০১. প্রতিটি কথা ও কাজের পেছনে সৎ উদ্দেশ্য ও সৎ সংকল্পে অটল থাকবে।
০২. প্রবল দু:খ-কষ্ট আর চাপের মাঝেও মুখের অমলিন হাসি অটুট রাখবে।
০৩. রাগের মাঝেও দয়া আর কোমলতাকে প্রাধান্য দেবে।
০৪. কান্নার মাঝেও প্রবল মনোবল বজায় রাখবে।০৫. চুপ থাকাকেও যুক্তিসংগত ও সুফলদায়ক বানাবে।
০৬. হাসিকে খুশির বাহক আর ব্যক্তিত্বের প্রকাশক বানাবে।
০৭. আচরণে বিনয়ী হবে, কাজে বাহাদুর হবে।
০৮. অজ্ঞদের সালাম দেবে, তবে তাদের সাথে বিতর্ক পরিহার করবে।
০৯. জ্ঞানী ও প্রাজ্ঞজনদের সম্মান করবে এবং তাঁদের প্রতি মনযোগী হবে।১০. সব মানুষের কল্যাণ কামনা করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন