বাংলাদেশ বার্তা ডেস্কঃ মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাওলানা মুহাম্মদ শাহজাহান জামায়াত কর্মীদের প্রতি এই আহবান জানান।
থানা আমীর একে আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে মহানগরী আমীর বলেন, 'বিগত ৫০ বছরে আমাদের অনেক কিছু অর্জন করার থাকলেও আমরা এখনও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। ৫০ বছর একটা জাতির জন্য কম সময় নয়। এই সুদীর্ঘ সময়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই সুদীর্ঘ সময়ে আমরা জনগণের মাঝে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারিনি। জনগণ আজ বহুধা বিভক্ত।
অনেক ত্যাগ ও কোরবানীর বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলেও শাসকগোষ্ঠীর ক্ষমতালিপ্সা, অহমিকা, বিভেদের রাজনীতি, সীমাহীন দুর্নীতি, অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দি পরেও এর সুফল আজও আমাদের কাছে অনেকটাই অধরায় রয়ে গেছে।
আমরা গণতান্ত্রিক অগ্রগতি অর্জন করতে পারিনি। বরঞ্চ বিভিন্ন প্যারামিটারে আমরা বরও অনেক দূর পিছিয়ে পড়েছি। আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। আজ আমাদের দেশে এই সরকারের সময়ে দিনের ভোট আগের রাতে সিল মারা হয়ে যায়। এর চাইতে লজ্জার বিষয় আর কী হতে পারে? আমরা আজ উন্মুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না। আজ আমাদের চতুর্দিকে এক উচ্ছৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। তাই আমাদেরকে স্বাধীনতার পূর্ণ স্বাদ মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে হবে।'
মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের জন্য দোয়া কামনা করে তিনি আগামী দিনে জামায়াতের প্রতিটি কর্মীকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান। অতঃপর প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
থানা সেক্রেটারী আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি উত্তর থানা সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুজ জাহের। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য মোঃ ইলিয়াস, মোঃ নূর হোসেন, সাবেক মহানগরী উত্তর শিবির সভাপতি হামেদ হাসান এলাহী, ওয়ার্ড দায়িত্বশীল মোঃ কামাল উদ্দিন, আব্দুর রহমান মোজাহিদুল ইসলাম, খালেদ জামাল, আকতার হোসেন, মাওলানা নুরুল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন