ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

চান্দগাঁও থানা জামায়াতের ওয়ার্ড সভাপতি সভা

বাংলাদেশ বার্তা ২৩ সেপ্টেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার মাসিক ওয়ার্ড সভপতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি মাওলানা সামশুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহকে মুক্তির পর জেলগেইট থেকে পূনঃপুনঃ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয়ের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন চান্দগাঁও থানার জামায়াত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন, চট্টগ্রাম মহানগরীর আমীর ও নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা সামশুল ইসলাম ও অধ্যাপক আহসান উল্লাহকে মুক্তির পর বার বার জেলগেইট থেকে গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করে দেশে কোন আইনের শাসন নেই। চান্দগাঁও থানা জামায়াতের মাসিক ওয়ার্ড সভাপতি সভায় নেতৃবৃন্দ এই দাবী জানান। নেতৃবৃন্দ মাসের পর মাস, বছরের পর বছর জামায়াতসহ বিরোধী নেতাকর্মীদের কারাগারে বন্দি রাখার এবং মুক্তির পর জেল গেইট থেকে পুনঃরায় গ্রেপ্তারের যে নিয়ম বর্তমান সরকারের সময় চালু করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে অঘোষিত এই ফ্যাসীবাদী রাজনৈতিক সংস্কৃতি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা শামসুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা জামায়াত নেতা এম. এম. হোসাইনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ওয়ার্ড সভাপতি সভায় অন্যান্যের মধ্যে মোস্তফা, অধ্যাপক আবু আফরিন, মোঃ রফিকসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

ক্ষমতাসীন আ’লীগের বিরুদ্ধে কিছু বললেই চিহ্নিত হবো জামাতি : হাসান মাসুদ

     
ক্ষমতাসীন আ’লীগের বিরুদ্ধে কিছু বললেই আমাকে বলা হবে জামাতি’- জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ শুক্রবার রাত সাড়ে ১১ টায় তার ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন।
চলমান রাজনৈতিক অস্থিরতার বিরক্তি প্রকাশ করে দেয়া তার ফেসবুক স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘থামান এ রাজনীতি! হরতাল-অবরোধে আমি অসুস্থ ও ক্লান্ত! আমি যদি ক্ষমতাসীন দলের বিপক্ষে কিছু বলি, তাহলে আমাকে জামাতি বলে চিহ্নিত করা হবে। যদি বিরোধী দলের বিপক্ষে বলি, তাহলে তারা আমাকে নাস্তিক, অমুক দেশের এবং ক্ষমতাসীন দলের দালাল বলবে। কিন্তু বহু বছরে গড়ে উঠা আমার একটি নিজস্ব পরিচয় রয়েছে। আমি শ্বাসরুদ্ধ, বিরক্ত ও অসহায়। দ্রুত পরিত্রাণ প্রয়োজন।’

পুলিশ কে জামায়াতের পরামর্শ।।


বিবৃতিতে ডা. শফিক বলেন, টাঙ্গাইলে অন্যায়ভাবে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও অর্ধশত লোক আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা রেঞ্জের পুলিশ প্রধানের এ ধরনের উস্কানিমূলক এবং দাম্ভিকতাপূর্ণ বক্তব্যে সচেতন দেশবাসী হতবাক ও মর্মাহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার নিকট থেকে দেশবাসী এ ধরনের অন্যায়, অযৌক্তিক ও দায়িত্বহীন বক্তব্য কখনো আশা করে না। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের বেআইনি বক্তব্যের কারণেই পুলিশ সদস্যরা যখন তখন নানা ছলছুতায় জনগণের ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করার সাহস পাচ্ছে।

তিনি বলেন, পুলিশের বেআইনি ও ঊচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনগণ পুলিশের ওপর আস্থা এবং বিশ্বাস হারিয়েছে। পুলিশ কর্মকর্তাগণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করে পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। জনগণের টাকায় লালিত-পালিত পুলিশের এ ধরনের গণবিরোধী ভূমিকা কখনো দেশের জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। তাই জাতীয় স্বার্থেই এ ধরনের দাম্ভিকতাপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

“ইসলামে বিয়ে” ---ফখরুল ইসলাম খান।

মানুষ অল্লাহর সৃষ্টি। শুধু সৃষ্টি নয় সেরা জীব। তিনি মানুষের একটি মাত্র প্রকারেই সৃষ্টি করেন নাই। তিনি মানুষকে দুইটি লিঙ্গে ভাগ করে সৃষ্টি করেছেন। মহান অল্লাহ পাক সৃষ্টির শুরু হইতেই পুরুষ ও নারীর এক ভারসাম্য পুর্ন ডিজাইনে তৈরি করিয়াছেন। সে ডিজাইন মোতাবেক অসংখ্য অসংখ্য নারী-পুরুষ নিজেদের ব্যক্তিগত বৈশিষ্ট ও বিশেষত্ব লইয়া দুনিয়ার সর্বত্র এক নির্দিষ্ট অনুপাত সহকারে জন্ম গ্রহন করিতেছে। এ ডিজাইন বা ব্যবস্থাটা আপনা হইতে বিনা উদ্দেশ্যই হইয়া যায় নাই। যিনি বানাইয়াছেন তিনি ইচ্ছা করিয়া বানাইয়াছেন। এই ব্যবস্থা করিয়াছেন যে, পুরুষ স্বীয় প্রকিৃতির দাবি নারীর নিকট এবং নারী স্বীয় প্রকৃতির দাবি পুরুষের নিকট পুরন করিতে পারিবে। উভয়ই পরস্পরের নিকট পরম তৃপ্তি, স্বস্তি, শ্বান্তি ও প্রশান্তিÍ লাভ করিবে। এছাড়া মানব বংশ সংরক্ষনের এবং সভ্যতা ও তামাদ্দুন সৃষ্টির মাধ্যম বানাইয়াছেন। তাই নারী ও পুরুষের পরস্পরের প্রতি কামনা-বাসনা ও উদ্যম, ব্যগ্রতা ব্যকুলতার ভাবধারা সংস্থাপন করার মূল উদ্দেশ্য হল সমস্ত পশু প্রজাতির মোকাবেলায় মানব জাতির মধ্যে সভ্যতা ও তামাদ্দুন গড়ে তোলা। এমন অবস্থার সৃষ্টি করিয়া দিয়েছেন যে, শান্তি ও প্রশান্তি লাভের পিপাসাই তাহাদিগকে পরিবার গড়িয়া তুলিতে উদ্ধুদ্ধ করে, বাধ্য করে। ইহার ধরুন বংশ ও গোত্র গড়িয়া উঠে। আর ইহার কারণে মানব জাতির তামাদ্দন বিকাশ লাভ করে । 
সৌন্দর্য্যরে কারনে নারীকে একান্তভাবে পাওয়ার আলাøহ প্রদত্ত্ব প্রকৃতিগতভাবে যে বিধান তা হল “বিবাহ”। বিয়ে মানুষের বাস্তব প্রয়োজন, প্রেম-প্রীতি, ভালবাসা ও মনের শান্তি, প্রশান্তি লাভই হচ্ছে বিয়ের প্রধানতম উদ্দেশ্য। একটি নারী ও একটি পুরুষ বিবাহ সুত্রে একত্রিত হয়ে সু-শৃংখল, সুষ্ট জীবন যাপনকেই বলা হয় দাম্পত্য জীবন। নারী পুরুষের সৃষ্টি যত পুরাতন “বিবাহ” ব্যবস্থাটি ও তত পুরাতন, এক মানবিক ব্যবস্থা । 
কুরআন হাদিসের আলোকে বিয়ে একটি গুরুত্বপূর্ন বিষয়। আর ইসলামে এ বিষয়ে রয়েছে প্রয়োজনীয় সুস্পষ্ট পথ নির্দেশনা। সর্বোপরি বিয়ে একটি ইবাদত, বিবাহ পূর্ব ও পরবর্তী করণীয় এবং বর্জনীয় দিক সম্পর্কে শরীয়তে রয়েছে কিছু নিয়মনীতি। তা জেনে নেয়া আমাদের জন্য ফরজ। যেমন পাত্র-পাত্রী নির্বাচন, বিযের খুতবা, বিয়ের ঘটকালি, পাত্র-পাত্রী সাক্ষাৎ, পান-চিনির অনুষ্টান, গায়ে হলুদ, বিয়ের অনুস্টান, গেইট নির্মান ও উকিল নিয়োগ এবং মোহরানা, স্ত্রী তালাকের ক্ষমতা, সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা একান্ত আবশ্যক । 

বিয়ে কি....?

মানুষের স্রষ্টা আল্লাহ তায়া’লা মানুষের মধ্যে তার বিপরিত লিঙ্গের প্রতি এক সহজাত আকর্ষণ সৃষ্টি করেছেন। একের জন্য অন্যের সান্নিধ্যের মধ্যে শারীরিক ও মানসিক প্রশান্তি ঢেলে দিয়েছেন। আর এই সান্নিধ্য প্রাপ্তির আইনগত, ধর্মীয় ও সামাজিক নিয়মের নাম হলো “বিবাহ”। সৌন্দর্য্যরে কারনে নারীকে একান্ত ভাবে পাওয়ার আলাøহ প্রদত্ত্ব প্রকৃতিগতভাবে যে বিধান তা হল “বিবাহ”। বিয়ে মানুষের বাস্তব প্রয়োজন, প্রেম-প্রীতি, ভালবাসা ও মনের শান্তি, প্রশান্তি লাভই হচ্ছে বিয়ের প্রধানতম উদ্দেশ্য। একটি নারী ও একটি পুরুষ বিবাহ সুত্রে একত্রিত হয়ে সু-শৃংখল, সুষ্ট জীবন যাপনকেই বলা হয় দাম্পত্য জীবন। নারী পুরুষের সৃষ্টি যত পুরাতন “বিবাহ” ব্যবস্থাটি ও তত পুরাতন, এক মানবিক ব্যবস্থা । 

বিয়ের প্রয়োজনীয়তা.......?

বিয়ে ধর্মীয় ও সামাজিক সব দৃষ্টিকোণ থেকেই এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলামে বিয়েকে বলা হয়েছে ঈমানের অর্ধেক। বিয়ের মাধ্যমেই ঈমানের পূর্ণতা পায়। তাছাড়া বিয়ে মানব জীবনের অন্যতম চাহিদাও বটে। এ কারণে ব্যক্তি যখন বিয়ের উপযুক্ত হয় তার জন্য বিয়েকে ফরজ করেছে ইসলাম। বিয়ে যে কেবল শারীরিক চাহিদা বা ঈমাণ পূর্ণ করে তাই নয়, পুরুষের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়। সমাজে গ্রহণ যোগ্যতা তৈরি করে। এজন্য সময়মতো বিয়ে করাকে এত বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। আর যারা বিয়ের উপযুক্ত হওয়ার পরও তা করেন না তাদের শয়তানের দলভূক্ত বলে উল্লেখ করা হয়েছে। 
অনেক সক্ষম ও স্বাবলম্বী পুরুষও মনে করেন, বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না। সামান্য আয়ে দ’ুজনের সাংসারিক চাহিদা পূরণে ব্যর্থ হবে। এ জন্য বিয়ে থেকে দূরে থাকে। এটা আদৌ উচিত নয়। কারণ তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তায়ালা বলেন, অর্থাৎ তোমাদের মধ্যকার যারা বিবাহবিহীন আছে এবং দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদের তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। যদি তারা অভাবগ্রস্থ থাকে আমি (আল্লাহ্) নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেব। আর আল্লাহ তায়া’লা প্রাচুর্যময় ও সবকিছু জানেন।(সুরা নূরঃ ৩২)
রুজির চিন্তা করে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশে মহান আল্লাহ বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য সংকট উত্তরণের পথ তৈরী করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ {সূরা আত-তালাক, আয়াত: ২-৩}
অপর এক আয়াতে আল্লাহ বলেন,‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল’। (তাঁর কাছে ক্ষমা চাইলে) ‘তিনি তোমাদের উপর মুষল ধারে বৃষ্টি বর্ষণ করবেন, ‘আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা’। {সূরা নূহ, আয়াত: ১০-১২}
সুতরাং আমরা কেনো আল্লাহর এতসব অনুগ্রহ পেয়েও কেনো লুফে নেবো না..??
এ দিকে রাসূল (সা.) বিবাহিত ব্যক্তিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আর এ কথাও স্বীকৃত, বিয়ে ব্যক্তির উপার্যন বাড়িয়ে দেয়, কমায় না। রাসূল (সা:) বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য, এক. আযাদী চুক্তিবদ্ধ গোলাম অর্থাৎ যে তার রক্তমূল্য আদায় করতে চায়, দুই. পবিত্রতার মানসে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি, তিন. আল্লাহর পথে যুদ্ধকারী।
এ ব্যাপারে রাসুল (সঃ) এর অপর একটি হাদীসে বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হযয়েছে, আবদুল্লাহ ইবন আব্বাস রাদিআল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,‘যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দু:শ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন।’ [আবূ দাঊদ: ১৫২০; ইবন মাজা : ৩৮১৯; তাবরানী : ৬২৯১]
এ সম্পর্কিত একটি হাদিস যেটি হজরত আবু জর (রা:) থেকে বর্ণিত। একবার রাসুলুল্লাহ (সা:) আক্কাফ (রা:) কে বললেন, হে আক্কাফ! তোমার স্ত্রী আছে? তিনি বলেন, না। রাসুলুল্লাহ (সা:) বললেন, তোমার কি সম্পদ ও স্বচ্ছলতা আছে? সে বললো, আমার সম্পদ ও স্বচ্ছলতা আছে। রাসুলুল্লাহ (সা:) বললেন, তুমি এখন শয়তানের ভাইদের দলভূক্ত। যদি তুমি খ্রিস্টান হতে তবে তাদের রাহেব (ধর্ম গুরু) হতে। নিঃসন্দেহে বিয়ে করা আমাদের ধর্মের রীতি। তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে অবিবাহিত। মৃত ব্যক্তিদের মধ্যেও নিকৃষ্ট ব্যক্তি যে অবিবাহিত। তোমরা কি শয়তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও। শয়তানের কাছে নারী হলো অস্ত্র। সবাই নারী সংক্রান্ত ফেৎনায় জড়িয়ে পড়ে। কিন্তু যারা বিয়ে করেছে তারা নারীর ফেৎনা থেকে পবিত্র। নোংড়ামি থেকে মুক্ত। তারপর বলেন, আক্কাফ! তোমার ধ্বংস হোক। তুমি বিয়ে কর নতুবা তুমি পশ্চাৎপদ মানুষের মধ্যে থেকে যাবে। (মুসনাদে আহমদ, জমউল ফাওয়ায়েদ, ইমদাদুল ফাতওয়া খ- ২, পৃষ্ঠা ২৫৯।) এ হাদিস অনুাযায়ী অবিবাহিত স্বাবলম্বী পুরুষকে পশ্চাৎপদ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

বিয়ে কত প্রকার..........?

ইসলামে ব্যক্তির স্বাবলম্বী ও সক্ষমতার বিভিন্ন ধরণসাপেক্ষে বিয়েকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি সক্ষম পুরুষকে বিষয়টি গুরুত্বসহ মনে রাখা উচিত।
ওয়াজিব বিয়ে :- যখন শারীরিক চাহিদা থাকে। তার এই পরিমাণ সামর্থ থাকে যে প্রতিদিনের খরচ প্রতিদিন উপার্জন করে খেতে পারে। তখন বিয়ে করা ওয়াজিব। এ অবস্থায় বিয়ে থেকে বিরত থাকলে গুণাহগার হতে হবে। অর্থাৎ বলা হচ্ছে না যে, বিয়ে করতে গেলেই তাকে লাখ লাখ টাকার বান্ডেল নিয়ে নামতে হবে? কথিত ওয়ালিমার নাম করে গরু মেরে খাওয়াতে হবে এবং স্বামার্থ থাকুক আর নাই থাকুক লক্ষ টাকার নিচে মোহোরানা না হলে চলবে না।
ফরজ বিয়ে :- যদি সামর্থ থাকার সাথে সাথে শারীরিক চাহিদা এতো বেশি থাকে যে, বিয়ে না করলে ব্যাভিচার বা হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন বিয়ে করা ফরজ। ব্যাভিচারের আওতায় যেগুলো পড়ে তা হলো- কুদৃষ্টি, পর্নগ্রাফী আসক্ততা, অবৈধ শারীরিক সম্পর্ক বা লিভটুগেদার, হস্ত মৈথুনের মতো হারাম কাজ ইত্যাদি।
নিষিদ্ধ বিয়ে :- যদি কারো আশঙ্কা হয় সে স্ত্রীর অধিকার আদায় করতে পারবে না। চাই তা দৈহিক হোক বা আর্থিক হোক। তার জন্য বিয়ে করা নিষিদ্ধ।
কিন্তু অবস্থা যদি এমন হয় যে কোনো পুরুষ এতটাই অসামার্থ যে, সে একে বারে নি-স্বম্বল, অক্ষম। নিজের মাথা গোজার মতো এতটুকু ঠাই নেই, তবে এক্ষত্রে তাকে রোজা রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিয়ের ইচ্ছে থাকলেও সক্ষম পুরুষে বিয়ে না করে রোজা রাখতে নির্দেশ দেয়া হয়েছে হাদিসে। কারণ রোজা দৈহিক কাম-উত্তেজনা দূর করে। তবে এ সময় সক্ষমতা অর্জনের জন্য বেশি বেশি কাজ ও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।

বাঁচতে হলে করতে হবে বিয়ে.....?

স্বাস্থ্য ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম/ ০৯ মে ২০১৩ এ একটি নিউজ পড়েছিলাম, বাঁচতে হলে করতে হবে বিয়ে.....?
খবর হলো বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়। মৃত্যু ঝুঁকিকেও অনেকাংশে কমিয়ে দেয়। অবশ্যই বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। সম্প্রতি মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার পর এমন তথ্যই জানালেন। নতুন এ গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা।
ইলিন বলেন, মাঝবয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এ বয়সে একাকীত্ব মানুষকে ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে। একজন মানুষের সার্বিক জীবনধারণ প্রক্রিয়ার ওপর বিয়ে ইতিবাচক প্রভাব ফেলে। বিবাহিত জীবনে যারা সুখী তারা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন। ৪০ বছর বয়সের পর একাকী থাকা, সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে নতুন করে বিয়ে না করা অসময়ে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এমনকি ৬০ বছর বয়স পর্যন্ত পৌঁছানোটাও দুষ্কর হয়ে যায়। বিবাহিত যে ব্যক্তিদের ধূমপান বা অ্যালকোহলের বদভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও অবিবাহিতদের তুলনায় মাঝবয়সে বেঁচে থাকার সম্ভাবনা ২ দশমিক ৩ গুণ বেশি। তাদের বন্ধু-বান্ধবের সংখ্যাটাও বেশি ও স্বামী-স্ত্রী যতœ নিতে পরস্পরকে উৎসাহিত করেন। অন্যদিকে মাঝবয়সের ঠিক আগে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটলে ও একাকী থাকার সিদ্ধান্ত নিলে তা আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ তখন একাকীত্ব গ্রাস করে। মানুষ বিষণ্নতায় ভুগতে শুরু করে।

বে-নামাযীকে বিয়ে করা যাবে কি না?

রাসূলে করীম (সাঃ) বলেছেন ঃ
بَيْنَ الرَّجُلِ والْكُفْرِ والشِّرْكِ تَرْكُ الصَّلاَةِ
অর্থ ঃ “মুসলিম বান্দা এবং কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য হল সালাত পরিত্যাগ করা।”
তিনি সালাত পরিত্যাগ করার ব্যাপারে আরও বলেছেন ঃ
الْعَهْدُ الَّذِيْ بّيْنَناَ وَبَيْنَهُمْ الصّلاَةُ فَمَنْ تَرِكَهاَ فَقَدْ كَفَرَ
অর্থ ঃ “তাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে সালাতের, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফির হয়ে যাবে।” (আহমদ, তিরমিযী, নাসাঈ)
মুসলিম নারীদের বিবাহের ব্যাপারে আল্লাহ্ পাক বলেছেন ঃ
وَلاَ تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتّٰى يُؤْمِنَّ وَلأَদ্ধمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ
“আর তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্যই মুসলিম ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের ভাল লাগে।” (সূরা বাক্বারা ঃ ২২১)
এ ব্যাপারে আল্লাহ পাক আরও বলেছেন ঃ
فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلاَ تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لاَ هُنَّ حِلٌّ لَهُمْ وَلاَ هُمْ يَحِلُّونَ لَهُنَّ
“যদি তোমরা জান যে, তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয়।” (সূরা মুমতাহিনা ঃ ১০)
নবী কারীম (সাঃ) এর সাহাবীগণ সালাত্ ব্যতীত কোন আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফির মনে করতেন না। এই দলীলগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যারা সালাত্ পরিত্যাগ করল বা সালাত্ কায়েম করল না- তারা মুশরিক বা কাফির। মুশরিকদের জন্য বেহেশত হারাম।
উল্লেখিত বিষয়ে রাসূলে করীম (সাঃ) আরও বলেছেন :
من ترك الصلاة متعمدا فقد كفر جهارا.
অর্থ ঃ “যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দিল, সে কুফরী করল, অর্থাৎ সে কাফির হয়ে গেল।” (সহীহ নামায পৃঃ ১২)
এ আয়াতগুলোর ভিত্তিতে মুসলমানগণ ঐকমত্য পোষণ করেছেন যে, কোন মুসলিম নারীর সাথে কাফিরদের বিবাহ বৈধ নয়। অতএব কোন অভিভাবক যদি নিজ মেয়ে বা নিজের অধীনের কোন মেয়ের বিবাহ সালাত্ ত্যাগকারী ব্যক্তির সাথে সম্পন্ন করে তবে সূরা মুমতাহিনার ১০ আয়াত অনুযায়ী সে বিবাহ বিশুদ্ধ হবে না। এ বিবাহের মাধ্যমে উক্ত নারী তার জন্য বৈধ হবে না। সে ক্ষেত্রে জন্ম নেয়া সন্তানও বৈধ সন্তান হবে না। আল্লাহ পাক আল কুরআনে বলেছেন ঃ অর্থঃ “মুমিন নারী মুমিন পুরুষের জন্য বৈধ।” সূরা বাকারাহ- ২২১ নং আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে মুশরিক নারী ও মুশরিক পুরুষকে ক্রীতদাস ও ক্রীতদাসী অপেক্ষা খারাপ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং তারা যত মনোমুগ্ধকরই হোক না কেন তাদের সাথে মুমিনের বিবাহ নিষিদ্ধ করা হয়েছে।
কুরআন ও হাদীসের উল্লেখিত বানী থেকে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে, বে-নামাযীর সাথে বিয়ে দেয়া বা করা যাবে কি না?

বিয়ে পুর্ব পরিকল্পনা ঃ-

সুন্দর সংসার গড়ার জন্য বিবাহ পূর্ব পরিকল্পনা এবং পিতা মাতার অন্তর থেকে এবং অভিজ্ঞতার আলোকে প্রদান কৃত দোয়া খুবই প্রয়োজন। তাই প্রেমের বিয়ে গড়াব পরিকল্পনা পরিহার করুন। কেননা পর্দা রক্ষা করে কখনো প্রেম করা সম্ভব হয় না। নফসের খায়েসে পড়ে যদি প্রেম করেও ফেলেন তবুও পিতা- মাতার অবাধ্য হয়ে প্রেমিক- প্রেমিকা নিজেরাই বা বন্ধু-বান্ধবের সহযোগীতায় বিয়ে পর্ব সমাপ্ত করবেন না। পিতা মাতাকে বুঝাতে চেষ্ঠা করুন। তারাই আপনাকে নিঃস্বার্থভাবে ভালবাসেন। আর প্রেম পর্ব চলাকালে প্রেমের সাক্ষাতে কখনো মিথ্যার আশ্রয় নিবেন না। আপনি যা তাই তাকে বলুন। বিয়ের পর যদি আপনার অধিকাংশ কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে এই বিয়ের শেষ পরিনতি বিচ্ছেদ। ব্যতিক্রম খুব কমই হয়। তাই পিতা মাতার পছন্দে পয়গাম পাঠিয়ে বিয়ে করাই উত্তম বিয়ে।
পাত্র-পাত্রীর দেখার রীতি :-
মানব-মানবীর মিলনে যে সুখময় সংসার, এর রয়েছে অনেকগুলো পূর্বশর্ত। নিছক ভোগ চাহিদা পূরণের জন্য তো বিয়ে নয়, বরং এ এক অমূল্য বাঁধন। বিয়ে পরবর্তী জীবনে স্বামী-স্ত্রীর মধ্যকার মধুময় সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে বিয়ের আগে পাত্র-পাত্রীর পরস্পরকে দেখে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জীবনের এ অমূল্য অধ্যায় সম্পর্কে মানবতার ধর্ম ইসলাম উদাসীন নয়। এর প্রমাণ- স্বয়ং প্রিয়নবী (সা:) আমাদের উৎসাহ দিয়েছেন বিয়ের আগে নিজের জীবনসঙ্গীকে দেখে নেওয়ার জন্য, বেছে নেওয়ার জন্য।
রাসূল (সা:) বলেছেন, নারীর চারটি বিষয় দেখে মানুষ বিয়েতে আগ্রহী হয়। তার ধন-সম্পদ, তার মর্যাদা ও আভিজাত্য, তার রূপ-সৌন্দর্য, তার দ্বীন। তবে তোমরা নারীর দ্বীনকে প্রাধান্য দিও। (বুখারী ও মুসলিম)
বুখারী, মুসলিম, তিরমিযীসহ অন্যান্য বর্ণনায় হযরত মুগিরা বিন শোবা (রা:) বলেন, আমি রাসূলের (সা.) কাছে গিয়ে এক নারীকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলাম। তিনি আমাকে বললেন, আগে যাও, তাকে দেখে নাও। কারণ এ দেখাদেখি তোমাদের বন্ধনকে অটুট রাখতে সহায়ক। (বুখারী-৪৮৩৩, তিরমিযী-১০৮৭, মুসলিম-১৪৩৪)
ইবনে মাজাহ এবং আহমদের বর্ণনায় মুহাম্মদ বিন মাসলামাহ (রা:) বলেন, আমি রাসূলকে (সা:) বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক যখন কারো মনে কোনো নারীকে বিয়ের জন্য ইচ্ছা ঢেলে দেন, তখন ওই পুরুষের জন্য তার পাত্রীকে দেখে নেওয়ায় কোনো ক্ষতি নেই।
ইমাম আহমদের বর্ণনায় একটি হাদীস থেকে জানা যায়, বিশেষ প্রয়োজনে পাত্রীকে না জানিয়ে তাকে দেখে নেওয়া যাবে। তবে অগোচরে হোক কিংবা পাত্রীর সামনা সামনি হোক- সব সময় কয়েকটি বিষয়ের প্রতি সবার সতর্ক থাকা প্রয়োজন।
ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ উলামায়ে কেরাম পাত্রী দেখাকে মুস্তাহাব বলেছেন। তবে কনের কোন কোন অংশ দেখা যাবে, তা নিয়ে সামান্য মতভেদ থাকলেও প্রায় সবাই একমত যে, পাত্রের জন্য পাত্রীর শুধু চেহারা এবং দু’হাত দেখা যাবে। একাকী মেয়ে এবং ওই ছেলেকে কথা বলার সুযোগ দেওয়ার বৈধতা ইসলামে নেই। কারণ তখনও তারা একে অপরের জন্য বেগানা (গায়ের মাহরাম)। বরং দেখাদেখির সময় সঙ্গে মুরব্বি অথবা অল্পবয়সী কেউ উপস্থিত থাকা প্রয়োজন। তাই সবচেয়ে উত্তম হল, বিয়ের আগে প্রথমে পাত্রীর দ্বীনদারি জীবনযাপন সম্পর্কে খোঁজ নেওয়া। এ ব্যাপারে আশাব্যঞ্জক সংবাদ পাওয়া গেলে তারপর মহান আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে কনে দেখার পয়গাম পাঠানো। যদি পাত্রী পক্ষ এ ছেলের ব্যাপারে নিজেদের সম্মতি প্রকাশ করে তখন দেখতে যাওয়া। নিজের বিশ্বস্ত কোনো নারী যেমন মা অথবা বোনের মাধ্যমে ওই মেয়ের চরিত্র এবং গঠন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ভালো। তারপর উভয়ে উভয়ের পছন্দ হলে বিয়ের প্রস্তাাব এবং অতঃপর শুভ বিবাহ।
পাত্র-পাত্রী দু’জনই দু’জনের জন্য উপযুক্ত এবং তাদের মধ্যে সম্পর্ক হতে পারে, এমন সম্ভাবনা থাকলে তখনই কেবল পাত্রীকে দেখার প্রস্তাব দেওয়া যাবে। পাত্র কিংবা পাত্রী- কারো পক্ষ থেকে যদি কোনোই সম্ভাবনা না থাকে, তবে এমন ক্ষেত্রে পাত্রী দেখার আয়োজন করা উচিত নয়। পাত্রী দেখার সময় পাত্র বা ছেলের মনে যেন কোনো কু-ধারণা কিংবা কামনা না থাকে। ছেলেরও এ ব্যাপারে মানসিক প্রস্তুতি থাকা দরকার যে, মেয়েটিকে পছন্দ হলে সে তাকেই বিয়ে করবে। শুধু দেখার জন্য দেখা নয়। দেখার মজলিসে অন্য কোনো পুরুষ যার সঙ্গে মেয়ের দেখা সাক্ষাত জায়েজ নেই, এমন কেউ থাকা যাবে না। চাই সে ছেলের বাবা কিংবা মামা-চাচা যেই হোন না কেন। পাত্রী মাথা নিচু করে বসে থাকবে আর পাত্র তাকে দেখবে- মুরব্বিরা তাকে প্রশ্নবানে জর্জরিত করবে, পাত্রীকে হাঁটতে বলা হবে, হাসতে বলা হবে- এসব কাম্য নয়। নারী বিয়ের পণ্য নয় যে তাকে এভাবে সবার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। ইসলামের নির্দেশনা হচ্ছে, পাত্রীও তার পাত্রকে দেখে নিতে পারবে। তাই ছেলের চেহারা এবং গঠন দেখার অধিকার রয়েছে পাত্রীর। হযরত উমর (রা:) বলতেন, বিয়ের আগে পুরুষের যেমন নারীর কিছু বিষয় দেখে নেওয়ার রয়েছে, তেমনি নারীরও অধিকার রয়েছে তার সঙ্গীকে দেখে বেছে নেওয়ার।
মনে রাখতে হবে, মেয়ের গুণাগুণ ও মেজাজ মর্জি সম্পর্কে জানতে হলে অন্দর মহলের নারীদের মাধ্যমে আগে থেকেই খোঁজ খবর নেওয়া ভালো। সবকিছু ঠিকঠাক হলে তারপর পাত্রী দেখার আয়োজন। এর আগে নয়। কারণ মেয়ে দেখা তো আর ছেলে খেলা নয়। তবে প্রথমবার দেখে আসার পরও যদি কোনো সন্দেহ কিংবা সংশয় অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সুরাহা করার প্রয়োজন দেখা দেয়, তবে আবারও পাত্রীকে সামনা সামনি দেখার অবকাশ ইসলামে রয়েছে।
পাশাপাশি পাত্রীর আসল রং আড়াল করার উদ্দেশে অথবা অন্য কোনো দোষ ঢেকে রাখার জন্য ছল-চাতুরীর আশ্রয় নেওয়া উচিত নয়। মানুষ হিসেবে স্রষ্টা যেভাবে যাকে সৃষ্টি করেছেন, সেটিই তার জন্য মঙ্গলময়। বিয়ের মজলিসে সামান্য লুকোচুরি পরবর্তী জীবনে অসামান্য বিবাদ ও অসহনীয় দ্বন্ধ বয়ে আনার কারণ হয়ে থাকে। এমনটি কারো কাম্য নয়।
আরেকটি বিষয়ে রাসূল (সা:) আমাদের সতর্ক করেছেন। ধরুন কোনো ছেলের সঙ্গে একটি মেয়ের বিয়ের কথাবার্তা চলছে কিংবা প্রস্তাব দেওয়া হয়েছে, এমন সময়ে অন্য কেউ যেন সেখানে প্রস্তাব না পাঠায়। যখন নিশ্চিত জানা যাবে যে ওই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়েছে কিংবা প্রত্যাহার করা হয়েছে, তখনই নতুন কেউ সেখানে পয়গাম পাঠাবে। 
বুখারী, মুসলিমসহ অন্যান্য হাদীসের গ্রন্থে বিখ্যাত সাহাবি আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন, তোমাদের কেউ যেন অন্যের বিয়ের কথাবার্তা চলার সময় নতুন করে প্রস্তাব না পাঠায়। পাত্রীকে দেখতে আসা উপলক্ষে মিষ্টিমুখ কিংবা খাবারের আয়োজন করা যেতে পারে। তবে একে উপলক্ষ করে যেন নারী-পুরুষের বেপর্দা সমাগম না হয়, সেদিকেও সতর্ক থাকা প্রয়োজন।
পবিত্র কুরআনের একটি বৃহৎ এবং পূর্ণাঙ্গ সূরার নাম আল্লাহ পাক নারীদের (সূরা নিসা) নামে রেখেছেন। ইসলামই সর্বপ্রথম শিখিয়েছে, নারী কোনো পণ্য নয়। ভোগের বৃত্ত থেকে নারীকে মুক্ত করেছে ইসলাম। করুণার দৃষ্টি থেকে রেহাই দিয়ে প্রিয়নবী (সা:) নারীদের সবচেয়ে সম্মানিত অবস্থানে বসিয়েছেন। কাজেই পাত্রী দেখার আয়োজনে যেন কোনোভাবেই তার অধিকার ক্ষুণœ না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা সচেতন মুসলমানের কর্তব্য।
বর পক্ষের সম্পদের প্রভাবে মোহগ্রস্ত হয়ে যে বাবারা নিজের মেয়ের সম্মতি ছাড়াই তাকে তুলে দেয়, তারপর জীবনভর দু’জনের সংসারে লেগে থাকা মনোমালিন্যের দায়ভার তিনি কীভাবে এড়িয়ে যাবেন! মেয়ের মুখ বুঁজে সব সয়ে যাওয়া মানে আল্লাহ পাকের কাছে পার পাওয়া নয়। সে হিসেব বড়ই কঠিন। মানব-মানবীর মিলনে যে সুখময় সংসার, এর রয়েছে অনেক গুলো পূর্বশর্ত। নিছক ভোগ-চাহিদা পূরণের জন্য তো বিয়ে নয়, বরং এ এক অমূল বাঁধন। বিয়ে পরবর্তী জীবনে স্বামী-স্ত্রীর মধ্যকার মধুময় সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে বিয়ের আগে পাত্র-পাত্রীর পরস্পরকে দেখে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
জীবনের এ অমূল্য অধ্যায় সম্পর্কে মানবতার ধর্ম ইসলাম উদাসীন নয়। এর প্রমাণ- স্বয়ং প্রিয়নবী (সা:) আমাদের উৎসাহ দিয়েছেন বিয়ের আগে নিজের জীবনসঙ্গীকে দেখে নেওয়ার জন্য, বেছে নেওয়ার জন্য।
রাসূল (সা:) বলেছেন, নারীর চারটি বিষয় দেখে মানুষ বিয়েতে আগ্রহী হয়। তার ধন-সম্পদ, তার মর্যাদা ও আভিজাত্য, তার রূপ-সৌন্দর্য, তার দ্বীন। তবে তোমরা নারীর দ্বীনকে প্রাধান্য দিও। (বুখারী ও মুসলিম)
বুখারী, মুসলিম, তিরমিযীসহ অন্যান্য বর্ণনায় হযরত মুগিরা বিন শোবা (রা:) বলেন, আমি রাসূলের (সা:) কাছে গিয়ে এক নারীকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলাম। তিনি আমাকে বললেন, আগে যাও, তাকে দেখে নাও। কারণ এ দেখাদেখি তোমাদের বন্ধনকে অটুট রাখতে সহায়ক। (বুখারী-৪৮৩৩, তিরমিযী-১০৮৭, মুসলিম-১৪৩৪)
ইবনে মাজাহ এবং আহমদের বর্ণনায় মুহাম্মাদ বিন মাসলামাহ (রা:) বলেন, আমি রাসূলকে (সা:) বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক যখন কারো মনে কোনো নারীকে বিয়ের জন্য ইচ্ছা ঢেলে দেন, তখন ওই পুরুষের জন্য তার পাত্রীকে দেখে নেওয়ায় কোনো ক্ষতি নেই।
ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ উলামায়ে কেরাম পাত্রী দেখাকে মুস্তাহাব বলেছেন। তবে কনের কোন কোন অংশ দেখা যাবে, তা নিয়ে সামান্য মতভেদ থাকলেও প্রায় সবাই একমত যে, পাত্রের জন্য পাত্রীর শুধু চেহারা এবং দু’হাত দেখা যাবে। একাকী মেয়ে এবং ওই ছেলেকে কথা বলার সুযোগ দেওয়ার বৈধতা ইসলামে নেই। কারণ তখনও তারা একে অপরের জন্য বেগানা (গায়ের মাহরাম)। বরং দেখাদেখির সময় সঙ্গে মুরব্বি অথবা অল্পবয়সী কেউ উপস্থিত থাকা প্রয়োজন।
তাই সবচেয়ে উত্তম হল, বিয়ের আগে প্রথমে পাত্রীর দ্বীনদারি জীবন যাপন সম্পর্কে খোঁজ নেওয়া। এ ব্যাপারে আশাব্যঞ্জক সংবাদ পাওয়া গেলে তারপর মহান আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে কনে দেখার পয়গাম পাঠানো। যদি পাত্রী পক্ষ এ ছেলের ব্যাপারে নিজেদের সম্মতি প্রকাশ করে তখন দেখতে যাওয়া। নিজের বিশ্বস্ত কোনো নারী যেমন মা অথবা বোনের মাধ্যমে ওই মেয়ের চরিত্র এবং গঠন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ভালো। তারপর উভয়ে উভয়ের পছন্দ হলে বিয়ের প্রস্তাব এবং অতঃপর শুভ বিবাহ।
ইমাম আহমদের বর্ণনায় একটি হাদীস থেকে জানা যায়, বিশেষ প্রয়োজনে পাত্রীকে না জানিয়ে তাকে দেখে নেওয়া যাবে। তবে অগোচরে হোক কিংবা পাত্রীর সামনাসামনি হোক- সবসময় কয়েকটি বিষয়ের প্রতি সবার সতর্ক থাকা প্রয়োজন।
পাত্র-পাত্রী দু’জনই দু’জনের জন্য উপযুক্ত এবং তাদের মধ্যে সম্পর্ক হতে পারে- এমন সম্ভাবনা থাকলে তখনই কেবল পাত্রীকে দেখার প্রস্তাব দেওয়া যাবে। পাত্র কিংবা পাত্রী- কারো পক্ষ থেকে যদি কোনোই সম্ভাবনা না থাকে, তবে এমন ক্ষেত্রে পাত্রী দেখার আয়োজন করা উচিত নয়।
পাত্রী দেখার সময় পাত্র বা ছেলের মনে যেন কোনো কুধারণা কিংবা কামনা না থাকে। ছেলেরও এ ব্যাপারে মানসিক প্রস্তুতি থাকা দরকার যে, মেয়েটিকে পছন্দ হলে সে তাকেই বিয়ে করবে। শুধু দেখার জন্য দেখা নয়। দেখার মজলিসে অন্য কোনো পুরুষ যার সঙ্গে মেয়ের দেখা সাক্ষাত জায়েজ নেই, এমন কেউ থাকা যাবে না। চাই সে ছেলের বাবা কিংবা মামা-চাচা যেই হোন না কেন।
পাত্রী মাথা নিচু করে বসে থাকবে আর পাত্র তাকে দেখবে- মুরব্বিরা তাকে প্রশ্নবানে জর্জরিত করবে, পাত্রীকে হাঁটতে বলা হবে, হাসতে বলা হবে- এসব কাম্য নয়। নারী বিয়ের পণ্য নয় যে তাকে এভাবে সবার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। ইসলামের নির্দেশনা হচ্ছে, পাত্রীও তার পাত্রকে দেখে নিতে পারবে। তাই ছেলের চেহারা এবং গঠন দেখার অধিকার রয়েছে পাত্রীর। হযরত উমর (রা:) বলতেন, বিয়ের আগে পুরুষের যেমন নারীর কিছু বিষয় দেখে নেওয়ার রয়েছে, তেমনি নারীরও অধিকার রয়েছে তার সঙ্গীকে দেখে বেছে নেওয়ার।
মনে রাখতে হবে, মেয়ের গুণাগুণ ও মেজাজ মর্জি সম্পর্কে জানতে হলে অন্দও মহলের নারীদের মাধ্যমে আগে থেকেই খোঁজ খবর নেওয়া ভালো। সবকিছু ঠিকঠাক হলে তারপর পাত্রী দেখার আয়োজন। এর আগে নয়। কারণ মেয়ে দেখা তো আর ছেলেখেলা নয়। তবে প্রথমবার দেখে আসার পরও যদি কোনো সন্দেহ কিংবা সংশয় অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সুরাহা করার প্রয়োজন দেখা দেয়, তবে আবারও পাত্রীকে সামনাসামনি দেখার অবকাশ ইসলামে রয়েছে।
পাশাপাশি পাত্রীর আসল রং আড়াল করার উদ্দেশে অথবা অন্য কোনো দোষ ঢেকে রাখার জন্য ছল-চাতুরীর আশ্রয় নেওয়া উচিত নয়। মানুষ হিসেবে স্রষ্টা যেভাবে যাকে সৃষ্টি করেছেন, সেটিই তার জন্য মঙ্গলময়। বিয়ের মজলিসে সামান্য লুকোচুরি পরবর্তী জীবনে অসামান্য বিবাদ ও অসহনীয় দ্বন্দ্ব বয়ে আনার কারণ হয়ে থাকে। এমনটি কারো কাম্য নয়।
আরেকটি বিষয়ে রাসূল (সা:) আমাদের সতর্ক করেছেন। ধরুন কোনো ছেলের সঙ্গে একটি মেয়ের বিয়ের কথাবার্তা চলছে কিংবা প্রস্তাব দেওয়া হয়েছে, এমন সময়ে অন্য কেউ যেন সেখানে প্রস্তাব না পাঠায়। যখন নিশ্চিত জানা যাবে যে ওই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়েছে কিংবা প্রত্যাহার করা হয়েছে, তখনই নতুন কেউ সেখানে পয়গাম পাঠাবে। বুখারী, মুসলিমসহ অন্যান্য হাদীসের গ্রন্থে বিখ্যাত সাহাবি আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন, তোমাদের কেউ যেন অন্যের বিয়ের কথাবার্তা চলার সময় নতুন করে প্রস্তাব না পাঠায়।
পাত্রীকে দেখতে আসা উপলক্ষে মিষ্টিমুখ কিংবা খাবারের আয়োজন করা যেতে পারে। তবে একে উপলক্ষ করে যেন নারী-পুরুষের বেপর্দা সমাগম না হয়, সেদিকেও সতর্ক থাকা প্রয়োজন।
পবিত্র কুরআনের একটি বৃহৎ এবং পূর্ণাঙ্গ সূরার নাম আল্লাহ পাক নারীদের (সূরা নিসা) নামে রেখেছেন। ইসলামই সর্বপ্রথম শিখিয়েছে, নারী কোনো পণ্য নয়। ভোগের বৃত্ত থেকে নারীকে মুক্ত করেছে ইসলাম। করুণার দৃষ্টি থেকে রেহাই দিয়ে প্রিয়নবী (সা:) নারীদের সবচেয়ে সম্মানিত অবস্থানে বসিয়েছেন। কাজেই পাত্রী দেখার আয়োজনে যেন কোনোভাবেই তার অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা সচেতন মুসলমানের কর্তব্য।
বর পক্ষের সম্পদের প্রভাবে মোহগ্রস্ত হয়ে যে বাবারা নিজের মেয়ের সম্মতি ছাড়াই তাকে তুলে দেয়, তারপর জীবনভর দু’জনের সংসারে লেগে থাকা মনোমালিন্যের দায়ভার তিনি কীভাবে এড়িয়ে যাবেন! মেয়ের মুখ বুঁজে সব সয়ে যাওয়া মানে আল্লাহ পাকের কাছে পার পাওয়া নয়। সে হিসেব বড়ই কঠিন।
পয়গাম পাঠানোর পুর্বে আল্লাহর সাহায্য কামনা ঃ-
কোন মেয়েকে যদি পছন্দ হয় এবং তাকেই যদি বিয়ে করার মনস্ত করেন বা আপনার পিতা মাতা কোন মেয়ের কথা বলে তাহলে তা কারো নিকট প্রকাশ না করার পুর্বে ভালভাবে অযু করে দু’রাকাত নফল নামাজ বা সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ আদায় করে সালাম ফিরানোর পর সুরা ফাতিহা পাঠ বা আল্লাহ তায়া’লার প্রশংসা মূলক কথা বলে এই দোয়াটি পড়বেন।
"হে আল্লাহ, তুমি সক্ষম, আমি সক্ষম নই। তুমি জান, আমি জানিনা। তুমি অদৃশ্যের জ্ঞান রাখ, অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞত। তুমি জান যে অমৃক (যাকে বিয়ে করতে চান তার নাম বলুন) আমার জন্য দুনিয়া ও আখিরাতের দিক দিয়ে কল্যাণকর তবে তাকে আমার জন্য নিদিষ্ট কর। আর সে ছাড়া অন্য কোন মহিলা দুনিয়া ও আখিরাতের দিক দিয়ে আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে তাকে আমার জন্য নিদিষ্ট করো। (সহী আল বোখারী ও তিরমিজী)। তার পর পয়গাম পাঠান এবং আল্লাহর উপর দৃঢ় ভরসা রাখুন। আর দুই পরিবারের মাঝখানে বন্ধন রাকারীকে বলবেন কোন প্রকার প্রতারনার আশ্রয় যেন না নেওয়া হয়।
বাস্তবে আমাদের সমাজে এমন টাই দেখা যায়। স্বাবলম্বী পুরুষরা বিয়ে না করার কারণে যৌবনের তাড়নায় লিপ্ত হচ্ছে বিভিন্ন অপরাধে। ব্যভিচারের মতো নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়তেও দ্বিধা করছে না। অথচ যথা সময়ে বিয়ে রুখতে পারে ভয়ঙ্কর এসব অপরাধকে। সুতরাং একজন সামর্থবান পুরুষকে অবশ্যই যথা সময়ে বিয়ে করা উচিত। কোনো অজুহাতে এ থেকে বিরত থাকলে দুনিয়ার নানা রকম ফেৎনা ও ঝামেলায় জড়িয়ে যেতে হবে। আর যারা ইসলামি আন্দলোন করছেন বা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রত উদ্দেশ্যে বলবো আগে নিজেদের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন, নইলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলেও আপনার ঐ ইসলাম আপনার জীবনে কোনো কাজে আসবে না।

লেখক :- সভাপতি, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদ এবং ব্যবস্থাপনা সম্পাদক মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার শাওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির শাহজাহান রাঢ়ীর কান্ড

প্রধান শিক্ষকের বোরকা পরিধানের নিষেধাজ্ঞা না মানায় সহকারী শিক্ষিকাকে শিশু শিক্ষার্থীদের মাধ্যমে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বাবুগঞ্জ উপজেলার শাওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করেছেন সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার।
ওই অভিযোগ লিখিত আকারে বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া হয়েছে বলে লাঞ্ছনার শিকার শিক্ষিকা জানিয়েছেন।
সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার অভিযোগ করেন, প্রধান শিক্ষক তার অপকর্ম আড়াল করতে মুক্তিযোদ্ধা বাবা আব্দুল বারেককে লাঞ্ছিত করে জামায়াত নেতা অভিহিত করে প্রচার করছে।
তবে ইসলাম নিয়ে কটুক্তিসহ সকল অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রধান শিক্ষক সাব্বির শাহজাহন রাঢ়ী।
শিক্ষিকা তাহমিনা আক্তার জানান, তিনি বর্তমানে বিএম কলেজের সম্মান শ্রেনীর ছাত্রী ছাড়াও উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৩৯নং শাওর কোলচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
ধর্মভীরু ওই ছাত্রী ইসলামী শরিয়ত মেনে চলাচল করেন। সে অনুযায়ী বিদ্যালয়ে বোরকা পড়ে যায় সে। কিন্তু বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি প্রধান শিক্ষক সাব্বির শাহজাহান রাঢ়ী। বিদ্যালয়ে বোরকা খুলে আসার নির্দেশ দেয় সে। এক পর্যায়ে প্রধান শিক্ষক সাব্বির শাহজাহান রাঢ়ী বলে “এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলে তসবি টেপার জায়গা না, এটা নাচ গানের জায়গা” অভিযোগ করে জানায় তাহমিনা আক্তার।
এর পরেও ধর্মীয় রীতি মেনে পোষাক পরিধান করে চতুর্থ শ্রেনীতে পাঠদানের উদ্দেশ্যে লাইব্রেরী থেকে বের হয়। তখন পঞ্চম শ্রেনীর এক শিশু শিক্ষার্থী তার বোরকা ধরে টান দেয়। এই বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্বাস মোল্লা সহ এলাকাবাসী শিশু শিক্ষার্থীকে জেরা করে। তখন সে তাদের কাছে স্বীকার করে“ প্রধান শিক্ষক সাব্বির শাহজাহান রাঢ়ী তাকে সমাপনী পরীক্ষায় পাস করিয়ে দেয়ার প্রলোভনে ওই কাজ করিয়েছে।
তখন এই বিষয় নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয় প্রধান শিক্ষক বলে অভিযোগ করে তাহমিনা আক্তার। এমনকি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বখাটে দিয়ে সম্মানহানির হুমকি দিয়েছে জানায় সে।
শিক্ষিকার বাবা বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক শিক্ষক আব্দুল বারেক জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং মেয়েকে লাঞ্ছিত করার কারন প্রধান শিক্ষক সাব্বির শাহজাহান রাঢ়ীর কাছে জানতে যান। তখন সাব্বির শাহাজাহান রাঢ়ী ক্ষিপ্ত হয়ে তাকেও লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেয়। নিজের অপকর্ম আড়াল করতে বিদ্যালয় এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল বারেককে জামায়াত নেতা বলে প্রচার করে।
আ. বারেক আরো জানান, এ বিষয়ে তার মেয়ে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপজেলা শিক্ষা অফিসার এবং বিভাগীয় শিক্ষা অফিসের উপ-পরিচালকের বরাবর অভিযোগ দিয়েছেন।

উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছেঃ


উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছেঃ একেক জনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা নাই, একজন তার চাচা হামজা (রাঃ) আরেক জন হানজালা (রাঃ)।
অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। সবাই এদিক ওদিক চলে গেলেন ৷ হঠাঁৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। - মহিলা বললেন: ইয়া রাসুল্লাহ (স) আপনি একটা বিয়ে পড়িয়ে ছিলেন মনে আছে?
নবীজি বলেন: হাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। -
মহিলা বললেন: ইয়া রাসুল্লাহ! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল ৷ আর রাত ২টা বাজে ৷ তখন উহুদের যুদ্ধের ডাক এসেছে ৷ যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হানজালা। বাসর রাতে তাঁর সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি ফিরে আসি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে" -
মহিলা কেদে কেদে বললেন ইয়া রাসুল্লাহ (স) যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। - নবীজি কাদঁতেছেন। নবীজীর চুখে পানির ফোঁটা মুক্তার মতো জলমল করছে ৷ মহিলা বললেন: ইয়া রাসুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না ৷ আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন? নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বললেন ৷
ইয়া রাসুল্লাহ হানজালা কে পাওয়া গেছে। ---
সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথা হাতায়ে দিলেন। জিবরাঈল (আ) আসলেন .......এসে বললেন ইয়া রাসুল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছে ৷ যে আমি জিব্রাইল কে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসুল্লাহ আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন ৷ এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতর দ্বারা, কাফনের কাপড়ে ঢুকিয়েছি।......
আল্লাহু আকবার
আবু যার (রা:) থেকে বণিত তিনি বলেন ৷ আমি নবীজি (স) কে জিজ্ঞাসা করলাম কোন কাজ সবচেয়ে উত্তম ৷ তিনি বল্লেন আল্লিহর প্রতি ঈমান এবং তার পথে জিহাদ ৷

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

ম্যাকআর্থার হাইস্কুলে আর ফিরবে না আহমেদ মোহাম্মদ

১৪ বছর বয়সী মার্কিন কিশোর আহমেদ মোহাম্মদ এখন সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টসহ সবারই আগ্রহ হিলারি ক্লিনটন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, নাসা, এমআইটিসহ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ তার সামনে এখন অবারিত বিশ্ব ম্যাকআর্থার হাই স্কুলের ছাত্র আহমেদ অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তার শিক্ষার ভার নেয়ার ব্যাপারে অনুরোধ জানিয়েছে তারা তার মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ব্যাপারেও তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছে কিন্তু, ওই স্কুলে ফিরে যাওয়ার ব্যাপারে আহমেদ বা তার পরিবারের আর কোন আগ্রহ নেই আহমেদের পিতা মোহাম্মদ আল হাসান মোহাম্মদ জানিয়ে দিয়েছেন, ম্যাকআর্থারে আহমেদের ফিরে যাওয়ার আর কোন সম্ভাবনা নেই তিনি বলেন, আহমেদ স্কুল পরিবর্তন করবে এবং পরবর্তীতে কোন স্কুলে সে ভর্তি হবে, পরিবার সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ম্যাকআর্থার স্কুলের এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, আহমেদকে অবশ্যই স্কুলে স্বাগত জানানো হবে তিনি বলেন, তার মানসম্মত শিক্ষাদান অব্যাহত রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী কিন্তু, ম্যাকআর্থার স্কুলে পড়তে একেবারেই আগ্রহী নয় সে খবর দিয়েছে অনলাইন হাফিংটন পোস্ট আহমেদের জন্য নতুন স্কুল খোঁজা হচ্ছে ১৪ বছর বয়সী আহমেদ টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুলের নবম গ্রেডের ছাত্র বাড়িতে আহমেদের তৈরি করা ঘড়িটিকে বোমা ভেবে স্কুল শিক্ষকরা যে ঘটনা ঘটিয়েছেন, তা নিয়ে সারা বিশ্বে চলছে নিন্দার ঝড় কিন্তু, সেই একটি ঘটনা আহমেদের জীবনের গতিপথই পাল্টে দিয়েছে বয়সেই অভাবনীয় সম্ভাবনার দ্বার খুলে গেছে তার সামনে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সবাই আহমেদের প্রশংসায় পঞ্চমুখ তাকে আমন্ত্রণ জানানো হয়েছে হোয়াইট হাউসে, ফেসবুক কার্যালয়ে এমআইটিও আহমেদের মতো উৎসুক শিক্ষার্থী চায় মানব জমিনের সৌজন্যে

কালিহাতির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি ব্যর্থতার দায়িত্ব কাঁধে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত -হামিদ আযাদ

টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় মায়ের সামনে ছেলেকে এবং ছেলের সামনে মাকে বিবস্ত্র করে তাদের ওপর অত্যাচার-নির্যাতনকারী ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শনকারী বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলীতে ৩ জন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, টাঙ্গাইলের কালিহাতির ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।
শনিবার দেয়া বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক জ্বলন্ত প্রমাণ হলো টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঘটনা। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দেশের জনগণের আস্থা ও বিশ্বাস না থাকার কারণেই জনগণ অসামাজিক কাজে লিপ্ত দুর্বৃত্তদের বিচারের দাবিতে মাঠে নামতে বাধ্য হয়েছে। মার সামনে ছেলেকে এবং ছেলের সামনে মাকে প্রকাশ্য দিবালোকে বিবস্ত্র করে অত্যাচার-নির্যাতন চালানোর মতো বর্বর, অশালীন এবং অসামাজিক ও অমানবিক কাজ আর কি হতে পারে? গত বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কৃষি উন্নয়ন করপোরেশনের একজন সরকারি কর্মকর্তার হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। এ অবস্থায় কোন দেশ চলতে পারে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার দায়িত্ব কাঁধে নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় সংঘটিত বর্বর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে প্রকাশ্য দিবালোকে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সাথে সাথে তিনজন বিক্ষোভকারীকে গুলী করে হত্যা ও অর্ধশত লোককে আহত করার ঘটনার সাথে জড়িত পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি পুলিশের গুলীতে নিহত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নিহতদের পরিবার-পরিজন এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।