বাংলাদেশ বার্তা ডেস্কঃ গন্তব্য কোথায়? আল্লামা মামুনুল হক আপনার নিকট জানতে ইচ্ছে করে এ আন্দোলনের গন্তব্য কোথায়?
মোদি বিরুধী আন্দোলন করলেন,পুলিশ ছাত্রলীগরেরা হামলা করলো, শহীদ হলো কয়েকজন ভাই।
এর পাল্টা জবাবে হরতাল দিলেন,এবং আপনি বললেন তৃতীয় কোন দল যেন না ঢোকে।
এটা আপনার বক্তব্য আপনার ব্যাপার,,,বাট আমার খুব জানতে ইচ্ছা করে,, আবার ৪৮ ঘন্টার হরতাল।
এই আন্দোলন হরতালের কারনটা কি?
নিশ্চয় নিহত হওয়া শহীদ ভাইদের যারা হত্যা করছে তাদের বিচারের দাবি?
গতকাল শহীদ হলো,আজ শহীদ হলো,আবার ডাকবেন না জানি আরও কতজন শহীদ হবে।
আমি জানতে চাই-----মেনে নিলাম সরকার সব আসামি আইনির আওতায় আনলো। এবং বিচারের মুখোমুখি করলো।
আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম,তাদের ফাঁসিও দিলো সরকার। লাভ কি?
আবার থেমে যাবেন,আবার সরকার কিছু ইসলাম বিরুধীতে লিপ্ত হবে, আবার ডাকবেন আন্দোলন আবার মরবে ভাইয়েরা।
এগুলা তো ৯৬ সাল থেকে দেখে আসছি আমরা।কি করবেন? এটা তো সরকার বিরুধী আন্দোলন না,বা পতনের আন্দোলন না,,তাহলে এই আন্দোলনের যৌতিক্তা কি?
আপনাদের দাবি কি এটায় তো জানতে পারলাম না,মুল দাবি কি?
মরা কি বার বার মরা যায়,নাকি একবার মরে মানুষ? ইমানদার তো এক গর্তে বার বার পড়ে না।
বার বার সরকারের তাবেদারী করবেন নাকি জাতিকে মুক্তি দিবেন।
যদি জাতীকে মুক্তি দেন, তাহলে এখনও সময় আছে, সব ইসলামিক মাইন্ডের দল নিয়ে বৈঠকে বসুন,আলোচনায় বসুন।
আপনাদের আন্দোলন হরতালের কোন গন্তব্য নেই,গন্তব্যহীন পথ কখনো সফলতার পথ দেখাই না।
এখন সময় সরকার পতনের আন্দোলন,আসেন এক কাতারে,,আপনি জানেন না মামুনুল হজুর আমরা হেফাজত কওমি চরমুনাইকে কলিজার মত ভালোবাসি।
আমাদের কলিজায় এই হত্যাযজ্ঞ আর সইতেছে না,,,আমরা সরাসরি নামতে পারছিনা,কারন গন্তব্যহীন পথের আন্দোলন।
সরকারকে উচ্ছেদ করেন, ডাক দিন,ইসলামিক মাইন্ডের রাজনৈতিক দলের সাথে ঐক্যে আসুন প্লিজ।
আমরা শুধু রক্তনা জিবন দিতে প্রস্তত,,না পারলেও জামায়াতকে পাশে নিন, আর অভিমান নয়।
আমাদের হাত পা রক্ত এখনও স্বচল, আমরা মরতে চাই মারতে চাই,,একবার শুধু একবার জামায়াত হেফাজত চরমুনাই এক কাতারে আসতে চাই,,এবং কাঁধে কাঁধ মিলাতে চাই।
পারলে এক কাতারে আসেন,না হয় আন্দোলনের ঘোষনা বয়কট করেন,,আর লাশ চাইনা আমরা।
সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন