সাতকানিয়া উপজেলার বিভিন্ন মসজিদে কুরআন শরীফের পাতা ছেঁড়ার সাথে জামায়াত ও শিবিরকে সম্পৃক্ত করে পুলিশের পক্ষ থেকে যে সাজানো বক্তব্য দিয়ে ‘সব দোষ নন্দ ঘোষের’ উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জাফর সাদেক এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ধর্মপ্রাণ ও ইসলামপ্রিয় সাতকানিয়া-লোহাগাড়ায় অত্যন্ত সংগোপনে বেশ কয়েকটি মসজিদে কুরআনের পাতা ছেঁড়ার মতো এক জঘন্য ও অভিনব কর্মকা- সংঘটিত হয়েছে। যার সাথে উদ্দেশ্যমূলকভাবে জামায়াত ও শিবিরকে জড়ানো হচ্ছে। অথচ জামায়াত-শিবিরের নেতা কর্মীগণ কুরআনকে সর্বোচ্চ সম্মান দেয়ার লক্ষ্যে সারাজীবন তা প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। কুরআনের মর্যাদা রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানী দিচ্ছে। এতদসত্বেও বিভিন্ন মসজিদে কুরআন শরীফ ছেঁড়ার মাধ্যমে জামায়াত শিবির কুরআন অবমাননা করতে পারে তা কোন বিবেকবান মানুষ বিশ্বাস করবে না। এ ধরনের ঘৃণ্য অপকর্মের দায় জামায়াত ও শিবিরের উপর চাপিয়ে নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা স্বার্থান্বেষী মহলের জঘন্য ষড়যন্ত্রের নীল-নকশা। কুরআন ছেঁড়ার এ অপকর্মে জামায়াত ও শিবিরের কোন রাজনৈতিক ও আদর্শিক স্বার্থ নেই। কয়েকদিন পূর্বে রাতে হঠাৎ অভিযান চালিয়ে ঢেমশা থেকে কয়েকজন শিবির কর্মী গ্রেফতার করে পাঁচদিন পর্যন্ত থানায় আটক করে রেখে অমানুষিক নির্যাতনের মাধ্যমে তাদের থেকে সাজানো স্বীকারোক্তি আদায় করা হয়। অথচ এ ধরনের ন্যাক্কারজনক ও হীন কর্মকান্ডের সাথে জামায়াত ও শিবিরের দূরতম সম্পর্ক নেই। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা সম্পূর্ণ হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমরা এ ধরনের মিথ্যা ও নিবর্তনমূলক মামলা দায়ের করে নিরীহ লোকজনকে হয়রানি করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে কুরআন ছেঁড়ার এ জঘন্য ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।
আমরা এ ধরনের মিথ্যা ও নিবর্তনমূলক মামলা দায়ের করে নিরীহ লোকজনকে হয়রানি করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে কুরআন ছেঁড়ার এ জঘন্য ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।