চান্দগাঁও থানা জামায়াতের কর্মপরিষদ প্রদত্ত উক্ত শোক বানীতে নেতৃবৃন্দ মরহুমাদ্বয়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমাদ্বয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন।
চান্দগাঁও থানা জামায়াতের কর্মপরিষদ প্রদত্ত উক্ত শোক বানীতে নেতৃবৃন্দ মরহুমাদ্বয়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমাদ্বয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০মিনিটে নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
দেশবরেণ্য এ অধ্যাপকের মৃত্যুতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
অধ্যাপক ড. মোহাম্মদ আলী’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র বোর্ড অব ট্রাস্টিজ।
শোক বার্তায় বোর্ড অব ট্রাস্টিজ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি দীর্ঘদিন যাব জটিল রোগে ভুগছিলেন। আজ ২৪ জুন আনুমানিক সন্ধ্যা ৬:৩০ টায় ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০:০০টায় স্থানীয় জনকল্যাণ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের মরহুমের নামাজে জানাজায় যোগদানের আহবান জানানো হয়েছে।
তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরা কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০মিনিটে নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
২৫ জুন জুমার নামাজের পর চান্দগাঁও বি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে সেখানে দাফন করার কথা রয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ আলী ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। বেসরকারি অান্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান বিশ্ববিদ্যালয় ঢাকা ও সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য, বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক ছিলেন। তিনি চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।
দেশবরেণ্য এ অধ্যাপকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।