বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানার রুকন হাবিবুর রহমান তালুকদার আজ সকাল ৮ টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ্যতা সহ নানাবিধ শারিরীক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১টি ইউনিটের সভপতি ও থানা বায়তুল মাল সেক্রেটারি হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন। মরহুম হাবিবুর রহমান জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান শহীদ মীর কাসেম আলীর ‘ভায়রা ভাই’।
আজ বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেওড়া পাড়া মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে ইব্রাহিমপুর বাজার মসজিদ কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় জামায়াত-শিবির নেতাকর্মী বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শোকবাণী
হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দীন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার রূহের মাগফিরাত ও নেক আমলগুলোকে কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদাউস নসীব করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন