বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশে দাড়ি আর টুপিকে নিয়ে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে বহু বছর তামাশা করা হয়েছে। সবচেয়ে কুৎসিত কাজে কিংবা ভিলেনের মুখে দাড়ি লাগানো হয়েছে। মঞ্চ নাটকে এ দাড়ি টুপির অপমানের কথা নাই বা বললাম।
এত বছর দাড়িকে অসম্মান করায় আজ রাস্তার ছেলেরাও দাড়ি নিয়ে পরিহাস করার সাহস পায়। আমাদের নবিজি সা. দাড়ি রাখাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যারা দাড়িকে অসম্মান করলো, তারা প্রকারান্তরে ইসলামী অনুশাসনকে অবমাননা করলো।
আরেকটা বিষয়, আমাদের রাষ্ট্রীয় বাহিনী বা ডিউটিরত সাংবাদিকদের মুখের ভাষা খুবই জঘন্য। লাইভগুলো কিছুসময় শুনলে কান ব্যাথা করে। কারো যদি গালিগালাজের কোর্স করার আগ্রহ থাকে, তাহলে এই ফেসবুক লাইভগুলো শুনতে পারেন। মনে হচ্ছে, অন্য সব ট্রেনিং এর আগে এই মানুষগুলোর ভাষাজ্ঞানের বিষয়ে ট্রেনিং দেয়া জরুরি হয়ে পড়েছে।
এই সব জঘন্য আচরণের বিপরীতে নামাজরত মানুষগুলোর সাহসী চেহারা আামাদেরকে প্রেরণা জোগায়, আশাবাদী করে। আলহামদুলিল্লাহ।
©
Ali Ahmad Mabrur
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন