ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় টিমের সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ বার্তা: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী ফুটবল দলকে অনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছে।
৩১ জুলাই ২০১৭ইং তারিখ সোমবার দুপুর ১২টায় স্টুডেন্ট এ্যাফেয়ার ডিভিশনের উদ্যোগে আয়োজিত এবং   আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম‘র প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম‘র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. আযহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আন্তর্জাতিক ইসলামী  বিশবিদ্যালয়ের বোড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আ.ন.ম. শামসুল ইসলাম।  সংবর্ধনা অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বোড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ, বিসনেস স্টাডিজ ফেকালিণ্টর ডীন জনাব প্রফেসর মোঃ আবদুল হামিদ চৌধুরী, বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার জনাব কর্নেল মোঃ কাসেম পিএসসি(অবঃ), স্টুডেন্ট এ্যাফেয়ার ডিভিশনের ডাইরেক্টর জনাব আ.জ.ম. ওবায়দুল্লাহর, সংবর্ধিত চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন জনাব কামরুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২১ জুলাই’১৭ সন্ধ্যায় চট্টগ্রামস্থ এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে  ফাইনাল পর্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ৩-১ গোলে সাদার্ন বিশ্ববিদ্যালকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে।
বিজয়ী আইআইইউসি’র আবদুল্লাহ ইব্রাহিম ২ ও প্রণয় ১ গোল করেন। সাদার্নের পক্ষে একমাত্র গোলটি করেন আশিক বড়ুয়া। খেলার প্রথমার্ধে আইআইইউসি ১-০ গোলে এগিয়েছিল।
বলতে হয় খেলায় যোগ্যতর দল হিসেবেই আইআইইউসি বিজয় লাভ করে। বৃষ্টির মধ্যে মাঠে খেলতে উভয় দলেরই কিছুটা কষ্ট হয়েছে। তবে শুরু থেকেই আইআইইউসি মাঠে প্রাধান্য বিস্তার করে খেলেছে। মুলতঃ আইআইইউসি’র ৩ বিদেশী খেলোয়ারই খেলার জয়-পরাজয়ের মুখ্য ভূমিকা পালন করেন। খেলায় ২ গোল করেন আইআইইউস ‘র বিদেশী ছাত্র  ফুটবলার আবদুল্লাহ ইব্রাহিম অপর গোলটি করিয়েছেন আরেক বিদেশী ছাত্র শামছুদ্দিন গরবা।
শামছুদ্দিন ফাইনালে সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার লাভ করে। অন্যদিকে যৌথভাবে সর্বোচ্চ গোল দাতা হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের নিজাম উদ্দিন শিমুল ও আইআইইউসি’র আবদুল্লাহ ইব্রাহিম। টুর্নামেন্টের সেরা খেলোয়ার মনোনীত হন সার্দান বিশ্ববিদ্যালয়ের এমদাদুল হক চৌধুরী আবির।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তাৎক্ষণিক শুকরিয়া আদায়, উল্লাস, দোয়া, বিজয় র‌্যালী, মিষ্টি বিতরণসহ নানা ভাবে এই বিজয় উদযাপন করা হয়।
স্টুডেন্ট এ্যাফেয়ার ডিভিশনের উদ্যোগে আয়োজিত সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন  ফুটবল দলকে অনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তাগণ বিজয়ীদলের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তাগণ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষারমান উন্নয়নের পাশাপাশি ফুটবল, ভলিবল, বাস্কেট বলসহ সকল প্রকার খেলাধুলার জন্য প্রয়োজনীয় সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন