বাংলাদেশ বার্তাঃ সকালের ইস্কাটন গার্ডেনের কথা তো হয়ে গেল ! গতকাল পড়ন্ত বিকেলে আবার ছুটলাম ইন্দিরা রোডের অন্যধারার সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আড্ডায় ।নিয়মিত হলেও আমি বরাবরেই অনিয়মিত বিবিধ কারণে। আড্ডা পাগল কবি জামান মনির যখন খুলনা থেকে ঢাকায়, তখন তো ঘরে বসে থাকা দায়!! তার উপর তিনিই আজ আড্ডা ও কাব্য আলোচনার মধ্যমণি ।তাই দ্বিগুণ উৎসাহে ছুটতে হলো তার সাথে । তা ছাড়া মান্যবর
কবি ও অন্যধারা সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক ড.সৈয়দ রনো আগেই স্ট্যাটাস দিয়ে রেখেছেন বিশেষ আলোচক হিসাবে আমাকেও দাঁড়াতে হবে ।আমি ঘরোয়া আড্ডায় প্রাণবন্ত থাকলেও মঞ্চে... 'পা কাঁপিতেছে ..পর্দা ফেলিয়া দাও!'অবস্থা হয় ।
তবুও কি আর করা ? মাঝে মাঝে ঠেস দিয়ে দাঁড়িয়ে যাই !! যা হোক ,আড্ডায় গিয়ে বুঝলাম আমাদের জন্য আজ আরও একটি চমক অপেক্ষা করছে । প্রখ্যাত ছড়াকার. আবু সালেহ ৭১ এ পদার্পণ করলেন ৬ শ্রাবণ ,তাকে ঘিরে আনন্দ উৎসব, কেক কাটার আয়োজন চলছে । একে একে আমন্ত্রিত অতিথিবর্গ আসলেন । কবি ক্যামেলিয়া আহমেদ,কবি ও প্রাবন্ধিক বকুল আশরাফ ,কবি ও কথা সাহিত্যিক শাওন আজগর ,
সাহিত্য সম্পাদক ,কবি জাকির আবু জাফর ,তারুণ্যের কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং ছড়াকার আবু সালেহ সবাই আসন গ্রহণ করলেন। এভাবে আড্ডা ধীরে ধীরে
বেশ জমে উঠলো ।পারিবারিক অনুষ্ঠান থাকার জন্য প্রধান অতিথি আগেই আলোচনা করলেন ।কেকটাও আড়ম্বরে কাটা হলো ।আবেগ আপ্লুত কবি সবাইকে পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিয়ে গেলেন ।তারপর আমরা আবার মূল প্রোগ্রামে চলে আসলাম ।আড্ডার কবি তার কাব্য গ্রন্থ " স্বচ্ছ জলে ডুব সাঁতার " থেকে পাঠ করলেন বেশ কয়েকটি কবিতা। মনোমুগ্ধকর এক পরিবেশে কবিতা আবৃত্তি, আলোচনা চলতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে কখন রাত নামলো বুঝতে পারিনি । কবি মাদবর রফিকের সভাপতিত্বে
ও কবি সৈয়দ রনো ও কবি শাওন আজগরের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি বেশ উপভোগ্য,শিক্ষণীয় হয়ে উঠেছিল । দেখুন ,আড্ডার ছবি নিয়ে সাজানো এ্যালবাম।
।।লালমাটিয়া ।ঢাক ।
২১ জুলাই ২০১৭
০৬ শ্রাবণ ১৪২৪
ফেইসবুক স্ট্যাটাস: আবু জাফর সিকদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন