ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

রবিবার, ২৪ জুন, ২০১৮

চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ২১০ জনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ বার্তা ডেস্কঃ চট্টগ্রামের একটি হোটেলে পারাবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মত একটি ঘরোয়া বিনোদনমূলক অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা ও দর্শককে গত ২৩ জুন রাত ৮টায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ২৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন;
“গত ২৩ জুন রাতে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন পারাবার কর্তৃক স্থানীয় একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা এবং দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মত একটি ঘরোয়া বিনোদনমূলক শান্তিপূর্ণ অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা ও দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। এভাবে অহেতুক মানুষকে হয়রানি করার কোন যুক্তি নেই। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত।
গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন