ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

জনগণ ও ময়না : পাখি মা মু ন প্লা ব ন

সোনার খাঁচায় বন্দী পাখি

পোলাও খাবে?
কোর্মা নাকি চিকেন ফ্রাই
হরেক রকম স্যুপ রেখেছি
চাইনিজ আর দেশী থাই।
আহা- সাধের ময়না
ক্যান যে কথা কয়না..
পদ্মা সেতু, মেট্রোরেল
দশ টাকা সের চাল
দুধে ভাতে বাংলাদেশী
থাকবে চিরকাল।
মধ্য আয়ের দেশে তুমি
আহা কী যে সুখ-
সবাই ভীষণ ভালো আছে
গোমরা কেন মুখ?
মিথ্যাবাদীর মিথ্যা কথা
ময়নারা রাজপথে
ময়না পাখি বলছে কথা
হাজার শতে শতে...
তুমি অনেক ক্লেভার
বাংলাদেশটা লুট করে নাও
উন্নয়নের ফ্লেভার...!!
খুন গুম লুট ধর্ষণ
রডের বদল বাঁশ
নিশি রাতে ভোট ডাকাতি
দেশের গলায় ফাঁস।
বলেন দেখি মামা
বাংলাদেশ ব্যাংক
ক্যান চুরি হয়
ভল্টের সোনা - তামা?
চেটে চুষে কেটে কুটে
বাংলাদেশটা খান
হজম করতে ঢেকুর ছাড়েন
উন্নয়নের গান!
লাথ্থি মারি সোনার খাঁচায়
বন্দী জীবন চাইনা,
রক্তে কেনা স্বাধীনতা
সেটাই যদি পাই না।
৮ ফেব্রুয়ারী ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন