বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের নামাজে জানাজা শেষে বাড়ি ফেরার পথে রাস্তার বিভিন্ন মোড় থেকে পুলিশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ১০ জন মহিলাসহ শতাধিক সাধারণ মুসল্লীকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৪ জুলাই এক বিবৃতি প্রদান করেছেনঃ-
বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম গত ২৩ জুলাই ইন্তেকাল করেন। আজ ২৪ জুলাই বাদ জোহর মরহুমের নামাজে জানাজায় দলমত নির্বিশেষ হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে মুসল্লীগণ যখন বাড়ি ফিরছিলেন তখন রাস্তার বিভিন্ন মোড় থেকে পুলিশ অন্যায়ভাবে শতাধিক মুসল্লীকে গ্রেফতার করে। মরহুমের আত্মীয়-স্বজন মহিলারাও এ গ্রেফতারের হাত থেকে রেহাই পাননি।
সরকারের এ ধরনের ন্যক্কারজনক ভূমিকা মানুষের ধর্মীয় ও মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের ইসলাম বিরোধী নৃশংস ও বর্বরোচিত ঘটনা ইসরাইলের রাজধানী তেলআবিবে দেখা যায়। আমি নামাজে জানাজা শেষে মুসল্লীদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।
গণবিচ্ছিন্ন এ সরকার মানুষের ধর্মীয় ও মৌলিক অধিকার হরণ করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমি জনগণকে সরকারের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
গ্রেফতারকৃত মহিলাসহ সকল মুসল্লীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। ”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন