বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রত্যন্ত গ্রামে, পাহাড়ি অঞ্চলে ইসলাম এখনো টিকে থাকার অন্যতম কারণ এই ভাইটি। কত অমুসলিম যে তার হাতে মুসলিম হয়েছে, খৃষ্টান এনজিওদের খপ্পরে ঈমান হারিয়ে ফের ঈমান ফিরে পেয়েছে উনার কারণে!
এক কাপড়ে মাসও কাটিয়ে দিতেন পাহাড়ে ও অচীন পল্লীতে ঘুরে ঘুরে! সুদের জালে আটকা পড়া মানুষদের সাহায্য করতেন ঢাকা থেকে কালেকশন করে। মাঝেমধ্যে রাহমানিয়া আসতেন৷ শোনাতেন সেসব কাহিনী।
এরপর রাত যতই হোক, দেখতাম দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদে। খুব কাঁদতেন। শিশুদের মতো। যাস্ট উম্মাহর দরদে!
আল্লাহর কসম! আমার এই দুই চোখ উনার মতো সাহসী ও উম্মাহ দরদী খুব কমই দেখেছে।
আজ ভাইটি নিখোঁজ। উনি যদি 'অপরাধ' করে থাকেন, তো গ্রেফতার দেখানো হোক! অন্তত উনার ছোট ছোট সন্তানগুলো 'বাবা বেঁচে আছে' বলে প্রবোধ নিক!
আপনাদের কাছে করজোড় মিনতি। আল্লাহর দোহাই লাগে ভাই। উনাকে নিয়ে পোস্ট করুন৷ দু'আ করুন।উনার সন্ধানে ভূমিকা রাখুন। প্লিজ।
সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন