আঁধার সুরঙ্গ পথে খুঁজি আলোর রেখা
যদি দেখা পাই
নিজেকে শুধাই
হাতরে খুঁজি ফের চাই আলোকের দেখা
আলো তো নয়,
মরিচিকা ভেবে ছুটি!
আছে জানা পথ দুটি
সত্যের পথ
শতত বিপদ
মিথ্যার ফাঁদ
আনে অবসাদ
ভাগ্যে থাকে তবু একপথ লেখা ।
জালিমেরা হাসে
মজলুমানের পাশে
জুলুম অন্ধাকার
বলো তুমি কে তোমার
খুঁজে দেখো মরিচিকার ফাঁদের আমি একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন