‘অবসরে যাওয়ার পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী’ আবারও উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমরা আজব দেশে বাস করি। বিশ্বের অন্যান্য দেশে বিচারকরা অবসরে যাওয়ার পর আর কোনো মামলার রায় লিখতে পারেন না। আমাদের দেশে অতীতে এ রকম রায় দিলেও এখন থেকে আর এ সুযোগ দেওয়া যাবে না।’ ‘বিচারপতিদের অবসরে যাওয়ার পর আর কোনো রায় লিখতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।’
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ‘বার্ষিক নৈশভোজ ও সভা-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আইন ও সংবিধান রক্ষায় আমাদের সংশোধিত হতে হবে। দেশে এখন গণতন্ত্র আসছে, সংবিধান আছে; এখন আমরা আইনে চলব। সেই সামরিক আইন চলবে না। আইনকে সুসম্মত রেখে চলব। আইন ও সংবিধান পরিপন্থী কোনো কাজ হতে দেওয়া হবে না।’
অতীতে চললেও এখন থেকে অবসরে যাওয়ার পর আর কোনো বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে দেওয়া বাণীতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতিদের অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী। কোনো কোনো বিচারক রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন, আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।’ শীর্ষনিউজ এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন