বাংলাদেশ বার্তা ডেস্কঃ
মৌচাকেতো মৌমাছি নয়, আরো থাকে মধু
তোমার ঘরে বউ থাকেতো আমার ঘরে বধু।
আমার বাড়ি গরু থাকে তোমার থাকে কাউ
আমার ঘরে কদু থাকে, তোমার ঘরে লাউ।
আমি যখন পানি খাই তুমি তো খাও জল
প দিয়ে হয় পানি আর জ দিয়ে হয় জল।
পানি ও জল এক করার কোন মানে হয়?
তবে কেনো ভাস্কর্য আর মূর্তিরে এক কয়?
ভাস্কর্য হয় ভাস্কর্য, আর মূর্তি মানে মূর্তি
এ ফায়সালা হয়ে গেল করো তবে ফুর্তি।
মূর্তির পক্ষ নেবে যারা জাহান্নামে যাবে
ভাস্কর্যটার পক্ষ নিলে দোজখ শুধু পাবে।
মহানবীর উম্মত হলে কোরান হাদিস পড়ো
এটা দিয়েই বন্ধু তুমি নিজের জীবন গড়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন