ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

ব্যাংকিং খাতে ঋণ বিতরণে নেতৃত্ব দিচ্ছে ইসলামী ব্যাংক


বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে আলোচনা যেমন আছে, একই সঙ্গে আছে সমালোচনাও। বড় উদ্যোক্তারাও এখনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিতেই বেশি আগ্রহী। তার পরও ২৪ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, ব্যাংকিং খাতে ঋণ বিতরণে নেতৃত্ব দিচ্ছে ইসলামী ব্যাংকই।

৬৩ শতাংশ বিদেশী বিনিয়োগে গড়ে ওঠা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা ১৯৮৩ সালে। কৃষি, শিল্প, এসএমইসহ সব ধরনের অর্থায়নেই এ খাতের সব প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে ব্যাংকটি।

তথ্যমতে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির বিতরণ করা ঋণ ৪৬ হাজার ৬৯০ কোটি ৭৮ লাখ টাকা। ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের যা ৯ দশমিক শূন্য ১ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বরভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ৫ লাখ ১৭ হাজার ৮৩৭ কোটি টাকা। ২০১৩ সালের ডিসেম্বরভিত্তিক হিসাবে ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণ ছিল ৪০ হাজার ৭৫৫ কোটি ও ২০১২ সালে ৩৮ হাজার ১২৮ কোটি টাকা। ২০১৪ সালে ইসলামী ব্যাংক নিট মুনাফা করে ৫১৩ কোটি টাকা। ২৯৪টি শাখা ও মোবাইল ব্যাংকিং ‘এম ক্যাশ’-এর মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি।

জানতে চাইলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘প্রতিনিয়ত আমরা উৎপাদনশীল খাতে ঋণ দিয়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। এ কারণে আমাদের ঋণের পরিমাণ সর্বোচ্চে পৌঁছেছে। পাশাপাশি অন্য সব সেবায়ও আমরা শীর্ষে রয়েছি।’

শাইখ সিরাজের হাতেও অবমাননার শিকার জাতীয় পতাকা!


অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়ের স্ত্রী জয়শ্রীর পর এবার বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ঘটলো চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের হাত দিয়ে। লাখো শহীদের রক্তাক্ত স্মৃতি বিজড়িত মহান স্বাধীনতার মাসেই এমন অঘটনটি ঘটে মার্কিন মুল্লুকে। ২৮ ও ২৯ মার্চ লস এঞ্জেলেসে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসা শাইখ সিরাজের হাতের মুঠোয় তুলে দেয়া হয় লাল-সবুজ জাতীয় পতাকা দিয়ে যাচ্ছেতাই প্যাঁচানো মাইক্রোফোন।
জাতীয় পতাকার ব্যবহার বিধির সাথে শতভাগ সাংঘর্ষিক অত্যন্ত দৃষ্টিকটু এই বিষয়টি শাইখ সিরাজ সহ অনুষ্ঠানে আগতদের চোখ ফাঁকি দিলেও চ্যানেল আইয়ে ৩০ মার্চ সোমবার প্রচারিত সংবাদের ভিডিও ফুটেজ দেখে অবাক হয়েছেন দেশ-বিদেশের অনেকেই। স্বাধীনতার ৪৪ বছর উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)’র আয়োজনে জমকালো ঐ অনুষ্ঠানে ‘প্যারেড মার্শাল’ হিসেবে উপস্থিত ছিলেন প্রবল জনপ্রিয় গনমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যিনি বাংলাদেশে কৃষি সাংবাদিকতা সহ নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করে অনেক আগেই খ্যাতি অর্জন করেন।
কর্মের স্বীকৃতি স্বরূপ জাতীয় ‍ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে বহুবার সম্মানিত হয়েছেন শাইখ সিরাজ । বাংলাদেশের এই স্বনামধন্য মানুষটির হাতে বিদেশের মাটিতে লাল-সবুজ পতাকার বেহাল দশা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, স্বাধীনতার মাসে সেই জয়শ্রীর পথেই হাঁটলেন শাইখ সিরাজ। প্রসঙ্গতঃ গত বছর ঠিক এমন স্বাধীনতার মাসেই জাতীয় পতাকায় একটি কুকুরকে জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়ের স্ত্রী জয়শ্রী। তোলপাড় হয় সর্বত্র, সমালোচনার ঝড় বয়ে যায় কি দেশে কি বিদেশে।
জাতীয় পতাকায় কুকুর মোড়ানোর শাস্তির দাবীতে ব্যাপক জনমত গড়ে উঠলে অবস্থা বেগতিক দেখে দ্রুত ফেসবুক স্টেটাস দিয়ে ক্ষমা চেয়ে জয়শ্রীর কুল রক্ষা হয় তখন। দুর্ভাগ্যের বিষয়, এবারো ঠিক সেই স্বাধীনতার মাসেই দেশের সীমানা পেরিয়ে বিদেশে অপদস্থ হলো কোটি বাংলাদেশীর আবেগের প্রতীক লাল-সবুজ পতাকা। বুঝে হোক না বুঝে হোক বাংলাদেশের জাতীয় পতাকার তথা লাল-সবুজের এই নেক্কারজনক ব্যবহার অব্যাহত থাকলে ভিনদেশী নাগরিকদের কাছেও সমালোচনার পাত্র হবেন দূর প্রবাসের খেটে খাওয়া আয়োজকরা, এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল।
মাঈনুল ইসলাম নাসিম

নিউ ইয়র্ক সিনেটে শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দিয়ে বিল পাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সিনেটে ২৬শে মার্চকে ''বাংলাদেশ ডে'' ঘোষণা এবং জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে সম্মান প্রদর্শন করে J 1048 প্রস্তাবটি সর্বসম্মতি ক্রমে পাশ হয়। সিনেট ঘোষণায় বলা হয়, ২৬শে মার্চ ১৯৭১ সালে জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সাথে সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় হয় বিশ্ব মানচিত্রে।

ক্রসফায়ারে নিহত জনির শিশুপুত্রকে খালেদা জিয়ার উপহার

পুলিশের ক্রসফায়ারে নিহত রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির সদ্য জন্ম নেয়া শিশুপুত্রকে নানা উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তার দেয়া উপহার সামগ্রী জনির খিলগাঁওয়ের বাসায় পৌঁছে দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। উপহারের মধ্যে ছিলÑ শিশু বাচ্চার ঘুমের জন্য বিশেষ খাট, দোলনা, ক্লথ, ড্রেসসহ নানা খেলনা। খালেদা জিয়ার উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েন  জনির শোকার্ত পরিবারের সদস্যরা। আবেগাপ্লুত কণ্ঠে তারা খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে জনি হত্যার বিচারও দাবি করেন তার পরিবার। জনির বাবা ইয়াকুব আলী  বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) উপহার পেয়ে কত যে খুশি হয়েছি, তা বলে বুঝাতে পারবো না। আমার মেয়ে কিছু দিন আগে চোখের পানি মুছতে মুছতে বলছিল, জনি বেঁচে থাকলে বাবুর জন্য কত কিছু যে কিনে নিয়ে আসতো। ম্যাডাম আমাদের ভোলেননি। আমরা তার প্রতি কৃতজ্ঞ। ইয়াকুব আলী সন্তানকে হারিয়ে এখনও পাগলপ্রায়। তিনি বলেন, কেন আমার নিরপরাধ ছেলেকে হত্যা করা হয়েছে। তার তো কোন অপরাধ ছিল না। আমি এ হত্যাকা-ের বিচার চাই। আল্লাহ যেন এর বিচার করেন। নিহত জনির স্ত্রী  মুনিয়া পারভীন মণিষা শিশুপুত্র নাদিফুজ্জামান নহরকে  কোলে নিয়ে বারবার মূর্ছা যান। কোন কথাই বলতে পারছিলেন না তিনি। উল্লেখ্য, গত ১৯শে জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাইকে দেখতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন জনি। ওই রাতেই রাজধানীর জোড়পুকুর বালুর মাঠে পুলিশের ক্রসফায়ারে নিহত হন জনি। এসময় তার স্ত্রী মণিষা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা  থাকা অবস্থায় গত ১২ই ফেব্রুয়ারি বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে গিয়েছিলেন মণীষা। কিন্তু সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ এক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়। গত ১৩ই মার্চ রাত দেড়টায় পুত্র সন্তান  জন্ম দেন মণীষা।  আগে থেকেই ছেলে নাম নাদিফুজ্জামান নহর ঠিক করে রেখেছিলেন তিনি। 

চট্টগ্রামে আওয়ামী লীগের ‘নির্বাচনী’ বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

বৈঠকশেষে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, প্রতিমন্ত্রী বীর বাহাদুর, এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এম এ লতিফ এমপি, দিদারুল আলম এমপি, মাঈনুদ্দিন খান বাদল এমপি, শামসুল হক চৌধুরী এমপিকে : ছবি চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সরকারদলীয় নেতারা। বৈঠকে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীও ছিলেন। মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার ওপর বিধি-নিধেষের মধ্যেই মঙ্গলবার নগরীর জিইসি মোড়ের হোটেল পেনিনসুলার এই বৈঠকে ছিলেন গৃহায়ন ও গণপূর্র্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের মালিকানাধীন হোটেল পেনিনসুলায় দুই ঘণ্টার এই রুদ্ধদার বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে ছিলেন জাসদের মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, দিদারুল আলম ও মাহফুজুর রহমান মিতা। বৈঠক শেষে সেখান থেকে বের হয়ে আ জ ম নাছিরকে ১৪ দল চট্টগ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দেয়ার কথা জানান জাসদের কার্যকরি সভাপতি মইন উদ্দিন খান বাদল এমপি।
রুদ্ধদ্বার এই বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী জাবেদ সাংবাদিকদের বলেন, ‘এটা নির্বাচন সংক্রান্ত কোনো বৈঠক ছিল না। আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্য একটা বিষয় নিয়ে এখানে সিনিয়র নেতাদের সাথে বসেছিলাম। প্রাসঙ্গিকভাবেই সেখানে মেয়র নির্বাচনের কথা উঠেছে। এটা কোনো ওই ধরণের বৈঠক ছিল না।

অত্যন্ত গোপনীয়তার সাথে অনুষ্ঠিত বৈঠকে কোনো সাংবাদিককে প্রবেশের সুযোগ দেয়া হয়নি। তবে নির্বাচনী আচরণবিধি লঙঘনের ঝামেলা এড়াতে অুনষ্ঠিত বৈঠকটি ‘অন্য’ ইস্যুতে অনুষ্ঠিত হয়েছে দাবি করা হলেও মূলত সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরকে বিজয়ী করতে কৌশল নির্ধারণেই এ বৈঠক হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে নাগরিক কমিটির চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, সদস্য সচিব নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, কোষাধ্য সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, জেলা আইনজবী সমিতির সভাপতি মুজিবুল হক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মইন উদ্দিন খান বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী আ জ ম নাছিরকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। যেহেতু আমরা জোটগতভাবে নির্বাচনে ও সরকারে আছি। তাই নাছির এখন ১৪ দলেরও প্রার্থী। তার বিজয় নিশ্চিত করতে চট্টগ্রামে ১৪ দলের নেতাকর্মীরা কাজ করবে।’
মেয়র প্রার্থী নাছিরের নির্বাচনের বিষয়ে আগের কয়েকজন বললেও তা নাকচ করে নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া বলেন, “আমরা দলের কাজে বসছিলাম, প্রার্থীর জন্য না।” সাংসদ দিদারুল আলম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য মন্ত্রী মহোদয় (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) ডেকেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে নিয়ে এক সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। ওই সভা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুললে রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থী নাছিরকে কারণ দর্শানোর নোটিশ দেন।
দৈনিক নয়া দিগন্তের সৌজন্যে

আনিসুল হক সুবিধাবাদী ও ঠকবাজ : কবরী

‘আনিসুল হককে আমি চিনি না। যাকে চিনি না, তার ব্যাপারে কিছু বলতে চাই না। তিনি কোনোদিন রাজনীতি করেননি। তারা ব্যবসায়ী। ব্যবসা করে সুবিধা নিয়েছেন। কোনোদিন সমাজসেবা করতেও তাকে দেখা যায়নি। তারা কুইক রেন্টাল পেয়েছেন, খাল ভরাট করে হাইরাইজ বিল্ডিং বানিয়েছেন, গার্মেন্টের মালিক হয়ে শ্রমিকদের কম বেতন দিয়ে ঠকিয়েছেন। তিনি একবারও নির্বাচন করার বিষয়ে আমার সঙ্গে কথা বলেননি। আমি তাকে চিনি না।’ এভাবেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আ.লীগের প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন সাবেক সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। আনিসুল হকের প্রতি ইঙ্গিত করে কবরী বলেন, ‘তিনি কৈ এর তেল দিয়ে কৈ ভাজবেন। রাষ্ট্রের সেবা নিয়ে টাকার মালিক হয়েছেন। আসলে রাজনীতির ভেতরেও রাজনীতি আছে। আমরা তো কালো টাকার মালিকদের সঙ্গে পারব না। আমাদের কোনো দুর্নীতি নেই। কিন্তু আনিসুল হকরা কখনোই মানুষের জন্য কিছু করেননি। আমি দলের বাইরেও মানুষের জন্য অনেক কাজ করেছি। জীবন বাজি রেখে যুদ্ধ করেছি।’ গত ২৪ মার্চ ঢাকা উত্তর সিটি করপোশনের মনোনয়নপত্র কেনেন কবরী। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচন করার ইচ্ছার কথা জানান তিনি। তবে শেখ হাসিনা তাকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগেই আনিসুল হককে আনুষ্ঠানিক সমর্থন দেন হাসিনা। এদিকে, মনোনয়নপত্র কিনলেও কবরীর নির্বাচনে অংশ নেয়া এখনও অনিশ্চিত। দলীয় সমর্থন না থাকায় শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন কী না এ নিয়ে সংশয়ে আছেন তিনি নিজেই। দল থেকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে সমর্থন দেয়া হলেও তাকে চেনেন না বলে সাফ জানিয়েছেন দিয়েছেন কবরী। মন্ত্রীত্ব না পাওয়ার আক্ষেপ থেকে মেয়র পদে নির্বাচন করছেন বলেও জানান তিনি। দলীয় সমর্থন নেই তবুও কেন মনোনয়ন কিনেছেন এমন প্রশ্ন করা হলে কবরী বলেন, ‘মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীন হওয়ার পরে দল থেকে কিছু পাইনি। খুব কষ্ট করে একবার সংসদ সদস্য হয়েছি। ইচ্ছে ছিলো পরে মন্ত্রী হব। প্রধানমন্ত্রী চাইলে আমাকে মন্ত্রী বানাতে পারতেন। তখন স্বাধীনভাবে কিছু করতে পারতাম। সে সুযোগটা আর পাইনি। তাই এখন মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে মেয়র হতে চাই।’ শেখ হাসিনার সমর্থন না পেলেও নির্বাচন করবেন কী না, এ বিষয়ে জানতে চাইলে প্রথমে কবরী বলেন, ‘এতো স্পর্ধা আমার নেই। আমি স্মার্ট নারী। তবে নেত্রী আমাকে মানা করবেন বলে মনে হয় না। খানিকটা ‘সংশয়’ নিয়ে বলেন, ‘দেখি, নেত্রী (শেখ হাসিনা) কী বলেন। তার কাছ থেকে সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছি। আমার ব্যাপারে সিনিয়র নেতারা অনেক উৎসাহী। তারা আমাকে দেখতে চান। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যেহেতু এটা স্থানীয় নির্বাচন। আমি মনে করি, নির্বাচনে দাঁড়ালেও কোনো সমস্যা নেই। এখন নেত্রী বললেই আর কোনো বাধা নেই।’ 

আবারো মাশুল ছাড়া বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেল ভারতীয় চাল


মঙ্গলবার সকালে ট্রানশিপমেন্টের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল নেয়া শুরু হয়েছে। প্রথম দফায় ১০ গাড়ি চাল সরাসরি আগরতলা খাদ্যগুদামে চলে গেছে। এবারও চাল পরিবহন থেকে মাসুল নেয়নি বাংলাদেশ।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম দফায় মঙ্গলবার সকাল সোয়া ১১টায় দশটি কাভার ভ্যান ভর্তি ৩ হাজার ৫ শ চল্লিশ ব্যাগে মোট ১৭৭ মেট্রিক টন চাল গেছে ভারতের ত্রিপুরা খাদ্যগুদামে। আশুগঞ্জ নৌবন্দর থেকে এই চাল খালাস হয়ে কাভার ভ্যান ভর্তি করে রাতে মোজাহিদ ফিলিং স্টেশনে পুলিশি নিরাপত্তায় ছিল। সকালে গাড়িগুলো আখাউড়া বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
রাকিব পরিবহন সংস্থার মালিক নাছির মিয়া জানান, নয়াদিল্লীর গুরগাঁওভিত্তিক কোম্পানি ’দারসেল লজিস্টিকস’ এই চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে। তারা শনিবার কোলকাতা বন্দর থেকে ছোট আকারের জেড শিপিং লাইন্সের জাহাজ এমভি নিউ টেক-৬ করে ৯১২ মেট্রিক টন চাল বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দরে এনেছে। আশুগঞ্জ ফেরিঘাট থেকে মাল খালাস করে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পরিবহনের জন্য বাংলাদেশ পরিবহন সংস্থা হিসাবে রাকিব পরিবহণ সংস্থাকে নিয়োগ দিয়েছে। সে অনুযায়ী তারা চাল পরিবহন করছে। ত্রিপুরায় সরকারী ছুটি থাকায় আগামী ১ ও ২ এপ্রিল চাল পরিবহন বন্ধ থাকবে। ৩ এপ্রিল থেকে বাকী ৭৩৫ মেট্রিক টন চাল যাবে। দ্বিতীয় দফায় আরো এক জাহাজ চাল আশুগঞ্জ বন্দরে আসছে আগামী সপ্তাহে। পর্যায়ক্রমে ২৫ হাজার মেট্রিক চাল আসবে আশুগঞ্জ নৌবন্দরে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারতের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ৩৫ হাজার মেট্রিক টন চাল পরিবহনের অনুমোদন করেছে। গত বছরের আগস্ট মাসে ৫ হাজার ও অক্টোবর মাসে ৫ হাজার নিয়ে এই অনুমোদনের মোট ১০ হাজার মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরায় যায়। এবার বাকী ২৫ হাজার হাজার মেট্রিক টন চাল নিচ্ছে তারা। ইতিমধ্যে মঙ্গলবার ১৭৭ মেট্রিক টন চাল গেল সরাসরি ভারতের ত্রিপুরা খাদ্যগুদামে। ৭৩৫ মেট্রিক টন চাল পরিবহনের জন্য আশুগঞ্জ নৌবন্দরে অপেক্ষায় রয়েছে। এই মাল পরিবহনে এবারও কোনো মাসুল নিবেনা বাংলাদেশ সরকার। তবে প্রতি মেট্রিক টন চালে ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ এবং নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নিচ্ছে। 
এ ব্যাপারে আখাউড়া কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাসুল নেয়ার অনুমতি না থাকায় গাড়ির ক্রুদের পরিচয়পত্রসহ কাগজপত্রের কাজ শেষে ছাড়পত্র দেয়ায় চালের গাড়িগুলো সরাসরি চলে গেছে ত্রিপুরায়। চাল পরিবহনে আখাউড়া স্থলবন্দরের জলি এন্টারপ্রাইজ সার্বিক সহযোগিতায় রয়েছে ।
খোঁজ নিয়ে আরো জানাগেছে, ত্রিপুরার পর আসামের বরাক উপত্যকাসহ মিজোরাম ও মণিপুরের জন্য পিডিএসের খাদ্যপণ্য বাংলাদেশের ওপর দিয়ে নেয়া হবে। ভারতের উত্তর-পূর্বের জন্য খাদ্যপণ্য পরিবহন বিষয়ে বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এবারও ভারতকে বাংলাদেশের নদী ও সড়কপথ ব্যবহার করতে দিয়েছে। যেহেতু উত্তর-পূর্ব ভারত বিশেষত ত্রিপুরা, মিজোরাম ও বারাক উপত্যকাসহ নিম্ন আসামের জন্য খাদ্যপণ্য পরিবহন করা একটি সমস্যার ব্যাপার। তাই ভারতের অনুরোধে এবার আরো পচিশ হাজার মেট্রিক টন খাদ্যপণ্য পরিবহনের অনুমোদন দিয়েছে সরকার। 
আখাউড়া স্থলবন্দরে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শুধু মানবতার খাতিরে ভারতকে বাংলাদেশ এই সুবিধা দিয়েছে। তারা আরো জানান, পশ্চিমবঙ্গের কলকাতা বা হলদিয়া বন্দর থেকে উত্তর-পূর্বে তথা আগরতলায় পণ্য সরবরাহের জন্য পাড়ি দিতে হয় এক হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটার সড়ক পথ। শিলিগুড়ি, চিকেন নেক হয়ে গুহাটি, শিলং করিমগঞ্জ হয়ে এই সড়ক পথটি একেবারে সহজ নয়। সময় ও খরচ বেড়ে যায় অনেকগুণ কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে আশুগঞ্জ-আখাউড়া পথে সেটি নেমে আসে মাত্র তিনশত পঞ্চাশ কিলোমিটার। কমে খরচও। তাই গত বছরের সেপ্টেম্বরে এই রুট দিয়ে দশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য পরিবহন অনুমতি চেয়েছিল ভারত। বাংলাদেশ তা অনুমোদন দেয়। প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার অ্যান্ড ট্রেড-এর অধীনে দেয়া এই অনুমোদনে প্রথম দফায় গত আগস্ট মাসে ভারত থেকে নৌপথে পাঁচ হাজার টন খাদ্যশস্য আশুগঞ্জ পৌঁছে। বাকি পাঁচ হাজার খাদ্যশস্য নেয়ার আগেই একই বছর ২১ সেপ্টেম্বর আরো পঁচিশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য পরিবহনের অনুমোদন চায় ভারত। এতে বলা হয়, যে সড়ক দিয়ে এসব পণ্য পরিবহন করা হবে, প্রয়োজনে তা সংস্কার করে দেয়া হবে। কয়েক দফা বৈঠকের পর গত ১৩ জানুয়ারি নৌ মন্ত্রণালয়ের এক সভায় ভারতের এই প্রস্তাবে অনুমোদন দেয় বাংলাদেশ। এতে প্রটোকল অনুযায়ী মাসুল নেয়ার কথা থাকলেও 'বন্ধুত্বের' খাতিরে তা নিচ্ছে না বাংলাদেশ। 
এর আগে ২০১১ সালের শেষে দিকে ত্রিপুরার পালাটানা বিদ্যুত কেন্দ্রের সুবিশাল দুটি টারবাইনসহ ভারী যন্ত্রপাতি এই পথ দিয়েই পরিবহন করতে দিয়েছিল বাংলাদেশ। যার বিনিময়ে ভারতের কেন্দ্রীয় সরকার পালাটানা থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল। অবশ্য যার বাস্তবায়ন এখনও হয়নি। 
দৈনিক নয়া দিগন্তের সৌজন্যে

কামালকে বের করে দিচ্ছে আইসিসি: সেই সাথে কেড়ে নেয়া হতে পারে বাংলাদেশের টেস্ট স্টেটাসও!


আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সভাপতি আ হ ম মুস্তফা কামাল
আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে তার পদ থেকে সরিয়ে দিতে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে নির্দেশনা দিয়েছেন আইসিসি চেয়ারম্যান ও কার্যকরী প্রধান নারায়ণস্বামী শ্রীনিবাসন। ফাইনালে পুরুস্কার বিতরণে আমন্ত্রণ না জানানোয় কামাল ক্ষুব্ধ হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিস্বরূপ এই একশন শ্রীনিবাসনের।  


ঘটনার সূত্রপাত হয়েছিল ভারত-বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে। ম্যাচে ভারতের পক্ষে বেশকিছু উদ্ভট সিদ্ধান্ত নেয় দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি। কার্যতই বাংলাদেশের নাগরিক হিসেবে আম্পায়ারদের সামান্য সমলোচনা করেন আইসিসি সভাপতি ও বিসিবির সাবেক প্রধান মুস্তফা কামাল। অসুন্তষ্টি জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
তবে এতে কামালের ওপর ব্যাপক ক্ষেপে যান আইসিসির ভারতীয় কর্তা শ্রীনিবাসন। সাথে সাথেই সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে দিয়ে কামালের বিরুদ্ধে বিষেদগার করান। এছাড়াও, হিংসাপ্রসুত হয়ে ফাইনালের আগে এক অনির্ধারিত সভা ডেকে নিজেই অপমান করেন কামালকে, যিনি কিনা বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীও। সাফ জানিয়ে দেন, কামালকে ফাইনালে পুরুস্কার দিতে দেওয়া হবেনা। যদিও আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী এই অধিকার ছিল কামালের।
তবে সেখানেই শ্রীনিবাসন থামেননি, আবার চরম ঐদ্ধত্য দেখিয়ে নিজেই ফাইনালে পুরুস্কার বিতরণ করলেন, যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার থাকার কথা নয়।
একটি দেশের মন্ত্রী হিসেবে তার সাথে ভারতের এক জুয়ারী ব্যবসায়ীর এহেন আচরণে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হন কামাল। শ্রীনিবাসনের গোমর ফাঁসের হুশিয়ারী দেন তিনি।
তাই তাকে নতুন শাস্তি হিসেবে এবার সভাপতি পদ থেকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা শ্রীনিবাসনের। এ জন্য ইতিমধ্যেই সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন তিনি। প্রাথমিক পরিকল্পনা হিসেবে রেখেছেন আম্পায়ারদের দিয়ে মামলা করিয়ে কিংবা বোর্ড মিটিং ডেকে আরও অপমান করা, যাতে কামাল নিজ থেকেই সরে দাঁড়ান। এতে কাজ না হলে আছে বিকল্প নোংরা ব্যবস্থা।
জানা গেছে, আইসিসির সভাপতি পদ বাংলাদেশ অর্থাৎ কামালের হাতে যাওয়া নিয়ে শুরু থেকেই চরম হিংসা ছিল ভারতের। বাংলাদেশকে শ্রীলংকা ও পাকিস্তান সমর্থন করায় পদটি দখল করতে ব্যর্থ হয় ভারত।
তখনই শুরু হয় তাদের নোংরামি। কূটকৌশলের মাধ্যমে আইসিসির গঠনতন্ত্র বদলিয়ে সভাপতির সকল ক্ষমতা দেওয়া হয় চেয়ারম্যানকে, যে পদটি দখল করে নেয় ভারত।
এরপরই বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার উদ্যেগ নেয় ভারত। বেশ কিছু ম্যাচেই প্রভাব-বলয়কে কাজে লাগিয়ে জিতে নেয় “টিম ইন্ডিয়া”। পরিকল্পনা ছিল যে করেই হোক বিশ্বকাপ আবারও জিততে হবে তাদের, তা চুরি করেই হোক না কেন! এ জন্য হ্যাশট্যাগ #WontGiveItBack চালু করে তারা। অর্থাৎ বিশ্বকাপ এবার তারা আর ফেরত দিচ্ছেনা!
তবে এই পরিকল্পনাতেই বাধ সাধেন মুস্তফা কামাল। সমলোচনার দরুন আর চুরি করার সাহস পায়নি অস্ট্রেলিয়ার সাথে। ফলসরূপ অস্ট্রেলিয়ার পেস বোলারদের সামনে দাড়াতেই পারেনি ভারতীয় “কাগুজে বাঘরা”। আর তাই এবার প্রতিশোধ বাংলাদেশের বিরুদ্ধেই। শোনা যাচ্ছে, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ারও সুদূরপ্রসারী পরিকল্পনা আছে শ্রীনিবাসনের। ভবিষ্যতি বলে দেবে বাংলাদেশের ভাগ্যে কি আছে। 
উৎসঃ তাজা খবর

৭ এপ্রিল ইসরাইলের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ!

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছে হ্যাকারগোষ্ঠী অ্যানোনিমাস। ফিলিস্তিনে অপরাধ তৎপরতা ও গণহত্যা চালানোর প্রতিবাদে আগামি ৭ এপ্রিল এ সাইবার হামলা চালানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
হলোকাস্ট নামে পরিচিত নাৎসী জার্মানিতে কথিত ইহুদি নিধন অভিযানের নামে এ হামলাকে ‘ইলেক্ট্রনিক হলোকাস্ট’ নামে অভিহিত করেছে এবং ইসরাইলের হলোকাস্ট স্মরণ দিবসের এক সপ্তাহ আগে এ হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।
ভিডিও বার্তা হিসেবে দেয়া হুমকিতে অ্যানোনিমাস বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অপরাধ তৎপরতার জবাবে বিশ্বের সাইবার জগত থেকে ইহুদিবাদী ইসরাইলের নাম মুছে দেয়া হবে। এ বার্তায় আরো বলা হয়েছে, তেলআবিবের শাসকরা তাদের অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের তৎপরতা থেকে বিরত থাকে নি এবং অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনও বন্ধ করে নি।
এতে বলা হয়েছে, ২০১৪ সালেও গাজা যুদ্ধে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না।
ইসরাইলকে শায়েস্তা করার জন্য অ্যানোনিমাস আসছে বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে। ইংরেজি বার্তাটিতে আরবি সাব-টাইটেল এবং গাজা যুদ্ধের ভিডিও মর্মস্পর্শী ফুটেজ দেয়া হয়েছে।- রেডিও তেহরান

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি আট প্রার্থী

ঢাকা: বিশ্বের অন্যতম সেরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্রিটেনের লোকসংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। স্থানীয়দের পাশাপাশি ইউরোপ, এশিয়া, আফ্রিকার অভিবাসীরা দেশটিতে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে এশীয়দের ভূমিকা উল্লেখযোগ্য। আর্থ-সামাজিক ক্ষেত্রের পাশাপাশি আধুনিক ব্রিটেনের রাজনীতিতেও এশীয় বংশোদ্ভূতরা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্যে ভারতীয় ও পাকিস্তানিদের সঙ্গে বাংলাদেশিরাও আছেন ব্রিটিশ প্রশাসন ও রাজনীতির সামনের কাতারে। বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী কয়েক বছর আগে ছিলেন ঢাকায় ব্রিটিশ রাষ্ট্রদূত। আরেক বাংলাদেশি পলা মনজিলা উদ্দিন প্রথম মুসলমান হিসেবে ব্রিটিশ লর্ডসভার (হাউস অব লর্ডস) সদস্য হয়েছিলেন। জন্ম রাজশাহীতে হলেও তার স্বামী কমরউদ্দিনের বাড়ি সিলেটে। আনোয়ার চৌধুরীর পূর্বপুরুষের বাড়িও সিলেটে। আর প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম এমপি রুশনারা আলী তো দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির অন্যতম নীতিনির্ধারক। লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। যদিও গত বছর পদটি ছেড়ে দিয়েছেন। মূলত সত্তরের দশক থেকেই বাংলাদেশিদের ব্রিটেনে যাওয়া শুরু। বর্তমানে দেশটিতে ৫ লাখের মতো বাংলাদেশি বসবাস করছেন। তাদের বেশিরভাগের বাড়িই বৃহত্তর সিলেটে। রুশনারা আলীও জন্মগ্রহণ করেন সিলেটে। আগামী ৭ মে অনুষ্ঠেয় ব্রিটেনের ৫৬তম সাধারণ (হাউস অব কমন্স) নির্বাচনেও অংশ নিচ্ছেন বাংলাদেশিরা। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও তাদের কোয়ালিশন শরিক লিবারেল ডেমোক্রেট (লিব-ডেম) এবং প্রধান বিরোধী দল লেবার পার্টির টিকিটে কমপক্ষে আট বাংলাদেশি নামছেন সরাসরি নির্বাচনী লড়াইয়ে। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ছয় বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন লেবার পার্টির। মূলত লেবার পর্টির অভিবাসীবান্ধব নীতির কারণেই বাংলাদেশিসহ এশীয় ও আফ্রিকানদের বেশি সমর্থন এ দলটির প্রতি। সোমবার ৩০ মার্চ ব্রিটেনে বর্তমান পার্লামেন্ট বিলুপ্ত হয়। আগামী ৯ এপ্রিল এবারের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান ও প্রত্যাহারের শেষ দিন। ৭ মে পার্লামেন্টের পাশাপাশি ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় হবে স্থানীয় নির্বাচনও। মোট প্রায় সোয়া ৪ কোটি ভোটার এবারের সাধারণ নির্বাচনে ভোট দেবেন। এবার পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে যে ছয় বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন তারা হলেন—রুশনারা আলী, এমপি, বেথনাল গ্রিন অ্যান্ড বাউ আসন। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক—হ্যাম্পস্টিড অ্যান্ড ফিলবার্ন আসন। টিউলিপ সিদ্দিক বর্তমানে এই নির্বাচনী এলাকার রিজেন্টস পার্কের কাউন্সিলর। পূর্ব লন্ডনের বেথনাল অ্যান্ড বাউ আসনের পর টিউলিপের এ আসনটি দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত। সেজন্য এই আসনে টিউলিপকে ঠেকাতে শেষ পর্যন্ত একজন বাংলাদেশিকেই প্রার্থী হিসেবে বেছে নিতে পারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশির নাম শাহীন আহমেদ, পেশায় মিনিক্যাব চালক। যদি তা-ই হয় তাহলে এবারের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি প্রার্থীর সংখ্যা দাঁড়াবে ৯-এ। লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন কিংসটন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. রূপা আশা হক—ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকশন আসন। ড. রূপা হক একজন লেখক, কলামিস্ট এবং লেবার পার্টির কর্মী। লন্ডনের ইলিংবরার সাবেক ডেপুটি মেয়র তিনি। এ ছাড়া উইলইন হ্যাটফিল্ড আসনে লেবার পার্টির মনোনীত বাংলাদেশি প্রার্থী আনোয়ার বাবুল মিয়া। একটি ব্রিটিশ বিনিয়োগ কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। জন্ম সুনামগঞ্জের জগন্নাথপুরে। লেবার পার্টির আরেক বাংলাদেশি প্রার্থী ব্যারিস্টার মেরিনা আহমদ—বৃহত্তর লন্ডনের বেকেনহ্যাম আসন। অ্যামনেস্টি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা মেরিনা ৩০ বছর ধরে লেবার পার্টির সঙ্গে যুক্ত। পরিচালনা করেন বিভিন্ন শিশু সংগঠন। এ ছাড়া লেবার পার্টির আরেক বাংলাদেশি প্রার্থী আলী আখলাকুল ইসলাম— লুটন আসন। সেই ষাটের দশকে তার পরিবার ব্রিটেনে বসবাস শুরু করে। আলী আখলাকুল কাজ করেছেন রেস্টুরেন্টে। ব্যবস্থাপনায় রয়েছে তার যথেষ্ট অভিজ্ঞতা। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি (রক্ষণশীল দল) থেকে এবার মাত্র একজন বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন। তিনি হচ্ছেন মিনা সাবেরা রহমান—বার্কিং আসন। সুনামগঞ্জের ছাতকে জন্মের ২১ দিনের মাথায় বাবা আলহাজ আবদুল গনি ও মা রাবেয়া বেগমের কোলে চড়ে সেই সত্তরের দশকে যান লন্ডনে। থাকেন বার্মিংহ্যামে। এ ছাড়া লিব-ডেম থেকে বাংলাদেশি প্রিন্স সাদিক চৌধুরী মনোনয়ন পেয়েছেন নর্দহ্যাম্পটন দক্ষিণ আসনে। ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রুশনারা আলী। সিলেটের মেয়ে রুশনারা মাত্র ৭ বছর বয়সে পাড়ি জমান ব্রিটেনে। অক্সফোর্ডের সেই জনস কলেজে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে যোগ দেন রাজনীতিতে। ১৯৯৭ থেকে ’৯৯ পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বাউর এমপি ওনা কিংয়ের পার্লামেন্টারি সহকারী ছিলেন তিনি। ২০০০-২০০১ সালে ব্রিটিশ ফরেন অফিসে মানবাধিকার বিষয়ে কাজ করেন। বেথনাল গ্রিন অ্যান্ড বাউ আসনে ২০১০ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে প্রথম বাঙালি মুসলমান এমপি হন তিনি। অন্য উল্লেখযোগ্য প্রার্থী টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন লেবার পার্টিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটিসহ বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি। এড মিলিব্যান্ডের লেবার পার্টির নেতা হওয়ার লড়াইয়ে প্রচার চালিয়েছেন টিউলিপ। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে বারাক ওবামার নির্বাচনেও প্রচার চালিয়েছেন। ২০১০ সালে টিউলিপ ক্যামডন কাউন্সিলে প্রথম বাঙালি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে লেবার পার্টি ২০১৩ সালের জুলাইয়ে তাকে হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসনে মনোনয়ন দেয়। একই বছর টিউলিপ ১০০ জন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনসপিরেশনের মধ্যে অন্যতম হিসেবে মনোনীত হন। বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা গত বছর তাকে আখ্যায়িত করে ‘ওয়ান টু ওয়াচ’ ইন ব্রিটিশ পলিটিক্স।  
আমার দেশ এর সৌজন্যে

মির্জা ফখরুলের মেয়ের খোলাচিঠি

বাবার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ও বিরোধী রাজনীতিবিদদের কাছে ব্যক্তি ফখরুল কেমন মানুষ- এসব বিষয় নিয়ে খোলাচিঠি লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। ফেসবুকে দেওয়া তার সেই খোলাচিঠিতে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামারুহ মির্জা সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরেছেন। তার লেখা খোলাচিঠিটি তুলে ধরা হলো: আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপাদমস্তক একজন রাজনীতিবিদ। আমি এই মানুষটি এবং অন্য আরও কিছু প্রসঙ্গ নিয়ে কিছু কথা লিখছি। নিজের বাবাকে নিয়ে লেখা বোধহয় খুব শোভন নয়! তবু এ কাজটি আমি আজ করতে চাই এবং করব। 
মির্জা আলমগীরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে শ্রদ্ধা করেছেন সবসময়। এলাকায় যে কোনো বিপদে-আপদে প্রথমে ছোটেন তাঁর কাছে, সমাধানের জন্য। তিনি যে দলেরই হোন না কেন, তিনি যে ধর্মেরই হোন না কেন। বলু কাকার একটি কথা মনে পড়ে গেল। 
নির্বাচনী প্রচারণায় আমি হাঁটছি এক পাড়া থেকে আরেক পাড়ায়। বলুকাকার বাসার সামনে এসেছি, সঙ্গে থাকা দু’জন বললেন দাঁড়াও, ভেতরে যাওয়ার দরকার নেই, তিনি আব্বুর বিরুদ্ধে প্রচারণা করছেন। আমি তবু এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখি বলুকাকা আর ক’জন বসে। 
বললাম, বলুকাকা, আব্বুর জন্য দোয়া করবেন। 
বলুকাকা হেসে বললেন মাগো, রাজনৈতিক কারণে আমি তোমার বাবার বিরোধিতা করছি; কিন্তু মানুষ আলমগীরের জন্য আমার মঙ্গল কামনা নির্ভেজাল, সবসময় ।  
নাম বলছি না, তবে আওয়ামী লীগের এক বিখ্যাত বাগ্মী রাজনীতিবিদ এক টকশোতে আব্বুর সঙ্গে বসতে চাননি। তার সাফ কথা, এই ভদ্রলোকের সঙ্গে আমি ঝগড়া করতে পারব না। শতভাগ সততার সঙ্গে মানুষটি সারা জীবন রাজনীতি করেছেন; নিজের আদর্শ, নিজের বিশ্বাসের সঙ্গে কখনো সমঝোতা করেননি। 
শুধু বোঝেননি, এই বাংলাদেশে তিনি বড়ই অনুপযুক্ত এক রাজনীতিবিদ। একটি ‘গণতান্ত্রিক’ সরকার আজ এই মানুষটিকে যেভাবে অপদস্থ করল, তা আসলেই উদাহরণ হয়ে থাকবে চরম অবিচারের। কী অপরাধ ছিল তাঁর? 
তিনি বিরোধী দলের মহাসচিব, সরকারের সমালোচনা করতেন, কর্মীদের সংগঠিত করতেন, তাঁদের উজ্জীবিত করতেন সরকারবিরোধী আন্দোলনে প্রকাশ্যে বক্তৃতা দিয়ে, যা পুরো বাংলাদেশের মানুষ দেখত, শুনত, উপলব্ধি করার চেষ্টা করত। তিনি বোমাবাজি করেছেন কিংবা করিয়েছেন? গাড়িতে আগুন দিতে বলেছেন? 
মাননীয় প্রধানমন্ত্রী, মির্জা আলমগীরের চরম শত্রুও তা বিশ্বাস করবে না! পঁয়ষট্টি বছরের মানুষটাকে আমি প্রায়ই প্রশ্ন করতাম, আব্বু, এই নষ্ট, পচে যাওয়া সমাজে তুমি কেন এখনও রাজনীতি করছ? ’৭১-পূর্ববর্তী রাজনীতির সেই পরিবেশ তো আর নেই। আগেও রাজনীতিবিদদের বন্দি করা হতো, তাদের সঙ্গে যথাযথভাবে ব্যবহার করা হতো, আজ তো কোনো নিয়ম নেই, আজ তো গ্রেফতার করেই রিমান্ডে নিয়ে প্রাগৈতিহাসিকভাবে অত্যাচার করে। এসব বাদ দাও না! আব্বু স্মিত হেসে বলতেন, ‘শেষ চেষ্টাটা করেই দেখি, আমার তো চাওয়া-পাওয়ার কিছু নেই।’ তাঁর খুব প্রিয় কবিতার একটি লাইন প্রায়ই আমাকে বলতেন, ‘এখনি অন্ধ বন্ধ করো না পাখা।’ 
আমার এই বাবার বিরুদ্ধে এই সরকার দুটি আজব মামলা দিয়েছে। একটিতে অভিযোগ, আব্বু এবং আরও ক’জন মিলে সচিবালয়ে ককটেল ফাটিয়েছেন বা ফাটাতে সহযোগিতা করেছেন; আরেকটিতে অভিযোগ, তাঁর এবং আরও ক’জনের প্ররোচণায় ২৯ এপ্রিল একটি বাস পোড়ানো হয়েছে। 
মামলার চার্জশিট পড়ছিলাম। নিজের অজান্তেই হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করল, কেন হাসছি। ওকে পুরো ঘটনাটা খুলে বললাম। ও অবাক হয়ে তাকিয়ে থাকল। তোমার বাবাকে আসামি বানিয়েছে? এই মামলায়? ওর বিস্ময় দেখে বললাম, বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ তোমার মতোই বিস্মিত! 
ওকে বললাম, জানো, এই সরকার দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে, এরা দিনবদলের কথা বলেছে! ওর বিস্ময় আরও বাড়ল। 
‘বল কী, এটা নির্বাচিত সরকার! আমি তো ভেবেছি, এটা স্বৈরাচারী সামরিক সরকার।’ খারাপ লাগছিল। 
বললাম, ‘চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, সরকার একটু টালমাটাল এখন, ঠিক হয়ে যাবে।’ আন্তর্জাতিক মিডিয়ায় ঘটনাটা আসার পরে অনেকেই আমার কাছে জানতে চাইল পুরো ব্যাপারটা। খুব চেষ্টা করলাম দেশের ‘ভাবমূর্তি’ রক্ষা করে বুঝিয়ে বলার। সবাইকে আশ্বাস দিলাম, আমাদের বিচারব্যবস্থার ওপর আস্থা আছে। 
নিম্নআদালত আব্বুদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে। রায় ঘোষণার পরপরই আব্বুকে ফোন দিলাম। ভীষণ পজিটিভ, হাসছিলেন আমার দুশ্চিন্তা দেখে। হঠাৎ গলাটা বোধহয় আবেগে কিছুটা বুজে এলো। 
বললেন ‘মাগো, তুমি সাহস হারিয়ো না, আমরা একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব, করতেই হবে। যা-ই হোক, তুমি সাহস হারিয়ো না মা।’ আমি আর কথা বলতে পারলাম না। তাঁকে বললাম না, আমি আর স্বপ্ন দেখি না বাংলাদেশ নিয়ে, আমি আর আশা করি না। আমার কেন জানি আজকাল শুধু মনে হয়, ওরা ভিন্নমতাবলম্বী, সাহসী, সত্যবাদী, দেশপ্রেমিক কোনো বাংলাদেশী নাগরিককে মুক্ত থাকতে দেবে না। 
তুমি যদি স্বাধীনভাবে কথা বলতে চাও, চুপ করে থাকো। এর কিছুই তাঁকে বলা হোল না। শুধু বললাম, ‘তুমি ভালো থেকো আব্বু।’ 
আমার প্রিয় শিক্ষক প্রফেসর আনোয়ার হোসেনের লেখা আজকাল প্রায়ই পড়ি। সব লেখাতেই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর সংগ্রামের কথা, তাঁর ভাইয়ের আত্মদানের কথা, সোনার বাংলা নিয়ে তাঁর পরিবারের স্বপ্নের কথা। আমারও মনেপড়ে ১/১১-এর পরে তাঁর সাহসী ভূমিকার কথা, আরেকটু আগেকার কথাও মনে পড়ে, শামসুন নাহার হলে পুলিশি অভিযানের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকার কথা। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। 
স্যারকে দেখতে গিয়েছিলাম তাঁর বাসায়, তাঁর আগেও স্যারের বাসায় গেছি রাতের খাবার খেতে, ক’জন বন্ধুসহ। কিছুদিন আগে মেইলে পেলাম তাঁর চিঠি, ১/১১-এর পরে কোর্টে দেয়া তাঁর জবানবন্দিসহ, তাকে ভোট দেয়ার আবেদন করে। 
এই স্যার আজ আর প্রতিবাদ করছেন না, গর্জে উঠছেন না, মিছিলে যাচ্ছেন না। উনি দেখছেন, সেই একই পুলিশি রিমান্ডে রাজনৈতিক নেত্রীকে চার পেয়ে পশুর মতো অত্যাচার করা হচ্ছে, মেয়েটি দাঁড়াতে পারছে না, সেই একই রিমান্ডে মানুষের মেরুদ- ভেঙে দেয়া হচ্ছে, সেই একই বাহিনী রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে কারও বাবাকে, কারও স্বামীকে, কারও সন্তানকে, ক’দিন পরে বুড়িগঙ্গায় ভেসে উঠছে মানুষের হাত, পা। স্যার কিন্তু কিছুই বলছেন 
না। স্যার একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন জানি, খুব স্বাভাবিক। প্রতিটি মানুষ রাজনৈতিক। কিন্তু যে কোনো অন্যায় তো অন্যায়ই, যে কোনো অবিচার তো অবিচারই, যে কোনো অত্যাচার তো অত্যাচারই। এসবের তো অন্য কোনো নাম নেই, অন্য কোনো সংজ্ঞা নেই। তবে? তার এই নীরবতার কারণ কী? 
স্যারের একটি লেখা পড়লাম, কালের কণ্ঠে। তিনি লিখেছেন তাঁর প্রিয় শিক্ষককে নিয়ে। সেই লেখাতেও তিনি কয়েকবার উল্লেখ করলেন অন্যায়ের বিরুদ্ধে তাঁর অতীত সংগ্রামের কথা। 
প্রশ্ন করি তাঁকে, আপনার ভাই যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, তার কতটুকু এই ‘সোনার বাংলা’য় বাস্তবায়ন হয়েছে? প্রশ্ন করি তাঁকে, বর্তমানকে তিনি কীভাবে দেখছেন এবং বর্তমানে তিনি কী করছেন? সংগ্রাম কি চলমান প্রক্রিয়া নয়? 
আমি স্যারের কথা উল্লেখ করলাম, কারণ আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ বুদ্ধিজীবীকে তিনি প্রতিনিধিত্ব করেন। আমাদের আঁতেলরা এক একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে গিয়ে কেমন জানি বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে যান। 
একটি মার্কা, একটি রঙ তাঁদের অন্ধ করে দেয়। চোখের সামনে সমাজটা নষ্ট হয়ে যায়, চোখের সামনে মানুষগুলো কুঁকড়ে যায়, চোখের সামনে দেশটা বধ্যভূমিতে পরিণত হয়, এদের কিচ্ছু যায় আসে না। একটু আগেই খবর পেলাম,আনোয়ার স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনীত হয়েছেন, স্যারের সাম্প্রতিক নীরবতার কারণটা এখন বোধগম্য হলো! 
সোহেল তাজের পদত্যাগের পর একটি ব্যাপার আমার কাছে পুরো পরিষ্কার। আমরা সবাই এক একটি সোহেল তাজ। আমরা খুব সাহস, উদ্যোগ নিয়ে নেমে পড়ি সমাজ বদলাবো বলে। ফেসবুকে এমন ঝড় তুলি, সে ঝড়েই যেন উড়ে যায় সব অনাচার, রাজনীতিবিদদের গালিগালাজ করে অর্গাজমের সমপরিমাণ আনন্দ বোধ করি, অন্যের পি-ি চটকিয়ে দাবি করি আমিই আলাদা, আমিই শুদ্ধ। তারপর যখন দৈত্যগুলো কামড়ে দেয়, তখন গাল ফুলাই, অবুঝ শিশুর মতো বলি ‘আমি তোমার সঙ্গে আর খেলব না।’ 
বিশাল একটা চিঠি লিখে পালিয়ে যাই আমেরিকা। ব্যস, নাটকের এখানেই সমাপ্তি। 
আমার কিছু উচ্চশিক্ষিত বন্ধু আছে, এরা প্রায়ই বিভিন্ন আড্ডায়, ফেসবুকে রাজনীতিবিদের পি-ি চটকায়। খুব ফ্যাশনের কাজ, নিজের নিরপেক্ষতা প্রমাণের কী সাংঘাতিক চেষ্টা, অনেক হাত তালি। ভাবখানা এমন, ‘হলো তো? দেশ ও সমাজের 
প্রতি দায়িত্ব পালন করা শেষ, এবার চলো, শীশা খেতে যাই।’ সুবিধাবাদের চূড়ান্ত! রাজনীতিবিদদের গালি দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলানো যায় না, এ সহজ কথাটি আমার উচ্চশিক্ষিত বন্ধুদের মাথায় ঢোকে না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই! আমার বাবা একটি কথা আজকাল প্রায়ই বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনে একটি অন্যতম মূল ভূমিকা রেখেছে শিক্ষিত মধ্যবিত্ত। পুঁজিবাদ আর ভোগবাদের প্রভাবে এই মধ্যবিত্ত আজ নির্লিপ্ত হয়ে গেছে, সুবিধাজনক বলে।’ আর আমার মাথা বলে, এটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা। কোনো নিয়মতান্ত্রিকভাবে, সভ্যভাবে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। আজ ব্যক্তি মির্জা আলমগীরের ওপর যে অন্যায় হলো, যে অবিচার হলো এর ফল ভোগ করতে হবে পুরো জাতিকে। এটা পরিষ্কার। আজ অথবা কাল!!
BDToday.net

সোমবার, ৩০ মার্চ, ২০১৫

সোমবার থেকে আবারো ৪৮ ঘণ্টা হরতাল

চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। 
তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে এই দুটি মহানগরী এ হরতাল কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

হৃদয়স্পর্শিক একটি ছবি

বাংলাদেশ বার্তা: ছবিটি একটি এতিমখানা থেকে তোলা হয়েছে। খুব সম্ভবত ইরাকের। 
পৃথিবীতে আলোলড়ন সৃষ্টিকারী ছবিগুলোর মধ্যে একটি এটি।
শিশুটির মা নাই। মা’কে কখনো সে দেখেও নাই।তার অননেক ইচ্ছে করে মার কাছে ঘুমাতে। 
তাই মেঝেতে মা’এর ছবি এঁকে তার কোলে ঘুমিয়ে পড়ে শিশুটি।সত্যিই, খুবই হৃদয়স্পর্শিক একটি ছবি এটি। 
উৎসঃ ফেসবুক

'খালেদার প্রতি মানুষের আস্থার ফলে রাজনীতি নতুন মোড় নেবে'

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক ব্যাপার। তাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা হলো এতে দেশের জনগণ ভীষণভাবে উদ্বিগ্ন। রেডিও তেহরানের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও কলামিস্ট ফরহাদ মজহার।
তিনি বলেন, সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লংঘন। বর্তমান সরকারের যে বিশেষ মানবতা বিরোধী চরিত্র সেটিই এ ঘটনা থেকে স্পষ্ট হয়েছে।
সরকারপক্ষের লোকজন বলছে তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন। তাদের এ বক্তব্য সত্যিই মারাত্মক অমানবিক। এ পরিস্থিতি ভীষণভাবে উদ্বিগ্ন করছে বলে মনে করেন ফরহাদ মজহার।
তিনি বলেন, অধ্যাপক মোজাফফর আহমদকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য শুধুমাত্র তাকে একটা পদক দেয়াটাকে আমি বলব অসম্মান করা হয়েছে। ফলে তিনি পদক প্রত্যাখ্যান করে নিজের এবং স্বাধীনতার মর্যাদা রক্ষা করেছেন।
তিনি বলেন, ধরুন মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য শেখ মুজিবুর রহমানকে যদি এই ধরণের একটি পদক দিয়ে তার মূল্যায়ন করা হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে! আমার কাছে তো মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদকে পদক দেয়ার ব্যাপারটি সেরকম মনে হয়েছে।
গুম-খুন, অত্যাচার-নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আমি স্পষ্টভাষায় বলতে চাই, একটি ফ্যাসিস্ট সরকার এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
খালেদা জিয়াকে গ্রেফতার করা খুব সহজ হবে এমনটি মনে করেন না ফরহাদ মজহার। তিনি বলেন, তাকে একটা দুর্নীতির মামলায় সরকার গ্রেফতার করে নিয়ে যাবে এবং দেশের মানুষ চুপ করে থাকবে সেটাও আমার মনে হয় না। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার প্রতি যে আস্থা দেশের জনগণের রয়েছে তাতে রাজনীতিতে নতুন গতি তৈরি হবে।
সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন গাজী আবদুর রশীদ। ফরহাদ মজহারের পুরো সাক্ষাৎকারটি ঢাকার নিউজের পাঠকদের জন্য রেডিও তেহরান থেকে হুবহু উপস্থাপন করা হলো।

রেডিও তেহরান: স্বাধীনতা পদক-২০১৫ গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদ। তিনি বলেছেন, সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, তারা কেউই কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে অংশ নেন নি। আমি সম্মানের সাথে ঘোষিত ‘স্বাধীনতা পদক-২০১৫’ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছি। প্রশ্ন হচ্ছে- এটা কি তার নিতন্তাই বিনয় নাকি এর আড়ালে কোনো মান-অভিমান অথবা প্রতিবাদ/ক্ষোভ লুকিয়ে আছে?
ফরহাদ মজহার: স্বাধীনতা পদক-২০১৫ গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদ, এ খবরটি যখন আমি দেখি তখন তার প্রতি আমার শ্রদ্ধা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। কারণ তারা একসময় রাজনীতি করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান অসামান্য। তবে তার এই অবদানের জন্য সত্যিকারার্থে আমরা তেমন কোনো স্বীকৃতি দেই নি।
রাজনৈতিক নেতা হিসেবে তার ভুল-ক্রুটি থাকতে পারে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার অবদান তো অনস্বীকার্য। তিনি রাজনীতিতে সব সময় নতুন কিছু ভাবতে চেষ্টা করেছেন। আর রাজনীতিতে নতুন করে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়টি আমার কাছে খুবই শক্ষণীয় বলে মনে হয়েছে। যেহেতু তার দল ন্যাপ এখন সেই পরিমাণ প্রভাবশালী নয়। ফলে আজকের তরুণ সমাজ তার সম্পর্কে খুব কমই জানে। তবে তার অবদানের জন্য শুধুমাত্র তাকে একটা পদক দেয়াটাকে আমি বলব অসম্মান করা হয়েছে।
ধরুন মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য শেখ মুজিবুর রহমানকে যদি এই ধরণের একটি পদক দিয়ে তার মূল্যায়ন করা হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে! আমার কাছে তো মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদকে পদক দেয়ার ব্যাপারটি সেরকম মনে হয়েছে। অথবা ভাসানীকে যদি এরকম একটি পদক দেয়া হয় তো সেরকমই মনে হওয়ার কথা।
ফলে আমি মনে করি যে মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদ পদক প্রত্যাখ্যান করে তিনি তার নিজের মর্যাদা রক্ষা করেছেন, এবং আমরা যারা তাকে সম্মান করি আমাদেরও মর্যাদা রক্ষা করেছেন, স্বাধীনতার মর্যাদা রক্ষা করেছেন।
রেডিও তেহরান: বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে যৌথবাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি। তার সন্ধান চেয়ে আদালতে রিটও হয়েছে। মাহমুদুর রহমান মান্নাকেও একইভাবে ধরে নিয়ে গিয়েছিল র‍্যাব। পরে আদালতে হাজির করা হয়। কিভাবে ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছেন?
ফরহাদ মজহার: দেখুন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ আমার খুবই স্নেহভাজন। তিনি বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা। বিএনপির অধিকাংশ নেতারা বর্তমানে কারাগারে। তাদের ওপর চলছে দমন পীড়ন নির্যাতন। আর ঠিক সেই মুহূর্তে তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। আমরা তো জানি বাংলাদেশে গুম-খুন হয়ে যাওয়ার বিষয়টি কি রকমভাবে বেড়ে গেছে।
তবে এ বিষয়টি অত্যন্ত ভয়ানক একটি ঘটনা। কারণ বিএনপির মতো একটি অন্যতম বড় রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের একজন নেতা যিনি দলটির মুখপাত্র হিসেবে তাদের বর্তমান সময়ের বক্তব্য ও বিবৃতি দিচ্ছিলেন। দলের নির্দেশনা দিচ্ছিলেন তাকে তুলে নিয়ে গুম করে ফেলা হবে এবং দেশের জনগণ জানবে না এটা অত্যন্ত উৎকন্ঠার বিষয়। সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লংঘন। বর্তমান সরকারের যে বিশেষ মানবতা বিরোধী চরিত্র সেটিই এ ঘটনা থেকে স্পষ্ট হয়েছে।
আমি ব্যক্তিগতভাবে সালাহউদ্দিন আহমেদের নিরাপত্তার কথা ভেবে অনেক বেশি চিন্তিত। আমি মনে দেশের ভেতরের এবং বাইরের সকল মানবাধিকার সংগঠনের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। বাংলাদেশে যারা গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক অধিকারে বিশ্বাস করেন তাদের উচিত তীব্র প্রতিবাদ জানানো এবং দাবি করা উচিত যেন অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে আমরা দেখতে পাই।
যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা অভিযোগ থাকে তাহলে তাকে আইনের কাছে সোপর্দ করেন। তার স্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে, যদি তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা থেকে থাকে তাহলে তার বিচার করেন। কিন্তু তিনি কি এমন অপরাধ করেছেন যে রাষ্ট্রের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যাবে এবং তাকে আর পাওয়া যাবে না।
এখানে আরো একটা ভীতিকর বিষয় আমরা লক্ষ্য করছি। মিডিয়াতে এবং টেলিভিশনে দেখতে পাচ্ছি যে সরকারপক্ষের লোকজন বলছে তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন। তাদের এ বক্তব্য সত্যিই মারাত্মক অমানবিক। এ পরিস্থিতি আমাদেরকে ভীষণভাবে উদ্বিগ্ন করছে।
আমি এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ছাড়াও জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল এবং আন্তর্জাতিক কূটনৈতিকমহলের প্রতি আহবান জানাবো এ বিষয়ে উদ্যোগ নিতে। কারণ এ ধরণের কাজ করার অধিকার কোনো রাষ্ট্র বা সরকারের থাকতে পারে না।
রেডিও তেহরান: রমজান মাস শুরুর আগেই ঢাকা মহানগরের দুটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। কিন্তু অনেকেই বলছেন, এতদিন চলে গেলেও নির্বাচন করা হয় নি; যখন বিএনপি ও ২০ দল আন্দোলনে তখন সরকার এ নির্বাচন করতে যাচ্ছে এবং আন্দোলনেক ভিন্নখাতে নেয়ার লক্ষ্য নিয়ে সরকার এ নির্বাচনের পরিকল্পনা নিয়েছে। কি বলবেন আপনি?
ফরহাদ মজহার: বিএনপিকে রাজনৈতিক দল থেকে নিশ্চিহ্ন করে দেয়া বা ধ্বংস করে দেয়ার কৌশল ছিল সরকারের। দমন-পীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে দলটিকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা সরকার করেছে যাতে তাদের পক্ষে এই ধরণের একটি নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না হয়। আর সেই জায়গাটিতে তারা গিয়ে পৌঁছেছে। সরকারি দল মনে করছে এই নির্বাচনের মধ্য দিয়ে সামাজিক আধিপত্যও প্রতিষ্ঠা করবে। এমনিতেই তো রাজনৈতিক আধিপত্য রয়েছে তার ওপর যদি সামাজিক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে তাহলে তো আর কোনো কথা নেই। ফলে আমি বলবো আওয়ামী লীগ তাদের কৌশল অনুযায়ী সামনে এগোচ্ছে।
তবে এরকম দমন-পীড়ন-নির্যাতন, গুম-খুন এসব করে তারা দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার যেভাবে বিএনপির নেতাদের গ্রেফতার করছে, খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা এসবের মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের জনগণ এসব বিষয় খুব ভালোভাবে দেখছে এবং নিরীক্ষণ করছে পুরো পরিস্থিতি। সময় মতো তারা জবাব দেবে। নির্বাচন যদি হয়ও তাহলে জনগণ কিভাবে রেসপন্স করবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
আমি একটি খবরে দেখলাম মাহমুদুর রহমান মান্না তিনি জেলে থেকেও ঢাকা সিটির নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদি সেটি হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এটি তার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে সরকারের পক্ষে খুব সহজ হবে না নির্বাচনকে ম্যানিপুলেট না করে নিজেদের দলীয় লোককে তারা জিতিয়ে আনতে পারবে। তবে সরকার যা কিছুই করুক না কেন মনে হয় না যে তারা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে। আর সুষ্ঠুভাবে করলেও তারা তাদের দলের লোককে জিতিয়ে আনতে পারবে বলে মনে হয় না।
রেডিও তেহরান: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু গ্রেফতার করা হয় নি। এ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আপনার কি মনে হয়- রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বিএনপি নেত্রীকে গ্রেফতার করা হচ্ছে না?
ফরহাদ মজহার: হ্যাঁ আপনি প্রশ্নের মধ্যে ঠিকই বলেছেন। আমরা এমনটি অনুমান করতে পারি। এখানে দেখার বিষয় হচ্ছে ক্ষমতাসীনদের অধীনস্ত থেকে বিভিন্ন সময়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে যেভাবে কাজ করতে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে আমরা সবাই বুঝতে পারি যে খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। আইন যদি নিজস্ব নিয়মে চলে সেক্ষেত্রে ওয়ারেন্ট জারি করার পর অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। এছাড়া আমরা দেখেছি আন্তর্জাতিকমহল বা কূটনৈতিক মহল বলছে বাংলাদেশে এ ধরণের একটা পরিস্থিতি তৈরি হলে যে সহিংসতা হবে তা রাজনীতিতে মারাত্মক অস্থিতিশীলতা তৈরি করবে। তাদের ভাষায় একটা এক্সট্রিমিজন ডেভালপ করবে। আর ১৬ কোটি মানুষের দেশে এক্সট্রিমিজম ডেভালাপ করাটা অত্যন্ত বিপজ্জনক বলে তারা মনে করে। ফলে তারা এখানে এধরণের একটি পলিটিক্স ডেভালাপ করতে দিতে চায় না। আর চায় না বলেই তাদের একটা চাপ এখানে অব্যাহত রয়েছে।
এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকার ঠিক কাজ করছে না, তারা বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে ম্যানিপুলেট করছে এ কথাটা আন্তর্জাতিক সমাজ কূটনৈতিক কারণে স্পষ্ট করে বলছে না। তারা এভাবে চাপিয়ে দিচ্ছে যে খালেদা জিয়াকে যদি গ্রেফতার করা হয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
তবে এক্সট্রিমিজম বলতে তাদের ভাষায় বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে সেটা তারা রাখতে পারবে না। আর সেই চাপের কারণেও খালেদা জিয়াকে গ্রেফতার করা হচ্ছে না। আমার মনে হয় না খালেদা জিয়াকে গ্রেফতার করা খুব সহজ হবে। তাকে একটা দুর্নীতির মামলায় সরকার গ্রেফতার করে নিয়ে যাবে এবং দেশের মানুষ চুপ করে থাকবে সেটাও আমার মনে হয় না।
রেডিও তেহরান: আচ্ছা, দেশের চলমান রাজনীতির কথা যখন চলেই এল তাহলে এ প্রসঙ্গে একটু কথা বলি। চলমান আন্দোলন কোন পর্যায়ে এবং কোথায় গিয়ে এর শেষ হবে বলে মনে হচ্ছে?
ফরহাদ মজহার: দেখুন চলমান রাজনীতির কথা যখন আপনি বলছেন তখন আমার কাছে যে বিষয়টি মনে হচ্ছে সেটি হচ্ছে বর্তমানে যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে তারা একটা ফ্যাসিস্ট সরকার। আর তাদের দ্বারা সমাজে গণতন্ত্রের পরিবর্তে একটি ফ্যাসিবাদ কায়েম রয়েছে। এখানে গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদ কায়েম রয়েছে। আর একে মোকাবেলা করতে গিয়ে বিরোধী বিএনপির যে ধরণের রাজনীতি করার দরকার ছিল তা তারা করতে পারে নি। দীর্ঘদিন ধরে আমার লেখায় এ বিষয়টি আমি উল্লেখ করেছি। যেকারণে আমি বলব বর্তমান আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যথার্থ রাজনীতি করতে এখানে দেয়া হয় নি।
অনেকে বলে থাকেন বিরোধী বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল বলে তারা ব্যর্থ হয়েছে। তবে তারা যে সাংগঠনিকভাবে দুর্বল বলা হচ্ছে এরপক্ষে কিন্তু কোনো প্রমাণ নেই। আমরা দেখেছি বিএনপির চেয়ে অনেক দুর্বল সংগঠন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ৭০'র দশকে আন্দোলন করেছে। তারা মূলত তখন ৬ দফা নিয়ে আন্দোলন করেছে এবং তারা কি চেয়েছি জনগণের কাছে বিষয়টি স্পষ্ট ছিল।

কিন্তু বর্তমান বিরোধী পক্ষ বিএনপি জোটের রাজনীতির দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে তাদের আন্দোলনের উদ্দেশ্য কি বা সত্যিকারার্থে কি চান তা স্পষ্ট নয়।
তবে তাদের দুটো বিষয় আমার সামনে এসেছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে তুলে নেয়ার আগ পর্যন্ত তার যেসব বক্তব্য ও বিবৃতি প্রতিদিন মিডিয়ায় আসছিল সেখানে বলা হয়েছে- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা যে আন্দোলন করছে সেখানে তারা মনে করেন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যে অবস্থায় বাংলাদেশ চলছে সেভাবে দেশ চলতে পারে না। প্রয়োজনে সংবিধানের পুর্নলিখন তারা দাবি করছেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার যে ঘোষণা সেখানে কথাগুলো ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই তিন নীতির ভিত্তিতে সংবিধানের সংস্কার এবং নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান। এই কথাটা বিএনপির মুখপাত্রের বিবৃতিতে এসেছে। তবে একথাটা আমরা বেগম খালেদা জিয়ার মুখ থেকে শুনতে চাই। খালেদা জিয়া যদি নিজের মুখ থেকে একথা জনগণকে জানাতেন এবং বলতেন এজন্যই আমরা লড়াই করছি। তাহলে এর একটা অন্যরকম শক্তি দেশে তৈরি হতো। আমরা তখন দেখতাম দেশে নতুন একটি রাজনীতি শুরু হয়েছে।
এছাড়া ২০ দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে একটা প্রতিরোধ কমিটি গড়ে তুলুন বিভিন্ন ওয়ার্ডে, পাড়ায় মহল্লায়। তারমানে হচ্ছে ২০ দলীয় জোটের সবাইকে নিয়ে ঢাকাসহ দেশের সর্বত্র প্রতিরোধ কমিটি গড়ে তোলা। কিন্তু সেটাও সত্যিকারার্থে বাস্তবায়ন করতে পারে নি তারা বা সেই কমিটির মূল লক্ষ্য কি হবে, তারা কি করতে চায় তা এখানে স্পষ্ট নয়। ফলে যতক্ষণ পর্যন্ত না বিরোধী দল একটি সুস্পষ্ট রাজনীতি জনগণের সামনে হাজির করতে না পারছে এবং সেই রাজনীতির বক্তব্য আসতে হবে খালেদা জিয়ার নিজের মুখ থেকে। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার প্রতি যে আস্থা দেশের জনগণের রয়েছে তাতে রাজনীতিতে নতুন গতি তৈরি হবে।
বিএনপি যে শুধুমাত্র একটা নির্বাচন চায় এমনটি নয়; তারচেয়ে অনেক বেশি কিছু চায় যা জনগণের প্রত্যাশার মধ্যে পড়ে। তারা একটু নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে সংবিধানের পুর্নলিখন করবে। আর এ রাজনীতিই বাংলাদেশে এখন দরকার। আর খালেদা জিয়ার কাছ থেকে এ বক্তব্যই শুনতে চায় জনগণ। তার ভিত্তিতে ২০ দলীয় জোটের শরীক ও নির্দলীয় মানুষ যারা দেশের বর্তমান অবস্থা থেকে মুক্তি চান তারা ঐক্যবদ্ধ হবে এবং তখন বর্তমান পরিস্থিতির অবসান হতে পারে।- রেডিও তেহরান

সৎ, যোগ্য এবং আল্লাহভীরু নগরপিতার সন্ধানে-গোলাম মাওলা রনি

ইসলামের নবী আকায় নামদার, তাজেদারে মদিনা আহমাদে মোস্তফা, মোহাম্মাদুর রাসূলুল্লাহ সা: তাঁর নিয়মিত প্রার্থনায় প্রায়ই বলতেন- ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমামা! হে আল্লাহ তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। রাসূল সা: যেরূপে মুত্তাকিদের নেতা হওয়ার জন্য মুনাজাত করতেন, সেরূপে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তাঁর মুমিন বান্দাদেরকে আল কুরআনের সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে সতর্ক করে নির্দেশ প্রদান করেছেন, যার ভাবার্থ হলো- ‘ হে মুমিনগণ, তোমরা সর্বক্ষেত্রে রাসূলের নির্দেশ মেনে চলো এবং বিনাবাক্যে তার আনুগত্য করো। অন্যথায় তোমরা মুমিন হতে পারবে না।’
মুমিন বান্দারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন উত্তম নেতার জন্য প্রার্থনা করে থাকেন এবং বাস্তবে তেমন নেতা পেলে তারা সর্বতোভাবে সাহায্য করেন। ফলে নেতার পক্ষে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা সহজ হয়ে যায়। নেতা ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে যখন আল্লাহর হুকুম-আহকাম এবং নবী পাক সা:-এর সুন্নত প্রাধান্য পায়, তখন সেই সমাজ কিংবা রাষ্ট্রের উন্নয়ন এবং মানমর্যাদা বৃদ্ধির জন্য আসমানের রহমত ও বরকতের দরজা খুলে দেয়া হয়। এই ঘটনার বিপরীত দৃশ্য, অর্থাৎ জনগণ যখন মন্দলোককে তাদের নেতা বানায়, আর মন্দলোক নেতা হওয়ার পর তার কুকর্মকে সব কিছুর ওপর প্রাধান্য দেয়, তখন নিত্যকার কাজকর্মে, চলনে-বলনে খোদায়ি গজব অনিবার্য হয়ে যায়।
বাংলাদেশে নেতা নির্বাচনের তোড়জোড় এবং প্রক্রিয়া দেখে মনে হয়, এ দেশের মুত্তাকিরা কোনো দিন উত্তম নেতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন না। তা হলে কি তারা নামাজের কিংবা অন্য কোনো ইবাদতের পর শুধু নিজেদের পার্থিব বিষয় নিয়ে কান্নাকাটি করেন? কেউ বলেন- চাল দাও, ডাল দাও, সময়মতো খাবার দাও। অন্যরা বলেন, চাকরি চাই- বাকরি চাই এবং হুর-পরীর মতো সুন্দরী বউ চাই। বয়স্করা বলেন, ছেলেমেয়ে মানুষ করে দাও- আমার পায়ের ব্যথা, কোমরের ব্যথা, বাত-বেদনা দূর করে দাও এবং মরণের পরে মস্তবড় জান্নাত দাও। তারা সমাজ, রাষ্ট্র কিংবা তার নিজের কওম সম্পর্কে থাকেন বোধ হয় একেবারেই বেখেয়াল। অর্থাৎ, সমাজ বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা না করেন কোনো চেষ্টা কিংবা তদবির অথবা না করেন কোনো প্রার্থনা। তবে হ্যাঁ, কিছু লোক প্রার্থনা করেন বিপদে পড়লে। যদি গজব একেবারে ঘাড়ের ওপর এসে পড়ে, তখন কেঁদে কেঁদে বলেন- ও আল্লাহ! এইটা কী হলো! আমারে বাঁচাও। কেউ কেউ তো রীতিমতো নাফরমানি পর্যন্ত করে ফেলেন। তারা বলেন- ও আল্লাহ, তোমার কি চোখ নেই! অথচ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন- ‘তোমাদের যাবতীয় দুর্ভোগ তোমাদেরই দুই হাতের কামাই।’

নেতা নির্বাচন এবং জনগণের দায়দায়িত্ব নিয়ে এতসব নীতিকথা হঠাৎ করেই মাথায় ঘুরপাক খাচ্ছে এবার বাংলাদেশের তিন-তিনটি সিটি নির্বাচনের কায়দাকানুন দেখে। ঢাকা মহানগরীর দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে করপোরেশন থেকে উল্লেখযোগ্য কোনো সার্ভিস পাই না, কেবল ময়লা পরিষ্কার এবং গলির সামনের রাস্তাটি কালে-ভদ্রে ঝাড়– দেয়া ব্যতিরেকে। অন্য দিকে নিয়মিত পৌরকর পরিশোধ করতে গিয়ে কত টাকা ঘুষ দিতে হয় তা আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। এর বাইরে ট্রেড লাইসেন্স নবায়ন কিংবা গ্রহণ নিয়ে ঝক্কিঝামেলার কথা না হয়, বাদই দিলাম। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সিটি করপোরেশন আমার বিশ্বাস ও আস্থার জায়গায় পরিণত হয়নি। আমি যেমন ইতঃপূর্বে জানতাম না বাংলাদেশে, বিশেষত ঢাকা সিটি করপোরেশনের দায়িত্ব ও কর্তব্য কী; তদ্রুপ এ কথাও জানতাম না- তারা দায়িত্ব ও কর্তব্যের কতটুকু পালন করছেন। তবে চার দশক ধরে দেখছি, যারাই সিটি করপোরেশনের মেয়র পদে বসেছেন, তাদের কপালে যেন মা লক্ষ্মীর যোগ হয়েছে অযাচিতভাবে। প্রায় দীনহীন অবস্থায় তারা ওই পদে বসেছেন এবং বিদায়বেলায় মস্তবড় এক আমিরে পরিণত হয়েছেন। তাদের গাড়ি বাড়ি সম্পদ অর্জনের ধরন ও বহর দেখে আরব্য রজনীর আলীবাবাও অবাক হয়ে বলবেনÑ ওরা এত্তসব করল কী করে?
এবারে মেয়র নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি থেকে একজন প্রার্থী হিসেবে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে গিয়ে বারবার নিজেকে প্রশ্ন করেছি, কেন মেয়র হতে চাই? আল্লাহর ইচ্ছায় নির্বাচিত হলে নগরবাসীর জন্য কী এমন করার ক্ষমতা আমার রয়েছে? কেন আমি অন্যসব মানুষের মতো দুর্নীতিতে জড়িয়ে পড়ব না? এসব বিষয়ে আলোচনা করলে সম্মানিত পাঠকদের কেউ কেউ টিপ্পনি কেটে বলতে পারেন, আমি হয়তো বিনে পয়সায় নিজের কলামে নিজের বিজ্ঞাপনের জন্য ইনিয়েবিনিয়ে চেষ্টা-তদবির করে যাচ্ছি। তাই ওই দিকে না গিয়ে কেবল একটি কথা বলে শিরোনাম প্রসঙ্গে চলে যাবো। যখন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফেলো হিসেবে সেই দেশের স্থানীয় সরকার, বিশেষ করে কয়েকটি বৃহৎ সিটি করপোরেশনের কাজকর্ম নিয়ে গবেষণা করছিলাম, তখন মনে হয়েছে, বাংলাদেশের কোনো সিটি করপোরেশনই এখন পর্যন্ত তাদের জনকল্যাণমূলক কাজের পরিধি নির্ধারণ করতে পারেনি। অন্য দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সুইডিশ পার্লামেন্ট এবং আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ উদ্যোগে আমি যখন গর্ভবতী মহিলা, নিরাপদ গর্ভপাত, নবজাতকের স্বাস্থ্য, কিশোর বয়সের মন ও মননশীলতা নিয়ে সুইডেনে কাজ করার সুযোগ পেলাম, তখন মনে হলো- ঢাকা সিটি করপোরেশনের কোনো স্তরের কর্মকর্তাদের মাথায় ওইসব বিষয় এখনো ঢোকেনি। সবুজ নগরীর চিন্তা এবং বাস্তব অভিজ্ঞতাও লাভ করেছি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন গিয়ে কাজ করার সুবাদে। কাজেই আমার অভিজ্ঞান আমাকে সব সময় তাড়া দিয়ে আসছিল সুবিধাবঞ্চিত নগরবাসীর জন্য কিছু একটা করতে।
বহু আগে ভারতের সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় ভুবনবিখ্যাত পণ্ডিত শ্রী নীরদ চন্দ্র চৌধুরীর একটি সাক্ষাৎকার পড়ছিলাম। তিনি প্রশ্নকারী সাংবাদিককে বারবার বলছেন, এই প্রশ্নটা এভাবে হবে না- ওটা ওভাবে হবে না ইত্যাদি। তারপর যখন প্রশ্নকর্তা ভারতবর্ষের কয়েকজন পণ্ডিতের নাম নিয়ে কথা বলতে আরম্ভ করলেন, তখন রীতিমতো ক্ষেপে গেলেন এবং বললেন- ওইসব গণ্ডমূর্খকে পণ্ডিত মনে করার কারণে তোমার জ্ঞানগরিমার ধরন নিয়ে আমার রীতিমতো সন্দেহ হচ্ছে। তুমি তো আমার সাক্ষাৎকার নেয়ার যোগ্য নও। সাংবাদিক অনুনয়-বিনয় শুরু করলে নীরদ বাবু সহাস্যে প্রশ্ন করলেন- আচ্ছা, বলো তো, গান্ধী যে খালি গায়ে থাকতেন এবং সেই অবস্থাতেই ইংল্যান্ড এসেছিলেন গোলটেবিল বৈঠকে নিতে যখন বিট্রেনের তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রির নিচে, তার সেই কর্মকে তুমি কী বলবে? ভণ্ডামি, সাধুগিরি নাকি দেশপ্রেম?
সাংবাদিক এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। পারেননি এ কারণে যে, কেউ মনোজাগতিক বিষয়ের এত উচ্চ মার্গে গিয়ে দেশ-জনতা এবং নেতা-নেত্রী এমন করে ভাবেন না। আমরা সব কিছু অতি সরলভাবে দেখি এবং চিন্তা-ভাবনা করি নিরেটের মতো। জাতীয় বিষয় বা নিজের স্বার্থসংশ্লিষ্ট নয়, এমন বিষয় নিয়ে আমরা চিন্তা-ভাবনা করি খুবই কম এবং ভোট দেয়ার ক্ষেত্রে বিবেককে বন্ধক রেখে আবেগ নিয়ে লাফালাফি করি। ফলে জাতীয় জীবনে যখন বিপর্যয় নেমে আসে, তখন হয় নিজের কপালকে দায়ী করি, নতুবা কপালের মালিককে।
ঢাকায় সিটি নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। কতজন প্রার্থী আল্লাহ-খোদায় নির্ভর করেন তা আমার জানা নেই। আমার এ কথাও জানা নেই, তারা নামাজ-কালাম পড়েন কি না। আবার পড়লেও দু-তিনটি সূরার বাংলা অর্থ জানেন কি না, সন্দেহ। তারা জীবনে কতবার নিজের জন্য আল্লাহর সাহায্য চেয়েছেন এবং চোখের পানি ফেলেছেন, তা কেবল তারাই বলতে পারবেন। তবে দেশের জন্য, দলের জন্য এবং ঢাকা মহানগরীর বাসিন্দাদের জন্য প্রার্থনা করতে গিয়ে তারা যদি অঝোরে কেঁদে থাকেন, তবে আল্লাহর কুদরতি শক্তিতে তারা বিজয়ী হবেন, এ কথা নিশ্চিত করে বলতে পারব। আর নগরবাসীর জন্য এ ধরনের নেতানেত্রীরা হবেন তাদের রবের পক্ষ থেকে প্রদত্ত অন্যতম বৃহৎ নিয়ামত।
ভবিষ্যতের নগরপিতা তার রবের দরবারে কিভাবে মুনাজাত করেন, তা বলতে না পারলেও অতীতের নগরপিতাদের স্ফীত হওয়ার দৃশ্য দেখে তাদের মন-মানসিকতা সম্পর্কে সহজেই আন্দাজ করা যায়। তারা সব সময় জ্ঞানী ভোমাদের তুলনায় বোকাসোকাদের সমর্থন ও সাহচর্য আশা করতেন, ঠিক যেন বাবুরাম সাপুড়ের মতো। হয়তো তারা মনে মনে বলতেন- হে আল্লাহ! তুমি মানুষের দৃষ্টিশক্তি আমাদের দিক থেকে ফিরিয়ে দাও, যেন তারা আমাদের আয়-রোজগার দেখতে না পায় । তাদের চিন্তা-চেতনা এমন ভোঁতা করে দাও, যেন তারা আমাদের গোপন কর্ম সম্পর্কে ধারণা না পেতে পারে। তাদের সত্য ভাষণ দেয়ার ক্ষমতা রহিত করে দাও, যেন তারা আমাদের অন্যায়গুলোর প্রতিবাদ করতে না পারে। আর তাদের অন্তরে আমাদের সম্পর্কে ভয় সৃষ্টি করে দাও, যাতে তারা আমাদের জুলুমকে প্রাধান্য দিয়ে সারাক্ষণ ভয়ে থরথর করে কাঁপে।
নির্বাচনের তোড়জোড়ে ভয় পাচ্ছি- এবারকার সম্ভাব্য প্রার্থীদের আকার-আয়তন এবং সীমাহীন আশা-আকাক্সার বহর দেখে। একজনকে দেখলাম, ১০৬ কোটি টাকার ঋণ পরিশোধের জন্য তড়িঘড়ি করে বাড়ি বিক্রি করে ব্যাংকে টাকা জমা দিলেন। অন্যজন শত কোটি টাকা খরচ করার জন্য লাফালাফি করছেন। আরেকজন সহাস্যে ঘোষণা দিলেন- সমস্যা সব বুঝে ফেলেছেন, এখন সমাধানের পালা। তিনি দু’টি সমস্যাকে সামনে নিয়ে এসেছেন- এক. ঢাকাতেই নাকি প্রতি বছর পনেরো হাজার মানুষ শ্বাসকষ্টে মারা যায় এবং দুই. ড্রেনের সমস্যা দূর করবেন। বাস্তব ঘটনা হলো- দুটো সমস্যার কোনোটিই সমাধান করার এখতিয়ার নগরপিতার নেই, কেবল দোয়া করা ছাড়া।

আমাদের নগরপিতার বেতনভাতা কত, তা জানি না। তবে আমি মনে করি, নগরপিতার বেতন হওয়া উচিত প্রতি মাসে কমপক্ষে ১২ লাখ টাকা। তার জন্য বরাদ্দ থাকা উচিত সবচেয়ে দামি গাড়ি। বিনিময়ে তিনি তার পুরো সময়, চিন্তা-চেতনা, সততা ও ন্যায়নিষ্ঠা আমাদের জন্য নিবেদন করবেন। ঢাকার একটি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীর বেতন যদি ১২ লাখ টাকা হতে পারে, তবে নগরপিতার হবে না কেন? আমরা এ বিষয়ে যত কৃপণতা করব, ততই সেখানে পুকুরচুরির ঘটনা ঘটবে। অতীতের মেয়রদের দায়িত্ব গ্রহণের আগে সম্পত্তির খোঁজ নিয়ে দেখুন এবং দায়িত্ব শেষে সম্পত্তির হিসাব নিন। দেখবেন, প্রতি মাসে তিনি আয় করেছেন কমপক্ষে ১৫-১৬ কোটি টাকা। এই পরিমাণ টাকা প্রতি মাসে আয় করার জন্য তাকে প্রায় দ্বিগুণ পরিমাণ সুযোগ-সুবিধা অন্যের জন্য করে দিতে হয়েছে। এসব কারণে নগরবাসীরা যেমন করপোরেশন থেকে সেবা পাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দিয়েছেন, তেমনি নিষিদ্ধ উপার্জনের মোহে শত শত কোটি টাকা খরচ করে কেউ কেউ গদি দখলের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন আগপিছ চিন্তা না করেই।
সার্বিক পরিস্থিতিতে নগরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কী চান? কাকে চান এবং কেন চান? একজন নগরপিতা হবেন আমাদের সবার অভিভাবক। কাজেই আমাদের অভিভাবক কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিলের করপোরেট দুনিয়া এবং বায়তুল মোকাররম, হাইকোর্ট মাজার মসজিদ, চকবাজার শাহী মসজিদ ও অন্যান্য স্বনামধন্য উপাসনালয়ের ইমামগণের অভিভাবক হবেন, তা যদি আমরা বিবেচনায় না এনে কেবল মিছিল-মিটিং-পোস্টার-ব্যানারের বহর এবং নগদ নারায়ণের তাণ্ডবে বিমুগ্ধ হয়ে ভোটের বাক্স পূর্ণ করি, তবে শেষ অবধি দেশ-জাতি এবং আসমানের মালিকের কাছে আমাদের জবাবদিহি কেমন হবে?
লেখক : সাবেক সংসদ সদস্য

রবিবার, ২৯ মার্চ, ২০১৫

টাকা ফেরত নিল বিশ্বব্যাংক


 আলতাব হোসেন: দুর্নীতির অভিযোগে চলমান আট প্রকল্প থেকে অর্থ ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। ফেরত নেওয়া অর্থের পরিমাণ ১৫ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। এ ব্যাপারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে দেওয়া চিঠিতে বিশ্বব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব তদন্তে প্রকল্পগুলোতে ক্রয়সংক্রান্ত দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ অর্থ তারা ফিরিয়ে নিয়েছে। চিঠিতে ভবিষ্যতে ক্রয়সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়গুলোকে আরও সতর্ক হতে এবং ওই অনিয়মের সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। অভিযোগ আমলে নিয়ে সরকারি কোষাগার থেকে বিশ্বব্যাংককে অর্থ ফেরত দিলেও দুর্নীতির দায়ে অভিযুক্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাংককে অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি মূল ঋণের সুদহার বলবৎ থাকছে। ফেরত নেওয়া অর্থের পরিমাণ কম হলেও দুর্নীতির তকমা জড়াতে এগুলোই যথেষ্ট। অনিয়ম প্রমাণিত হওয়ায় বিশ্বব্যাংক এসব 
প্রকল্প নিয়ে হতাশ হয়ে পড়ছে। 
প্রাপ্ত তথ্য মতে, কেনাকাটায় অর্থ আত্মসাতের কারণে পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন 'ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট' প্রকল্পে ১ লাখ ৮২ হাজার টাকা ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক এবং অধিদপ্তরের তদন্তে দেখা গেছে, পরিবেশ অধিদপ্তরের এ প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সরোয়ার, উপ-প্রকল্প কর্মকর্তা রেজওয়ান হায়াত, প্রকিউরমেন্ট কনসালট্যান্ট জহুরুল ইসলাম ও শামসুর রহমান কেনাকাটায় ভুয়া বিল-ভাউচারে এ অর্থ আত্মসাৎ করেন। প্রকল্প এলাকা পরিদর্শনে না গিয়েও সংশ্লিষ্টরা ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ করেন। পরিবেশ অধিদপ্তর এ ঘটনায় অধিদপ্তরের পরিচালক তৌফিকুল আরিফকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে। এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. নাসির উদ্দিন সমকালকে বলেন, প্রকল্পের শুরুতে তাকে পরিবেশ মন্ত্রণালয়েও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। সে সময় প্রকল্পের কেনাকাটায় কিছু অনিয়ম হয়ে থাকতে পারে। তবে তখন কেনাকাটায় বিশ্বব্যাংকের কোনো গাইডলাইন না থাকায় এ ঘটনা ঘটেছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছুল আলম মণ্ডল সমকালকে জানান, যেটুকু অনিয়ম হয়েছে, সে পরিমাণ টাকা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে গত ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাংককে ফেরত দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন 'এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স' প্রকল্পে কেনাকাটায় অনিয়ম ধরা পড়ায় ২ কোটি ৭৮ টাকা ফেরত দিতে হয়েছে বিশ্বব্যাংককে। কেনাকাটার রসিদে আছে টিউবারসুলিন ইনজেকশনের একটি সিরিঞ্জের দাম এক হাজার ৩৭০ টাকা। অথচ সিরিঞ্জটির দাম মাত্র ১০০ টাকা। ২৫ টাকার ডিসপোজেবল হ্যান্ডগ্গ্নাভস কিনে রসিদে দাম দেখানো হয়েছে ৪৪০ টাকা। ঠিকাদার ও দোকানিদের সঙ্গে যোগসাজশ করে এ রকম নানা পণ্য কেনায় বাড়তি দাম দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। 
পানিসম্পদ মন্ত্রণালয়ের ১০ কোটি ২২ লাখ ডলারের 'ওয়াটার ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট' প্রকল্পে গত ছয় বছরে ছাড় হয়েছে মাত্র তিন কোটি ৮৮ লাখ ডলার। কেনাকাটা ও দরপত্রজনিত অনিয়মের কারণে প্রকল্প থেকে ৪ কোটি ৩ লাখ টাকা ফেরত দিতে হয়েছে বিশ্বব্যাংকে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের 'এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট' প্রকল্প থেকে ১৩ লাখ ৬১ হাজার টাকা ফেরত দিতে হয়েছে। এইচএনপি সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প থেকে ৩ কোটি ৯০ লাখ টাকা ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম থেকে ৪ কোটি ২৬ লাখ ৫৭ হাজার টাকা ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। এ ছাড়া 'প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু' প্রকল্পেও অনিয়মের কারণে ১৪ লাখ ৮৮০ টাকা ফেরত গেছে বিশ্বব্যাংকে। হায়ার এডুকেশন কোয়ালিটি ইমপ্র্রুভমেন্ট প্রকল্প থেকে ১৩ লাখ ৬১ হাজার টাকা ফেরত দিতে হয়েছে। বিশ্বব্যাংকের তদন্তে এ প্রকল্পের প্রথম তিন বছরেই প্রায় ৩৭ লাখ টাকা অগ্রহণযোগ্য (নন-এলিজিবল) ব্যয়ের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন উপ-প্রকল্প বাস্তবায়নের নামে এ ব্যয় দেখিয়ে মূলত আত্মসাৎ করা হয়েছে। 
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব সমকালকে জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রে যেটুকু অনিয়ম হয়, সেই পরিমাণ টাকা বিশ্বব্যাংককে ফেরত দিতে হয়। কিছু প্রকল্পে অনিয়ম হয়েছে। তবে এ টাকার পরিমাণ যৎসামান্য। তবে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার পর নতুন কোনো উপাদানে ব্যয়ের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে ফের বরাদ্দ দেওয়া হয়। 
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিশ্বব্যাংক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম সমকালকে বলেন, 'দাতাদের সঙ্গে ক্রয় নীতিমালা নিয়ে মতপার্থক্য রয়েছে। সেজন্য অনেক সময় কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। বিশ্বব্যাংকের চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকল্পকে অবহিত করে বিশ্বব্যাংকের আপত্তিকৃত অর্থ ফেরত দেওয়া হয়েছে।
সমকালের সৌজন্যে

প্রসঙ্গ:পহেলা বৈশাখ পালন --- অখণ্ড ভারতবর্ষ নাকি স্বাধীন বাংলাদেশ?


যেই ভারতের “মওকা মওকা” বিজ্ঞাপন দেখলে রাগে আমাদের গায়ের পশম দাড়িয়ে যায়, আমাদের অজান্তে আমরাই কি তাদের সেই বিজ্ঞাপনের পুঁজি যোগাচ্ছি না? ভারতের বাটপারি শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকলে এটাকে নিছক ক্রিকেটপ্রেম অথবা দেশপ্রেম বলে মাফ করা যেতো। কিন্তু তাদের কথা-বার্তা, চাল-চলন দেখলে মনে হয় যে আমাদের দেশটা তারা একরকম কিনে নিয়েছে। তারা বাঘের মত নির্ভীক বাঙালি জাতিকে বিড়াল বলে গালি দেয়, আমাদের দেশের বেশীরভাগ ব্যবসাতে তাদের একনিষ্ঠ পোদ্দারি এবং চুরি-চামারি দেখার মত হলেও ফাপর মারার বেলায় তাদের গলা সবার চেয়ে উঁচু। শুধুমাত্র গ্যাস সেক্টরে তাদের চুরি দেখলে মনে হয় আমাদের অনুমতি নিয়েই তারা বঙ্গপোসাগর দখল করে সেখান থেকে আমাদের নিয়ম করে দুই বেলা কয়েক বালতি পানি দেয়। আপনার বাসায় চুলার গ্যাস থাকে না, সিএনজি পাম্পে গ্যাসের প্রেসার থাকে না। পৃথিবীর সর্বাধিক প্রাকৃতিক গ্যাসের উৎস বাংলাদেশ। তাহলে আমরাই কেন বঞ্চিত?

বললে শুনতে খারাপ শোনা যায়, আমাদের নিজেদের উদাসীনতা থেকেই এই চোর সাহস যুগিয়েছে। আমরা হচ্ছি এক বলদ, মূর্খ কোটিপতির ন্যায় যার নিজের অফুরন্ত সম্পদ থাকার পর ও পাশের বাড়ির চোরের উপদ্রবে নিজেদের সম্পদ নিজেরাই ভোগ করতে পারছি না। কিভাবে এই চোর এত সাহস যোগাল?
আমরা যখন কোটিপতি হওয়া সত্তেও খাছলতের দরুন চোরের বাসার ভাঙ্গা কুলা ধাঁর করতে যাই, তখন এই বেহায়া চোর নির্লজ্জের মত ভাঙ্গা কুলা ফেরত চাইতেএসে বস্তাভরা চাল চুরি করে নিয়ে যায়। এই হচ্ছে তাঁর সাহসের মূল উৎস।
এবার বাস্তবতায় ফিরে আসি। তার আগে আরেকটা গল্প জানা দরকার। গল্প বললে ভুল হবে, কারন এটা একটা রুঢ় বাস্তবতা। মুঘল সম্রাট আকবর যাকে আমরা “আকবর দ্যা গ্রেট” নামে চিনি, যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিল সে ইসলাম ধর্মের বিরোধিতা করে কিছু হিন্দু পরামর্শদাতাদের অমূল্য পরামর্শের বদৌলতে দীন-ই-ইলাহি নামে এক মনগড়া ধর্মের সুচনা করেছিল। সেই ধর্মের একটি রীতিনীতি এবং ইসলাম ধর্ম অবমাননার একটি মাধ্যমস্বরূপ সে পবিত্র হিজরি সন বাদ দিয়ে মনগড়া ফসলী সন প্রবর্তন করে। আকবরের পর মুঘল সম্রাট জাহাঙ্গীর কয়েকবছর এই ফসলী সন চালু রাখেন, পরে তিনি তওবা করে আবার হিজরি সন চালু করেন।
কিছু হিন্দু ইসলামবিদ্বেষের প্রমাণস্বরূপ ওই ফসলী সনের গননা চালু রাখে। ব্রিটিশরা ভারত দখল করার পর হিন্দুরা ব্রিটিশদের পা চাঁটার সময় ইসলামবিদ্বেষী মনোভাব দেখিয়ে সমমনা সাজার জন্য এই ফসলী সন পুনরায় চালু করে। ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে উৎখাত হয়ে দেশে ফিরে যাবার সময় তাদের হিন্দু গোলামগুলিকে ইসলামবিদ্বেষী দিক-নির্দেশনা দিয়ে যায়, তার মধ্যে অন্যতম ছিল এই ফসলী সন চালু রাখার ব্যাপারটি যাতে মুসলমানরা পুরোপুরিভাবে তাদের ধর্মে অটল থাকতে না পারে।
হাজার বছর ধরে চলে আসা ঐতিহ্য, বাঙ্গালির গর্ব পহেলা বৈশাখ আসলে প্রথমত ইসলামবিদ্বেষ এবং দ্বিতীয়ত ষড়যন্ত্রের ফসল। পহেলা বৈশাখ পালন করার মাধ্যমে আমরা আকবরের অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন এবং ইসলামবিদ্বেষী ষড়যন্ত্রের বাস্তবায়নের পরিচায়করুপে কাজ করছি।

কেন ভারতের ছ্যাঁচড়া, চোর-বাটপার জনগন আমাদের অপমান করবে না, কেন আমাদের সম্পদ চুরি করে আমাদের উপর বড় গলায় কথা বলবে না? আমরা তো আসলেই ওদের সংস্কৃতি, ওদের ভাঙ্গা কুলার মুখাপেক্ষী।
দাদাদের কোলে বসাইয়া দুই বেলা মিষ্টিমুখ করাইয়া যাওয়ার সময় একটা পাঁচশ টাকার নোট হাতে গুঁজে দিলেও আমাদের এত অপমান হবেনা যতটা হচ্ছে তাদের অখণ্ড ভারতের চেতনার অংশ পহেলা বৈশাখ ইলিশ মাছ এবং পান্তা খেয়ে পালন করে। জনগনের সাথে সরকারের ও উচিৎ এই নোংরা দিবস পালন করা থেকে বিরত থাকা এবং ফসলী সন এর গননা বন্ধ করে দেয়া।

ওহ, দাদাদের আরেকটা কীর্তি তো বলতে ভুলেই গেছি। আমার প্রিয় ভাই-বোনেরা যেই পান্তা-ইলিশ খেয়ে নেচে গেঁয়ে পহেলা বৈশাখ পালন করেন, যেই পদ্মার ইলিশ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের উর্বরতা এবং সচ্ছলতার প্রতীক, আমাদের প্রানপ্রিয় চোর-বাটপার দাদারা আমাদের ইলিশ রপ্তানির প্যাটেন্ট নিজেদের নামে লিখিয়ে নিয়েছে। সেইদিন আর দূরে নয়, যেইদিন দাদারা আমাদের সম্পর্কে বলবে যে এই বিড়ালের জাতি ইলিশ চুরি করে অখণ্ড ভারতের অংশ হওয়ার মওকার আশায় প্রতিবছর নির্লজ্জের মত পহেলা বৈশাখ পালন করে।

(লেখক: ব্র্যাক ইউনিভার্সিটিতে এমবিএ করছেন)

ক্যান্সারের জন্য দায়ী যে ৫ টি খাবার না জেনেই প্রতিদিন খাচ্ছেন আপনি

ক্যান্সার এমন একটি মরণব্যাধি যার চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নি। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সারের হাত থেকে হয়তো বেঁচে যাওয়া সম্ভব কিন্তু একটু দেরি হলেই নিশ্চিত মৃত্যু। এই ব্যাপারটি জেনেও আমরা আমাদের জীবনযাপনে কোনো পরিবর্তন আনতে পারছি না। না জেনে প্রায় প্রতিদিনই এমন কিছু খাবার খেয়ে যাচ্ছি যা ক্যান্সারের জন্য দায়ী। যদি জেনেও একই ভুল বারবার করতে থাকা হয় তাহলে তাকে আর ভুল বলা চলে না। আমাদের উচিত এই খাবারগুলো যতোটা সম্ভব এড়িয়ে চলা। চিনে নিন ভয়াল সেই খাবারগুলোকে। ১) সফট ড্রিংকস গরমকাল মানেই নানান ধরণের সফট ড্রিংকস অতিরিক্ত পান করার ধুম পড়ে যায়। কিন্তু এই সফট ড্রিংকসের চিনি, ফুড কেমিক্যাল এবং রঙ দেহকে অ্যাসিডিফাই করে যা ক্যান্সারের কোষ গঠনে সাহায্য করে। সুতরাং এই ব্যাপারে সর্তক হোন। ২) পপকর্ন মুভি হলে গিয়ে পপকর্ন না খেলে অনেকের মুভিই দেখা হয় না। কিন্তু আপনি জানেন কি, ইনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এই পপকর্নের ভেতর খুঁজে পেয়েছেন পারফ্লুরোক্টেনোয়িক অ্যাসিড যা মানব দেহে টিউমার গঠনে সহায়তা করে। এছাড়াও পরকর্ন খাওয়ার ফলে লিভার, টেস্টিকুলার এবং পাঙ্ক্রেটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। ৩) ডায়েট খাবার ওজন কমানোর আশায় আর্টিফিশিয়াল চিনি, ডায়েট সোডা খাচ্ছেন? তাহলে জেনে রাখুন, ইউরোপিয়ান ফুড সেফটি অথোরিটির একটি গবেষণায় পাওয়া যায় ডায়েট খাবারের সুক্রালোজ, স্যাকারিন এবং অন্যান্য আর্টিফিশিয়াল চিনি ক্যান্সারের জন্য দায়ী। এছাড়াও এই ডায়েট খাবারের কারণে জন্মগত সমস্যা তৈরি হয় শিশুদের মধ্যে। ৪) আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই সকলেরই বেশ পছন্দের একটি খাবার। কিন্তু আলুর মতো স্টার্চ জাতীয় খাবার অতিরিক্ত তাপে ভাজা বা বেক করার কারণে এতে উৎপন্ন হয় আক্রিলামাইড নামক একটি কারসিনোজেনিক উপাদান, যা দেহে ক্যান্সারের কোষ গঠনে সহায়ক। এছাড়াও প্যাকেটজাত আলুর চিপসে থাকে আর্টিফিশিয়াল ফ্লেভার যা টিউমার গঠন করে। ৫) কীটনাশক সমৃদ্ধ ফলমূল ফলমূল না ধুয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু ফলমূল চাষের সময়ে এতে অনেক কীটনাশক ব্যবহার করা হয় যা ফলের গায়েই লেগে থাকে। তাই না ধুয়ে এই ফল খাওয়া আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ এইসকল কীটনাশকের উপাদান দেহে গঠন করে টিউমার ও ক্যান্সারের কোষ। সুতরাং অভ্যাস পরিবর্তন করুন। সূত্রঃ lolwot.com 

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপি-জামায়াত সমঝোতা

চট্টগ্রাম, ২৮ মার্চ ::চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে কাইন্সলর পদে বিএনপি- জামায়াতের মধ্যে আসন ভাগাভাগির মাধ্যমে সমঝোতা হচ্ছে। চসিকে ৪১টি ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত আসন রয়েছে।
এদের মধ্যে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে বিএনপি সমর্থিত ২১টি এবং জামায়াত সর্মথিত ২০টি আসন ভাগাভাগি করছেন বলে জামায়াতের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। এরই মধ্যে জামায়াত সর্মথিত বর্তমান কাউন্সিলর সামশুজ্জামান হেলালীসহ কয়েকজন মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। 
বিএনপি-জামায়াত সর্মথিত কয়েকজন ফরম সংগ্রহ করলেও ২০ দলীয় জোটের আলোচনার মাধ্যমেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা যায়। একই সাথে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপির একাধিক প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান শামীম বলেন, মেয়র পদে যেমন জোটগতভাবে সিদ্ধান্তহয়েছে। তেমনি কাউন্সিল পদেও জোটের শীর্ষ নেতারা আলোচনা করেই প্রার্থীতা নির্ধারণ করা হবে।ইতিমধ্যে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এ বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান। চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, কেন্দ্রীয়সহ দলের শীর্ষ নেতাদের নির্দেশনার আলোকে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম নেয়া হচ্ছে। এতে আলোচনার মাধ্যমে কাউন্সিলর পদে কতজন নির্বাচন করবেন, তা দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। জামায়াত সর্মথিত ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান হেলালি বলেন, যড়যন্ত্রমুলক বিভিন্ন মামলায় আসামী করা হয়েছে। তাই পলাতক রয়েছি। তারপরও এলাকার সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই। তাই যেখানেই থাকি, এবারও নিবার্চন করবো বলেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। গতবার সাধারণ মানুষ ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন। আশা করছি, এবার ভোটারদের পাশে থেকেই কাজ করতেপারবো। বিএনপি সমর্থিত ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম বলেন, কর্ণেলহাট এলাকায় পেট্টলবোমা হামলার ঘটনায় আমাকে প্রধান করে প্রায় ৯০ জনকে আসামি করে মিথ্যা মামলা হয়েছে আকবর শাহ থানায়। জামিন নিতে না পেরে এলাকায় যেতে পারছি না। তারপরও কাউন্সিলর এবার নির্বাচন করবো। জনগণের ভোটে গতবার নির্বাচিত হয়েছি। গ্রেপ্তার হলেও কারাগার থেকেই নির্বাচন করবো। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিএনপি সর্মথিত কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম,আবদুস সাত্তার সেলিম, একেএম জাফরুল ইসলাম, আবদুল মালেক, মোহাম্মদ ইসমাইল, জামায়াতের সামসুজ্জামান হেলালি ও মাহফুজুল আলমসহ বেশ কয়েকজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।একই সাথে সংরক্ষিত মহিলা আসনেও ফরম সংগ্রহ করেছেন বিএনপি সর্মথিত প্রায় ১৪জন প্রার্থী।