বংলাদেশ বার্তা ডেস্কঃ ছোটবেলায় আমার শহীদ পিতা যখন শহীদ আব্দুল মালেককে নিয়ে স্মৃতিচারণ করত তখন মনে করতাম যে তিনিই শহীদ আব্দুল মালেকের কর্মী এবং তার হাত ধরেই তিনি এই আন্দোলনে অগ্রসর হয়েছেন। কিন্তু যখন বড় হতে লাগলাম এবং ক্রমান্বয়ে সংগঠনে সক্রিয় হওয়া শুরু করলাম তখন বুঝতে পারলাম যে না, বরং শহীদ আব্দুল মালেকই ছিলেন উনার কর্মী। আবার নিজের কাছে খুব অবাক লাগতো যখন তিনি আলফালাহ মিলনায়তনে শহীদ আব্দুল মালেক শীর্ষক আলোচনা সভায় এমনভাবে আলোচনা রাখতেন যেন তিনি উনার দায়িত্বশীলের স্মৃতিচারণ করছেন। হ্যা, একবার তিনি এক আলোচনা সভায় শহীদ আব্দুল মালেকের স্মৃতিচারণ করতে গিয়ে বলেই ফেলেছিলেন যে, "শহীদ আব্দুল মালেক ছিল আমার কর্মী, কিন্তু যখন সে শাহাদাত বরণ করল তখন আমার কাছে মনে হচ্ছিল সে আমার নেতা এবং আমি তার কর্মী।" তাইতো বলি তার এই শাহাদাত তাকে কর্মী থেকে নেতার পর্যায়ে নিয়ে গিয়েছে। শহীদ আব্দুল মালেক দেখিয়ে গিয়েছেন যে যুক্তি তর্কের দ্বারা ইসলামী আদর্শকে দমন করা সম্ভব নয়। আর এই আদর্শকে বাতিলেরা যুক্তি তর্কের দ্বারা দমাতে ব্যর্থ হয়েছে বলেই তারা পেশিশক্তির বলয়ে ইসলামী আদর্শকে দমাতে চেয়েছিল। তার ধারাবাহিকতায় নির্মমভাবে হত্যা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ের অন্যতম এক মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেককে। তবে হত্যা করলে কি হবে? এই এক শহীদ আব্দুল মালেক লক্ষ্য লক্ষ্য মানুষের হৃদয়ে শাহাদাতের স্পৃহা জাগিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার ফলশ্রুতিতে আজো অব্দি তার প্রিয় উত্তরসূরীগণ আদর্শের এই সংগ্রামকে যুগের পর যুগ জিয়িয়ে রাখার জন্য ফাঁসির মঞ্চে পর্যন্ত পা বারাতে রাজি হয়েছেন, কিন্তু বাতিলের কাছে বিন্দুমাত্র আত্নসমর্পণ করতে রাজি হননি। বাতিলেরা শহীদ আব্দুল মালেককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, তার প্রিয় উত্তরসূরীদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। কিন্তু তারা এই আদর্শের সংগ্রামকে এক বিন্দু পরিমাণ থামাতে পারেনি। কেননা এই সংগ্রাম কোন ব্যক্তির জন্য থেমে থাকেনা। এক শহীদ মালেক জন্ম দিয়েছে লক্ষ্য মালেকের, এক শহীদ নিজামী জন্ম দিয়েছে লক্ষ্য নিজামীর। বাতিলের কোন স্বড়যন্ত্র ইসলামী আন্দোলনের এই অগ্রযাত্রাকে কোনদিন স্তব্ধ করতে পারবেনা। ওরা স্বড়যন্ত্র করতেই থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামীন করবেন পরিকল্পনা। এভাবেই ইসলাম একদিন পূর্ণাঙ্গরূপে বিজয়লাভ করতে সক্ষম হবে। Copy post Nadim Talha
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন