নৌ-পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এবং খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ‘কওমী মাদ্রাসার শিক্ষা ও ছাত্রদের সম্পর্কে’ যে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকারের নৌ-পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এবং খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ‘কওমী মাদ্রাসার শিক্ষা ও ছাত্রদের সম্পর্কে’ যে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন তাতে জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে, তারা এ দেশ থেকে মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী শিক্ষা ধ্বংস করতে চায়। তাদের দু’জনের বক্তব্য একই সূত্রে গাঁথা।
নৌ-পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান গত ২২ জানুয়ারী রাজধানী ঢাকা মহানগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে “ওরা (মাদ্রাসা ছাত্ররা) বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ওরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য সবকিছু ধ্বংস করে ফেলতে চায়” মর্মে যে অন্যায় এবং অযৌক্তিক বক্তব্য রেখেছেন তা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কওমী মাদ্রাসা ছাত্রদের লক্ষ্য করে এ ধরনের হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য রাখার কোন যুক্তি নেই।
খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম গত ২১ জানুয়ারী চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এক সম্মেলনে কওমী মাদ্রাসাগুলোকে লক্ষ্য করে “কওমী মাদ্রাসা নামধারী জঙ্গী আস্তানাগুলোকে চিহ্নিত করতে হবে। ব্যাঙের ছাতার মত বাড়ছে কওমী মাদ্রাসা।” মর্মে যে অযৌক্তিক ও আপত্তিকর মন্তব্য করেছেন তাতে দেশের ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত।
দেশের জনগণ মনে করে আমাদের দেশ থেকে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য ধ্বংস করার অসৎ উদ্দেশ্যেই নৌ-পরিবহন মন্ত্রী ও খাদ্য মন্ত্রী কওমী মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কটাক্ষপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। তাদের এ অন্যায় মন্তব্যে দেশের জনগণের নিকট স্পষ্ট হয়ে গিয়েছে যে, তারা এ দেশের জনগণের ঈমান-আক্বিদা ধ্বংস করার উদ্দেশ্যেই কওমী মাদ্রাসা শিক্ষা বন্ধ করার ষড়যন্ত্র করছে। সরকারের ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষাবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের বিরুদ্ধে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
এমএম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন