আজ ৫ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় “সংস্কার থামাতে সফরে নেমেছেন জামায়াত নেতারা” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন ও অসত্য রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৫ এপ্রিল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের বৃহৎ একটি ইসলামী রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীতে সংস্কারপন্থি বলতে কিছু নেই। জামায়াত গঠনতন্ত্র অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তথাকথিত কোন চাপের মুখে কোন সিদ্ধান্ত গ্রহণ করে না। জামায়াতে ইসলামী ইসলামী মূল্যবোধ এবং জনগণের কল্যাণের স্বার্থেই কর্মসূচি গ্রহণ করে থাকে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক প্রয়োজনে সারা দেশে প্রায়ই সফর করে থাকেন। এটা জামায়াতে ইসলামীর রুটিন ওয়ার্ক। এর মধ্যে অন্য কিছু আবিষ্কার করা ঠিক নয়।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারী জেনারেল হিসাবে উল্লেখ করা হয়েছে। অথচ তিনি ছিলেন জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল। এ কথা সকলেরই জানা যে, জামায়াত কর্মী, শুভাকাঙ্ক্ষি ও নেতৃবৃন্দের প্রদত্ত অর্থেই পরিচালিত হয়। তাই বিভিন্ন দেশে অবস্থানরত জামায়াতের কর্মী ও শুভাকাঙ্ক্ষিগণ দেশে আসলে জামায়াতকে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন।
জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র এবং দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীনউদ্দেশ্যেই এই রিপোর্টটি তৈরী করা হয়েছে। আমরা প্রথম আলোর মত একটি দায়িত্বশীল পত্রিকার কাছ থেকে এ ধরনের অসত্য রিপোর্ট আশা করি না।
আমি আশা করি প্রথম আলো কর্তৃপক্ষ উক্ত প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন