প্রতিষ্ঠার পর বেশ কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি হত। এটি সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামারুজ্জামান ভাইয়ের নেতৃত্বে বের হওয়া ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির ছবি। আজ ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিই শিবিরের ঘাটি। আজ যখন শিবির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে তখন এই কামারুজ্জামান ভাইসহ অনেকের গলায় ঝুলছে ফাঁসির দড়ি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস প্রতিনিয়ত রক্তিম হচ্ছে মেধাবী ছাত্রদের রক্তে। আর আমরা ? আজ ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ব্যাথার পাহাড় বুকে চাঁপা দিয়ে কনকনে শীত আর কুয়াশা ঘেরা ভোরে বেরিয়ে পড়েছি হরতাল পালন করতে !!
না, এটি কোন হতাশার চিত্র নয়। প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাইর বক্তব্য অনুযায়ী “এটিই প্রমাণ করে বাংলাদেশের ইসলামী আন্দোলন আজ বালিগ ( যৌবনে পদার্পন) হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন