরে তিনি বাশারকে জানান, ‘আপনাকে আমি সিরিয়াবাসীর প্রকৃত প্রতিনিধি মনে করিনা’। মুরসি গণহত্যা বন্ধ করে সিরিয়ার জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার অনুরোধ জানান।
৮. বর্তমান বিশ্বে সবচেয়ে কম বেতন-ভাতা গ্রহণকারী নেতা
মুরসী ছিলেন এক ব্যতিক্রম নেতা। হোসিনি মোবারকের আমলে প্রেসিডেন্টের জন্য অতিরিক্ত সব বরাদ্ধ ও নিয়ম বাতিল করে তিনি তার জন্য বেতন-ভাতা নির্ধারণ করেন বছরে মাত্র ১০,০০০ ডলার। পরবর্তীতে জানা গেছে তিনি আসলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাই গ্রহন করেননি। তিনি পুরো সময় বিনা পারিশ্রমিকে দেশের জন্য কাজ করে গেছেন।
৯. তিনি নামাজের ব্যাপারে সতর্ক ছিলেন
মুরসী নিয়মিত নামাজ আদায়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন।মাঝে মধ্যে নামাজে ইমামিত করতেন। হাফেজে কুরআন হওয়ায় রমজান মাসে তারাবির নামাজে ইমামতি করতেন।জুমার খুতবায় তাকে কাদতেও দেখা গেছে।
১০. কোন অফিসে তার ছবি ছিল না
সারাবিশ্বে আমরা দেখি নেতাদের ছবিতে দেয়াল ভরা থাকে। মুরসী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই আদেশ জারি করেন, কোথাও তার কোন ছবি টাংগানো বা ঝোলানো যাবেনা। বরং তিনি আল্লাহর নাম দিয়ে দেয়ালগুলো ভরার আদেশ দেন।

মিশরের কারাগারে প্রেসিডেন্ট মুরসি এখন চরম নির্যাতনের শিকার। সত্য-মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস। অবৈধ সিসি সরকার হয়ত তাকে ফাসিতে ঝুলাবে। কিন্তু যে আদর্শের ধারক তিনি, একজন নয়, সহস্র মুরসির ফাসিতেও সে আদর্শের মৃত্যু ঘটবে না। 
মিশরের ব্যপারে আমাদের মনে রাখতে হবে- মিশর ফেরআউনের দেশ এটা যেমন সত্য, তেমনি মিশর হযরত মুসা (আ:), হযরত হারুণ (আ:) এর দেশ।

চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন (৬৪) ইন্তিকালে ডঃ রেজাউল করিমের শোক প্রকাশ


বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গীতিকার, সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন (৬৪) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ২টার দিকে কোলকাতার কোঠারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, ৩ ভাই, ৬ বোন, স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তিকালে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 
ইসলামের পথে আল্লাহ তার খেদমত কবুল করুন, তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ,আমীন।

"নায়ক মিঠুন যেভাবে অন্ধকার থেকে আলোর পথে"

রমনা পার্কে প্রতিদিনের মত আজও ব্যায়াম করতে এলেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা নায়ক শেখ আবুল কাশেম মিঠুন। ব্যায়াম শেষে মিঠুন যখন বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠবেন। তখন তিনি দেখতে পেলেন কিছু লোক মানুষের মাঝে বই বন্টন করছে। ঐ লোকগুলিই এক সময় মিঠুনের গাড়ির দিকে আসতে লাগল। তাদের একজন মিঠুনের গাড়ির জানালা দিয়ে মিঠুনকে একটি বই অফার করল। মিঠুন তাদের থেকে বই নিতে অস্বীকৃতি জানাল। কারন বইটি ছিল বিশ্ব বরণ্য মুফাস্সের আল্লামা মওদুদীর হাকীকত সিরিজের এক খন্ড। আর আল্লামা মওদুদীর ব্যাপারে মিঠুনের ছিল নেতিবাচক ধারনা। তাই তিনি বইটি নিতে অস্বীকার করেন। লোকগুলি মিঠুনকে ২য় বার অফার করলে তিনি আর না করতে পারলেন না। মিঠুন তখন তাদেরকে বলল,"ঠিক আছে রেখে যান ,সময় হলে পড়ে নিব"। সে বইটি এক অবসরে পড়ে নিল মিঠুন। বইটি পড়ার পর মিঠুনের মনে গভীর চিন্তার জাগ্রত হল। জীবনের অর্ধেক সময় চলচিত্রের মত এক জাহেলীয়্যাতে ডুবে ছিলেন তিনি।
পাপ আর নানা অপকর্মের মধ্যে জীবনের অর্ধেক সময় চলে গেল। আজ আল্লামা মওদুদীর এ বইটি পড়ার পর মিঠুনের মনে যেন এক জান্নাতী শান্তি অনুভব পেতে লাগলেন। এই বইটি তাকে নিয়ে এলো জান্নাতের পথে। মিঠুন এ বইয়ের লেখকের আরও কিছু বই খুঁজে খুঁজে পড়তে লাগলেন। আর বই বিলি কারি সেই মানুষ গুলোকে তিনি পেয়ে গেলেন। আস্তে আস্তে তাদের সান্নিধ্য পেয়ে চলচিত্র থেকে নিজেকে গুটিয়ে আনলেন। এরই মধ্যে কবি মতিউর রহমান মল্লিকের সাথে তার পরিচয় গঠে। এই সুবাদে কোরআন হাদিস ও ইসলামী সাহিত্যের ব্যপক অধ্যয়ন করেন।
তারপর আবুল কাশেম মিঠুন শুরু করেন নতুন এক জীবন। তিনি শুরু করেন ইসলামের আলোকে কিভাবে সংস্কৃতি ও শালিনতার মাঝে ইসলাম কে উপস্তাপন করার নিয়ম। পরে তিনি নায়ক তথা জাহেলী যুগ থেকে ফিরে এসে সত্যের পতাকাবাহী কাফেলার একজন সক্রিয় সদস্য হয়ে নিজের পরবর্তী জীবিন কে ইসলাম তথা ইসলামী আন্দলনে উৎসর্গ করে নেন নিজেকে। এই আবুল কাশেম মিঠুন গতরাত ২টায় চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামীন আবুল কাশেম মিঠুনকে জান্নাতুল ফেরদাওস দান করূন। আমীন।

বিশ্ব মিডিয়ার শিরোনামে ‘মানসিকভাবে অসুস্থ’


কাজের সন্ধানে অবৈধভাবে দেশছাড়া বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য বিশ্ব মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে।
রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, টাকার সন্ধানে অবৈধ পন্থায় পরদেশে পাড়ি দেয়া এই মানুষগুলো ‘মানসিকভাবে অসুস্থ’।
তিনি বলেন, ‘এভাবে তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে বা তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। বরং তারা বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দালালদের দিচ্ছে তা দিয়ে দেশে কিছু করলে অনেক সুন্দর জীবনযাপন করতে পারতো।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যারা মানবপাচারে জড়িত, তাদের পাশাপাশি যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে অভিবাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কারণ, তারা তো আমাদের দেশের সুনাম ক্ষুণ্ন করছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের ‘মানসিকভাবে অসুস্থ’ (মেন্টালি সিক) অংশটি বিশ্বের উল্লেখযোগ্য সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে বেশি।
সিএনএন, আলজাজিরা, এএফপি, ভয়েস অব আমেরিকা, এক্সপ্রেস ট্রিবিউন, সিডনি মরনিং হেরাল্ড, ইন্টারন্যাশনাল বিজনেস টাইম সহ আরো বহু পত্রিকা ও টেলিভিশনের খবরের শিরোনামে ‘mentally sick’ শব্দগুলো উল্লেখ করা হয়েছে।
এছাড়া অনেক পত্রিকা তাদের সংবাদে প্রাণের ঝুঁকিতে থাকা অভিবাসীদের নিয়ে এমন মন্তব্যকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।
বার্তা সংস্থা এএফপি অভিবাসী ইস্যু নিয়ে তৈরি তাদের প্রতিবেদনে বলেছে, নৌকা করে যারা সাগর পাড়ি দিচ্ছেন তাদেরকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলজাজিরার শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্ভাব্য অভিবাসীদের ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন।
সিএনএন লিখেছে, ‘ভুক্তভোগীদের দোষারোপ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, চাকরি খুঁজতে যারা অবৈধ পথে দেশ ছাড়ছেন তাদের শাস্তি পেতে হবে।’
বিবিসি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীরা দেশের ইমেজ ক্ষুণ্ন করছে।’
সিডনি মর্নিং হেরাল্ডের শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধার্ত অভিবাসীদের ‘মানসিকভাবে অসুস্থ’ বলে সমালোচনা করলেন।
বিজনেস ইনসাইডারের শিরোনাম, ‘অভিবাসীদের সমালোচনায় হাসিনা, পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান জানালেন।’
‘ইমেজ ক্ষুণ্ন হচ্ছে: বাংলাদেশের প্রধানমন্ত্রী অভিবাসীদের ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন’। এই শিরোনাম ছিল এক্সপ্রেস ট্রিবিউনের।
মালয়েশিয়া স্টারের শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী অভিবাসীদের ‘মানসিকভাবে অসুস্থ’ অভিহিত করলেন।
ভয়েস অব আমেরিকার শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী: দেশছাড়া অভিবাসীরা ‘মানসিকভাবে অসুস্থ’।

সোমবার, ২৫ মে, ২০১৫

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী,
আমার ভক্তিভরা সালাম গ্রহণ করিবেন। আমি আপনার রাজ্যের অধীন একজন নগন্য প্রজা। আপনি যদিও অবৈধভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তবুও আপনার বশ্যতা স্বীকার করিতে বাধ্য। তাহা না হইলে আমার মতো একজন দূর্বল প্রজাকে আপনার পেটোয়া বাহিনী কারাবরণ করিতে বাধ্য করিবে।
মাননীয় মন্ত্রী,
কয়েকটি বিষয়ে আপনাকে অবহিত করিবো মাত্র। দয়া করিয়া আমার বেয়াদবি মাফ করিবেন। মাত্র কয়েকটা দিন আগে পত্রিকায় দেখিলাম, আপনার এক অনুষ্ঠান চলাকালীন সময়ে অল্পক্ষনের জন্য বিদ্যুৎ চলিয়া গিয়াছিল বলিয়া আপনি দুইজন কর্মকর্তাকে চাকুরী হইতে বরখাস্ত করিয়াছেন। আপনি যদি প্রকৃত অর্থেই জনগণের কল্যাণে কাজ করিয়া থাকেন, তাহা হইলে জনস্বার্থে একটি ফায়সালা করিয়া দেন। সাধারণ জনগন যে প্রায় প্রতি ঘন্টায় ৩০ মিনিটের মত লোডশেডিং এর ভোগান্তিতে পড়িতেছে ইহার জন্য কাহাকে বরখাস্ত করিবেন? আবার, আপনার প্রায় প্রত্যেক বক্তৃতাতেই শুনিয়া থাকি আপনার আমলে নাকি হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হইয়াছে যেখানে বিগত সকল সরকারের আমলে তাতে অনেক ঘাটতি ছিলো। নিঃসন্দেহে আপনার এই অবদান প্রশংসার দাবীদার। কিন্তু প্রশ্ন এখানেই, এতো বিদ্যুৎ জাতীয় গ্রীডে জমা থাকিবার পরেও এই প্রচন্ড গরমে দেশবাসীকে লোডশেডিং এর মত মানবসৃষ্ঠ গজবে ফেলিতেছেন কেন? আবার শুনিতেছি, আপনি নাকি আমাদের প্রতিবেশী দেশের কাছে বিদ্যুৎ রপ্তানি করিবেন! ইহা রপ্তানি নাকি পাচার অথবা উপহার তাহা কেবল আপনিই জানেন। দেশে বিদ্যুৎ চাহিদা মেটাইবার পরেই দয়া করিয়া দাদার দেশে বিদ্যুৎ পাঠাইবেন, এটাই বিনীত অনুরোধ করতেছি। এই দেশটাতো আপনারই, আপনার পিতা আপনাদের পরিবারের ভোগের জন্যই পাকিস্তানের কাছে থেকে সাধারণ জনগনকে লইয়া এই দেশ স্বাধীন করিয়াছিলো। ইহার জন্যই যাহা কিছু ইচ্ছা আপনি তাহা করিতে পারেন তাহাতে বাধা দিবোনা। কিন্তু, লোডশেডিংয়ে জন্য কতো প্রকারের ক্ষতি হয় তাহা হয়ত আপনার জানা নাই। কারণ আপনি লোড শেডিংয়ের ভয়াবহতা সম্পর্কে প্রায় অজ্ঞাত।যদিও কখনো লোডশেডিংয়ের শিকার হইয়া থাকেন তাহা হইলে ঐটা ছিলো নিছক একটি দূর্ঘটনা বৈ আর কিছু নয়। কোমলতি শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি, বাসা-বাড়িতে গরমের কারণে বৃদ্ধদের আহাজারি, হাসপাতালে রোগীদের আর্তনাদ, সর্বোপরি রাস্তা অন্ধকার হইয়া গেলেই চুরি-ডাকাতি, ছিনতাই থেকে রেহাই পাইয়া যাওয়া সোনার হরিণ পাইয়া যাইবার মতই অনুভুতি মনে করিতে হইবে।

আবার, শিক্ষা-প্রতিষ্ঠানে আপনার সোনার ছেলেদের যন্ত্রনায় অতিষ্ঠ হইয়া পড়িতেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ঠ সকলেই অতিষ্ঠ হইয়া পড়িয়াছে। তাহারা দেশের সকল প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে যেন একটি মিনি ক্যান্টনমেন্টেই পরিণত করিয়া ফেলিয়াছে। সোনার ছেলেদের ছাত্রহলে বইপত্র না পাইয়া পাওয়া যায় দেশীয় সকল প্রকার ধারালো অস্ত্রসহ আধুনিক বিদেশী মরণাস্ত্র! সোনার ছেলেদের অত্যাচারে অনেক ছাত্রী কলেজে-বিশ্ববিদ্যালয়ে যাওয়াই বন্ধ করিয়া দিয়াছে। তাহাদের দৌরত্ম রুখিবার সাধ্য কাহার আছে!
বিজ্ঞ প্রধানমন্ত্রী,
আরেকটি বিষয় অবগত না করিলেই নয়, আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম যে হারে বাড়িয়া চলিতেছে তাহার দিকেও কোনই ভ্রক্ষেপ নাই বলিলেই হইবে। সাধারণ মধ্যবিত্ত পরিবোরের কি হইবে তাহা আল্লাহ ছাড়া কেহ অনুভবও করিতে পারিতেছেনা।যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে না পারিলে দ্রব্যমূল্য লাগামহীন হইয়া পড়িবে।

জানি এইসব অবান্তর কথা কোনভাবেও আপনার কান পর্যন্ত পৌঁছিবেনা।
কিন্তু আমি যদি আপনাকে লইয়া সামাজিক মাধ্যমে কিংবা অন্য কোথাও কটাক্ষ করিয়া কোন কথা বলিতাম, তাহা হইলেই যেন কিভাবে আপনার অনুগত আওয়ামী-প্রশাসনের কাছে পৌছাইয়া যায়। আর তাতেই ঐ হতভাগার ঠাই হয় চার দেওয়ালের মাঝখানে কারাগার নামক স্থানে। এই বাংলার জমীনে নবী-রাসূল কিংবা ইসলামকে লইয়া কটাক্ষ করিলে কিংবা আঘাত করিয়া লেখালেখি করিলে আপনি তাহাদের উপাধি দেন দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা! আর অপরপক্ষে আপনাকে কেহ যদি দেশ শাসনে ব্যর্থ হইয়াছেন বলিয়া গালি দেয় তাহলেই সে হইয়া যায় রাষ্ট্রদ্রোহী। এরই নাম কি গনতন্ত্র? আপনি যদি কাহারো সমালোচনা করার অধিকারটুকু না রাখিতে দেন, তাহলে বাংলাদেশের সংবিধানের নাম “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” সংশোধন করিয়া “সৈরাচারতন্ত্রী বাংলাদেশ” রাখিতে পারেন। তাহা হইলে সাধারণ জনগণ সচেতন হইবে বলিয়া আমার এই ক্ষুদ্র মস্তিকে বলিতেছে।
“সৈরাচারতন্ত্রী বাংলাদেশ” নামটি যথার্থ হইবে কারণ আজ দেশে বাক-স্বাধীনতা নাই, গণমাধ্যমের স্বাধীনতা নাই, বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকারটুকুও নাই। সরকারের অপকর্মের প্রতিবাদ করলেই হয় গুম না হয় খুন। এ যেন এক হীরক রাজার দেশ!
মমতাময়ী দেশনেত্রী,
পঁচাত্তরের সেই ভয়াল রাতে নরপশুরা নারকীয় হত্যাযজ্ঞ চালাইয়া বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবারকে হত্যা করিয়াছিলো। তাই, আপনি স্বজন হারানোর বেদনা বুঝিয়াছেন ভালো করিয়াই। আপনি মনে যে রকমের কষ্ট ধারণ করিয়া চলিতেছেন সেই রকমের কষ্টই পাচ্ছে হাজার হাজার মা-বাবা, ভাই-বোন। বিরোধী দলের নেতাকর্মীদেরকে আপনার বাহিনী ক্রসফায়ারের নামে হত্যা করিয়া তাহাদের বুক খালি করিতেছেন। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডের নামে জীবন্ত মৃত মানুষে পরিণত করিয়াছেন। ২ জামায়াত নেতাকে হত্যা করেছেন। জামায়াতে ইসলামীর প্রথম কাতারের সকল নেতৃবৃন্দকে বন্দী করিয়া যুদ্ধাপরাধ নামের প্রহসনের বিচারের মাধ্যমে হত্যার ব্যবস্থা করিয়াছেন। আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশ্বনন্দিত বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারে দীর্ঘ ৫ বছর যাবৎ বন্দী রাখিয়াছেন। আজ জামায়াত-শিবিরের মিছিল দেখিলেই আপনি গুলি করিবার নির্দেশ প্রদান করিয়া থাকেন। আপনি হয়তো জানেন না, জামায়াত-শিবিরের প্রতি এমন অসহনীয় নির্যাতনের জন্য সাধারণ ছাত্রজনতা ও সকল শ্রেণীপেশার মানুষ দলে দলে জামায়াত-শিবিরের ছায়াতলে আসিতে শুরু করিয়াছে।

হে ধর্মপ্রেমিক,
আপনি কোরআনের তাফসির মাহফিলে ১৪৪ ধারা জারি করিয়া থাকেন কিন্তু সাংস্কৃতিক উৎসব কিংবা কনসার্টের নামে বেশ্যাবৃত্তির চর্চার জন্য সরকারী অনুদান প্রদান করিয়া থাকেন। আপনি মদ, গাজা, হিরোইন ব্যবসায়ীদের লাইসেন্স দিয়া তাহাদের ব্যবসাকে বৈধতা দিয়েছেন। ইসলামী আইন-কানুন দেশে চালু না করে যেটুকু চালু আছে তাও উঠিয়ে দেবার জন্য প্রতিদিন ধর্ষণ, ইভটিজিং, হত্যা, রাহাজানি, ছিনতাই, লুটপাট বেড়েই চলিতেছে যাহার অধিকাংশ আপনার সোনার ছেলেদের দ্বারাই সংঘটিত হইতেছে। স্বজনপ্রীতি বাদ দিয়া তাহাদেরকে আইনের আওতায় আনিয়া বিচার করুন। যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। মনে রাখিবেন, সবকিছুর হিসাব-নিকাশ কিয়ামতের সেই ময়দান সবার সামনে বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহতায়ালা করিবেন। সময় থাকিতেই ন্যায়ের পথে, ইসলামের পথে চলে আসুন নচেৎ ফেরাউন-নমরূদের মতো অবস্থা গ্রহণের জন্য জন্য প্রস্তুত হইয়া থাকিয়েন।

পরিশেষে, আল্লাহর আপনার সুস্বাস্থ্য ও হেদায়াত কামনা করিয়া শেষ করিতেছি।
মোঃ আখতার হোসেন আজাদ, সদর, চাপাইনবাবগঞ্জ (মতামত লেখকের একান্তই ব্যক্তিগত)

আদিবাসী গারো তরুণীকে গণধর্ষণের লোমহর্ষক ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান


গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার কুড়িল বাসস্ট্যান্ড থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত বাসের মধ্যে আদিবাসী গারো তরুণীকে গণধর্ষণের লোমহর্ষক ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২৪ মে ’১৫ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার কুড়িল বাসস্ট্যান্ড থেকে এক আদিবাসী গারো তরুণীকে দুর্বৃত্তরা মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসের মধ্যে গণধর্ষণ করেছে। এ নির্মম ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই। এ ঘটনার দ্বারা দেশের নারী সমাজকে অপমানিত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তরা মানুষ নামের কলংক। বর্তমান সরকারের আমলে দেশের আইনÑশৃংখলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে এ কলংকিত ঘটনা তারই জলন্ত প্রমাণ। দেশে আজ খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, গুম, হত্যা, অপহরণ সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। দেশের মানুষের জান-মাল ও ইজ্জত-আবরুর কোন নিরাপত্তা নেই। অথচ দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আবরুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 
সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে হত্যা, গুম, অপহরণ ও মানুষের বাড়ি-ঘরে লুটতরাজ অব্যাহতভাবে সংঘটিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ নির্মূলের পরিবর্তে রাজনৈতিক নেতা-কর্র্মীদের হয়রাণি করার কাজেই ব্যস্ত। এ কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ জন্য সরকারই দায়ী। 
গত ১লা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে প্রকাশ্য দিবালোকে নারীদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার বিচার না হওয়ার কারণেই দেশে নারী হত্যা, নারী ধর্ষণ ও অপহরণ, গুম, খুন আশঙ্কাজনকভাবে বেড়েছে। 
দেশের জনগণের জানমাল ও ইজ্জত-আবরুর নিরাপত্তা বিধানসহ নারী সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আদিবাসী গারো তরুণীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Public Programme held to Protest Injustice & Oppression in Egypt


IMG-20150522-WA0074
Bangalore, May 22, 2015: A public programme was organised here at Quddus Saheb Eidgaah by the cooperation of various Ulama and Muslim organisations to register protest and prevent the blatant injustice being done to the first democratically elected president of Egypt Dr. Mohammed Morsi, who has been sentenced to death along with more than 100 of his supporters by the self-designated court. This programme was presided by Moulana Mufti Mohammed Ashraf Ali, Amir-e-Shariat, Karnataka. Moulana Syed Salman Nadwi, Hadith Faculty, Nadwatul Ulema, Lucknow was the chief guest. Moulana Qadeer Ahmed Ada ul Amri, President All India Milli Council, Karnataka, Moulana Mufti Ifteqar Ahmed Qasmi, President Jamiat ul Ulema, Karnataka and Engineer S. Ameenul Hasan, Member, Advisory Council, Jamaat-e-Islami Hind spoke on the occasion. Janab Muhammad Atharullah Shariff, preisdent, Jamaat-e-Islami Hind, Karnataka presented the inaugural speech, whereas Moulana Waheeduddeen Khan Umari Madani, Convenor, Majlisul Ulama, Karnataka compered the programme. Dr. Belgami Muhammad Saad, state secretary for JIH Karnataka read out the resolution approved by the guests and audience
.Resolution passed in the programme is as follows:


This public meeting terms the dismissal of duly elected president of Egypt Dr. Mohammed Morsi as illegitimate and condemns the entire act of entangling him in fake cases and then pronouncement of death sentences against him and more than 100 activists of Muslim Brotherhood including Dr. Abdul Badei and the world renowned Islamic scholar Yousuf Qardhavi by a self-styled court. The meeting considers this act as a worst kind violation of the norms of justice, human dignity, human rights, human liberty, human values and Islamic teachings. This meeting demands that the government of Egypt should nullify the sentences, withdraw the fake cases and wind up the courts immediately and release Dr. Morsi and others honourably. It should stop retaliatory acts against Muslim Brotherhood and uphold the dignity of law and justice and at no cost should bring disrespect to Egypt and its people before the world community.
This meeting appeals to the chief Mufti of the most esteemed Islamic seminary in the world Jamia Azhar to disapprove the death sentences which have been sent for his confirmation and up hold the honour of this great institution.  And also pave a way for honourable release of Dr. Mohammed Morsi and others and admonish the government to refrain from imprudent acts. Not to let down the great expectation of the Muslim community from this esteemed seminary.
This meeting appeals to all the justice loving people of India and abroad, the heads of human rights organisations and the champions of human rights to raise a strong voice against the glaring injustice in Egypt and come forward to support the torch-bearers of truth.
This meeting appeals to the government of India to uphold our glorious tradition of supporting equity and justice and with due regard to the sentiments of justice loving people of this nation and especially the Muslim community here, impress upon the government of Egypt to release the deposed president Mohammed Morsi and his numerous supporters immediately and withdraw all the cases filed against them and nullify the death sentences pronounced against them.

এমনটাই কি ঋণ শোধের নমুনা? বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রতিদিন পত্রিকা খুলেই দেখি সমুদ্রে ভাসছে মানবসন্তান। উপার্জনের আশায় ঘরবাড়ি ও আপনজন ছেড়ে এভাবে মানুষ জীবনের ঝুঁকি নেয়, ভাবতেও অবাক লাগে। ভাসমান মানবসন্তানদের কোনো দেশে ঠাঁই দেবে না, তবু তারা মানবতার অহঙ্কার করে- কী আজব কাণ্ড! আমাদের সরকার সমুদ্রে ভাসমানদের রোহিঙ্গা বলে লজ্জাকরভাবে দায় এড়ানোর চেষ্টা করছে। তারা মানুষ। তাদের প্রতি মানুষ হিসেবেও তো আমাদের একটা দায় আছে। মানবতার এ রকম অবমাননা জগৎ আগে কখনো কেউ দেখেছে কি না, বলতে পারি না।
পরম প্রভুর কত দয়া, অবস্থান কর্মসূচি না হলে হয়তো এই ঋণমুক্ত হওয়ার কোনো দিন সুযোগ পেতাম না। ধীরে ধীরে এমন হতে চলেছি, এখন আর অতীত কারো মনে থাকে না। কৃতজ্ঞতা যেন এখন অপরাধের আরেক নাম। কেউ কারো প্রতি কৃতজ্ঞতা দেখাতে চায় না, কেউ কাউকে সম্মান করে না, সমীহ করে না। এ এক ফ্রি স্টাইল। এ রকম অবক্ষয়ের মধ্যেও আল্লাহ আমায় সেলিম (সালাম) গাজীর কবর জিয়ারতের দুর্লভ সুযোগ দিয়েছেন। এ জন্য দয়াময়ের প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতার শেষ নেই। ১৯৭১-এর জুলাই-আগস্টের দিকে ঢাকার দুই যুবক সেলিম গাজী ও শাহালম মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্র সখিপুরে গিয়েছিল। তারা লিফটের কাজ করত। এখন তো গণ্ডায় গণ্ডায় লিফটের লোক। পাকিস্তান আমলে ছিল মাত্র দুই-তিন জন, তার মধ্যে সেলিম অন্যতম। প্রথমে সেলিমকে বিশ্বাস হয়নি। আমাদের আস্থা কুড়াতে তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। সব পরীক্ষায় পাস করে সে আমাদের গভীর আস্থার মানুষ হয়। স্বাধীনতার এত বছর পর ঢাকার কত জায়গায় কতজনের অ্যাকশন-রিঅ্যাকশন, কত নতুন নতুন মুক্তিযুদ্ধের গল্প। যুদ্ধের পর ২-৪-১০ বছর ওসব শুনিনি। এখন অনেকেই নেই, তাই মুক্তিযুদ্ধের নতুন নতুন গল্প ফাঁদতে কোনো ভয় নেই। মুক্তিযুদ্ধ যে কোনো গল্প নয়, কড়কড়ে বাস্তব- সেটাই অনেককে এখন বোঝানো যায় না। যে যেমন পারে, তেমন গল্প ফাঁদে। ঢাকার ডিআইটি ভবনের লিফটে সেলিমই প্রথম ডিনামাইট বার্স্ট করে হানাদারদের শঙ্কিত এবং আমাদের দারুণ উৎসাহিত করেছিল।
১৬ আগস্ট ১৯৭১ ধলাপাড়ার মাকড়াইয়ের যুদ্ধে আমি দারুণভাবে আহত হলে সব কিছু তছনছ হয়ে যায়। পূর্বে ভালুকা, উত্তরে ফুলবাড়ি, মধুপুর, দক্ষিণে কালিয়াকৈর, শ্রীপুর, পশ্চিমে টাঙ্গাইলের দিক থেকে এক ডিভিশন সৈন্য নিয়ে মুক্তিযুদ্ধের চারণভূমি পাহাড়ি এলাকা চেপে ধরলে একপর্যায়ে আমি গুলিবিদ্ধ হয়ে যুদ্ধে অনুপযোগী হয়ে পড়ি। সব কিছু এলোমেলো হয়ে যায়। মা ও ছোট ভাইবোনদের ঢাকার নারিন্দায় খালার বাড়ি পাঠিয়ে বাবা ও ছোট দুই ভাইকে মানকারচরে রাখার ব্যবস্থা করি। ডা: শাহজাদা চৌধুরীর শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মা-ভাইবোনেরা বেশ কয়েক দিন কাটায়। নারিন্দা ও চাষাঢ়া মিলে তাদের সেখানে চার-পাঁচ মাস কেটে যায়। যুদ্ধের শেষদিকে স্বাধীনতার ঊষালগ্নে বিক্রমপুর লৌহজংয়ের যশলদিয়ার সেলিম মা-ভাইবোনদের নিয়ে লঞ্চে টাঙ্গাইলের পথে রওনা হয়। স্বাধীনতার চার দিন পর ২০ ডিসেম্বর নৌপথে তারা এলাসিন পৌঁছে। তখন এমন যোগাযোগ ছিল না। তারপরও আমার মা-ভাইবোনের এলাসিন ঘাটে পৌঁছার খবরে সেখানে অনেক লোক জড়ো হয়েছিল। তারা মাকে সিলিমপুরের আবুবকর হাজীর বাড়িতে তোলে। টাঙ্গাইল খবর গেলে পরদিন তাদের সেখানে নেয়া হয়। পাঁচ মাস পর মাকে দেখে আমার হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে। স্বাধীনতা পাওয়ার চেয়ে সেদিন মা-বাবা, ভাইবোনদের পাওয়া মোটেই কম ছিল না। সেই থেকে সেলিম আমাদের পরিবারের একজন হয়ে যায়। মানুষের কলিজা কত বড় হয়, তা সেলিমকে না দেখলে বোঝা যেত না। জীবনে মাত্র তিন-সাড়ে তিন বছর মোটামুটি আনন্দে কাটিয়েছি। বাকি সব সময় ঝঞ্ঝা-সঙ্ঘাত আর অস্থিরতার মধ্যে কাটাচ্ছি।
’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হলে আমার জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। এককাপড়ে বাড়ি ছেড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ি। জীবনে বাড়ি ফিরব, তেমন কোনো সম্ভাবনা ছিল না। দুঃখে-কষ্টে দিন কাটতে থাকে। ’৮১ সালের মে মাসে জননেত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরেন। আমাদের দেশে ফেরা হয় না। সংগ্রামের পর সংগ্রাম। অনেক কষ্টে ’৯০-এর ১৬ ডিসেম্বর দেশে ফিরি। সেই ফেরার ব্যাপারেও সেলিমের ভূমিকা ছিল অতুলনীয়। বছরের পর বছর শত শত লোকের খাওয়া, থাকা, চলাফেরার জন্য টাকা-পয়সা যখন যা প্রয়োজন, সাধ্যের বাইরেও করার চেষ্টা করেছে। সেই সেলিম হঠাৎই মারা যায়। দেশের এমন চরম দুঃসময় না হলে নেতানেত্রীদের কানে পানি দিতে, দেশবাসীকে সচেতন করতে আমরা অবস্থান কর্মসূচি নিতাম না, হয়তো সেলিমের ছেলে শাওনকে নিয়ে তার কবর জিয়ারতও হতো না। তাই দয়াময় প্রভুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। 
মাওয়া দক্ষিণ মেদিনীমণ্ডল আসার আগে সাবেক মন্ত্রী শামসুল ইসলামের বাবা আলহাজ ওসমান গনির কবরের পাশে সুখবাসপুর তিনসিঁড়ি ঈদগাহমাঠে রাত কাটিয়েছি। বড় ভালো লেগেছে সেখানকার লোকজনকে। জনাব শামসুল ইসলামের বাড়িতে একজন কাজের লোক ছাড়া কেউ থাকে না। সেই কাজের লোকও যে অসাধারণ খেদমত বা সেবা করেছে, তা বলার মতো নয়। বছিরননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মঞ্জুর মোর্শেদের আন্তরিকতা মনে রাখার মতো। আশপাশের লোকোজন যেভাবে খাবার দিয়েছে, ছোট শিশুরা যেভাবে আকুল হয়ে চকলেট নিয়েছে, সেসব ছিল মন কেড়ে নেয়ার মতো ব্যাপার। তারও আগে ছিলাম কাশীপুর হাটখোলা স্কুলমাঠে। ইদানীং কাশীপুরে যখনই যাই মনে হয় নিজের বাড়ি এসেছি। দলমতনির্বিশেষে সবাইকে আপন মনে হয়। এবার জোর করেই তারা তাদের কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছেন। আমার আগ্রহ বা ইচ্ছে কোনোটাই ছিল না, তারপরও দায়ে পড়ে ঢেঁকি গেলার মতো কাজটা করেছি। হাটখোলাতেই দেলোয়ারের ছেলে সাম্য আগের রাতে বলেছিল, ‘কাকু, পয়সা জমিয়েছি। তোমায় কিছু খাওয়াতে চাই। কী খাওয়াবো বলো তো?’ আসলে সকাল-দুপুর-রাত ভাত-রুটি, সবজি-মাছ ছাড়া কিছু খেতে শিখিনি। দোকানের খাবার আমার তেমন চেনা নয়। কিন্তু ছেলেটি বারবার বলছে, ‘তুমি কী খেতে চাও, আমি তোমাকে খাওয়াবো।’ শেষে বাধ্য হয়ে আমার বুকের ধন কলিজার টুকরা কুশিমণিকে ফোন করেছিলাম পরামর্শের জন্য, ‘মামণি, দেলোয়ারের ছেলে সাম্য কিছু খাওয়াতে চায়। কী খাবো বলো তো?’ সে স্কুল থেকে ফেরার পথে সব সময় এটা-ওটা কিনে আনে। মামণিও জানে আমি দোকানের খাবার খুব একটা পছন্দ করি না। ওর মাকেও বলেছিলাম। সেও তেমন পরামর্শ দিতে পারেনি। সাম্যই হঠাৎ বলে উঠেছিল, ‘কাকু, তোমাকে কোরাল মাছের ফ্রাই খাওয়াই?’ সে কোরাল মাছের ফ্রাই আনতে গিয়েছিল। যখন ফেরে তখন আমার রাতের খাবার হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও ছোট্ট মানুষ, মন রাখতে কিছু মাছ তাকে খাইয়েছিলাম, সামান্য আমিও খেয়েছিলাম। সাথে এক টুকরো নানরুটি দায়ে পড়ে খেয়েছি। কাশীপুরের আগে ছিলাম ব্রহ্মপুত্র ব্রিজের পাশে ত্রিবেনীতে। সে এক মহাকৌতূহলী জায়গা। পাঁচ-দশ গজের মধ্যে নানা ধরনের নাম। মিনার বাড়ি, তার উত্তরে চর ইসলামপুর, একটু সামনেই লম্বা দরদি, কাইকারটেক-এ রকম পায়ে পায়ে নাম। সেনপাড়া থেকে মিনার বাড়ি হয়ে হিন্দুদের পবিত্র স্নানের লাঙ্গলবন্দের দিক থেকে ফেরার পথে চর ইসলামপুর ব্রিজের ঘারিতে ছোট্ট একটি জায়গা পছন্দ করেছিলাম। সামনে ত্রিবেনীতে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে নতুন বিল্ডিং হয়েছে। কেন যে সেখানে গিয়েছিলাম। ইট-রড-বালু এদিক-ওদিক পড়ে ছিল। লাগাতার বৃষ্টি থাকায় সারা মাঠ বড় বড় ঘাসে ভরা। তাই আমার তেমন পছন্দ হচ্ছিল না। ঠিক সেই সময় বহু দিনের সহকর্মী ফরিদ বলেছিল, ‘দাদা, দুই পাশে বিল্ডিং, ঝড়তুফান এলে খুব একটা অসুবিধা হবে না। ওর কথাতেই স্কুলের মাঠে দুইটা কাঁঠালগাছের মাঝে তাঁবু ফেলতে বলেছিলাম। অন্যত্র যেমন হয়, সেখানেও অনেক লোক হয়েছিল। মাগরিবের সময় হয়ে এসেছিল। লোকজনের চাপে অজু করতেও সুযোগ পাচ্ছিলাম না। দেখতে-শুনতে খুবসুরত এক ভদ্রলোক নিজেই পরিচয় দিলেন- ‘আমি স্কুলের প্রতিষ্ঠাতা, প্রাক্তন চেয়ারম্যান।’ তার আগ্রহের শেষ ছিল না। পাগলের মতো করছিলেন। নামাজ পড়ব- পাটি, জায়নামাজ সবই ছিল। কিন্তু তিনি সাতরঙ্গী জায়নামাজ পেতে অফিসঘরের ফ্যান ছেড়ে হাত ধরে টানতে শুরু করেছিলেন। বলছিলাম, ‘ঘর থেকে বেরিয়েছি অনেক দিন। মসজিদে ২-৪-১০ বার অন্য ওয়াক্তের নামাজ পড়েছি। তাই বারান্দাতেই পড়ব। নামাজ পড়েছিলাম নিজের জায়নামাজে। নামাজের সময় কোনো কিছু আমাকে স্পর্শ করে না, গরম-ঠাণ্ডা কিছুই বুঝি না। কিন্তু কেন যেন মশা আমায় সেদিন বিরক্ত করছিল। নামাজ শেষে কেবলই বের হয়েছি। নাসিমের স্ত্রী পারভীনের ফোন ধরতেই তার কান্না। বারবার বলছিল, ‘ভাই, এখনো বিশ্বাস হয় না, আপনার নাসিম নেই। ভাবীকেসহ ছেলেমেয়ে নিয়ে আমার এখানে একবার আসবেন।’ পারভীনকে বলেছিলাম, ‘ত্রিবেনীতে তোমার শ্বশুরের নামে, স্কুলে থাকতে চাই। দোয়া করো।’ ছেলেমেয়ে সবার খবর নিয়েছিলাম। স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মহিউদ্দিন চা খাওয়ানোর জন্য খুবই পীড়াপীড়ি করছিলেন। কিন্তু নামাজের পর দেখি তার মুখ থমথমে। হঠাৎ বললেন, ‘এমপি সাহেবকে ফোন করেছিলাম। ভেবেছিলাম তিনি খুশি হবেন। তিনি তা হননি।’ একটু পর কয়েকজন মাস্তান নিয়ে এলেন। যারা তাঁবু বাঁধছিল, তাদেরকে বললেন, ‘এখানে তাঁবু করা যাবে না।’ কথাটি আমার কানে আসতেই বিরক্ত হয়ে তাঁবু খুলে ফেলতে বললাম। মুহূর্তের মধ্যে সব কিছু গুটিয়ে ব্রহ্মপুত্র সেতুর ঘারিতে আব্দুল বাতেন সুপার মার্কেটের মেসার্স শরিফ ট্রেডার্স দোকানের সামনে তাঁবু ফেলেছিলাম। সে যে কী অসাধারণ মানুষ তারা। জমির মালিক ছুটে এসে বলছিলেন, ‘আমার জমিতে পা দিয়েছেন। এখানে রাত কাটাবেন, আমার জীবন ধন্য হলো।’ স্কুলের আঙিনায় যত মানুষ ছিল তার ১০ গুণ লোক সমাগম হয়ে গেল। সবার এক কথা- ‘আপনি এখানে এসে ভালো করেছেন।’ আমিও ভাবলাম ওখানে না গিয়ে এখানেই যদি আগে তাঁবু ফেলতাম, তাহলে জনাব মহিউদ্দিনের কদর্য চেহারা দেখতে পেতাম না। আল্লাহ যা করেন সবই ভালোর জন্যই করেন। মহিউদ্দিনের এই আচরণ আমাকে উৎসাহিতই করেছে সেই প্রবাদের মতো, ‘পাঁচসিকার মোরগ গেল গেল, কিন্তু শিয়ালের ঈমান তো জানা গেল।’ খান সাহেব ওসমান আলী কুমিল্লার মানুষ। সেখান থেকে এসেছিলেন নারায়ণগঞ্জে। চাষাঢ়ার হীরা মঞ্জিলে অত্যন্ত মর্যাদার সাথে বাস করেছেন। মুসলিম লীগের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি দুই বিয়ে করেছিলেন। এক পক্ষের সন্তানরা নারায়ণগঞ্জে। জনাব শামসুজ্জোহা, মোস্তফা সরোয়ার, বাবু সরোয়ার, নীন সরোয়ার। আবার জনাব শামসুজ্জোহার ছেলে নাসিম, শামীম, সেলিম ওসমান। 
পুরোনো মাওয়াঘাটে আলহাজ শাহ সুফি হজরত আব্দুল মালেক দরবেশ আল-কাদেরী রহ:-এর কবরের পাশে যখন ছিলাম, তখন ঘোর আওয়ামী লীগের বাড়িতে কর্মীরা খাবার চাইতে গেলে প্রথমে তাদের খাইয়ে তারপর আমার জন্য খাবার দিয়েছে। মায়াময়ী মহিলা হালিমা জামান সকালে নিজে বসে থেকে আমায় নাশতা খাইয়েছে। বিএনপির এক নেত্রী নার্গিস রাতের খাবার, সকালের নাশতা দিয়েছে। রাতে ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলেমিশে খিচুড়ি পাঠিয়েছিল। তাহলে কেন ত্রিবেনীতে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে তাঁবু খাটিয়ে আমার থাকাতে সেলিমের আপত্তি হবে?
নারায়ণগঞ্জের জোহা পরিবার ত্বকী হত্যার ঘটনায় যখন সবচেয়ে নিন্দিত, তখন নারায়ণগঞ্জের এক সভায় বলেছিলাম, ‘কোনো পরিবারের কোনো সদস্যের জন্য পুরো পরিবারকে অভিযুক্ত করা যায় না। জোহা পরিবারের যেমন পাকিস্তান আন্দোলনে ভূমিকা আছে, তেমনি স্বাধীনতাযুদ্ধে আছে। সর্বোপরি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ-প্রতিরোধে বাসরঘরের বউ রেখে নাসিম আমার সাথে অংশ নিয়েছিল। আমি কখনো কোনো কিছু পাওয়ার আশায় কোনো কথা বলি না, বিবেকের নির্দেশে বলি।’ এক-দুই দিন পর নাসিম ওসমান আমার কাছে গিয়ে ঝরঝর করে কেঁদেছিল। বলেছিল, ‘আমার পরিবারের জন্য আপনি যা করলেন, আমরা সারা জীবন আপনার গোলামি করেও সে ঋণ শোধ করতে পারব না। হঠাৎ নাসিম না-ফেরার দেশে চলে যায়। তার শূন্য আসনে সেলিম ওসমান প্রার্থী হয়। কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে আমরা শফিকুল ইসলাম দেলোয়ারকে প্রার্থী করেছিলাম। একসময় জাতীয় নেতাদের পক্ষ থেকে অনেক অনুরোধ এসেছিল নির্বাচন থেকে আমাদের সরে দাঁড়াতে। আমরা তেমনটা চাইনি। নাসিমের স্ত্রী পারভীন ফোন করে আকুল হয়ে বলেছিল, ‘ভাই, আমাদের ছায়া দেয়ার মাথার ওপর কেউ নেই। আপনি দেখবেন। আপনার প্রার্থী উঠিয়ে নিলে আমাদের জোর করে হারিয়ে দেবে। সেলিম রাজনীতি করত না, তাই তার জানার কথা না। ইলেকশনের চার-পাঁচ দিন আগে তিন হাজার র‌্যাব, আরো আড়াই-তিন হাজার বিজিবি মোতায়েন করা হয়েছিল। র‌্যাব-বিজিবি সব ছিল শামীমের বিরুদ্ধে। ব্যাপক কারচুপির পরও ফলাফলে খুব একটা পার্থক্য দেখা যায়নি। গামছা সরে দাঁড়ালে তার কী প্রভাব পড়ত সেটা সেলিমের বোঝার কথা না। তা যা-ই হোক, আমি এমপি সেলিম ওসমানকে খুব একটা দেখিনি। তার আচার-আচরণ, চালচলন সম্পর্কে তেমন অবহিত নই। কিন্তু জোহা পরিবারের সবাইকে দীর্ঘ সময় ধরে জানি। তাই ত্রিবেনীতে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁবু খাটিয়ে আমি থাকলে সেলিমের অসুবিধা কোথায়, তা আমার বোধগম্য নয়। লৌহজং আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি এসে দেখা করতে পারল, তারা খাবার পাঠাল, আলহাজ শাহ সুফি হজরত আব্দুল মালেক দরবেশ রহ:-এর কবরের পাশে মাঠে থাকলাম, সাধারণ মানুষসহ আওয়ামী লীগ-বিএনপি কতজন খাবার দিলো, কোথাও আসমান ভেঙে পড়ল না, ত্রিবেনীতে পড়ল- এ প্রশ্নের কোনো জবাব পাচ্ছি না। ঠিক আছে, অপেক্ষা করি। দেখা যাক, সুবিধাবাদীদের অতিভক্তির ফল, নাকি সেলিম নিজেই তার বাবার নামের স্কুলে আমাদের থাকতে দেয়নি- ভবিতব্যই বলে দেবে, আমাদের কিছু করতে হবে না। তবু কেন যেন মনে হয়- এমনটাই কি ঋণ শোধের নমুনা?

তিন ব্যক্তি এমন যে, তাদের দোয়া কবুল হয় না

রাসূল (সাঃ) বলেন, “তিন ব্যক্তি এমন যে, তাদের দোয়া কবুল হয় না।
এক. যে ব্যক্তির অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না।
দুই. যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি।
তিন. যে ব্যক্তি নির্বেোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন: তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না।” (হাকেম ও তাহাবী)

ভয়ংকর অপকর্মে বেরিয়ে আসছে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীসহ বড় বড় নেতাদের নাম


দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য, ব্যাংক ডাকাতি, মানব পাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ভয়ংকর অপকর্মে বেরিয়ে আসছে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীসহ বড় বড় নেতাদের নাম 
দেশব্যাপী আওয়ামী লীগের লুটতরাজের মহোৎসব চলছে। দুর্নীতি, ব্যাংক ডাকাতি, লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, অপহরণ, নিয়োগ বাণিজ্য, যৌন হয়রানিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। লুটপাটের কারণে মতাসীন আওয়ামী লীগে গত সাড়ে ছয় বছরে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেক নেতার ভাগ্যের চাকা ঘুরেছে। ফুলেফেঁপে উঠেছে তাদের ব্যবসা-বাণিজ্য। অল্প দিনেই তারা ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন, পাওয়ার প্লান্ট, গ্যাস প্লান্টসহ বিভিন্ন শিল্প কল-কারখানায় মালিক বনে গেছেন। 
ব্যাংক ডাকাতি, মানব পাচার ও অপহরণসহ বিভিন্ন ভয়ংকর অপকর্মে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী থেকে এমপি-মন্ত্রীদের নাম চলে আসছে পুলিশি তদন্তে। মানব পাচারের মতো ভয়াবহ ঘটনায় আওয়ামী লীগের এমপি বদিসহ ক্ষমতাসীন দলের গডফাদারদের নাম পেয়েছে পুলিশ। 
শেয়ার বাজার কেলেংকারি, কুইক রেন্টাল কেলেংকারি, সোনালী ব্যাংক কেলেংকারি, বেসিক ব্যাংক কেলেংকারিতে বেরিয়ে এসেছে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের নাম। : 
জানা যায়, ২০০৮ সালে সেনা সমর্থিত সরকারের সহায়তায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেয়ার বাজার কেলেংকারি, হলমার্ক কেলেংকারি, ডেসটিনি কেলেংকারি, সোনালী ব্যাংক কেলেংকারি, বেসিক ব্যাংক কেলেংকারি, পদ্মা সেতু কেলেংকারি, পাওয়ার প্লান্ট দুর্নীতিসহ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজিসহ লুটতরাজের মাধ্যমে লাখ লাখ কোটি দুর্নীতি করে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও এমপি-মন্ত্রীরা। দুর্নীতির মাধ্যমে তারা সহজে ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন, পাওয়ার প্লান্ট, গ্যাস প্লান্টসহ বিভিন্ন শিল্প কল-কারখানায় মালিক হয়ে গেছেন। এছাড়া স্ত্রী কিংবা আত্মীয়স্বজনের নামেও রয়েছে মালিকানা নিয়েছেন। আবার কেউ কেউ প্রতিষ্ঠানের লাইন্সেন্স পাওয়ার পর মালিকানা বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সুইস ব্যাংকসহ বিদেশে বিভিন্নব্যাংকে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে সর্বোচ্চ টাকা পাচার হয় বলেও প্রতিবেদন বের হয়। ৫ জানুয়ারির নির্বাচনী হলফনামায় বেরিয়ে আসে এমপি-মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও সম্পদের তালিকা। দুর্নীতির কারণে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের আইওয়াশ করতে দুদকেও ডাকা হয়। দুয়েকজন ছাড়া বাকিরা পার পেয়ে যান। উৎসঃ ফেসবুক

হাদীসের বাণী

এক ইহুদী বালক রাসূল (ছাঃ)-এর খাদেম ছিল। তার রোগশয্যায় আল্লাহর রাসূল (ছাঃ) তাকে দেখতে গেলেন। মৃত্যু লক্ষণ বুঝতে পেরে রাসূল (ছাঃ) তাকে বললেন, তুমি বল, লা ইলাহা ইল্লাল্লাহ। বালকটি তার ইহুদী পিতার দিকে তাকালো। পিতা চুপ রইল। রাসূল (ছাঃ) পুনরায় বললেন। ছেলেটি আবার তার বাপের দিকে তাকাল। এবার পিতা বলল, তুমি আবুল কাসেমের (নবীর) কথা মেনে নাও। ছেলে তখন কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল। বেরিয়ে আসার সময় রাসূল (ছাঃ) বললেন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার মাধ্যমে ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন’ (বুখারী হা/১৩৫৬)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন যে, سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ ِللهِ ‘সুবহা-নাল্লা-হি ওয়ালহামদুলিল্লা-হ’ এ দু’টি বাক্য আসমান ও যমীনের মধ্যের ফাঁকা স্থানকে ছওয়াবে পূর্ণ করে দেয়। اَلْحَمْدُ ِِللهِ ‘আলহামদুলিল্লা-হ’ মীযানের পাল্লাকে ছওয়াবে পরিপূর্ণ করে দেয়। [মুসলিম, মিশকাত হা/২৮১, ‘পবিত্রতা’ অধ্যায়-৩, পরিচ্ছেদ-১]

রবিবার, ২৪ মে, ২০১৫

১১ বছরেই স্নাতক তানিষ্ক! হতে চাই আমেরিকার প্রেসিডেন্ট

আমেরিকাকে চমকে দিল তানিষ্ক অ্যাব্রাহাম৷‌ স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়ার এই ইন্দো-মার্কিন কিশোর বাড়িতে থেকে পড়াশোনা করে মাত্র ১১ বছর বয়সে স্নাতক হয়েছে স্যাক্রামেন্টোর আমেরিকান রিভার কলেজ থেকে৷‌ সেই সঙ্গে অঙ্ক, বিজ্ঞান এবং বিদেশি ভাষায় তিনটে বাড়তি ডিগ্রি৷‌ রিভার কলেজ প্রথমে জানিয়েছিল, তানিষ্কই তাদের এবছরের সবথেকে কমবয়সি স্নাতক৷‌ কিন্তু কলেজের রেকর্ড খতিয়ে দেখে তারা ফের জানাল, শুধু এবছর নয়, কলেজের ইতিহাসে আর কেউ এত কম বয়সে স্নাতক হয়নি৷‌ অবশ্য এমন তাক লাগিয়ে দেওয়া তানিষ্কের এই প্রথম নয়৷‌ গত বছর আমেরিকার কনিষ্ঠতম হাই স্কুল গ্র্যাজুয়েট হয়ে গোটা দেশের নজর কেড়েছিল সে৷‌ অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন খোদ প্রেসিডেন্ট ওবামা৷‌ বাড়িতে থেকে তানিষ্কের এই উঁচু ক্লাসের পড়াশোনার শুরু মাত্র সাত বছর বয়স থেকে৷‌ বেশি ‘আই কিউ’ওয়ালা লোকেদের যে বিখ্যাত ক্লাব ‘মেনসা’, চার বছর বয়স থেকে তার সদস্য তানিষ্ক৷‌ এবার স্নাতক হওয়ার পর টিভি চ্যানেলগুলোর কৌতুহলের জবাবে লাজুক মুখে বলেছে, এ আর কী এমন বড় ব্যাপার!
তানিষ্কের মা তাজি অ্যাব্রাহাম জানিয়েছেন, সেই কিন্ডারগার্টেনে পড়ার সময় থেকেই তানিষ্ক ওর ক্লাসের অন্যদের থেকে এগিয়ে থাকত৷‌ সেই শুরু৷‌ দিনে দিনে অবস্হা এমন হল যে স্কুল থেকে ছাড়িয়ে এনে বাড়িতেই পড়াশোনা শুরু করাতে হল, কারণ সহপাঠীরা ওর মেধার সঙ্গে পেরে উঠত না৷‌ কলেজে পড়তেও ওর তুলনায় বয়সে অনেক বড় সহপাঠীদের কেউ কেউ ওর ব্যাপারে অস্বস্তিতে থাকত৷‌ তবে বেশিরভাগ ছাত্র-ছাত্রীই খুশি ছিল একজন ক্ষুদে সহপাঠী পেয়ে৷‌ বড় হয়ে কী হতে চাও? সাংবাদিকদের অবধারিত প্রশ্নে তানিষ্কের অপ্রত্যাশিত জবাব, আমেরিকার প্রেসিডেন্ট৷‌ তবে তার আগে ডাক্তার৷‌ তারও আগে চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই৷‌ নিজের গ্র্যাজুয়েশন ক্যাপের গায়ে তানিষ্ক লিখে রেখেছে ‘টয় স্টোরি’ ছবি থেকে ওর প্রিয় উদ্বৃতি– ‘টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড’৷‌ অনন্তের পরেও কী আছে, খুঁজতে চায় তানিষ্ক অ্যাব্রাহাম!-আজকাল, কলকাতা

নিঃশব্দে গণতন্ত্রের কবর!! -ড. মুহাম্মদ রেজাউল করিম

দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিয্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই দলটি ক্ষমতার পালাবদলে দ্রুতগামী গাড়ির মতো ব্যালেন্স হারিয়েছে অনেকবার। ক্ষমতাই যেন দলটির জন্য বেশীর ভাগ সময় কাল হয়ে দাঁড়িয়েছে। এবারও মনে হয় তার ব্যতিক্রম নয়। ক্ষমতা হাতে পেলেই এই দলটি একক কর্তৃত্ব কায়েম করতে গিয়ে ‘ওয়ান ম্যান ও ওয়ান পার্টি’ এই সূত্রটির প্রয়োগ করে সবচেয়ে বেশি। ফলে দেশ হয়েছে গণতন্ত্রহীন আর দলের মধ্যে ব্যক্তি হয়ে ওঠেন ”ক্ষমতার একক নায়ক”। এখান থেকে শুরু হয় স্বৈরাচারী আচরন। আর সরকারের ফ্যাসিষ্ট চরিত্রের শিকার হন দেশের নিরিহ জনগন। জাতির কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসে একদলীয় শাসন। এই ব্যক্তি স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে শেখ মুজিবুর রহমানের মতো আকাশচুম্বী জনপ্রিয় নেতাকে নামিয়ে আনল মানুষের ভালবাসার শূন্যের কোটায়। শেখ হাসিনার শাসনামল ও এখন তারই পদযাত্রী!!
স্বৈরতান্ত্রিক একদলীয় শাসন দেশের জনসাধারণও বিরোধীদলের জন্য সাময়িক বিপদজনক মনে হলেও এর সুদুর প্রসারী ক্ষতির খেসারত দিতে হয় দলকে। এ জন্য নিকট অতীত থেকে অসংখ্য উদাহরন হাজির করা যাবে। আপাত:দৃষ্টিতে দেশের একশ্রেনীর বুদ্ধিজীবি,সুশীল,মিডিয়া এবং সুবিধাভোগী নেতা-কর্মীর সমর্থন বাহবাহ থাকলেও দল বিপদে পড়লে কেউ আর এর দায় নেয় না। মুল নেতৃত্ব এবং কতৃত্বে থাকা ব্যাক্তির উপরই সব বর্তায়। এক এগারোর পর সেই দৃশ্য গোটা জাতি প্রত্যক্ষ করেছে। কিন্তু আওয়ামী লীগের মত পুরাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতা চিরস্থায়ী করতে এখন যেন-তেন নীতি আর পথ যেভাবে অনুসরন করছে তা গোটা জাতি এবং আওয়ামী লীগের জন্যও সর্বনাশ ঢেকে আনবে।
১৯৭২থেকে ৭৪ সাল পর্যন্ত আওয়ামীলের দু:শাসনের কারনে এ দেশের জনগন ২১ বছর তাদেরকে ক্ষমতায় আসতে দেয়নি। পরবর্তীতে জাতির নিকট ক্ষমা চেয়ে গনতান্ত্রিক রীতিনীতি মেনে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় এসে গনতন্ত্র কে গলাটিপে হত্যা করে আওয়ামী লীগ। সর্বশেষ সিটিকর্পোরেশন নির্বাচনের ভোট ডাকাতি করে গনতন্ত্রের ”চল্লিশা” অনুষ্ঠিত করেছে দলটি। এখন গনতন্ত্র শূন্য বাংলাদেশ। এ জন্য এখন আওয়ামী লীগের নেতারা বলছে-তারা ‘বেশি’ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের পর দেশের জনগনের মধ্যে কৌতূহল বৃদ্ধি পায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন ও এর মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকার পর সম্ভবত দলটি মনে করছে গনতন্ত্রের বিকল্প লাগবে। জনগণকে এখন গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়নের স্বপ্ন দেখাতে হবে!!। তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল নেতাদের ভাষণ-বক্তব্যে জায়গা করে নেয় এই ‘উন্নয়ন’। সর্বত্র তর্ক-বিতর্কেও উঠে আসতে শুরু করে উন্নয়ন না গণতন্ত্র, কোনটি আমাদের জন্য বেশি জরুরি!!।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরো বলেছেন, ‘মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, বাংলাদেশেও শেখ হাসিনা সে পথে এগিয়ে যাচ্ছেন।’ মালয়েশিয়ার ‘উন্নয়ন’ নিশ্চয়ই একটি আলোচিত বিষয়, কিন্তু ‘গণতন্ত্র’ বা ‘গণতান্ত্রিক’ দেশের আলোচনায় মালয়েশিয়ার অবস্থান কোথায়? কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আওয়ামী লীগ মাহাথিরকে মডেল হিসেবে বাছাই করলো কেন? ধর্মনিরপেক্ষবাদী আওয়ামী লীগ কেন একজন কট্ররপন্থী মুসলিম নেতাকে মডেল বানালো? বিশ্বের সবচেয়ে বৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র ভারত অথবা অন্যকারো কথা না বলে একটি মুসলিম রাষ্ট্র এবং মুসলিম নেতাকে কেন মডেল বানাবেন? তাহলে এটাও কি জনগনের সাথে ধোঁকাবাজি? কারণ তারাতো সেক্যুলারিজমে বিশ্বাসী। না ক্ষমতায় টিকে থাকার আওয়ামী অপকৌশল?
আমরা যদি মনে করি আওয়ামীলীগ মনে প্রানে মালয়েশিয়াকে মডেল হিসেবে অনুকরণ করতে চায়!! তাহলে আওয়ামী লীগ এ প্রশ্নগুলোর উত্তরে কি বলবে? মালয়েশিয়ার উন্নয়ন করতে গিয়ে মাহাথির রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী দিয়ে, বিরোধী দল ও সাধারণ মানুষকে হত্যা,গুম, করেছেন কতজন? নিখোঁজ হয়েছে কতজন? জাতি সংঘ সহ বিশ্বের কতটি দেশ এবং সংস্থা মাহাথির সরকারের মানবাধিকার লঙ্গনে উদ্বেগ প্রকাশ করেছে? শেয়ার বাজার,ব্যাংক লুটপাট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কতটাকা দূণীতি করেছে মাহাথির এবং তার দলের নেতা-কর্মীরা? কতগুলো মিডিয়া বন্ধ করে দিয়েছেন? ড.মাহাথিরের ছাত্রসংগঠন মালয়েশিয়ার কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসের স্বর্গরাজ্য তথা মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছে?
ড.মাহাথিরের শাসনমলে মালয়েশিয়ায় কত ছাত্র নিহত হয়েছে? কতজন নারী ইজ্জত হারিয়েছে? কতজন শ্রমিক নিহত হয়েছে? জোর করে ক্ষমতায় থাকার জন্য তার মাহাথিরের কতজন সাংসদ বিনা ভোটে নির্বাচিত হয়ে ছিলেন? কি পরিমান ভোট জালিয়াতি এবং ডাকাতি করেছেন ড. মাহাথির মোহাম্মদ। আওয়ামী লীগের দু:শাসনের এ রকম অসংখ্য প্রশ্ন করা যাবে যা মালয়েশিয়ায় অথবা মাহাথিরের শাসনমলে সংঘঠিত হয়নি। যদি মালয়েশিয়ায় উন্নয়ন এবং মাহাথির শাসনমলের সাথে আওয়ামী লীগের আকাশ-জমিন পার্থক্যই থাকে তাহলে কেন ড. মাহাথির শাসনের কথা বলে জনগনকে আওয়ামীলীগ আবার ও বিভ্্রান্ত করছে? 
আমরা জানি ড. মাহাথির মোহাম্মদ শাসনের দু,একটি বিতর্কিত সিদ্ধান্ত থাকলেও তিনি মালয়েশিয়ার উন্নয়ন এবং অগ্রগতির প্রতিক। মাহাথির জোর করে ক্ষমতায় আকড়ে থাকেন নি। যেটি আজ আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। আর ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় থেকে সে¦চ্ছায় সরে গিয়েছেন। দেশের জনগন মাহাথির কে অশ্রুসিদ্ধ বিদায় জানিয়েছেন। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আব্রাহিম লিংকন,গান্ধী,মাহাথির, কারো উদাহরন দিয়ে আর পার পাবে কি?

ড.মাহাথির মোহাম্মদ এর ২২ বছরের স্মৃতিকথা নিয়ে আতœজীবনী ”এ ডক্টর ইন দ্যা হাউস” বইতে মাহাথির লিখেছেন-” আমি এই সমস্ত বিষয়ে কিছুটা ভূমিকা রেখেছি, কিন্তু মালয়েশিয়ার বিষ্ময়কর প্রগতির জন্য আমার পূর্বসুরীদের প্রশংসা না করলে সেটা হবে অবহেলার শামিল। তারা ভিত্তি স্থাপন করেছিলেন –আমি কেবল সেটার উপর নির্মাণ করেছি। তাদের সুক্ষ বিচার ও দুরদৃষ্টি ছাড়া আমার কাজ অসম্ভব কঠিন হয়ে পড়ত।” এমন উদার নেতার এই বক্তব্যের সাথে আমাদের প্রধানমন্ত্রীর ও আওয়ামীলীগের বক্তব্য যায় কিনা তা পাঠকদের উপর বিচারের দায় রাখলাম। অন্য দিনের লেখায় মাহাথিরকে আবিস্কার করে আমরা দেখাব মাহাথিরের সাথে আওয়ামী লীগকে মিলানো কত বড় পাপ।
কলামিষ্ট জনাব জাকারিয়া লিখেছেনÑ”গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘উন্নয়নের’ সংজ্ঞা ঠিক করা। যুক্তরাজ্যের স্বাধীন থিংকট্যাংক ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের রাজনীতি ও শাসনবিষয়ক রিসার্চ ফেলো আলিনা রোচা মেনোকাল গণতন্ত্র ও উন্নয়নবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে পাঠ করা প্রবন্ধে বলেছেন, উন্নয়নের এই সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা অমর্ত্য সেনকে বিবেচনায় নিই, তবে তা বেশ ব্যাপক। তাঁর কাছে উন্নয়নের সংজ্ঞা হচ্ছে ‘মুক্তি’। কারণ তিনি শুধু অর্থনৈতিক সূচককেই উন্নয়নের সংজ্ঞায় যুক্ত করেননি। রাজনৈতিক ও মানবিক মুক্তি, সামাজিক সুযোগ, স্বচ্ছতার নিশ্চয়তা, সুরক্ষামূলক নিশ্চয়তার বিষয়গুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহাথির মোহাম্মদের পথে এগোতে থাকলে ‘উন্নয়নের’ গতি কতটুকু বাড়বে, সেটা নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু এই ধারার উন্নয়ন চেষ্টায় আর যাই হোক, অমর্ত্য সেনের উন্নয়ন সংজ্ঞা অনুযায়ী দেশের জনগণের রাজনৈতিক ও মানবিক মুক্তি মিলবে না। স্বচ্ছতার নিশ্চয়তাও পাওয়া যাবে না। উন্নয়নের বড় শত্রু দুর্নীতি। স্বচ্ছতা ও জবাবদিহিহীন পরিস্থিতি বরং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।”
গণতন্ত্রের বিরুদ্ধে আওয়মী লীগের ভয়ঙ্কর দানবীয় রূপ অনেক পুরনো। শেখ মুজিব যখন বাকশাল প্রতিষ্ঠা করেন, তখন লন্ডনের ডেইলি টেলিগ্রাফে পিটার গিল লিখেছিলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার দেশ থেকে পার্লামেন্টারি গণতন্ত্রের শেষ চিহ্নটুকু লাথি মেরে ফেলে দিয়েছেন। মাত্র এক ঘণ্টা স্থায়ী অধিবেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে শেখ মুজিবকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য তাকে ক্ষমতা অর্পণ করেছে। অনেকটা নিঃশব্দে গণতন্ত্রের কবর দেয়া হয়েছে। বিরোধী দল দাবি করেছিল, এ ধরনের ব্যাপক শাসনতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারে আলোচনার জন্য তিন দিন সময় দেয়া উচিত। জবাবে সরকার এক প্রস্তাব পাস করল যে, এ ব্যাপারের কোনো বিতর্ক চলবে না।’ শেখ মুজিব এমপিদের বললেন, পার্লামেন্টারি গণতন্ত্র ছিল ‘ঔপনিবেশিক শাসনের অবদান’। তিনি দেশের স্বাধীন আদালতকে ‘ঔপনিবেশিক ও দ্রুত বিচার ব্যাহতকারী’ বলে অভিযুক্ত করলেন।
”আওয়ামী লীগের গণতন্ত্রের দাবি যে কতটা মেকি, সেটির প্রমাণ তারা এভাবেই সেদিন দিয়েছিল। দলটির নেতাকর্মীরা সেদিন দলে দলে বাকশালে যোগ দিয়েছিল, এ রকম একদলীয় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠায় তাদের বিবেকে সামান্যতম দংশনও হয়নি। (সূত্র : নৈর্বাচনিক স্বৈরতন্ত্র গণতন্ত্রের সংগ্রাম, নূরুল কবীর)।
আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ ও জনগণকে শাসন করার চেষ্টা চলছে এখানে। খুন-গুম, জীবনের নিরাপত্তাহীনতার আজানা আতঙ্ক তাড়া করছে প্রতিটি নাগরিককে। সব শ্রেণী-পেশার মানুষ এই জালিম সরকারের জুলুম-নির্যাতন, বঞ্চনা, অপমান আর লাঞ্চনার শিকার। জনবিচ্ছিন্ন এই সরকার এখন জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চায়। জেফারসনের ভাষায়Ñ ‘যখন সরকার জনগণকে ভয় পায়, তখন এটা স্বাধীনতা’ আর ‘জনগণ যখন সরকারকে ভয় পায়, এটা নিষ্ঠুরতা ও নিপীড়ন’।”

অ্যাডলফ হিটলার তার আত্মজীবনীতে লিখেছেন, “ক্ষমতায় টিকে থাকতে হলে কাল্পনিক শত্রুর সৃষ্টি করতে হবে। তা করে দেখাতে হবে যে দেশ বিপদাপন্ন। এতে জনসাধারণ ভীত হয়ে পড়বে। জনগণ ভীত হলেই তাদের দাসত্বে পরিণত করা সহজ।” জনগণের দুর্ভোগ যত বেশি হবে, ততই রাজনীতিবিদগণ ক্ষমতা ধরে রাখার জন্য শক্তিশালী হবে। স্যার অর্নেস্ট বেন তাই বলেছেন, “বিপদ অন্বেষণ করার কৌশলই হচ্ছে রাজনীতি। বিপদ থাকুক আর নাই থাকুক। তাই কখনো আল-কায়েদার ভিডিও ,কখনো আইএস,বোকো হারাম,ইত্যাদির জিগির তুলে আওয়ামী লীগ বুঝাতে চায় আমরা ক্ষমতায় না থাকলে এদের উত্থান হবে। ক্ষমতায় থাকার এই অসুস্থ রাজনীতি গোটা জাতির জন্য আজ অভিশাপে পরিণত হয়েছে।
আমাদের মেধাবী তরুণ প্রজন্ম শুনেছে, বাকশালের অত্যাচার আর নিষ্ঠুরতার কাহিনী। এখন আওয়ামী লীগের ভোট ডাকাতি, লূটপাট,সন্ত্রাস, দূণীতি,শোষণ নিজ চোখে দেখছে। তবু তাদের চোখে আজ এগিয়ে যাবার স্বপ্ন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইতিহাস থেকে রাজনীতিবিদরা শিক্ষা না নেবার কারণে বারবার চরম মূল্য দিচ্ছে এ জাতি। কিন্তু কেন? তাহলে আমরা কি ২৮ অক্টোবর কিংবা তার থেকে বড় রাজনৈতিক সংঘাতের দিকে ধাবিত হচ্ছি? আমরা কি বার বার মীমাংসিত ইস্যুগুলো জাগিয়ে জাতিকে বিভেদ আর বিভক্তির দিকে ঠেলে দেব? এ রাজনৈতিক খেলা জাতিবিনাশী আর আত্মঘাতী!। তার খেসারত দিচ্ছে আজ গোটা জাতি। কারো খেয়াল-খুশির শাসন গনতন্ত্র হতে পারে কি?
এ কথা আপাতত পরিষ্কার আওয়ামী লীগ গনতান্ত্রিক পথে হাটছে না! আওয়ামী লীগ জানা থাকা উচিৎ তাদের দু:শাসনের গোটা চিত্রই এখন তরুণ প্রজন্মের মেধাবীদের হাতে মুঠোই। আওয়ামী লীগ নতুন প্রজন্মের প্রথম পাওয়া ভোটের অধিকার কেড়ে নেবার পর দেশের জনগনের বাকস্বাধীনতা! রুদ্ধ করতে চায়!। দ্যা ইকোনোমিস্ট সে ইঙ্গিত দিয়ে সম্প্রতি রিপোট চেপেছে। কিন্তু আজকের গ্লোবাল পৃথিবীর একজন সচেতন নাগরিক হিসেবে শেখ হাসিনা হতে যাচ্ছেন ড.মাহাথির আর উন্নয়নের জোয়ারে বাংলাদেশ হতে যাচ্ছে মালেয়েশিয়া তরুণ প্রজন্ম ঘুমপাড়ানিয়া এই গল্প শুনেই সময় কাটিয়ে দিবে? আওয়ামী লীগ তাদের বিভিন্ন চলনা,দিয়ে জনগনকে বোকা বানিয়ে কতদিন শাসন করতে পারে!! না জনগন তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জয়ী হয় সেটাই এখন দেখবার অপেক্ষা..

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ দেশবাসীকে সালাম জানিয়েছেন মুজাহিদ শারীরিক ও মানসিকভাবে তিনি সুস্থ

গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবীরা তার সাথে দেখা করেন ও পরে সাংবাদিকদের সাথে কথা বলেন
আপীল বিভাগে তার পক্ষে যথাযথ যুক্তিতর্ক দৃঢভাবে উপস্থাপনের নির্দেশনা
আপিল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে আইনজীবীদেরকে দিকনির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এ ছাড়া আইনজীবীদের মাধ্যমে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন। বলেছেন, কারাগারে তিনি শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় আছেন। 
গতকাল শনিবার সকাল ১০টা ২০ মিনিটে এডভোকেট শিশির মোহাম্মদ মনিরের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ’র সাথে সাক্ষাৎ করতে যান। মামলার বিভিন্ন বিষয় নিয়ে তারা মুজাহিদের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলার পর কারাগার থেকে বের হয়ে আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আইনজীবী প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুর। তবে তিনি কারাগারের বাইরে ছিলেন। 
পরে কারাগারের সামনে অপেক্ষমান সাংবাদিকদের এডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, আজ রোববার থেকে তার (মুজাহিদের) আপিল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা আছে। যেসব কারণে তাকে সাজা দেয়া হয়েছে এসব বিষয়ে তিনি আমাদেরকে আদালতে উপস্থাপন করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন । 
শিশির মোহাম্মদ মনির বলেন, আপীল বিভাগের সামনে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে যুক্তিতর্ক দৃঢ়ভাবে উপস্থাপন করার জন্য তিনি (মুজাহিদ) অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আইনী বিষয়ে তার সাথে অনেক পরামর্শ করা হয়েছে এবং তিনি তার পর্যবেক্ষণে বলেছেন। আইনজীবী হিসেবে আমরাও দেশী বিদেশী যে নজির রয়েছে তা নিয়ে তার সাথে পরামর্শ করেছি। মুজাহিদ বলেছেন, আপীল বিভাগে তার পক্ষে যেন যুক্তিতর্ক যথাযথ এবং দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়। 
তিনি বলেন, কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সুস্থ আছেন এবং মানসিকভবে দৃঢ় আছেন। দেশবাসীকে তিনি সালাম জানিয়েছেন। 
শিশির মোহাম্মদ মনির বলেন, আপীল বিভাগে আজ রোববার একটি লিখিত আর্গুমেন্ট জমা দেয়া হবে। এ বিষয়েও মুজাহিদের সাথে কথা বলা হয়েছে। তিনি বলেছেন, আপীল বিভাগে যেন আর্গুমেন্টের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়। 
২০১৩ সালের ১৭ জুলাই আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।
এর আগে, ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে অন্য একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়।
উৎসঃ ফেসবুক