বাংলাদেশ বার্তা ডেস্কঃ সারা বিশ্বে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন এম বি ই খেতাবপ্রাপ্ত ড. মুহাম্মদ আব্দুল বারী। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য তাঁকে মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার(এমবিই) খেতাব দেয়া হয়। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত অলিম্পিকের ২০১২ আসরের আয়োজক লন্ডনের বোর্ড মেম্বারের ১৯ জনের তালিকায় ছিলেন এই বাংলাদেশী। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময় এখবরটি লন্ডন অলিম্পিক ২০১২- এর ওয়েবসাইটে দেয়া হয়েছিলো।
অলিম্পিকে প্রথম মুসলিম হিসেবে এ বিরল সম্মান অর্জন করেন ড. অাব্দুল বারী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন।
লন্ডনে যাবার আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পদার্থ বিদ্যায় পিএইচডি করার জন্য তিনি ইংল্যান্ডে যান। উচ্চশিক্ষা সমাপনান্তে তিনি সেখানে শিক্ষকতা পেশা বেছে নেন।
বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, লেখক ও প্যারেন্টিং কনসালটেন্ট ড. বারী লন্ডনের প্রথম মসজিদ ‘ইস্ট লন্ডন মসজিদ’ এবং লন্ডন মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি ২০০৬ -২০১০ সাল পর্যন্ত মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। ড. বারী যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মুসলিম এইডের কার্যকরী কমিটির সেক্রেটারি। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য তাকে মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার(এমবিই) খেতাব দেয়া হয়।
তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলা সদরে। ইউরোপের বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার প্রতিষ্ঠায় ড. বারীর নিরলস অবদান অনেক। তারই সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপের মুসলিমের প্রাণকেন্দ্র লন্ডন মুসলিম সেন্টার। এখন তারই নেতৃত্বে অচিরেই উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের মুসলিম মহিলাদের মালটিপারপাস সেন্টার "দি মরিয়ম সেন্টার"।
ড. আব্দুল বারী ইউকের প্রখ্যাত প্যারেনটিং বিশেষজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষক। তাঁর ইউকের মূলধারা পাবলিশিং মিডিয়ার সুলেখক হিসেবে সুখ্যাতি রয়েছে। তাঁর ইংরেজিতে লেখা ৪টি বই এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ড. আব্দুল বারী ইউরোপের একজন সফল দাওয়া সংগঠক ও লেকচারার।বৃটেনে মালটিকালচারাল সোসাইটি ও মুসলিম সোসাইটির উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন