নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে । ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডমস অব রাইটস নামের তুরস্কের একটি সংগঠনের পক্ষে এ অভিযোগ আনা হয় । সংগঠনটির পক্ষে বৃটিশ আইনজীবী টবি ক্যাডম্যান এ অভিযোগ দায়ের করেন । তিনি যে আবেদনটি দাখিল করেছেন তাতে সরকারি বাহিনীর গুলি, আটক ও বেসামরিক বিক্ষোভকারীদের নির্যাতনের সুস্পষ্ট কিছু বিবরণ তুলে ধরা হয়েছে । মঙ্গলবার রাতে বার্তা সংস্থা এপিতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় । এতে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার মাধ্যমে বাংলাদেশ সরকার মানবাধিকার বিরোধী অপরাধ করছে । ব্যাপক সহিংসতা এবং প্রধান বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এখন এ আবেদন নিয়ে যাচাই বাছাই করবে আন্তর্জাতিক অপরাধ আদালত । এরপরই তদন্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ফাতো বেনসোদা । এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষক তেজশ্রী থাপা বলেছেন, ৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির ঘটনায় তারা উদ্বিগ্ন । ওই রিপোর্টে বলা হয়েছে, ১৬ কোটি মানুষ অধ্যুষিত বিশ্বের ৪র্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত । ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মধ্যপন্থি বিএনপি এ দুইভাগে বিভক্ত বলে উল্লেখ করা হয়েছে । আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সালে প্রথম মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারি বাহিনীর হাতে কয়েক শ’ মানুষ নিহত হয়েছেন । গ্রহণযোগ্য তদন্ত না হওয়ায় এবং গণমাধ্যম ও বিদেশি বেসরকারি সংস্থাগুলো এসব অপরাধ তুলে ধরতে সক্ষম হয়নি । এতে সুনির্দিষ্টভাবে হতাহতের চিত্র নির্ধারণ কঠিন হয়ে পড়েছে । এতে বলা হয়, এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য জানার জন্য প্রতিবেদক যোগাযোগ করেও কোন বক্তব্য পায়নি ।
উৎসঃ শীর্ষ নিউজ
উৎসঃ শীর্ষ নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন