বাংলাদেশ বার্তা ডেস্কঃ নাগরিকদের তথ্য সেবা নিশ্চিত করার জন্য রাজধানীর কদমতলী এলাকায় নাগরিক তথ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী থানা উত্তরের উদ্যোগে নাগরিক তথ্যসেবা কেন্দ্র পরিচালিত হবে। এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনসাধারণ নাগরিক সুবিধা সংক্রান্ত তথ্য পাবেন।
জামায়াতে ইসলামী কদমতলী উত্তর থানা আমীর আবদুর রহিম জীবনের সভাপতিত্বে তথ্যসেবা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসাঈন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবদুস সবুর ফকির, ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য যুবনেতা কামাল হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমীর জনাব মহীউদ্দীন, কদমতলী পূর্ব থানা আমীর মীর বাহার আমীরুল ইসলাম, শ্যামপুর থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কদমতলী উত্তর থানা নায়েবে আমীর লোকমান হোসেন, কদমতলী উত্তর থানা সেক্রেটারি মাওলানা জোনায়েদ, কদমতলী পশ্চিম থানা সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কদমতলী পূর্ব থানা সেক্রেটারি আতিকুর রহমান চৌধুরী, শ্যামপুর থানা সেক্রেটারি আবদুর রব ফারুকী, জামায়াত নেতা এস এম ওমর ফারুক, দলিলুর রহমান দুলাল, অধ্যক্ষ মুহাম্মদ যাকীর হোসাইন, মোহাম্মদ কবিরুল ইসলাম প্রমূখ।
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান নাগরিক তথ্যসেবা কেন্দ্রের সার্বিক সাফল্যের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে স্থানীয় জনসাধারণ উপকৃত হবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন