বাংলাদেশ বার্তা ডেস্কঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং স্বাধীনতার মাসেও থেমে নেই রাজনৈতিক পরিচয়ে মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত কেড়ে নেয়ার দুষ্টু প্রবণতা। ১৭ মার্চ যুবলীগ নেতার উন্মত্ত লালশার শিকার হয়ে শাল্লায় একটি জনপদ লন্ডভন্ড হয়েছে।
আজ ২৪ মার্চ বুধবার রাজধানীর দক্ষিণখানে স্থানীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপান হান্নানের গুলিতে আব্দুর রশিদ নামে এক যুবকের জীবন প্রদীপ নিভে গেল। খালি হলো মায়ের বুক। বিবাহিত হয়ে থাকলে বিধবা হলেন একজন বোন, সন্তান-সন্ততি থেকে থাকলে এতিম হয়ে গেল ছেলে-মেয়েরা।
এরকম একটি-দু’টি নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়, ধারাবাহিক রাজনৈতিক অপ্রশাসনিক খুনের মহড়া চলছেই। আজকে দেশের ১৮ কোটি মানুষের নেই জীবন, সম্পদ ও ইজ্জতের কোন গ্যারান্টি। আশঙ্কা হয়, আজকের ঘটনার খুনি আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপান হান্নানের আবার ডিএনএ টেস্ট করে রাজনৈতিক পরিচয় বদলে ফেলা হবে নাতো?
দক্ষিণখানের যুবক আব্দুর রশিদ হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আল্লাহ তায়ালা তার শোক সন্তপ্ত পরিবারকে এই বিশাল কষ্টের ভার বহনের শক্তি দান করুন। আমীন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন