ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

২৯ সাবেক এমপির বিবৃতি ‘গ্রহণযোগ্য নির্বাচনেই সম্ভব সঙ্কটের সমাধান’

১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার:একটি গ্রহণযোগ্য নির্বাচন হলেই কেবল চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান হবে বলে মন্তব্য করেছেন নবম জাতীয় সংসদের বিএনপির দলীয় ২৯ সাবেক এমপি। গতকাল গণমাধ্যমে পাঠানো বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। চলমান সঙ্কটজনক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তারা বলেন, একতরফা নির্বাচন থেকে উদ্ভূত এই সঙ্কট কেবল গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমেই সুরাহা সম্ভব। তাই আমরা চাই- বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দেশের সম্ভাব্য ভয়াবহ পরিণামের কথা অনুধাবন করে দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগ করবেন। এবং সবদলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। বিবৃতিদাতারা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. অলি আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এমকে আনোয়ার, জয়নুল আবদিন ফারুক, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, মে. জে. (অব.) মাহমুদুল হাসান, বরকতউল্লাহ বুলু, জাফরুল ইসলাম, মজিবর রহমান সারোয়ার, হামিদুল রহমান আযাদ, আবুল খায়ের ভূইয়া, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন