বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা থানার উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে রিক্সা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। কর্মহীন মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, রিক্সা এবং নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, “কভিডসহ নানা অব্যবস্থাপনার কারণে আজ সারা দেশের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসকল কর্মহীন মানুষদের কর্মসংস্থানের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বছর মানুষের কর্মসংস্থানের জন্য বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগরী উত্তর শাখা। আজকের এই আয়োজন এরই একটি অংশ মাত্র।“ এছাড়াও ইসলামী সমাজ বিনির্মাণে সত্য ও সুন্দরের পথে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান মহানগরী আমীর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুরা এলাকার বিশিষ্ট সমাজসেবক থানা আমীর জনাব ফজলে আহমেদ ফজলু। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লাসহ থানা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন