বয়লিং ফ্রগ সিনড্রোম একটা জনপ্রিয় মেটাফোর। একটা ব্যাঙ কে যদি আপনি একটি পানি ভর্তি পাত্রে রাখেন এবং পাত্রটিকে উত্তপ্ত করতে থাকেন তবে ব্যাঙটি পানির তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রায় ভারসাম্য আনতে থাকে। লাফ দিয়ে বেরোনোর পরিবর্তে; সে পানির উত্তাপ সহ্য করতে থাকে।
কিন্তু একসময় পানির তাপমাত্রা সহ্যসীমা ছাড়িয়ে গেলে ব্যাঙের শরীর আর তা মানিয়ে নিতে পারে না। যখন পানির অসহনীয় তাপমাত্রার সাথে তার নিজের শরীরের তাপমাত্রার আর সমতা রাখতে পারে না, তখন ব্যাঙটি ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু হায়! সে লাফ দিতে পারে না তখন, কারণ সে তার সমস্ত শক্তি, তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় করে ফেলেছে। অত:পর সে পানিতে সিদ্ধ হতে থাকে।
তার মৃত্যুর কারণটা আসলে গরম পানি না, বিপদজনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেয়াটাই তার মৃত্যুর কারণ। সব কিছু সহ্য করে নেবার মত বড় ভুল তার মৃত্যুর কারণ।পাত্রের পানি গরম কেন; তার প্রতিবাদ না করে বরং এর সাথে নিজেকে মানিয়ে নেয়াই তার জীবন্ত সিদ্ধ হবার কারণ। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেয়াই তার মৃত্যুর কারণ।
হঠাৎ করে সেই সিদ্ধ হওয়া ব্যাঙের কথা মনে পড়লো। খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে।সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।
কার্টেসি: Jasim Uddin
( তথ্যসূত্র: through world TV .)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন