ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ২০ মার্চ, ২০২১

কমোডর অব. এম আতাউর রহমান আর নেই –

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ দিগন্ত মিডিয়া করপোরেশন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান কমোডর অব. এম আতাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ সকাল ১০টায় ইবনে সিনা হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের ডাক্তার মেয়ে বৃটেনে কর্মরত। আরেক মেয়ে বুয়েটের অধ্যাপিকা। আজ বাদ জোহর ধানমন্ডি ইদগাহ মাঠ মসজিদে মরহুমের প্রথম জানাজা হবে। এরপর বাদ আছর নারায়ণগঞ্জের আড়াইহাজারের পোভাকার্দি গ্রামের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এম এ রহমান ১৯২৭ সালের ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারের পোভাকার্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫০ সালে পাকিস্তান নৌ বাহিনী কমিশন্ড অফিসার হিসাবে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি দেশে ফিরে এসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কমোডর হিসাবে তিনি নৌ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি বিআইডাব্লিউটিসি, চালনা বন্দর, টিসিবি ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের দ্বিতীয় বোর্ড চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান। দীর্ঘ সময় তিনি এই দায়িত্ব পালন করেন। দিগন্ত মিডিয়া কর্পেরেশনের প্রতিষ্ঠাতা বোর্ড চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান। এ ছাড়া বহু সংখ্যক সমাজ সেবা প্রতিষ্ঠান ও দাতব্য কর্মকান্ডের সাথে তিনি যুক্ত ছিলেন। পরিচিত পরিমণ্ডলে তিনি কিংবদন্তীতুল্য একজন পরোপকারী ও সমাজহিতৌষি ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন।

1 টি মন্তব্য:

  1. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজেউন। ইয়া আল্লাহ! ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন ।

    উত্তরমুছুন