ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইন : প্রফেসর আসিফ নজরুলের বিশ্লেষণ


বাংলাদেশ বার্তাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের অন্যায়ের সমালোচকদের আর বিরোধী মতের কণ্ঠ রোধ করার জন্য করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। এর মাধ্যমে বিরোধীদের হয়রানি আর আতঙ্কে রাখাই তাদের উদ্দেশ্য।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে নয়া দিগন্তকে তিনি বলেন, আগামী নির্বাচনকে প্রভাবিত করার কাজেও ব্যবহার হতে পারে এ আইন। এ আইন থাকলে গণতন্ত্র, স্বাধীন মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা সবই বিপন্ন হবে।

প্রফেসর আসিফ নজরুল বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনসহ বেশ কিছু ঘটনায় মানুষের যে ক্ষোভের প্রকাশ ঘটেছে তাতে সরকারের মনে ভীতি সৃষ্টি হয়েছে। এসব আন্দোলন দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা পালন করেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম। তাই এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করতে পারবে সরকার। আর সে কারণেই সরকার চায় এ ধরনের আইন থাকুক।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে ৫৭ ধারার অপব্যবহারে মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেজন্য আগামীতেও সরকারের সব সমালোচনা বন্ধ এবং ভিন্ন মত দমনে সরকারের হাতে এ ধরনের আইন থাকা এবং এর অপপ্রয়োগ খুবই কাজে দেবে। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের হাতে যে অবাধ ক্ষমতা দেয়া হয়েছে তাতে আগামী নির্বাচন সামনে রেখে শুধু সমালোচনা বন্ধ নয় বরং বিরোধীদের দমনে সরকার পুলিশকেও ব্যবহার করতে পারবে। এ আইন বিরোধী রাজনীতিকদের মনেও আতঙ্ক সৃষ্টি করবে।

তিনি বলেন, সরকার অনবরত বিরোধী রাজনীতিবিদদের সম্পর্কে জঘন্য সব কথা বলছে, অপপ্রচার চালাচ্ছে কিন্তু তাতে তাদের কারোর কিছু হয় না। কেউ তাদের বিরুদ্ধে মামলাও করে না। অথচ আমরা দেখেছি কিভাবে ৫৭ ধারায় সাধারণ মানুষকেও হয়রানি করা হয়েছে অতীতে। সরকারের বিরুদ্ধে কেউ কোনো শব্দ করলে কিভাবে অতি উৎসাহী হয়ে পুলিশ তাদের গ্রেফতার আর হয়রানি করে।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সরকার অনেক আশ্বাস দিলো ৫৭ ধারা থাকবে না। কিন্তু এখন দেখা গেল এটি তার চেয়েও ভয়ঙ্কর। ৫৭ ধারাকে আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে নতুন আইনে। তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারাকে সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯, ৩১ ধারায় ভাগ করে ঢুকিয়ে দেয়া হয়েছে। এর মাধ্যমে এটি পরিষ্কার যে, সরকার তার সব সমালোচক আর ভিন্ন মত পোষণকারীদের আতঙ্কে রেখে দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায়।

আসিফ নজরুল বলেন, এ আইন কার্যকর হলে অনুসন্ধানী সাংবাদিকতা বলতে আর কিছু থাকবে না। সরকারি কোনো অফিস থেকে কেউ কি সাংবাদিককে বলবে আসেন আমার অফিসে এই এই দুর্নীতি হয় এবং এরপর কি একজন সাংবাদিক রিপোর্ট করবেন? এটি তো হাস্যকর। এভাবে সাংবাদিকতা করতে হলে তো ব্যাংকের লুটপাট, আর সোনার মেডেলের জালিয়াতির যে রিপোর্ট হয়েছে তা করা সম্ভব হতো না এবং তাদের জেল হওয়ার কথা এ আইন অনুযায়ী।

তিনি বলেন, নতুন আইনটির ৩২ ধারায় ইলেকট্রনিক মাধ্যমে অফিসিয়াল সিক্রেটেস অ্যাক্টের অধীনে অপরাধগুলো করলে শাস্তির বিধান করা হয়েছে। অফিসিয়াল সিক্রেটেস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে যেকোনো সরকারি অফিসকে রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় আনা যায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে এমনকি অফিসিয়াল সিক্রেটেস অ্যাক্টের চেয়েও কঠোর।

আসিফ নজরুল বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এখনই এ আইন ঠেকাতে না পারলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যমের পথ চলা বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র।

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশঃ

বাংলাদেশ বার্তাঃ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতেই সরকার মাওলানা আ.ন.ম. শামসুল ইসলামকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলামকে আজ ২৪ সেপ্টেম্বর হয়রানীমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৪ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলামকে হয়রানীমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম একজন জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে সরকার হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তার জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তাকে নানাভাবে হয়রানী করছে। তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন সুনাগরিক। তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জামিন পাওয়ার আশায় আজ ২৪ সেপ্টেম্বর আদালতে হাজির হন। কিন্তু তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাতে অংশগ্রহণ করতে না পারেন সেই জন্যই সরকার তাকে অন্যায়ভাবে বন্দী করার ব্যবস্থা করেছে।
তাই হয়রানী বন্ধ করে অবিলম্বে তাকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামুসল ইসলামকে কারাগারে পাঠানোয় ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদঃ


বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের জামায়াত মনোনিত প্রার্থী আ ন ম শামসুল ইসলামকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ সরকারের ফ্যাসিবাদি আচরণ দানবীয় রুপ ধারণ করেছে। নির্বাচন নিয়ে অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে জামায়াত প্রার্থীদের বাছাই করে গ্রেপ্তার করা হচ্ছে। যা সুষ্ঠ নির্বাচনের পরিপন্থি কাজ। আজ তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে যান। সবাই আশা করেছিল মিথ্যা ও হয়রাণীমূলক রাজনৈতিক মামলায় আদালত তাকে জামিন দিবেন। কিন্তু আদালতে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে। সম্পূর্ণ রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মামলায় কারাগারে প্রেরণের মাধ্যমে তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। বায়বীয় মামলায় তাকে কারাগারে প্রেরণে কোন যৌক্তিকতা নেই এবং এর মাধ্যমে মূলত সরকারের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। সৈরাচারি এ সরকার এর আগেও বিনা কারণে তার উপর জেল জুলুম ও নির্যাতন চালিয়েছে। কোন কারণ ছাড়াই একটি বৈধ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন সরকারের অপরাজনীতিরই বিকৃত রুপ। গণতান্ত্রিক আন্দোলনে ভীত সরকার একের পর নির্যাতনের ষ্টিম রোলার চালাচ্ছে। এই ভীতি থেকেই একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও কারারুদ্ধ করতে কুণ্ঠবোধ করছে না। পুলিশী নির্যাতনের মাধ্যমে সরকার অপকর্ম আড়াল করে ক্ষুন্ন ইমেজ উদ্ধারের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। ভয়াবহ পরিণতির আশঙ্কায় সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন নিপীড়ণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আ ন ম শামসুল ইসলাম শুধু সাবেক এমপি’ই নন বরং তিনি শিক্ষানুরাগি ও সমাজ সেবক। তিনি চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের গণমানুষের প্রিয় নেতা। তার উপর জুলুম জনগণ সহ্য করবে না।
নেতৃবৃন্দ বলেন, দেশ এখন সার্বিক ভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে। তার উপর এমন অগণতান্ত্রিক আচরণ সংকট আরো বৃদ্ধি করবে। সুতরাং অবিলম্বে অন্যায় জুলুম বন্ধ করতে হবে। গণতন্ত্র ধ্বংস ও একদলীয় শাসন কায়েমের মাধ্যমে অকার্যকার রাষ্ট্র বানানো অশুভ প্রক্রিয়া থেকে সরকারকে ফিরে আসতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া উন্মোক্ত করতে হবে। 
নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত আ ন ম শামসুল ইসলামকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

শাহাদাতের পূর্বে যে স্বপ্নের কথা বলেছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী —মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ বার্তাঃ মহামান্য সুপ্রিম কোর্টে মাওলানা নিজামীর আপীল খারিজ হয়ে যাবার পর পরিস্কার হয়ে গেলো নির্দিষ্ট কয়েকটি দিন অতিবাহিত হলেই সরকার তার ফাঁসি কার্যকর করবে । আমরা যারা তার আইনজীবি হিসেবে আদালতে ভূমিকা পালন করেছি ,আইনী পরামর্শের জন্য কারাগারে বিভিন্ন সময়ে সাক্ষাত করেছি,তাদেরও আইনী লড়াই ও সাক্ষাতের সুযোগ শেষ হয়ে আসছে।
হৃদয় রাজ্যে সীমাহীন বেদনা নিয়ে বিচার প্রক্রিয়ার সর্ব শেষ ধাপ রিভিউ সম্পর্কে মাওলানা নিজামীর মতামত নেয়ার জন্য আমরা তিনজন আইনজীবী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত করতে গেলাম।
আমাদের বহনকারী গাড়ীটি অন্যান্য দিনের মত উত্তরা আব্দুল্লাপুর হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে ছুটে চলছে। আবদুল্লাহপুর পার হবার পর টংগী পেরিয়ে সামনে বামদিকে তামিরুল মিল্লাত মাদ্রাসা অতিক্রমের সময় মাদ্রাসা ময়দানের দিকে তাকাতেই আমি ঘটনাবহুল অতীতে হারিয়ে গেলাম।
১৯৯৮ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় সদস্য সম্মেলন।ঐ বছর ১জানুয়ারী আমার উপর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব অর্পিত হয়।সে সময় তিনি জামায়াতের সেক্রেটারী জেনারেল। তিনি একজন অভিভাবক হিসেবে দায়িত্ব পালনে আমাকে সর্বদাই গাইড করেছেন। এমনি অতীতের অনেক ঘটনা স্মরন করতে করতেই আমরা কাশিমপুর কারাগারে উপস্হিত হলাম।
কারাগারে পৌঁছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর,সাক্ষাতের অপেক্ষা করতে লাগলাম।সামান্য সময় পরেই আমাদের ভিতরের একটি রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে শহীদ নিজামীকে পূর্বেই নিয়ে আসা হয়েছে।
সালাম বিনিময়,কোলাকুলি সম্পন্ন করে আমরা নিজ নিজ আসন গ্রহন করলাম। বরাবরের মত এবারও আমি তার ডান পাশের চেয়ারে বসলাম। এক জান্নাতি পরিবেশে আমাদের হৃদয় উদ্বেলিত হয় উঠলো।মামলার বিষয় নিয়ে আলোচনা শুরু হতেই তিনি বললেন ‘রিভিউ করার প্রয়োজন আছে বলে মনে করিনা।আপীল খারিজ হবার পর আমি শহীদি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে গেছি।’
আমি বললাম “শেষবারের মত মামলার ত্রুটি,সাক্ষীদের অসংগতি, রায়ের ভুল-ভ্রান্তি ইত্যাদি তুলে ধরে আমরা আদালতের দৃষ্টি আকর্ষন করতে চাই। আল্লাহর আদালতে যেন আমরা বলতে পারি’হে আমাদের রব আমরা শেষবারের মত সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি’।”
এ কথা শুনে শহীদ নিজামী রিভিউ দায়রের নির্দেশ দিলেন।
এরপর বললেন গতকাল সন্ধ্যার পর আমাকে জানানো হয় আইনজীবীরা সাক্ষাতে আসবে।আমি তাদের কাছ থেকে তোমাদের নামের তালিকা জানতে পারি। তোমাদের সাথে কি কি বিষয়ে কথা বলবো তা নিয়ে চিন্তা করতে থাকি। নানান ভাবনায় রাতে আমার ঘুম হয়নি।শেষরাতে চোখে একটু ঘুম আসতেই স্বপ্নে দেখি:
“আমি সাথিয়ায় চলে গেছি।আমার গ্রামের বাড়িতে।সেখান থেকে যমুনা নদীর তীরে বেডাতে গিয়েছি। আমি নদীর তীরে দাডিয়ে আছি। নদীর ঢেউ দেখছিলাম। হঠাৎ দেখি নদীতে জোয়ার সৃষ্টি হয়েছে।পানি উঁচু হয়ে এগিয়ে আসছে।একপর্যায়ে পানি আমার পায়ে এসে ধাক্কা খাচ্ছে। আমি একটু নড়াচড়া করতেই আমার ঘুম ভেংগে যায়।’
আমি জিজ্ঞেস করলাম এ স্বপ্নের কি ইংগিত আছে বলে আপনি মনে করেন?
তিনি বললেন” এর অর্থ হচ্ছে আমার শহীদি মৃত্যু হবে।আমার লাশ নিয়ে যাওয়া হবে সাথিয়ায়। সেখানে বাধ ভাংগা জোয়ারের মত লোকেরা আমার জানাযা পডতে আসবে।আমার কবর জিয়ারত করবে।”
তার মুখে স্বপ্নের ব্যাখ্যা শুনে আমরা হতবাক হয়ে গেলাম।
কিছুক্ষন নীরব থাকার পর তিনি বললেন “ কয়কদিন আগে স্বপ্নে দেখি আমি অফিসে বসে কাজ করছি। এমন সময় অফিসের একজন ষ্টাফ দৌড়িয়ে এসে বললো: “স্যার! সাপ আপনাকে কামড় দিয়েছে।আমি আমার পায়ের দিকে তাকিয় দেখি গোখর সাপ আমার পায়ের বুড়ো আংগুলে কামড় দিয়েছে। অথচ আমি কোন কিছুই উপলব্ধি করতে পারি নাই। সাপ এমন ক্ষিপ্রতার সাথে কামড় দিয়েছে যে তার মুখ ও লেজ একাকার হয়ে গেছে। আমি দেখতে পেলাম বিষের প্রতিক্রিয়া হওয়ার আগেই সাপটি ছটফট করে মারা গেলো।”
আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন” এ জালেম সরকার সর্ব শক্তি দিয়ে আমাদের উপর আঘাত হানবে। ঠিক সাপটির ছোবল মারার মত ।কিন্তু তাদের সে ছোবলে ইসলামী আন্দোলনের কোন ক্ষতি হবেনা। বরং আক্রমণকারী সাপটির মত এ জালেম সরকারের পতন হবে।”
সাক্ষাতের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আমরা বিদায় নিয়ে কারাগার থেকে বের হয়ে আসলাম। করাভ্যন্তরে প্রবেশের সময় তিনি হাত উত্তোলন করে বললেন” দেখা হবে জান্নাতে।”
মহান রাব্বুল আলামীন শহীদ নিজামীর শাহাদাতকে কবুল করুন ।আমীন।।

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

৭১সালে ভুমিকা নিয়ে নানান জন কথা বললেও ৪৬ বছরে জামায়াতে ইসলামীর দ্বারা একটিও রাষ্ট্রদ্রোহিতার কাজ হয়নি: লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ


বাংলাদেশ বার্তাঃ যমুনা টিভির টকশোতে তিনি বলেন জামায়াত প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি করেন। তাদের গঠনতন্ত্রে ইসলামী শরিয়া মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে। তা বাস্তবায়ন করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন ।

জামায়াতের গঠনতন্ত্র কোনো মানবরচিত মতবাদ দ্বারা রচিত করা হয়নি। জামায়াতের গঠনতন্ত্র সম্পন্ন কুরআন সুন্নাহের আলোকে গঠিত ।

আওয়ামী বি এন পি নির্বাচন ঘনিয়ে আসলে মাথায় পট্টি হাতে তাসবীহ, বিভিন্ন মাদ্রাসা মসজিদে অনুদান দিয়ে সাধারণ মানুষদের কে পাম্পটি দিয়ে থাকেন। আর এরশাদ তো রীতিমত ধর্ম ব্যবসায় সেঞ্চুরিয়ান । অন্যান্য ছোট ছোট ক্ষুদ্র ইসলামী দলগুলোও বিভিন্ন নামে মাজার, বিভিন্ন নামে পীর সেজে ধর্মের সাথে প্রতারণা ও রমরমা ব্যবসা করে যাচ্ছে ।

এমনকি ঐ তথাকথিত পীর মাজারীরা নির্বাচনের সময় এলে মাথায় পাগড়ী টুপি লাগিয়ে জনসাধারণের কাছে গিয়ে ফতোয়ার বক্স নিয়ে হাজির হন। নির্বাচন শেষ মাথায় পট্টি হাতে তাসবীহ আর থাকেনা, থাকে অস্ত্র । ফতোয়াধারীরা চলে যায় আন্ডারগ্রাউন্ডে মানে বিভিন্ন মাজারে ।

আমার দৃষ্টিতে জামায়াত কখনো ধর্ম ব্যবসা করেনি। ধর্ম ব্যবসা জামায়াতের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য নয় । ৭১ এর ভুমিকা নিয়ে নানান জন নানান অভিযোগ তুলতে পারেন, কিন্তু ৪৬ বছরে জামায়াতে ইসলামীর দ্বারা একটিও রাষ্ট্রদ্রোহিতার কাজ হয়নি।

চট্টগ্রাম জামায়াত নেতৃবৃন্দের বিবৃতি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আ.ন.ম.শামসুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবী


বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাবেক আমীর ও লোহাগাড়া-সাতকানিয়া সংসদীয় আসনের সাবেক এমপি মজুলম সংগ্রামী জননেতা মাওলানা আ.ন.ম. শামসুল ইসলামকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান ও সেক্রেটারী অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাফর সাদেক ও সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ্, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারী এবং উপজেলা চেয়ারম্যান জননেতা জি.এম.রহিমুল্লাহ্, বান্দবান জেলা আমীর মাওলানা আবদুস সালাম আজাদ ও সেক্রেটারী এডভোকেট আবুল কালাম, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলিম এক যুক্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে চট্টগ্রাম জামায়াত নেতৃবৃন্দ একটি মিথ্যা, হয়রানিমূলক, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় বিশিষ্ট রাজনৈতিবিদ, বিশিষ্ট জননেতা সাবেক সংসদ সদস্যকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবী জানান। 

সিনহার বই পড়লেই বুঝা যায় সরকার কিভাবে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে: ডা. শফিকুর রহমান


সংগ্রাম অনলাইন : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহা কর্তৃক লিখিত ও সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইট্স অ্যান্ড ডেমোক্রেসি’ নামক বইটি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহা কর্তৃক লিখিত ও সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থটির মাধ্যমে তিনি তার নিজের এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান ফ্যাঁসিবাদী সরকারের মুখোশ দেশী-বিদেশী সকলের নিকট খুলে দিয়েছেন। এ বইটি বর্তমান সরকারের ফ্যাঁসিবাদী কর্মকান্ড ও বিচারপতি এসকে সিনহা বর্তমান ফ্যাঁসিবাদী সরকারের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হয়ে যে অপরাধ করেছেন তারই আত্মস্বীকৃত দলিল হিসেবেই জাতির নিকট বিবেচিত হবে। 

গতকাল শুক্রবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, উচ্চাকাক্সক্ষা ও উচ্চ পদে আসীন হওয়ার লোভ তাকে বর্তমান ফ্যাঁসিবাদী সরকারের ক্রীড়নকে পরিণত করেছিল। এ ধরনের একজন নীতিহীন ও আদর্শহীন লোক কখনো ন্যায় বিচার করতে পারেন না। সরকারের ক্রীড়নক হিসেবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সহযোগীর ভূমিকা পালন করেছেন। এ রকম একজন পক্ষপাতদুষ্ট লোককে প্রধান বিচারপতির আসনে বসিয়ে সরকার ঐ পদটিকে কলংকিত করেছে। 

তিনি বলেন, সরকার তাকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করে বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে প্রতিহিংসা চরিতার্থ করার পর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। একজন বিচারপতির পদের লোভ থাকলে কিংবা অনুরাগ-বিরাগের বশবর্তী হলে তিনি কখনো ন্যায় বিচার করতে পারেন না। প্রমাণিত হয়েছে যে, বিচারপতি এসকে সিনহা সরকারের দ্বারা প্রভাবিত হয়েই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। যত দিন বিচারপতি সিনহা সরকারের আজ্ঞাবহ হিসেবে সরকারের ইচ্ছামাফিক বিচার কাজ করেছেন ততদিন ফ্যাঁসিবাদী সরকার তার প্রতি খুশি ছিল। যখন তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিলেন তখনই সরকার তার প্রতি ক্ষীপ্ত হয়ে তাকে প্রধান বিচারপতির পদ থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অসুস্থ সাজিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়ে দিলো। অথচ তিনি বলেছেন যে, তিনি অসুস্থও ছিলেন না এবং স্বেচ্ছায় পদত্যাগও করেননি। এ থেকে বিশ্ববাসীর নিকট পরিষ্কার হয়ে গিয়েছে যে, বর্তমানে বাংলাদেশ কী ভয়াবহ ফ্যাঁসিবাদী শাসন চলছে।

তার উপর ফ্যাঁসিবাদী সরকারের তীব্র জুলুম-নির্যাতন এবং তার চরম ব্যর্থতা, হতাশা ও অপমানের তীব্র জ্বালা-যন্ত্রণা এবং বিবেকের দংশনই বইটিতে অত্যন্ত করুণভাবে প্রকাশিত হয়েছে। এ বইটি পাঠ করলেই বুঝা যায় যে, সরকার কিভাবে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে।

তিনি আরো বলেন, বিচারপতি সিনহার লেখাই প্রমাণ করেছে যে, দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, বাক-স্বাধীনতা নেই, জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, বর্তমান ফ্যাঁসিবাদী সরকার পারে না এমন কোন হীন কাজ নেই। তারা গোয়েবলসীয় কায়দায় সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য এবং সুস্থ একজন মানুষকে অসুস্থ সাজিয়ে নির্বাসনে পাঠাতে পারে। 

তিনি উল্লেখ করেন, বর্তমানে যারা সরকারের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হয়ে ফ্যাঁসিবাদী সরকারকে টিকিয়ে রাখার ব্যর্থ অপপ্রয়াস চালাচ্ছেন তাদের বিচারপতি সিনহার নিকট থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। 

সেক্রেটারি জেনারেল বলেন, বিচারপতি সিনহার লেখা বই প্রমাণ করে যে, সত্য কোন দিন চাপা থাকে না। প্রকৃত সত্য একদিন প্রকাশিত হবেই। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে যে অন্যায়ভাবে বিচারের নামে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে তা একদিন অবশ্যই প্রমাণিত হবে এবং তাদের যারা হত্যা করেছে তাদের বিচার একদিন হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন :

বাংলাদেশ বার্তাঃ ১৭ সেপ্টেম্বর, ইন্টারনেট : ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা. লোটে শেরিং। তিনি মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস পাশ করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন। এরপর প্রস্তুত দলটির নেতৃত্বে দিতে।

গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম দফার নির্বাচনে হেরে ছিটকে পড়েন। অবশ্য তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন। 

ডা. লোটে শেরিং প্রধানমন্ত্রী হচ্ছেন কি না চূড়ান্ত জানা যাবে ১৮ অক্টোবর। ভুটানে দুই দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। দ্বিতীয় দফায় অর্থাৎ ডা. লোটে শেরিং মুখোমুখী হবেন ডিপিটি'র ফেনসাম সগবা'র। কিন্তু ইতোমধ্যে বিপুল ভোটে ডা. লোটে শেরিং-এর ডিএনটি জয়ী হয়েছে। 

ডা. লোটে শেরিং-এর প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতার স্থানে এমবিবিএস ঢাকা ইউনিভার্সিটি লেখা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। জেনারেল সার্জারিতে এফসিপিএসও করেছেন বাংলাদেশে। 

যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়। এবারের প্রথম দফার ভোটে চারটি দল অংশ নেয়। প্রথম দফার মৌলিক নির্বাচনে তিনি বিস্ময়কর সাফল্য পান।

রাজীতিতে আসার আগে ডা. লোটে শেরিং জেডিডব্লিউএনআরএইচ এন্ড মঙ্গার রিজিওনাল রেফারেল হসপিটালে কনসালটেন্ট সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। জেডিডব্লিউএনআরএইচে তিনি ইউরোলজিস্ট কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ২০১৮ সালের শুরুতেই দলএর শীর্ষ পর্যায়ে চলে আসেন।
অনলাইন আপডেট

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

আইআইইউসি স্কুল এন্ড কলেজ অস্থায়ী ভবনের নির্মাণ কাজ উদ্বোধন: জানুয়ারী ২০১৯ সালে ক্লাস চালুর আশাবাদ

প্র. কে. এম. গোলাম মহিউদ্দিন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন
বাংলাদেশ বার্তাঃ ১৭ সেপ্টেম্বর ২০১৮ইং মঙ্গলবার: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরার স্থায়ী ক্যাম্পাসে “স্কুল এন্ড কলেজ”র অস্থায়ী ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড কনসট্রাকশন কমিটির চেয়ারম্যান জনাব প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত  আন্তর্জিাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব অধ্যাপক আহসানুল্লাহ,  বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার ও পার্চেজ ও ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল
দোয়া মুনাজাত করছেন ভিসি প্র. কে. এম. গোলাম মহিউদ্দিনসহ
বোর্ড অব ট্রাস্টিজের নেতৃবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ

মোহাম্মদ আমীরুজ্জামান, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভেশনের উপদেষ্টা জনাব মাওলানা মমিনুল হক চৌধুরী,   বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার ও সিকিউরিটি এবং বিউটিফিকেশন কমিটির চেয়ারম্যান জনাব মুহাম্মদ নুরুল্লাহ, শরীয়াহ্ এন্ড ইসলামিক ফেকাল্টির ডীন প্রফেসর ড. সাফিউদ্দিন মাদানী, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের চীফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ জাহেদ হোসাইন, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ এর প্রফেসর ড. মোঃ আমিনুল হক এডিশনাল ডাইরেক্টর ও পিএস টু ভিসি জনাব সিরাজুল আরেফিন, বিদেশ বিভাগের এডিশনাল ডাইরেক্টর জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, স্টাফ ডেভেলপমেন্ট ও স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের এডিশনাল ডাইরেক্টর জনাব মোঃ মাহপুজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 
উদ্বোধনের পূর্ব মুহুর্তে ভিসিসহ ট্রাস্ট নেতৃবৃন্দ
এছাড়া নির্মাণ কাজে সংশ্লিষ্ট প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সেলিম জাহাঙ্গীর, ইফতেখার আলম চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক মোঃ মাইনুল ইসলাম, সহকারী পরিচালক(স্টোর) শেখ মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন মাটি কেটে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। দীর্ঘ দিনের প্রত্যাশিত  স্কুল এন্ড কলেজ ভবনের নির্মাণ কাজের সূচনা করতে পাড়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি “স্কুল এন্ড কলেজ” ভবনের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,  আমরা যেন আগামী ২০১৯ সালের জানুয়ারী মাস থেকে ক্লাস শুরু করতে পারি সেই ভাবে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক আহসানুল্লাহ,  প্রিন্সিপাল মোহাম্মদ আমীরুজ্জামান, মাওলানা মমিনুল হক চৌধুরী,  জনাব মুহাম্মদ নুরুল্লাহ, চীফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত)  মোঃ জাহেদ হোসাইন প্রমূখ বক্তব্য রাখেন। সকলেই সময়মত নির্মাণ কাজ সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
ভবনটির নির্মাণ কাজের দায়িত্ব প্রদান করা হয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনকে। চীফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত)  মোঃ জাহেদ হোসাইন এর নেতৃত্বে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নির্মাণ কাজের সার্বিক দায়িত্বে থাকবেন। 
উদ্বোধন শেষে সময়মত নির্মাণ কাজ সম্পন্ন করাসহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া-মুনাজাত করা হয়।

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

এবার জাতীয় ঐক্য নিয়ে দেয়া জামায়াত নেতা সেলিম উদ্দিনের স্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল



বাংলাদেশ বার্তাঃ সোশ্যাল মিডিয়াতে জামায়াতের ঢাকা মহা:নগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সেলিম উদ্দিনের ফেইসবুক স্টাটাসটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাই।পাঠকদের জন্য চুম্বক অংশ তুলে ধরা হলো। বর্তমান ক্রান্তিকালে আমাদের দেশের স্বনামধন্য কয়েকজন সম্মানিত সিনিয়র সিটিজেন জাতিকে আশার আলো দেখাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এটা অত্যন্ত খুশির খবর। সাধুবাদ পাওয়ার যোগ্য কাজ।কিন্তু কোন মহৎ উদ্যোগই যাতে সফল না হয় সেজন্য বিভিন্ন স্বার্থান্বেষী মহলের লোকেরা অসৎ উদ্দেশ্য নিয়ে এর পেছনে লেগে থাকে। এখানেও তার ব্যতিক্রম নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও দূরদৃষ্টিতা বজায় রাখতে হবে। যেকোন উদ্যোগেরই আল্টিমেট গোল নির্ধারণ করতে হয়। আমার মতে, এ সময়ে জাতীয় ঐক্যের আল্টিমেট গোল হল:
একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। যেখানে সকল নাগরিক স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে দেশের নাগরিকদের মধ্য থেকে যারাই সহমত পোষণ করবেন তাদেরকে নিয়েই ঐক্য গড়তে হবে এটাই স্বাভাবিক। এখানে যদি বর্তমান সরকারের সমর্থক কোন ভোটারও এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে ঐক্যের মধ্যে শামিল হতে চায় তাকে আপনি কোন যুক্তিতে বাঁধা দিবেন? মানুষের চিন্তা চেতনা কি পরিবর্তনশীল নয়? পূর্বে কোন একটা মত বা আদর্শকে সমর্থন করলে তাকে আজীবন ঐটারই সমর্থক ভাবা কি উচিৎ? এক্ষেত্রে বর্তমান উদ্যোগ গ্রহণকারী সিনিয়র সিটিজেনগণ নিজেদের দিকে তাকালেও বিষয়টি সহজেই বুঝতে পারবেন।
সুতরাং প্রকৃত অর্থে যে ঐক্য গঠন সময়ের অনিবার্য দাবী, সেটা হতে হবে জনগণের ঐক্য। এই ঐক্যের উদ্যোক্তা একজন প্রথিতযশা সিনিয়র সিটিজেন শুরুতে সেই কথাই বলেছিলেন যে, আমি জনগণের ঐক্য চাই। অবশ্য এখন ভিন্ন সুর পরিলক্ষিত হচ্ছে।ঐক্যের উদ্যোক্তা সম্মানিত নাগরিকগণের বিবেকের কাছে সবিনয় প্রশ্ন রাখতে চাই, বর্তমান সরকার যে অপকৌশল প্রয়োগের মাধ্যমে জাতিকে বিভক্ত করে ক্ষমতায় আরোহণ করেছিল এবং এখনো ক্ষমতার মসনদ রক্ষায় উঠে পড়ে লেগেছে, সেই একই কৌশলও বক্তব্য যদি ঐক্যের উদ্যোক্তারা প্রয়োগ ও প্রদান করেন তাহলে জনগণ কোন দুঃখে বর্তমান ক্ষমতাসীনদের পরিত্যাগ করে আপনাদের ডাকে সাড়া দেবে? এই সরকার তো জাতির মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টিকারী এ জাতীয় বক্তব্য অনেকদিন ধরে ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে। ক্ষমতার স্বার্থে সরকারী দলের গৃহিত অপকৌশল তাদের দিক থেকে সঠিক বিবেচিত হলেও আপনাদের জন্য তা কিভাবে সঠিক হতে পারে? বিষয়টি সুবিবেচনার দাবি রাখে। তারা তাদের এ অপকৌশল ও অপপ্রচারের মাধ্যমে দেশবাসীসহ বিশ্বকে বারবার বুঝানোর চেষ্টা করেছিল যে, দেশের আসল সমস্যা জামায়াত।
তাদের বিচার করলেই দেশ সমস্যামুক্ত হয়ে যাবে। দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, আইন ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞগণসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও তারা তো যেভাবেই হোক তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করেছে। তাদের কথা অনুযায়ী দেশ আদৌ সমস্যামুক্ত হয়েছে কি? বরঞ্চ সমস্যা মহামারী আকার ধারণ করেছে যা তাদেরকেসহ গোটা দেশকে গ্রাস করতে চলেছে। সেজন্যই তো আপনাদের মতো বিবেকবান মানুষেরা জীবনের এ পর্যায়ে এসে যখন বিশ্রামে থেকে দেশের উন্নতির দৃশ্য অবলোকন করে চোখ শীতল হওয়ার কথা, তখন শিশু-কিশোর নারীসহ সর্বশ্রেণী ও পেশার মানুষের অবর্ণনীয় কষ্ট দেখে সহ্য করতে না পেরে আপনাদের চোখে অশ্রু বিসর্জন হচ্ছে আর সে কারনেই এই পড়ন্ত বিকেলে জেল-জুলুম, গুম, খুন ও মৃত্যুর খড়গ মাথায় নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার ডাক দিচ্ছেন। চূড়ান্ত আহবানের প্রস্তুতি নিচ্ছেন। আবারো আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এ মহতি প্রচেষ্টাকে সফলতায় পৌঁছে দিন। আমীন।
মান্যবর সিনিয়র নাগরিকবৃন্দ, ঐক্যের আহবানের মধ্যে অনৈক্যের সুর থাকা সঠিক হবে না। জোড়াতালির ঐক্য দিয়ে কোন উদ্দেশ্য সাধিত হবেনা। একটা সুপ্রতিষ্ঠিত ঐক্য ভেঙ্গে আরেকটা ঐক্য গঠন এটা জোড়াতালির মতই। ঐক্যের নামে আপনারা একটি প্রতিষ্ঠিত ঐক্যকে ভাঙ্গতে ভূমিকা রাখাটা কতটুকু সমীচিন কিংবা যথার্থ হচ্ছে মেহেরবাণী করে ভেবে দেখার অনুরোধ করছি। ২০ দলীয় ঐক্যজোট দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থিত ঐক্যজোট। এই জোটের প্রধান দু’ই শরীক হল- বিএনপি ও জামায়াতে ইসলামী। একটি বিশেষ প্রেক্ষাপটেই এ দু’টি দলসহ অন্য দলগুলোকে নিয়ে এই ঐক্যজোট গঠিত হয়। যে প্রেক্ষাপট কিংবা যে উদ্দেশ্য নিয়ে এ জোট গঠন হয়েছিল তার প্রয়োজন ফুরিয়ে যায়নি। তার প্রমাণ আপনারাই। কারণ আপনারাও বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা উললব্ধি করছেন। সুতরাং ২০ দলীয় ঐক্যজোটের মাধ্যমে দেশের একটি ব্যাপক সংখ্যক জনগণের মধ্যে যে ঐক্যের বন্ধন তৈরি হয়েছে, সেটাতে কোনভাবে চির না ধরিয়ে কিংবা দূর্বল না করে যতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে সেখান থেকে শুরু করে পরিপূর্ণ জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াসই সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত বলে দেশবাসী মনে করেন।
কিন্তু একটা বিষয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। আর তা হলো: আপনারা জাতীয় ঐক্যের ডাক দেন এটা আপনাদের অধিকার। কিন্তু ঐক্যের নামে আপনারা একটি দলকে তার সাথে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ আরেকটি দল ছেড়ে আসার আহবান কতটুকু বিবেচনা প্রসূত তা অনেকের বুঝে আসতেছেনা। বিষয়টি অপ্রত্যাশিত, একেবারেই বেরসিক ও বেমানান বলে দেশের জনগণ মনে করে।
সম্মানিত সিনিয়র নাগরিকবৃন্দ, আপনাদের ডাকে সাড়া দিয়ে বিএনপি যদি বৃহত্তর ঐক্যে যেতে চায়, সেখানে জামায়াত তো কোন বাঁধা দিচ্ছে না। জামায়াত তো আপনাদেরকে কোন শর্ত দিচ্ছে না যে, তাদেরকেও আপনাদের ঐক্যে রাখতে হবে। তবে কেন আগ বাড়িয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করে বহুল প্রত্যাশিত জাতীয় ঐক্যের ব্যাপারে হতাশা সৃষ্টি করা হচ্ছে।

প্রকৃতপক্ষে, মূল সমস্যাকে পাশ কাটিয়ে সমস্যা নয় বরং সম্ভাবনাকে সমস্যা বানিয়ে দেশের কোন কল্যাণ হবে না। অতীতে দেশের বিভিন্ন ক্রান্তিকালে জামায়াতের গঠনমূলক ভূমিকা ছোট করে দেখার কোন সুযোগ নেই। দেশের নির্বাচন পদ্ধতি কি হবে, তারই সমাধান দিয়ে কেয়ার টেকার সরকারের রূপরেখা জামায়াতই প্রথম উত্থাপন করেছিল। যা পরবর্তীতে আওয়ামী লীগসহ দেশের সকল দল এ ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছিল এবং এখনও আপনারাসহ প্রায় সকল রাজনৈতিক দল এই কেয়ার টেকার তথা তত্ত্ববধায়ক সরকারের দাবিতে সোচ্চার আছেন।
তাছাড়া জনগণের মেন্ডেট ছাড়াই গত ৫ বছর যে সরকার দেশ শাসনের নামে জনগণের উপর অত্যাচারের স্টীম রোলার চালিয়ে আসছে, যার বিরুদ্ধে আপনারাও আজকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই স্বৈরাচারী সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তাই যারাই পরিবর্তন চান, তাদেরকে ন্যূনতম শর্তের ভিত্তিতে যার যার অবস্থান থেকে অনেক কিছু ছাড় দিয়েই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আরেকটি কথা না বললেই নয়, সেটি হল, বর্তমান সময়ে দেশের রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় ঐক্যজোট নেত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসেনানী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্যের জন্যে তার মতো একজন দেশপ্রেমিক সাবেক প্রধানমন্ত্রীর এই মুহুর্তে জনগণের পাশে থাকা দরকার। ঐক্যের উদ্যোক্তাদেরকে এই দাবিটিও উপেক্ষা করলে চলবে না বলে দেশের জনগণ মনে করেন।

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

মানুষ এতো নিষ্ঠুর হয় কি করে !!


আজ সবার মন খারাপ। কাশিমপুর পৌঁছে গাড়িতে সবাই চুপচাপ বসে আছি। আজ বাসা থেকে অন্যান্য দিনের থেকে অনেক আগেই কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। ঈদের ছুটির পর মাঝে আবার তিন দিনের ছুটি। রাস্তায় ব্যপক জ্যাম হতে পারে আশংকায় আমার ৭০ বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া মাকে নিয়ে কোনরকমে পৌছলাম কাশিমপুরে। সাক্ষাতের জন্য আবেদনও জমা দিলাম যথারীতি। কিন্তু দেখা করতে পারলাম না। সাক্ষাত করতে দিলো না।

বুক ভরা ব্যথা নিয়ে রওয়ানা হলাম বাড়ির পথে। জানিনা, আমার আব্বাকে ওরা জানতে দিয়েছে কিনা আমরা তাঁকে দেখার জন্য সকাল সকালই কাশিমপুর পৌঁছেছিলাম। আব্বার জন্য খুব কষ্ট হচ্ছে। নিশ্চয়ই আব্বাও অনেক কথা বুকে জমিয়ে প্রতীক্ষায় ছিলেন আমাদের সাক্ষাতের। নির্জন এক রুমে একাকী তিনি আজ ৮টি বছর। মন খুলে কথা বলার মতোও কেউ নেই।

আহারে! কী করবো ... !
বুকে পাথর চাপা দিয়ে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে আছি।

আব্বার কারাজীবনের গত ৮ বছরের ঈদের সাক্ষাতকে কখনো গননার মধ্যে আনা হয়নি। নিয়মানুযায়ী ১৫ দিন পর পর দেখা করার অনুমতি পাই। মাঝে ২ ঈদ। দুটো ঈদেরই সাক্ষাত থাকে সৌজন্যমূলক। এতোদিন তাই-ই হয়েছে। কিন্তু এবার গভীর বেদনার সাথে খেয়াল করলাম, আমাদের রেগুলার সাক্ষাতের সাথে ঈদের সৌজন্যমূলক সাক্ষাতকে ওরা মিলিয়ে ফেলেছে।

এবার ঈদের সৌজন্য সাক্ষাত আমরা করেছিলাম ঈদের পরের দিন অর্থাৎ ২৩ আগষ্ট। আর রেগুলার সাক্ষাত করেছিলাম ১৯ আগষ্ট। সে হিসেবে আজ ৩ সেপ্টেম্বর ছিল নির্ধারিত সাক্ষাতের দিন। কিন্তু ওরা ২৩ তারিখকেই আমাদের রেগুলার সাক্ষাতের দিন হিসেবে গন্য করার অজুহাতে আজ আর আমাদের সাক্ষাত করতে দিল না। অথচ আমাদের রেগুলার সাক্ষাতের ১৫ দিন আজ পূর্ণ হয়েছিল।

অনেক অনুরোধ করা হলো, কোনভাবেই রাজি হলেন না উনারা। বুঝিনা, মানুষ এতো নিষ্ঠুর হয় কি করে !!

এই কষ্টগুলো কি না দিলে হয়না? আমরা তো এমনিতেই কষ্টের সাগরে ভাসছি। আর কতো !?

Masood Sayedee

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত বিতর্কিত ভোট চুরির মেশিন ইভিএম এর বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান—ড. রেজাউল করিম

বাংলাদেশ বার্তঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই এবারের ঈদ পুরোপুরি আনন্দঘন হয়ে ওঠেনি। সরকার ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পারেনি। ফলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় প্রায় তিন শ মানুষ প্রাণ হারিয়েছে। ঈদযাত্রায় পথে পথে চাঁদাবাজী ও হয়রানীও অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাই ঈদকে অর্থবহ করতে হলে ব্যর্থ ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা থানা পূর্ব আয়োজিত সাবেক সদস্য প্রার্থীদের নিয়ে এক ঈদ প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাওলানা কুতুবউদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুনজের আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সোলাইমান, জামায়াত নেতা আরাফাত হোসেন ও সালাহউদ্দীন প্রমূখ।
ড. এম আর করিম বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে এখন ক্ষমতা হারানোর ভয়ে প্রমাদ গুণতে শুরু করেছে। তারা আগামী নির্বাচনে ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতা টিকে রাখার জন্য নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জনপ্রশাসন সহ সকল সেক্টরকেই নির্লজ্জভাবে দলীয় করণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের মত সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাজানো হয়েছে দলদাস লোক দিয়ে। ফলে বর্তমান কমিশন জাতিকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার পরিবর্তে সরকারি এজেন্ডার পুরোপুরি বাস্তবায়ন শুরু করেছে। তাই এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে কোন ভাবেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই বর্তমান নির্বাচন কমিশনকে পুনঃর্গঠন করতে হবে।
তিনি বলেন, সরকার জনসমর্থন হারিয়ে এখন যন্ত্রের ওপর নির্ভর করে আগামীতে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। এজন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যাখান ইভিএম যন্ত্রের মাধ্যমে ভোট গ্রহণের ষড়যন্ত্র করছে। প্রযু্িক্ত বিশেষজ্ঞরা এই যন্ত্রের স্বচ্ছতা ও গ্রহণযোগ্য নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, খুব সহজেই এই যন্ত্রটি হ্যাক করা সম্ভব। তাই বিরোধী দল সহ সুশীল সমাজ, আইটি এক্সপার্ট ও একজন কমিশনারের তীব্র বিরোধীতা স্বত্ত্বেও সরকার আগামী নির্বাচনে এই বিতর্কিত যন্ত্রের ব্যবহার নিশ্চিত করার জন্য বশংবদ নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। কিন্তু জনগণ ক্ষমসীনদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি ভোট চুরির মেশিন ইভিএম এর বিরুদ্ধে জনমত সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

স্বপ্নের ইসলামী সমাজ কায়েম করার সংগ্রামের মাধ্যমেই শহীদ মীর কাসেম আলীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে---মকবুল আহমাদ

বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব শহীদ মীর কাসেম আলীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় দণ্ডিত করে সরকার কর্তৃক ফাঁসিকাষ্ঠে ঝুঁলিয়ে হত্যা করা হয়েছিল ২০১৬ সালের ৩রা সেপ্টেম্বর। তার অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০২ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শহীদ মীর কাসেম আলী ছিলেন সম্পূর্ণ নির্দোষ। এ দেশে ইসলামী সমাজ গড়ার আন্দোলনে তার অবদানের কথা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
শহীদ মীর কাসেম আলী ছাত্র জীবন থেকেই এ দেশে কল্যাণধর্মী একটি ইসলামী সমাজ কায়েমের জন্য সংগ্রাম করে গিয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ইসলামী ব্যাংক-বীমাসহ বহু মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর নিকট স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এ দেশের দরিদ্র মানুষেরা তার কথা আজীবন স্মরণ করবে। শুধুমাত্র ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণেই সরকার তাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে।
শহীদ মীর কাসেম আলীকে তথাকথিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। সরকার পক্ষ তার বিরুদ্ধে আনীত কোন অভিযোগই প্রমাণ করতে পারেনি। তার বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তার সাথে তার কোন সংশ্লিষ্টতা ছিল না। তিনি সম্পূর্ণভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে অত্যন্ত নির্মমভাবে সরকার জনাব মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ফাঁসি দিয়ে হত্যা করেছে।
সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে জনাব মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুঁলিয়ে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার হীন উদ্দেশ্যেই সরকার জনাব মীর কাসেম আলীসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসি দিয়ে হত্যা করেছে। তার প্রতি ফোঁটা রক্তের বদৌলতে এ দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম আরেক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন আরো মজবুত ও দৃঢ় ভিত্তি লাভ করবে।
সরকারের ভূমিকা যে অত্যন্ত ন্যক্কারজনক তার বড় প্রমাণ হল ২০১৬ সালের ৯ আগস্ট রাতে জনাব মীর কাসেম আলীর ছেলে ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী এক দল লোক জোর পূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়া হয়নি। ব্যারিস্টার আরমান তার পিতার আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তার স্বপ্নের ইসলামী সমাজ কায়েম করার সংগ্রামের মাধ্যমেই তার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তার অসমাপ্ত কাজ যাতে আমরা সমাপ্ত করতে পারি সে জন্য মহান আল্লাহর তাওফীক কামনা করছি। আমীন।

সাড়ে তিনহাত এপার্টমেন্ট


মসজিদ হতে বেরিয়ে হাঁটছি। পিছন হতে একজন ভদ্রলোককে পরিচিত মনে হল। একটু দ্রুত পা চালিয়ে ধরলাম।
– শরিফ ভাই, আসসালামু আলাইকুম। আমাদের পাড়ায় কবে আসছেন? আপনার ফ্ল্যাট তো মনে হয় রেডি। অনেক ইনটেরিওর এর কাজ ও হয়েছে মনে হয়।
ভদ্রলোক দুবাইয়ে ব্যবসা করেন। অনেক কষ্ট করে হাসলেন। ৫৫-৫৬ বছর হবে বয়স। দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন।
– ফ্ল্যাট রেডি হয়েছে ২ মাস আগে। এই ফ্ল্যাটে উঠা আর না উঠা এখন এক কথা আমার জন্য।
– কেন ভাইয়া, কোন সমস্যা?
– জানো, প্রায় ১০ বছর ধরে টাকা জমিয়েছিলাম এই ফ্ল্যাটটার জন্য। এরপর ৩ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই এপার্টমেন্ট। ২ মাস ধরে ১৭ লাখ টাকার ইনটেরিওর, ৩ টা এসি, সেগুন কাঠের সব আলমারী আর লেকার করা কিচেন কেবিনেট। এখন সব আগ্রহ হারিয়ে ফেলেছি।
– বুঝলাম না ভাইয়া।
– আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, অন্যটা ১৫ ভাগ কাজ করছে। ডায়ালিসিস করে চলছি। বড়জোর ৬ থেকে ১২ মাস হয়ত চলবে এভাবে………।
– এত শখ করে বানালেন যখন, উঠে আসেন! চিকিৎসা চলুক………।
অশ্রুসজল চোখে শরিফ ভাই বললেন,
– ভাই, অবাক হয়ে ভাবি এই ঘরটার জন্য জীবন দিয়ে দিলাম। কয় মাস পরেই যে সাড়ে তিন হাত ঘরে যাব তার জন্য কিছুই ভাবি নি। কোন সঞ্চয় নেই। ভেবেছিলাম অন্তত ৭৫-৮০ বছর বাঁচব। নাতি নাতনিদের সাথে খেলব। সবাইকে নিয়ে বিদেশে ঘুরতে যাবো। বাচ্চারা ছোট ছিল বলে হজ্ব ও করলাম না। একটা ছোট্ট ঘরে গিয়ে কয়’শ কিংবা হাজার বছর শুয়ে থাকতে হবে তার কোন ইনটেরিওর করলাম না। এসি লাগালাম না। এখন হাতে সময় নাই। মাফ চেয়ে কুল পাচ্ছি না। অল্পতেই চোখে পানি আসে। একটা সময় একদম আসত না। আসি, আমার জন্য দোয়া করিও।
উনার কথা শুনে একটা হার্টবিট মিস করলাম। 
আমাদের সাথেও কি অদ্ভুত মিল!!
সারা জীবণ লেখাপড়া থেকে শুরু করে বিদেশে,সন্তান,স্ত্রী,বাড়ি ঘরের জন্য জীবণ কাটিয়ে দিলেন।পাপ পুন্যের হিসেব করলেন না,ভাবলেন শেষ বয়সে ধর্ম-কর্ম করে একবার হজ্জ করতে পারলেই কাজ সারা।যে সাড়ে তিন হাত কবরে আপনাকে থাকতে হবে তার প্রস্তুতি নিয়েছেন কি? সময় পাবেন ত?
সংগৃহিত