বাংলাদেশ বার্তাঃ যমুনা টিভির টকশোতে তিনি বলেন জামায়াত প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি করেন। তাদের গঠনতন্ত্রে ইসলামী শরিয়া মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে। তা বাস্তবায়ন করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন ।
জামায়াতের গঠনতন্ত্র কোনো মানবরচিত মতবাদ দ্বারা রচিত করা হয়নি। জামায়াতের গঠনতন্ত্র সম্পন্ন কুরআন সুন্নাহের আলোকে গঠিত ।
আওয়ামী বি এন পি নির্বাচন ঘনিয়ে আসলে মাথায় পট্টি হাতে তাসবীহ, বিভিন্ন মাদ্রাসা মসজিদে অনুদান দিয়ে সাধারণ মানুষদের কে পাম্পটি দিয়ে থাকেন। আর এরশাদ তো রীতিমত ধর্ম ব্যবসায় সেঞ্চুরিয়ান । অন্যান্য ছোট ছোট ক্ষুদ্র ইসলামী দলগুলোও বিভিন্ন নামে মাজার, বিভিন্ন নামে পীর সেজে ধর্মের সাথে প্রতারণা ও রমরমা ব্যবসা করে যাচ্ছে ।
এমনকি ঐ তথাকথিত পীর মাজারীরা নির্বাচনের সময় এলে মাথায় পাগড়ী টুপি লাগিয়ে জনসাধারণের কাছে গিয়ে ফতোয়ার বক্স নিয়ে হাজির হন। নির্বাচন শেষ মাথায় পট্টি হাতে তাসবীহ আর থাকেনা, থাকে অস্ত্র । ফতোয়াধারীরা চলে যায় আন্ডারগ্রাউন্ডে মানে বিভিন্ন মাজারে ।
আমার দৃষ্টিতে জামায়াত কখনো ধর্ম ব্যবসা করেনি। ধর্ম ব্যবসা জামায়াতের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য নয় । ৭১ এর ভুমিকা নিয়ে নানান জন নানান অভিযোগ তুলতে পারেন, কিন্তু ৪৬ বছরে জামায়াতে ইসলামীর দ্বারা একটিও রাষ্ট্রদ্রোহিতার কাজ হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন