বাংলাদেশ বার্তা; ০৬ জুন ২০১৬ইংঃ আহলান সাহলান, মাহে রমাদান। পবিত্রতা ও সংযমের মাস মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র্যালী করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার সকাল ৮টায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহীন আহমেদ খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে শুরু হয়ে কুড়িল চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই শাহীন আহমেদ খান ছাত্রশিবিরের পক্ষ থেকে দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে ঝঞ্জাবিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজান যেই শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষাকে আমাদের গ্রহন করতে হবে। এই শিক্ষাকে গ্রহন এবং বাস্তবায়নের মাধ্যমেই কেবল সমগ্র বিশ্ব তথা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল সিনেমা হল বন্ধ এবং দিনের বেলা হোটেল রেস্তোঁরা বন্ধ রাখতে এলার্ট জারি করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বর্ণাঢ্য র্যালীতে শাখা সভাপতি হাসান জারিফ, সেক্রেটারি জে. মাহমুদ ছাড়াও শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, অর্থ সম্পাদক জাকের হোসাইন, আইন সম্পাদক দোলোয়ার হোসেনসহ অন্যান্য মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন