রাসূল (সাঃ) বলেন, “তিন ব্যক্তি এমন যে, তাদের দোয়া কবুল হয় না।
এক. যে ব্যক্তির অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না।
দুই. যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি।
তিন. যে ব্যক্তি নির্বেোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন: তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না।” (হাকেম ও তাহাবী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন