ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮



বাংলাদেশ বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্তত ৩৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। তবে আরও ২ জন প্রার্থীর মনোনয়ন নিয়ে রিট করা হয়েছে বলে দাবি করেছে দলটি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আয়কর এর কাগজপত্র দাখিল না করার অভিযোগে দিনাজপুর-১ আসনের জোটের প্রার্থী মো. আবু হানিফের মনোয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।’
তিনি বলেন, ‘এটি ঠুনকো অভিযোগ। আমরা এ ব্যাপারে আইনের আশ্রয় নেবো। আপিলে সব টিকে যাবে ইনশাআল্লাহ।’
২৩ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছেঃ
১) ঠাকুরগাঁও – ২ – মাওলানা আব্দুল হাকিম
২) দিনাজপুর – ৬ – মোহাম্মদ আনোয়ারুল ইসলাম
৩) নীলফামারী – ২ – মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু
৪) নীলফামারী – ৩ – মোহাম্মদ আজিজুল ইসলাম
৫) গাইবান্ধা – ১ – মাজেদুর রহমান সরকার
৬) সিরাজগঞ্জ – ৪ – মাওলানা রফিকুল ইসলাম খান
৭) পাবনা – ৫ – মাওলানা ইকবাল হুসাইন
৮) ঝিনাইদহ – ৩ – অধ্যাপক মতিয়ার রহমান
৯) যশোর – ২ – আবু সাঈদ মুহাম্মদ শাহদাত হোসাইন
১০) বাগেরহাট – ৩ – এডভোকেট আব্দুল ওয়াদুদ
১১) বাগেরহাট – ৪ – অধ্যাপক আব্দুল আলিম
১২) খুলনা – ৫ – অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
১৩) খুলনা – ৬ – মাওলানা আবুল কালাম আজাদ
১৪) সাতক্ষীরা – ২ – মুহাদ্দিস আব্দুল খালেক
১৫) সাতক্ষীরা – ৩ – মুফতি রবিউল বাশার
১৬) সাতক্ষীরা – ৪ – গাজী নজরুল ইসলাম
১৭) পিরোজপুর – ১ – আলহাজ্ব শামীম সাঈদী
১৮) ঢাকা – ১৫ – ডা. শফিকুর রহমান
১৯) সিলেট – ৫ – মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী
২০) সিলেট – ৬ – মাওলানা হাবিবুর রহমান
২১) কুমিল্লা – ১১ – ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
২২) চট্টগ্রাম – ১৫ – আনম শামসুল ইসলাম
২৩) কক্সবাজার – ২ – হামিদুর রহমান আযাদ
*** দিনাজপুর – ১ ও রংপুর – ৫ রিট করা হয়েছে। এখনো রায় পাওয়া যায়নি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছেঃ
১) জয়পুরহাট – ১ (সদর-পাঁচবিবি) – ডা. ফজলুর রহমান সাঈদ
২) বগুড়া – ২ (শিবগঞ্জ) – অধ্যক্ষ শাহাদাতুজ্জামান
৩) চাঁপাইনবাবগঞ্জ – ৩ (সদর) – নুরুল ইসলাম বুলবুল
৪) পাবনা – ১ (সাঁথিয়া-বেড়া) – ডাঃ আব্দুল বাসেত, নাজিবুর রহমান মোমেন
৫) পাবনা – ৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) – অধ্যাপক আবু তালেব মণ্ডল
৬) মেহেরপুর – ১ – তাজউদ্দিন
৭) যশোর – ৫ – গাজী এনামুল হক
৮) যশোর – ৬ (কেশবপুর) – অধ্যাপক মুক্তার আলী
৯) ময়মনসিংহ – ৬ (ফুলবাড়িয়া) – অধ্যাপক জসিম উদ্দিন
১০) চট্টগ্রাম – ১০ (ডাবলমুরিং) – আলহাজ্ব শাহজাহান চৌধুরী
১১) চট্টগ্রাম – ১৬ (বাঁশখালী) – মাওলানা জহিরুল ইসলাম
জামায়াত সূত্রে জানা যায়, এক মহিলা স্বাক্ষর দেয়ার বিষয়টি অস্বীকার করার অভিযোগে নীলফামারী-১ এর স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তারের মনোনয়ন বাতিল হয়েছে। এ ব্যাপারে ওই প্রার্থী আব্দুস সাত্তার বলেন, ‘যে মহিলার স্বাক্ষর নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা অভিযোগ তুলেছেন তাকে হাজির করা হলেও তারা তা মানেননি। আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। আমাদের আপিলে যেতে বলেছেন তারা। আমরা আপিল করবো।’
একজন স্বাক্ষর অস্বীকার করায় পটুয়াখালী-২ আসনে জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুষ্টিয়া-২ আবদুল গফুরের ৭ জনের স্বাক্ষর সমস্যা, লালমনিরহাট-১ আবু হেনা এরশাদ হোসেন সাজুর ক্ষেত্রে ৩ জনের স্বাক্ষর সমস্যাজনিত কারণে মনোয়নপত্র বাতিল হয়েছে।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার অভিযোগে বগুড়া-৪ আসনের জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মাওলানা তায়েব আলীর মনোয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে ওই প্রার্থীর অভিযোগ, ‘উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। কিন্তু এখন তারা বলছেন একসেপ্ট করেনি। এটা চাপে রাখার কৌশল। আমরা আপিল করবো।’
একই কারণ দেখিয়ে বগুড়া-৫ আসনের দবিবুর রহমানের মনোনয়পত্র বাতিল হয়েছে।
অনদিকে দু’জন স্বাক্ষর অস্বীকারের অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনে রুহুল আমিনের, লক্ষীপুর-২ আসনে জেলা জামায়াতের আমির রুহুল আমীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মাত্র একজন স্বাক্ষর অস্বীকার করার অভিযোগে গাইবান্ধা-৪ এর স্বতন্ত্র প্রার্থী ও জেলা আমির ডা. আব্দুর রহিমের মনোয়নপত্র বাতিল হয়েছে। ভোটার স্বাক্ষর সমস্যাজনিত কারণে কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-২ এর ইয়াহয়িয়া খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ভোটার তালিকায় অসঙ্গতির কারণ দেখিয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (পবা-মোহনপুর) আসনে দলরি জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক কাটাখালি পৌর মেয়র অধ্যাপক মাজেদুর রহমানের মনোয়নপত্র বাতিল করেছে রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এসএম আবদুল কাদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন