বাংলাদেশ বার্তা ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে ভারতকে বাংলাদেশ এক হাজার পাঁচশো টন ইলিশ পাঠাবে। এর মধ্যে প্রথম চালানে ২০ টন ইলিশ ঢুকেছে ভারতে। আর এ ইলিশ বাজারে পেয়ে আত্মহারা কলকাতার ক্রেতারা।
সেই আনন্দ আত্মহারা দাদারা বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়েছে। কারণ তারা বাংলাদেশে যদি পেঁয়াজ পাঠিয়ে দেয়, তাহলে ভাল করে বাংলাদেশের রূপালী ইলিশ রান্না করতে পারবে না।
হাজার হলেও তারা বাংলাদেশের বন্ধু ত।
তাই বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে তাদের জন্য ইলিশ পাঠিয়ে আর ভারত ও দিয়েছে বন্ধুত্বের মর্যাদা বাংলাদেশকে পেঁয়াজ বন্ধ করে দিয়ে।
প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ীই প্রতিদান দেয়। যার যা সামর্থ্য আছে সে ত তাই দেবে। এই আর বিচিত্র কী !
সেই 1972 সাল থেকে আজ অবধি বাংলাদেশ দিয়ে যাচ্ছে বন্ধু ভারতকে। বন্ধুত্বের এই ঋণ কখন যে শেষ হবে আল্লাহ্ ভাল জানেন।
তবে শেষ হওয়া দরকার এখন। অনেক ত হলো আর কত ? ঋণ শোধ করতে করতে আমরা ক্লান্ত, শ্রান্ত আর পরিশ্রান্ত।
সেই 1972 সাল থেকে ঋণ শোধ করে যাচ্ছে বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধে প্রাপ্ত হাজার হাজার কোটি টাকার গণিমতের মাল দিয়ে। তারপর থেকে দিয়ে ই যাচ্ছে-----সেই পারাক্কা থেকে আর্মি (57-অফিসারকে হত্যার মাধ্যমে), পুলিশ, বিডিআর, প্রশাসন, দেশের সরকারি দল-বিরোধী দল, ব্যবসায়ী নেতা, বিচারপতি, আইনজীবী এবং সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষমতার চাবিসহ সব কিছু।
তারপরও লোকে বলবে আমরা অকৃতকার্য, অকৃতজ্ঞ। বন্ধুত্বের মর্যাদা দিতে পারি না !!!
এখন মনে হয় সময় হয়ছে, দাদা বাবুদের কাছে আবার নতুন করে 'ছবক' নিতে হব, কিভাবে বন্ধুত্বের মর্যাদা দিতে হয় ???
দাদা মানে ত মুরুব্বি ! আর শিক্ষা ত নিতে হবে মুরুব্বির কাছ থেকেই।
শিক্ষা টা যত তাড়াতাড়ি নেবে প্রিয় জন্মভূমি, ততই ভাল হবে জন্মভূমির জন্য !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন