২০১৩ এর জানুয়ারির ৩১ তারিখ বুধ বার দুপুর ১২ টার পর ক্লাস শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে বন্ধুদের সাথে গল্প করছিলাম । হঠাৎ ৭/৮ জন ছাত্রলীগ কর্মী আমার মুখে দাঁড়ি ও পড়নে পাঞ্জাবী দেখে শিবির সন্দেহে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে । শত শত ছাত্রের সামনে তারা নির্মম ভাবে কিছুক্ষণ মারধর করার পর কলার ধরে টানতে টানতে আমাকে প্রোক্টর অফিসে নিয়ে আসে ।
প্রোক্টর কোন তদন্ত ছাড়াই শাহবাগ থানায় সোপর্দ করে । সেদিন যেভাবে অপমানিত হয়েছিলাম তা ভাবলেও গা শিউরে উঠে । শত শত ছাত্র ছাত্রীর মাঝ দিয়ে পুলিশ হাতে হ্যান্ডকাফ পড়িয়ে টানতে টানতে গাড়িতে উঠিয়ে ছিল । পরের দিন এক পাহারাদার পুলিশ আমাকে জানায় প্রায় সব পত্রিকা খবরটি ছাপিয়েছে ।
এক পুলিশ ফোনে আব্বুকে গ্রেফতারের খবর জানায় । খবরটি পেয়ে আব্বা প্রথমেই অজু করে দুরাকাত নামাজ পরে আল্লাহ্র কাছে সাহায্য চান । আল্লাহ্র রহমতে গ্রেফতারের পরের দিন কোন রাজনৈতিক সম্পৃক্ততা না থাকায় মুক্তি পাই ।
পুলিশ হাজতে ২৪ ঘণ্টা বৈচিত্রময় অভিজ্ঞতা লাভ করি । নির্দোষ হয়েও গ্রেফতার, সারা গায়ে আঘাতের যন্ত্রণা, পানির অভাবে ও ব্যথার কারণে তায়াম্মুম করে বসে নামাজ আদায়, ছোট্ট একটি সেলে ১৪/১৫ জনের অবস্থান, পানি ও টয়লেটের কোন ব্যবস্থা না থাকা, সিগারেট খোরদের ধুয়ার বন্যা, শীতের রাতে কোন কম্বল না জোটায় বসে বসে নির্ঘুম রাত কাটানো সহ নানা প্রতিকূলতার সমাবেশ ঘটে ।
প্রবাসী ভাইয়েরা শঙ্কা মুক্ত ও নিরাপদে আছেন । আমরা যারা দেশে আছি তারা শঙ্কা ও নিরাপত্তাহিনতার চাদরে বেষ্টিত । আমাদের জন্য দুয়া করবেন, যেন পরিস্থিতির শিকার না হই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন