আলেয়ার ডাকে ছুটে গেলো যারা
শপথের সারি থেকে,
ছলনার জালে স্বপ্নকে বেঁধে
পথ চলে এঁকে বেঁকে।
তাদের জন্য অশ্রু ভাসিয়ে
করে যাই মোনাজাত—
প্রভূ তুমি সেই ভাইদের প্রতি
বাড়াও দয়ার হাত।।
চির মধুময় এ আঙিনা থেকে
চলে গেছে যারা সরে,
নেফাকীর কালি জমেছে যাদের
হৃদয়ের সরোবরে।
ক্ষমার চাদরে জড়িয়ে তাদের
দিয়ে দাও হেদায়াত।।
দুনিয়ার মোহে ডুবেছে তাদের মন—
অগণিত বার এহতেসাবেও
হয় না সংশোধন!
ব্যাথিত মনেও অভিযোগ নয়
অনুরোধ করি তবু,
শহীদের এই মিছিলে তাদের
ফিরিয়ে আনো গো প্রভূ।
কোরানের সাথে আবারো তাদের
হয় যেন মোলাকাত।।
.
২৫।০৯।২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন