বাংলাদেশ বার্তা ডেস্ক: প্রতিবাদের কত রকম ভাষা জানে মানুষ! আছে করুণার কত বিচিত্র প্রকাশ। বছরের পর বছর ধরে চলা সংঘর্ষে যখন ইসরাইলি সেনাবাহিনীর ছুড়ে দেওয়া বোমার আঘাতে নিত্য অকাতরে প্রাণ হারায় ফিলিস্তিনি নর-নারী-শিশু, তখন করুণার অবতার হয়ে সেইসব বোমার খোলসসংগ্রহ করে তাতে ফুল চাষ করছেন পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনি এক দয়াময়ী নারী।
অভূতপূর্ব প্রতিবাদ ও করুণার এই ভাষা বুঝবে কি
ইসরায়েলি শাসকরা?
কাঁটাতারের ওপার থেকে ছুড়ে দেওয়া বোমারখোলসে এপারে রোপিত হয়েছে ফুলের চারা।
প্রতিটি ফুলের চারা যেন কোমলমতি এক একটি
শিশু।
সন্তানতুল্য ভালোবাসায় পরম যত্নে ফুলের ‘বোমা-
টবে’ করুণার জল ঢালছেন ওই ফিলিস্তিনি জননী।
ভালোবেসে না কি পাথরে ফুল ফোটানো যায়। তাই
বলে বোমায়ও!
শত্রুর ছোড়া বোমার খোলস-টবে ফুলের
চারাগাছটির জন্য পুষ্টি যোগাচ্ছেন করুণাময়ী।
মিথ্যাবাদীদের খোলসেও সত্যের বীজ বৃক্ষ জন্ম হবে।
হতাশা নয় আলোর ঝলকানী।
(From beloved brother Tareque Hossain)
সত্য প্রচারের ও গ্রহণের অনুপম আদর্শ ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন