হেফাজত তুমি খুনে রাঙা এক
দৃপ্ত কাফেলা জানি,
তোমার মিছিলে দাঁড়িয়ে অনেকে
প্রাণ দেয় কোরবানি।
তেরো সালে সেই বজ্র শ্লোগানে
জেগেছো যখন তুমি,
টুপি-জুব্বায় সাদা হয়েছিলো
শাপলার পুরো ভূমি।
বাতিলের সাথে লড়েই গিয়েছে
লক্ষ মুজাহিদেরা,
কারোর কারোর আবার সেদিন
হয় নি তো ঘরে ফেরা।
বদরের পথে কদম বাড়িয়ে
স্বপ্ন প্রদীপ জ্বেলে,
কোরানের রাজ কায়েমের তরে
রক্ত দিয়েছে ঢেলে।
তবে কিছুদিন পর—
কিছু দালালের আগমনে ভরে
গিয়েছে তোমার ঘর।
স্বার্থের মোহে হৃদয় তাদের
সর্বদা ডুবে ছিলো,
তাইতো নিমিষে নিজ আদর্শ
নিস্তেজ করে দিলো।
তাগুতের সাথে দুহাত মিলালো
একই মঞ্চে বসে,
এই দুনিয়ার লাভ-ক্ষতি নিয়ে
জটিল অঙ্ক কসে।
তখন হতাশা জমাট বেঁধেছে
শত মুমিনের মনে,
রঙিন গোলাপ শুকিয়ে গিয়েছে
স্বপ্নের মধুবনে।
এমনি করেই অনেকটা দিন
পার হলো অবশেষে,
বুকে টেনে আর নেয় নি তো কেউ
তোমাদের ভালোবেসে।
কিন্তু হঠাৎ অন্যায় দেখে
কাল বোশেখীর বেগে,
নতুন শপথে বলীয়ান হয়ে
আবারো ওঠেছো জেগে।
আবারো নেমেছে ঈমানী শ্রাবণ
ধূসরিত সরোবরে,
শহীদি জযবা উথলে ওঠেছে
শত কোটি অন্তরে।
জীবনের মায়া ভুলে—
মিছিলের মুখে গর্জে ওঠেছে
তাকবীর ধ্বনি তুলে।
বুকের ভেতরে জমা হয়ে থাকা
ভালোবাসা ঢেলে দিয়ে,
আরো কিছু তাজা টগবগে প্রাণ
শাহাদাত নিলো পিয়ে।
সংগ্রাম দিয়ে মানুষের মন
আবারো নিয়েছো কেড়ে,
তোমার জন্য জাতির মমতা
দ্বিগুন গিয়েছে বেড়ে।
আজকে তোমায় কাব্যের সুরে
অনুরোধ করি শুধু,
ফুলে ভরা এই কাফেলা আবার
করো না মরুর ধূধূ।
মনে রেখো হেফাজত—
তোমার জন্য রক্তে রেঙেছে
এদেশের রাজপথ!
.
৩০।০৩।২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন