Add caption |
শোকবানীতে তিনি বলেন, “মোমেনশাহী শহরের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওড়ে বেড়াতে যায়। হাওড়ের ঘাটে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন তাদেরকে জান্নাতুল নসীব করেন।সেই সাথে তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ বার্তা ডেস্কঃ নেত্রকোনায় নৌকা ডুবে ১৭ জন শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলঅমীর আমীর ডা. শফিকুর রহমান ৫ আগষ্ট এক শোক বানী প্রদান করেছেন।
ঈদের মৌসুমে হাওড় এলাকায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর আরো সতর্ক থাকা প্রয়োজন ছিলো।
ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে ব্যাপরে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার জন্য আমরা আহবান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন