রাজাকারদের বিরুদ্ধে দায়ের করা মামলানা সাঈদীর নাম ছিলনা বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামী পক্ষের আইনজীবী। সোমবার সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানিতে বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ওই মামলার সত্যায়িত অনুলিপি উপস্থাপন করে এসব যুক্তি উপস্থাপন করেন আসামী পক্ষের আইনজীবী।
এসময় বলা হয় ‘একাত্তরের মুক্তিযুদ্ধকালে ইব্রাহিম কুট্টি হত্যার অভিযোগে ১৯৭২ সালের ৮ মার্চ পিরোজপুর মহাকুমা আদালতে নিহতের স্ত্রী মমতাজ বেগম একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় পাকিস্তান বাহিনীর এ দেশিয় সহযোগি দানেশ মোল্লাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ওই মামলায় আসামিদের তালিকায় জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম ছিল না।’
সোমবার রাষ্ট্রপক্ষের আনীত ২০ টি অভিযোগের মধ্যে ৮নম্বর অভিযোগ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে ১০ নম্বর অভিযোগে যুক্তি উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন