বাংলাদেশ বার্তা ডেস্কঃ চট্টগ্রামের একটি হোটেলে পারাবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মত একটি ঘরোয়া বিনোদনমূলক অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা ও দর্শককে গত ২৩ জুন রাত ৮টায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ২৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন;
“গত ২৩ জুন রাতে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন পারাবার কর্তৃক স্থানীয় একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা এবং দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মত একটি ঘরোয়া বিনোদনমূলক শান্তিপূর্ণ অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা ও দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। এভাবে অহেতুক মানুষকে হয়রানি করার কোন যুক্তি নেই। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত।
গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন