জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন মজলুম জননেতা কারা অন্ত্রিন অবস্থায় মাওলানা এ কে এম ইউসুফ ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।
রোববার সকালে কাশিমপুর-১ কারাগারে থাকা অবস্থায় তিনি অচেতন হয়ে পড়লে কারা চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করতে বলে । জেল কর্তৃপক্ষ কাশিম্পুর থেকে রাজধানীর P.G. হাসপাতালে নিয়ে আসেন । সকাল সাড়ে ১১ টায় P.G. হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । আমরা হারিয়ে ফেললাম আমাদের মুরুব্বী ।
হাসতালে শেষবারের মত দেখার চেস্টা করলে তাকে দেখার সুজোগ আমাকে দেয়া হয় নাই ।
রাত সাড়ে ৯টায় ধানমন্ডির ঈদ্গাহ ময়দানে মরহুমের নামাজে জানাজাহ অনুষ্ঠিত হয় । তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দি মাওলানা এ কে এম ইউসুফ উস্তাদের জানাজাতে ধান্মন্ডির ঈদ্গাহ ময়দান কানায় কানায় পুরন হয় নামাজি মুসল্লি, জামায়াতের নেতা কর্মী ও বিভিন্ন পেশার জনসাধারনের উপস্থিতিতে । তখনই শেষবারের মত দেখার সুজোগ পেলাম হাসি মাখা জান্নাতি চেহারাখানা ।
সকল ক্ষমতার মালিক ইয়া আল্লাহ ! অনেক আলেমের উস্তাদ, কারাবন্ধি বয়বৃদ্ধ মহান এই ব্যাক্তিকে শাহাদাতের মর্যাদা দান করো । ইয়া রব তাকে তুমি তোমার মেহমান করে নাও । জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ স্থানে তাকে দাখিল করো । আমীন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন