মহাগ্রন্থ আল কোরআনের আয়াত বাতিল করার অধিকার পৃথিবীর কারো নেই
মহাগ্রন্থ আল কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে করা রিটের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১৫মার্চ ২০২১ইং সকালে চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম মহানগরী সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এ্যাসিসটেন্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারী এম এ আলম, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, জামায়াত নেতা ফারুকে আজম, এম এফ খান ও মোস্তাক আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন বলেন, মহাগ্রন্থ আল কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে উত্তর প্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান তথাকথিত ওয়াসিম রিজভী কর্তৃক রিট দাখিলের মতো জঘন্য ও ধর্মীয় আচরণ বর্হিভূত এই প্রদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদের ভাষা আমাদের নেই।
তিনি বলেন, এই ধরনের ধৃষ্টতা প্রদর্শণের জন্য অবিলম্বে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়ে রিট প্রত্যাহারের করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, মহাগ্রন্থ আল কোরআনের আয়াত বাতিল করার অধিকার পৃথিবীর কারো নেই। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে রিট প্রত্যাহার করা না হলে বিশ্ব মুসলিম উম্মাহ কোরআন রক্ষার জন্য জীবনবাজি রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূণর্ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন