ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

সংবিধানের পরিপন্থী -ডাঃ শফিকুর রহমান সেক্রেটারী জেনারেল ( ভারপ্রাপ্ত ), বাংলাদেশ জামায়াতে ইসলামী

গত ২৪ ফেব্রুয়ারী জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “জামায়াত-শিবির যেন পুলিশে ঢুকতে না পারে সে ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সচেতন থাকার” যে আহ্বান জানিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্য জাতিকে বিভক্ত করার শামিল।
পুলিশ বাহিনীতে চাকুরী পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকদেরই আছে। কাজেই পুলিশের চাকুরীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের লোকদের নিযুক্ত না করার জন্য তিনি আহ্বান জানাতে পারেন না। তার এ বক্তব্য দেশের আইন ও সংবিধানের পরিপন্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির দেশের বৈধ ও আইনানুগ সংগঠন। এ সংগঠন দু’টি সম্পর্কে তিনি এ ধরনের অন্যায় ও অবৈধ বক্তব্য দিতে পারেন না। তার এ বেআইনী বক্তব্যে দেশের সচেতন নাগরিকগণ বিস্মিত, বিক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে দেশের জনগণ এ ধরনের বিদ্বেষ প্রসূত ও বৈষম্যমূলক বক্তব্য প্রদান আশা করে না।
মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ রাখতে হবে যে, দেশের প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ পদটি কোন দলীয় পদ নয়। এটি সরকার প্রধানের পদ। এই অবস্থান থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন তা একাধারে দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অন্যায্য এবং অনৈতিকও বটে। তার এ বক্তব্য একজন নাগরিকের অধিকার হরনের শামিল এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নাগরিকদের যোগ্যতার ভিত্তিতে চাকুরী পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীকে এ ধরনের নগ্ন হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।
বাংলাদেশের সংবিধানে দলীয় আনুগত্যের ভিত্তিতে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারী চাকুরীতে লোক নিয়োগের কোন বিধান নেই। তাই আমরা মনেকরি এই বক্তব্য সংবিধান লংঘনেরই শামিল। আমরা আশা করি ভবিষ্যতে কেউ এ ধরনের অনাকাঙ্খিত ও অন্যায্য কোন বক্তব্য প্রদান করে দেশের কোন সম্মানিত নাগরিকের অধিকার হরনের অপচেষ্টা করবেন না।”

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

পিলখানা ট্রাজেডি: একটি পদানত রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র -ড মুহাম্মদ রেজাউল করিম


আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির ৭ম বার্ষিকী। বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। ২০০৯ সালের এই দিনে বিশ্বের ইতিহাসে পিলখানায় বিডিআর সদর দফতরে ঘটে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটি অংশ। দেশ রক্ষার অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর ও পদানত রাষ্ট্রে পরিনত করার চক্রান্ত শুরু হয়েছিল সেদিন থেকে। মাত্র ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে জাতি হারিয়েছে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা, একজন সৈনিক, দুইজন সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ জন বিডিআর সদস্য ও ৫ জন বেসামরিক ব্যক্তিকে। পিলখানায় পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তর। ঘটনার পর পিলখানা থেকে আবিষ্কৃত হয় গণকবর। গণকবর থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের লাশ। বিশে^র দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন হয় দারুন ভাবে। এ ঘটনায় সারাদেশের মানুষ আজও বিষ্মিত হতবাক। আজও উদ্ধার হযনি এর নেপথ্য রহস্য। উন্মোচিত হয়নি মুল ষড়যন্ত্রকারীদের মুখোশ। তাই আজও থামেনি শহীদ পরিবারের কান্নার আওয়াজ। এখনো দাবী উঠছে বিচার বিভাগীয় তদন্তের। কিন্তু কেউই জানেনা আসলে এর শেষ কোথায়! বাংলার জনগন কি জানতে পারবে ঘটনার পেছনের ইতিহাস?
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনাসদস্যদের স্মরণ করা হয়। ‘শহীদ পরিবারবর্গ’ এবং ‘দেশ উই আর কনসার্নড’ নামক সংগঠন যৌথভাবে এ আয়োজন করে। স্বাগত বক্তব্যে নিহত কর্নেল কুদরত এলাহী রহমানের বাবা হাবিবুর রহমান বলেন, শহীদ পরিবারের সদস্যদের প্রশ্ন- কেন এই বর্বরোচিত হত্যাকান্ড হলো, নিহত সেনা সদস্যদের কী অপরাধ ছিল? তিনি বলেন, শহীদদের মধ্যে এমন সেনা কর্মকর্তা ছিলেন, যিনি ওই দিনই অথবা মাত্র এক মাস আগে অন্য কর্মস্থল থেকে বিডিআরে যোগ দিয়েছেন। তাঁদের কী অপরাধ ছিল? কারাইবা এই নৃশংসতার পরকিল্পনা করেছিল?
হাবিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হলে এই হত্যাকান্ডের মূল রহস্য হয়তো উন্মোচন হতো। তাই এমন একটি কমিশন গঠনের দাবি জানাচ্ছি।’ তিনি নিহত সেনাদের স্মরণে ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনা দিবস’ এবং দিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করার দাবি জানান। নিহত কর্নেল এম মুজিবুল হকের স্ত্রী নেহরিন ফেরদৌস বলেন, ‘সবার মনে ধারণা জন্মেছে, আমরা সরকারের কাছ থেকে অনেক টাকা পেয়েছি। যেখানেই যাই, সবাই আমরা কেমন আছি, কী করছি, বাচ্চারা কেমন আছে সে বিষয়ে কিছু জিজ্ঞেস না করে আমরা কী পেয়েছি তা জানতে চায়। এটা খুবই বিব্রতকর। আমরা যা পেয়েছি তা আমাদের স্বামীর ন্যায্য টাকাটা পেয়েছি। তার চেয়ে বেশি কিছু নয়।’
নেহরিন ফেরদৌস বলেন, তাঁরা কারও কাছ থেকে সহানুভূতি চান না। সবকিছুর ঊর্ধ্বে তাঁদের একটাই চাওয়া, এই দিনটাকে বিশেষ দিবস হিসেবে পালন করা হোক। আগামী প্রজন্ম জানুক, এই দিনে এমন একটা নৃশংস ঘটনা ঘটেছিল। মেজর মো. সালেহর স্ত্রী নাসরিন আহমেদ বলেন, ‘আমরা আসল ঘটনাটি জানতে চাই। এত বড় একটা ঘটনা, এর পেছনে কারা ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, বিচার আদৌ কি হলো, আমরা কিন্তু কিছুই জানি না। এসব কিছু আমরা জানতে চাই। আমাদের সন্তানেরা জানতে চায়।’
মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান বলেন, ‘২৫ ফেব্রুয়ারি যদি সরকার শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে, তাহলে হয়তো একটা কিছু পেয়েছি বলে মনে হবে। কারণ বিচার তো কী হয়েছে তা সবার দেখা। আমরা যা দেখেছি, এটা আসলে কিছু কি হলো! আচ্ছা যতটুকু দেখেছি, যা হলো তা না হয় মেনে নিলাম। মেনে নেওয়া ছাড়া এখন আর কিছু করার নেই।’ নিহত কর্নেল কুদরত এলাহী রহমানের ছেলে সাকিব রহমান বলেন, পেছনের ষড়যন্ত্রকারীরা এখনো বের হয়ে আসেনি। বিচার কিন্তু তখনই হবে যখন পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা যাবে এবং তাদের আইনের কাঁঠগড়ায় দাঁড় করানো যাবে। তিনি বলেন, ‘চার বছর ধরে আমরা একটি বিচার বিভাগীয় কমিশনের কথা বলে এসেছি। এই কমিশন তদন্ত করে জানাবে, ঘটনাটা কেনো ঘটল, কারা ঘটাল এবং সে অনুযায়ী ফৌজদারি আইনে তাদের বিচার হবে।
সাকিব রহমান বলেন, সরকারের তদন্ত প্রতিবেদনের ১৯ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা আছে, পেছনের ষড়যন্ত্রকারীরা কিন্তু পর্দার আড়ালেই রয়ে গেছে। তাই ষড়যন্ত্রকারীদের বের করে আনার দায়িত্বটা সরকারের ওপরই পড়ে। ( সুত্র: প্রথম আলো)
আমরাও শহীদ পরিবারের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রের নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির মাধ্যমে গোটা জাতিকে কলংক মুক্ত করা হোক । আল্লাহ তায়ালা শহীদ পরিবারকে শোক বহনের শক্তি দান করুণ। শহীদেরকে দান করুন সর্বোত্তম মর্যাদা। আমীন..

লেখকঃ কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।