বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল আজ ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে অগ্নিদগ্ধ অসহায় পরিবার গুলোর মাঝে নগদ অর্থ, খাবার সহ নানা উপকরণ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পুনর্বাসনের লক্ষে ত্রাণ সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মুগদা উত্তর থানা আমীর মতিউর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মুগদা দক্ষিণ থানা আমীর বনি ইয়ামিন, থানা সেক্রেটারি রিয়াজ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত সবসময় দল-মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজসেবা ও সমাজ সংস্কার। মানুষের কল্যাণে কাজ করা এটা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যকে সামনে রেখে যেকোন বিপদ আপদ ও দূর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাবছরই মানুষের পাশে থাকে। মানবতার পাশে আমরা আছি সবসময় থাকব ইনশাআল্লাহ।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কাজে আমরা সব সময়ে সোচ্চার। আমরা এদেশকে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে। এই রাষ্ট্র ব্যবস্থার সুফল হিসেবে মানুষ তাদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার সুনিশ্চিত হবে এবং মানবতার পাশে সকলে দাঁড়াবে। তিনি সকলকে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন