বাংলাদেশ বার্তা ডেস্কঃ নির্যাতিত রোহিঙ্গাদের আর্ত- চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। বিশ্ব নেতহারা কি করছেন? ফেসবুকের সুবাদে বার্মা বা মায়ানমারের সেনা বাহিনী, পুলিশ ও বৌদ্দ ভিক্ষু কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের অত্যাচার নির্যাতনের যে চিত্র বছরের পর বছর ধরে চলছে তা কে না জানে? বাংলাদেশ, ভারত, পাকিস্থান থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, মধ্যপ্রাচ্য এমনকি জাতিসংঘ পর্যন্ত কেউ কি জানার বাকি আছে? আধুনিক সভ্যতার এই যুগে এমন বর্বরতা কি করে চলতে পারে?
রোহিঙ্গা মুসলমানদের বুকফাটা চিৎকার যদি কারো বিবেক জেগে না উঠে তবে এই বিশ্বকে অবশ্যই মহান আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষ করতে হবে। শান্তিতে নোবেল বিজয়ী অংসাং সুকি বার্মা বা মায়ানমারের ক্ষমতায় অধিষ্ঠিত কিন্তু এখানে কোন পরিবর্তনের লক্ষণ নাই। বিশ্বের বিজ্ঞানীরা নতুন নতুন আবিস্কারে ব্যাতিব্যস্ত, বুদ্ধিজীবীরা শান্তি প্রতিষ্ঠার নানা বক্তব্য নিয়ে টকশোতে হাজির হয়। কিন্তু নির্যাতিত রোহিঙ্গাদের বিষয়ে কারো কোন শক্তিশালী বক্তব্য নেই।
এ ভাবে কি সুন্দর বিশ্ব চলতে পারে? রোহিঙ্গা সমস্যা যারা আজ এড়িয়ে যাচ্ছেন হয়তো তাদেরও এমন একটি সময় সামনে চলে আসতে পারে?
নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন আর ভাবুন এবিষয়ে আপনার আপনাদের কিছু করনীয় আছে কিনা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন